Bauphal upazila - বাউফল ,পটুয়াখালী

Bauphal upazila - বাউফল ,পটুয়াখালী বাউফল উপজেলা

বাউফলের আফছেরের গ্যারেজ বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির লা*শ উদ্ধার।
30/07/2025

বাউফলের আফছেরের গ্যারেজ বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির লা*শ উদ্ধার।

বাউফলের বাস্তবতা—একটি চেহারার দুই রূপ!যিনি ছিলেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পিএস, আবার ছিলেন যুবলীগ নেতা—আজ তিনি প...
29/07/2025

বাউফলের বাস্তবতা—একটি চেহারার দুই রূপ!

যিনি ছিলেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পিএস, আবার ছিলেন যুবলীগ নেতা—আজ তিনি পরিচিত হচ্ছেন "সাংবাদিক" নামের আবরণে! অথচ তার অতীত ভূমিকা ছিল স্পষ্টভাবে জনগণের বিরুদ্ধেই। জুলাইয়ের আন্দোলনের সময় যখন নিরীহ মানুষেরা রাস্তায় নামেন ন্যায়ের দাবিতে, তখন এই ব্যক্তি প্রশাসনের দালাল হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে তথ্য সরবরাহ করেন। তার ওই ভূমিকায় বহু আন্দোলনকারীকে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে।

আর দুঃখজনক হলেও সত্য, সেই ব্যক্তি এখন আবার শহীদ পরিবারের সহায়তা অনুষ্ঠানে “বিশেষ অতিথি” হয়ে বসে থাকেন! কী নিঃসঙ্গ বিদ্রুপ এ জাতির জন্য!

৫ তারিখের আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন তার দুর্নীতির অভিযোগ ছিল সর্বত্র—মানুষের সালিশি করে টাকা নেওয়া, পুকুরের মাছ লুট, গরু জব্দ, ব্যক্তিগত শত্রুতায় নিরীহদের হয়রানি, এমনকি স্থানীয় বিরোধ মিটানোর নামে মানুষ ঠকানো ছিল তার দৈনন্দিন রুটিন।

আজ সেই মানুষটিই সমাজে "ভদ্র সাংবাদিক" পরিচয়ে ঘুরে বেড়াচ্ছেন!
নামের আগে সাংবাদিক, পেছনে অসংখ্য অপকর্মের দায়।
এটাই কি বাউফলের ন্যায়বিচার? এটাই কি আমাদের সামাজিক বিবেক?

© আমার কথাগুলোরা সাথে রুমেনের কথাগুলো সব মিলে যাচ্ছে তাই নতুন আর কিছু যুক্ত করলাম না।

ইন্নানিল্লাহ্বাউফ‌লের কাছিপাড়া এলাকার মিয়া বাড়ী সংলগ্ন খালে বালু ভ‌র্তী কার্গো ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় ব্রিজের সাথে...
29/07/2025

ইন্নানিল্লাহ্

বাউফ‌লের কাছিপাড়া এলাকার মিয়া বাড়ী সংলগ্ন খালে বালু ভ‌র্তী কার্গো ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় ব্রিজের সাথে লেগে শরীর থেকে ১ জনের মা**থা বি**চ্ছি'ন্ন হয়ে গিয়েছে।

28/07/2025

যেগুলায় ১২ জন ১২ জন বইল্লা স্টাস্টাস দিয়েছেন।

এবং ইনবক্সে এসে তর্কে জড়িয়েছেন

ওগুলারে এখন 🩰🩰⛸️👠👠 দিয়া দেয়া লাগে।।

মানুষের মৃত্যু নিয়েও তর্ক করে।
মু*র্খে*র দল।

28/07/2025

গুজবে বাঙ্গালি সেরা!!

হায়রে চেয়ারম্যান আর কত??
28/07/2025

হায়রে চেয়ারম্যান আর কত??

দশমিনা-বাউফল রুটের চেয়ারম্যান পরিবহন এ*ক্সি*ডে*ন্ট করেছে।।হতাহতের সংখ্যা অনেক হতে পারে।।
28/07/2025

দশমিনা-বাউফল রুটের চেয়ারম্যান পরিবহন এ*ক্সি*ডে*ন্ট করেছে।।

হতাহতের সংখ্যা অনেক হতে পারে।।

28/07/2025

বাউফলের চেয়ারম্যান পরিবহনের দুর্ঘটনার সঠিক কোনো তথ্য এখনো আমরা পাইনি।

কেউর কাছে সঠিক কোনো তথ্য থাকলে দিতে পারেন।

24/07/2025

শুনলাম মাছের ভাগ নিতে গিয়ে কালাইয়া ইউপিতে গনদোলাই খেয়েছে দুই সোম্বাদিক!!

ঘটনার সত্যতা কি??

22/07/2025

জরুরি নোটিশ...

২২/০৭/২০২৫ইং তারিখের এইচএসসি পরীক্ষার সাথে ২৪/০৭/২০২৫ইং তারিখের এইচএসসি পরীক্ষা ও স্থগিত করা হয়েছে।

বাহ্ বা*লে*র নিউজ!!
10/07/2025

বাহ্ বা*লে*র নিউজ!!

08/07/2025

একটি শোক সংবাদ।

বাউফল পৌরসভার ৭ নং ওয়ার্ড শেরেবাংলা সড়কের নিবাসী মোঃ আব্দুল লতিফ হাওলাদার এর মেজো ছেলে মোঃ ফয়েজ রাত ১ টার সময় স্টোকজনিত কারণে

ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Address

Bauphal
8620

Alerts

Be the first to know and let us send you an email when Bauphal upazila - বাউফল ,পটুয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share