Bauphal upazila - বাউফল ,পটুয়াখালী

Bauphal upazila - বাউফল ,পটুয়াখালী বাউফল উপজেলা
(1)

30/12/2025

যমুনা টিভির সাংবাদিক ইমনকে প্রকাশ্য সংবাদ সংগ্রহ কালে বাধা প্রদান করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জসিম।

এর আগেও সংবাদ প্রকাশে বাধা দিতে গিয়ে বাসসের এক সাংবাদিকের কাছে মা*র খেয়েছিলেন এই সাধারন সম্পাদক।।

এই সাধারন সম্পাদক আসলে চাচ্ছেন টাকি?

ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমার সন্দেহ হচ্ছে।।

এসব লোকদের কারনেই সাংবাদিকতটা আজকে শেষ হয়ে গিয়েছে।

27/12/2025

বাউফল পৌর শহরের গোলাবাড়ী শাহী মসজিদের সামনে একটি বসত বাড়ীতে আ'গু'ন লাগায় পৌর শহরের বি'দ্যুৎ ব'ন্ধ করা হয়েছে। ফা'য়া'র সার্ভিস দল ঘটনাস্থলে রয়েছে।

21/12/2025

কালিশুরী এলাকায় ট্রলিতে পি'ষ্ট হয়ে হাফসা নামে ৩বছরের শি'শু'র মৃ'ত্যু।

18/12/2025

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

16/12/2025

অষ্টম শ্রেনী পাশ করিয়া, হাতে একটা মোবাইল ফুটাইয়া, ১৫০ টাহা ভাড়া দিয়া উপজেলার চর অঞ্চল থেকে আসিয়া উপজেলায় বসে যারা সাংবাদিক পরিচয় দিচ্ছে তাদেরকে শুধু কে***নু হবে কে***** নু।।

টাকা দিয়ে ভুম কিনে এনে যারা সাংবাদিক পরিচয় দিচ্ছে এবং উদ্দেশ্য প্রণিত ভাবে সংবাদ প্রচার করবে তাদেরকে শুধু মা**** ই*** র হবে।।

15/12/2025

বগা সেতুর খবর কি?

নির্বাচন তো চলেই এলো।

সৌরভের গ্রামের বাসা বাউফল সূর্যমনি।
11/11/2025

সৌরভের গ্রামের বাসা বাউফল সূর্যমনি।

10/11/2025

বাউফল পৌর শহরে যারা মা*দ*কের ব্যবসা করে বা মাদক সেবন করে তাদের পূনাঙ্গ নাম, বাবার নাম এবং ঠিকানা দিয়ে সহযোগীতা করুন।

কোন কোন স্পষ্টে মাদক সেবন করে সেসব স্পটের নাম ও দিবেন।

যারা আপাতত হাজতে আছে তাদের তথ্য না দিলেও হবে।

কমেন্টে সমস্যা থাকলে ইনবক্সে দিন, আপনার তথ্য গোপন থাকবে।

ক্রমান্বয়ে সব এলাকার তথ্য ই নেওয়া হবে।

10/11/2025

ডেবিল হান্টের নামে টিকটকার সাইফুল গ্রেফতার হয় অথচ ২৪ ঘন্টা এমপির চা*ম*চা*মি করা বাউফল কলেজের ২ প্রভাষক এখনো চলছে বুক ফুলিয়ে।।
তাদের অপকর্মের শেষ নাই।

এটাই টাকার খেলা।

10/11/2025

রাতে ডে'ভি'লে হা'ন্টে গ্রে'ফ'তা'র বাউফল পাবলিক মাঠস্থ বাসিন্দা দেলোয়ার হোসেন তোতা মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগের কেন্দ্রীয়  নেতা, নাজিরপুরের সন্তান জোবায়দুল হক রাসেল  স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ ...
09/11/2025

সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, নাজিরপুরের সন্তান
জোবায়দুল হক রাসেল স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার ভোরে ঢাকার বাসা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

05/11/2025

নি'খোঁ'জে'র ৩ দিন পর কালিশুরী ইউপির কুমার'খা'লি নদী থেকে আবদুর রশিদের লা**শ উ'দ্ধা'র করেছে বাউফল থা'না পু'লি'শ।

Address

Bauphal
8620

Alerts

Be the first to know and let us send you an email when Bauphal upazila - বাউফল ,পটুয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share