27/05/2025
নিরাপদ ক্যাম্পাস, সাম্য হত্যার বিচার, ও ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় ছাত্রশিবির ।
২৭ মে ২০২৫, মঙ্গলবার, মধুর ক্যান্টিন, ঢাবি।
ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনটি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ।
তিন দফা দাবি হলো:
১। ডাকসুর রোডম্যাপ ঘোষণা করে ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরিয়ে দিতে হবে,
২। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে
৩। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ লিখিত বক্তব্যে বলেন, প্রশাসন ঘোষিত টাইমলাইন অনুযায়ী মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও তা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিশন গঠন না হওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যাও উপস্থাপন করেনি। তিনি প্রশাসনের রহস্যজনক ধীরগতির নিন্দা জানিয়ে বলেন, এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে। অনতিবিলম্বে ডাকসুর সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হলে, শিক্ষার্থীদের প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
ডাকসুর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত ফ্যাসিবাদের সময়ে ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের জিম্মি করে তাদেরকে কোনো গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা, তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটানোর মত ঘৃণ্য পাঁয়তারা ঠেকাতে ডাকসুর বিকল্প নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসম্মত আবাসন ব্যবস্থা, খাবার, পানীয় থেকে শুরু করে তাদের প্রত্যেকটি অধিকার নিশ্চিত করতে ডাকসু কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
সংবাদ সম্মেলনে শিবির সভাপতি এস.এম. ফরহাদ অভিযোগ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তাদের প্রত্যাশা ছিল—একটি অংশীদারিত্বপূর্ণ, জবাবদিহিমূলক, কার্যকর ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। কিন্তু প্রশাসন নিরাপদ ক্যাম্পাস ও ডাকসু নির্বাচনের মতো শিক্ষার্থীদের মৌলিক দাবিগুলো পূরণে ব্যর্থ হয়েছে।
ছাত্রদলকে বন্ধুপ্রতীম সংগঠন আখ্যা দিয়ে সাম্য হত্যার বিচার প্রসঙ্গে এস এম ফরহাদ বলেন, সাম্য হত্যাকাণ্ডের অনেকদিন পেরিয়ে গেলেও এখনো বিচার নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি যেন আমাদের ভাই সাম্যের বিচার প্রক্রিয়াকে অপ্রয়োজনীয়ভাবে বিলম্বিত না করে। বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপ প্রয়োগ করুন। একই সঙ্গে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
এসময় নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রশাসনের প্রতি ৪টি দাবি তুলে ধরেন তারা। দাবিসমূহ হলো- ১। ক্যাম্পাস এলাকায় ভবঘুরে, অপ্রকৃতিস্থদের বিরুদ্ধে উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা, ২। পুরো ক্যাম্পাস এলাকা ও ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা, ৩। ক্যাম্পাসের পাঁচটি প্রবেশপথে যে সিকিউরিটি এন্ড সার্ভেলেন্স বক্স রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সেখানে নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা ৪। প্রয়োজন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল পরিচালনা করা।