British Film

British Film hello everyone this is my page. please follow with me.

09/09/2025

Dog and a girl bestfriend storie....
゚viralシfypシ゚viralシalシ

Digital marketing ki(What is Digital marketing???)🤔বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। পৃথিবী এখন হাতের মুঠোয়। এখন ঘরে বসে মান...
24/02/2024

Digital marketing ki(What is Digital marketing???)

🤔বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। পৃথিবী এখন হাতের মুঠোয়। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরা খবর রাখতে পারেন।

**ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেওয়া।সোসাল মিডিয়া গুলোতে বিজ্ঞাপন দেওয়ার হার সবচেয়ে বেশি।

এর কারন বিশ্বে ৫৫.৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যাবহার করছে তার মধ্যে ৭৫শতাংশ মানুষ নিয়মিত সোসাল মিডিয়া ব্যবহার করছে।

আরো সহজ ভাষায় বলা যায়,ইন্টারনেটের সাহায্যে কোনো প্রডাকট বা সেবা অনলাইেন মানুষের মাঝ পৌঁছে দেওয়া বা প্রচার প্রচারনা করাকে Digital marketing বলে।

💸💸 সোশাল মিডিয়া ওDigital মাধ্যম গুলোকে কাজে লাগিয়ে ব্যবসার পথ উন্নত হচ্ছে।

Digital marketing এর কতগুলো মাধ্যম আছে। তার মধ্যে

সেরা মাধ্যম গুলো হলোঃ

👉Search engine optimization (SEO)

👉Search engine marketing (SEM)

👉Content Marketing

👉Social Media Marketing (SMM)

👉Digital Display Marketing

👉Mobile Marketing

👉Email Marketing

👉Affiliate Marketing

🔍🔎Search Engine Optimization (SEO) ক

💡SEO হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ওয়েব সাইটের কীওয়াডকে সার্চ ইঞ্জিনেকে রেনক করানো হয়।

SEO হলো তিন ধরনেরঃ

1.white hat SEO

2.Gray Hat SEO

3.Black hat SEO

🔎Search engine marketing (SEO) বা

হলো একটি ব্যপক মার্কেটিং কৌশল যা প্রাথমিকভাবে ব্যবসায় ট্রাফিক ড্রািইভ করবে।

🖋️Content marketing

*যে কোন বিষয় অথবা বস্তু সম্পর্কে একটি সাজানো কনটেন্ট তার মান বাড়াতে সাহায্য করে।

🙃Social Midia Marketing

বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীদের 75%কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত।এই বিশাল অংশের মানুষের কাছে সহজে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া।

🤩Digital Display Marketing

digital display বিজ্ঞাপনগুলো কিছুটা ব্যয়বহুল। ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যানার,স্লাইড শো, ছবি বা ভিডিও আকারে বিজ্ঞাপন প্রদর্শন করা কে ডিজিটাল ডিসপ্লে মারকেটিং বলে। 👍Mobile Marketing

জিএসএমএর হিসেবে বিশ্বেমোবাইল সংযোগ এর সংখ্যা ৪৯২ কোটি।মোবাইল ফোন ব্যবহার করে আরো বেশি সফলভাবে যে কোনো পন্যের প্রচার বিক্রয় করা যায় অনেক দ্রুত।

Email Market

What is "page"?page হল Facebook প্ল্যাটফর্মের একটি ডেডিকেটেড প্রোফাইল যা বিশেষভাবে ব্যবসা, প্রতিষ্ঠান,...
14/02/2024

What is "page"?
page হল Facebook প্ল্যাটফর্মের একটি ডেডিকেটেড প্রোফাইল যা বিশেষভাবে ব্যবসা, প্রতিষ্ঠান, পাবলিক ফিগার এবং ব্র্যান্ডের জন্য একটি উপস্থিতি প্রতিষ্ঠা করতে এবং তাদের দর্শকদের সাথে জড়িত থাকার জন্য ডিজাইন করা হয়েছে। ব্যক্তিগত প্রোফাইলের বিপরীতে, যেগুলি ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং সংযোগের জন্য বন্ধুর অনুরোধের প্রয়োজন হয়, Facebook পৃষ্ঠাগুলি ব্যবহারকারীদের "লাইক" বা "অনুসরণ" করার অনুমতি দেয়, যা অনুসরণকারীদের আপডেট পেতে এবং অনুমোদনের প্রয়োজন ছাড়াই সামগ্রীর সাথে যোগাযোগ করতে সক্ষম করে।
ফেসবুক পেজগুলি মার্কেটিং এবং যোগাযোগের উদ্দেশ্যে তৈরি করা বিভিন্ন বৈশিষ্ট্য অফার করে। এর মধ্যে পাঠ্য, ফটো, ভিডিও এবং লিঙ্ক পোস্ট করার পাশাপাশি ইভেন্ট এবং পোল তৈরি করার ক্ষমতা অন্তর্ভুক্ত। পেজ অ্যাডমিনিস্ট্রেটররাও অ্যানালিটিক্স টুল ব্যবহার করতে পারেন পারফরম্যান্স মেট্রিক্স যেমন নাগাল, ব্যস্ততা এবং দর্শক জনসংখ্যার ট্র্যাক করতে। অতিরিক্তভাবে, ফেসবুক পেজগুলি তাদের নাগাল প্রসারিত করতে এবং নতুন অনুসরণকারীদের আকৃষ্ট করতে বিজ্ঞাপন এবং প্রচার চালাতে পারে।
পৃষ্ঠাগুলি প্রোফাইল ছবি, কভার ফটো এবং তারা যে সত্তার প্রতিনিধিত্ব করে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে কাস্টমাইজ করা যেতে পারে। তারা ব্যবসা এবং পাবলিক ব্যক্তিত্বদের আপডেট শেয়ার করতে তাদের শ্রোতাদের সাথে যোগাযোগ করতে ব্র্যান্ডের আনুগত্য তৈরি করতে এবং বহিরাগত ওয়েবসাইট বা অনলাইন স্টোরগুলিতে ট্রাফিক চালাতে একটি কেন্দ্রীভূত কেন্দ্র হিসেবে কাজ করে।
Simply পেজগুলি ডিজিটাল মার্কেটিং কৌশলগুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর যা ব্যবসা এবং জনসাধারণকে তাদের দর্শকদের সাথে সংযোগ স্থাপন করতে, সম্পর্ক তৈরি করতে এবং তাদের পণ্য পরিষেবা বা বার্তাগুলিকে বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কার্যকরভাবে প্রচার করতে দেয়৷

Linkedin এর ব্যবহারের উপকারিতা❤️🌺এটি মূলত পেশাজীবীদের একটি বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ছাড়াও বিভিন্ন ধরনের মানুষ এটি...
08/02/2024

Linkedin এর ব্যবহারের উপকারিতা❤️🌺

এটি মূলত পেশাজীবীদের একটি বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ছাড়াও বিভিন্ন ধরনের মানুষ এটি ব্যবহার করছে।

পৃথিবীর যে কোন দেশের যে কোন কোম্পানির যে কোন লোককে পাওয়া সম্ভব Linkedin দ্বারা। এটি পেশাজীবীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ।
এটি ব্যবহার করে অনেকেই মনের মত চাকরী খোঁজে নিচ্ছে।🤩

লিঙ্কডইন দ্বারা সহজে বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায় অল্প সময়ের মধ্যে।
লিঙ্কডইনে আপনার পোষ্টে কেউ লাইক কমেন্ট বা শেয়ার করলে আপনার পোষ্টটি তার সাথে যুক্ত সবার কাছে পৌঁছে যাবে। ফলে আপনার প্রচারণাও বেড়ে যাবে।

লিঙ্কডইন ব্যবহার করে আপনি সরাসরি পছন্দের কোম্পানিতে চাকরীর আবেদন করতে পারবেন।এর জন্য আপনার প্রোফাইল টি হতে হবে তথ্যবহুল সাজানো গোছানো।
দেশ-বিদেশের বিভিন্ন ছোট বড় কোম্পানিগুলোর পেজ বা গ্রুপগুলো ফলো করলে জানতে পারবেন তাদের প্রতিদিনের আপডেটগুলো। ও তাদের কার্যক্রম সম্পর্কে।

লিঙ্কডইনে আপনি আপনার বিভিন্ন ডকুমেন্ট, লেখা, আপলোডগুলো তোলে ধরতে পারবেন, তবে সেগুলো হতে হবে প্রফেশনাল মানের। যা দেখে আপনার সম্পর্কে অনেকে পজিটিভ আইডিয়া নিবে।
আপনি নিজের সিভিটি লিঙ্কডইনে আপলোড করে রাখতে পারেন, ফলে যারা আপনার প্রোফাইল ভিজিট করবে, তারা চাইলে আপনার সিভিটি দেখতে পারে। এতে আপনার কাজ পেতে সুবিধা হবে।
ইউনিভারসিটিতে প্রথম দিকে পড়াকালীন সময়ে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে নিলে পাশ করার আগেই তৈরি হয়ে যাবে আপনার ১০০০ টির বেশি কানেকশন যা আপনার ক্যারিয়ারে বিশাল সুবিধা বয়ে আনবে।

লিঙ্কডইনে আপনি পাবেন এন্ডোর্সমেন্টের সুযোগ, যা আপনার কোন কাজে কতটুকু দক্ষ তা পরবর্তী ইমপ্লয়ারের কাছে সহজে তুলে ধরার সুযোগ তৈরি করে দিবে।

সুতরাং বর্তমানের এই ডিজিটাল যুগে আপনাকে প্রতিনিয়ত হতে হবে অ্যাডভান্স। থাকতে হবে বিশাল নেটওযার্ক। আর এই নেটওয়ার্ক এর জন্য সবচেয়ে উন্নত মাধ্যমটির নাম হলো লিঙ্কডইন।

LinkedIn কি??🤔🤔LinkedIn হচ্ছে ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী, ব্যবসায়ী এবং প্রফেশনালদ...
07/02/2024

LinkedIn কি??
🤔🤔
LinkedIn হচ্ছে ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী, ব্যবসায়ী এবং প্রফেশনালদের জন্য একটি বিশেষ প্লাটফর্ম। ২০০ দেশের প্রায় ৪১.৪ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে। লিঙ্কডইনে বিভিন্ন মার্কেটিং সহ চাকরি পাওয়া যায়। যার জন্যেই লিংকডিন আরো বেশি জনপ্রিয়। আমরা LinkedIn প্রোফাইল মূলত আমাদের কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে থাকি।

মেন্টর কি? @ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাকসেসফুল হওয়ার পথটা বেশ কঠিন ও লম্বা। এই কঠিন জার্নিটা বিভিন্নভাবে সহজ করে তুলত...
01/01/2024

মেন্টর কি?

@ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাকসেসফুল হওয়ার পথটা বেশ কঠিন ও লম্বা। এই কঠিন জার্নিটা বিভিন্নভাবে সহজ করে তুলতে কে হেল্প করে জানেন? একজন এক্সপার্ট মেন্টর।

😎একজন এক্সপার্ট মেন্টরের গাইডলাইনে থেকে কাজ করলে একজন ফ্রিল্যান্সার তার ক্যারিয়ার গড়ার পথের বিভিন্ন বাধা সহজেই অতিক্রম করতে পারেন এবং নিজেকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।

🤔শুধু তাই নয়, যখন একজন ফ্রিল্যান্সার কোন একজন মেন্টরের আন্ডারে থেকে কাজ করেন , তখন তার মেন্টর একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের রোল প্লে করেন।

❤️তখন সেই ফ্রিল্যান্সার কখন, কিভাবে কোন কাজ করছেন সে ব্যাপারে মেন্টরকে আপডেটেড রাখেন। এতে করে তার কাজের স্পিড ও কোয়ালিটি তুলনামূলকভাবে অনেক বেড়ে যায়👍।আলহামদুলিল্লাহ আমার মেন্টর আছেন,আমার মেন্টর হলো shimu ম্যাম আর লিডার ফারজানা আক্তার আখি আপনার কি আছে👍




LinkedIn কি⁉️LinkedIn হচ্ছে ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী, ব্যবসায়ী এবং প্রফেশনালদের...
01/01/2024

LinkedIn কি⁉️

LinkedIn হচ্ছে ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী, ব্যবসায়ী এবং প্রফেশনালদের জন্য একটি বিশেষ প্লাটফর্ম। ২০০ দেশের প্রায় ৪১.৪ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে। লিঙ্কডইনে বিভিন্ন মার্কেটিং সহ চাকরি পাওয়া যায়। যার জন্যেই লিংকডিন আরো বেশি জনপ্রিয়। আমরা LinkedIn প্রোফাইল মূলত আমাদের কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে থাকি।

জনপ্রিয় ফ্রিল্যান্সিং ফিল্ড | Popular Freelancing Field ✅ফ্রিল্যান্সিং ফিল্ড অনেক প্রশস্ত, এর মধ্যে উল্লেখযোগ্য ও জনপ্র...
01/01/2024

জনপ্রিয় ফ্রিল্যান্সিং ফিল্ড | Popular Freelancing Field ✅

ফ্রিল্যান্সিং ফিল্ড অনেক প্রশস্ত, এর মধ্যে উল্লেখযোগ্য ও জনপ্রিয় হল..

* ডিজিটাল মার্কেটিং। Digital Marketing.
* সোশ্যাল মিডিয়া মার্কেটিং। Social Media Marketing.(Facebook, Instagram, LinkedIn,)
* ইমেইল মার্কেটিং। Email Marketing.
* ওয়েব ডিজাইন & ওয়েব ডেভেলপমেন্ট। Web Design & Web Development.
* এসইও এক্সপার্ট। SEO Expert.
* ডাটা এন্ট্রি। Data Entry.
* লিড জেনারেশন। Lead Generation.
* কন্টেন্ট বা আর্টিকেল রাইটিং। Content or Article Writing.
* ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। WordPress Theme Customization.
* গ্রাফিক্স ডিজাইন। Graphics Design.
* লোগো ডিজাইন। Logo Design.
* ভিডিও এডিটিং। Video Editing.
* এনিমেশন এডিটিং। Animation Editing.
* সেলস কনসাল্টেন্ট। Sales Consultant.
* ইউটিউব মার্কেটিং। YouTube Marketing.

ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য, difference between Outsourcing and freelancing ফ্রিল্যান্সিং ও আউটসোর্সি...
24/12/2023

ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য, difference between Outsourcing and freelancing
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যবর্তী পার্থক্য সমূহ নিম্নরূপ-

● ‘Freelancing’ কথাটি এসেছে ‘free’ এবং ‘lance’; এ উৎস থেকে প্রয়োজনীয় কাজ করিয়ে আনা।

● ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম ছাড়াই স্বাধীনভাবে কাজ করা হয়। অন্যদিকে আউটসোর্সিং এর ক্ষেত্রে চাকরি না দিয়ে চুক্তি ভিত্তিতে কোনো ফ্রিল্যান্সার কে অর্থের বিনিময়ে কাজ করানো হয়।
•ফ্রিল্যান্স হিসেবে যারা কাজ করেন তারা কাজের শেষে বাইরের নির্দিষ্ট উৎস থেকে কাজের বিনিময়ে অর্থ পেয়ে থাকেন। অন্যদিকে একজন আউটসোর্সিং গ্রাহক নির্দিষ্ট ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করিয়ে পেমেন্ট করেন।

● ফ্রিল্যান্সার হিসেবে যারা কাজ করে তারা স্বাধীন কর্মী হিসেবে কাজ করে। অন্যদিকে আউটসোর্স ক্লায়েন্ট নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় লোকবল বাইরে থেকে প্রতিষ্ঠানে এনে উক্ত কর্মীকে কোনো স্থায়ী চাকরী প্রদান না করেই কাজ করিতে নেন।

আউটসোর্সিং কি?কোনো সেবা প্রদানে কিংবা পণ্য তৈরিতে কোম্পানির বাইরের কাউকে নিযুক্ত করার বিষয়কে আউটসোর্সিং বলা হয়। অর্থাৎ...
24/12/2023

আউটসোর্সিং কি?
কোনো সেবা প্রদানে কিংবা পণ্য তৈরিতে কোম্পানির বাইরের কাউকে নিযুক্ত করার বিষয়কে আউটসোর্সিং বলা হয়। অর্থাৎ কোনো কাজ সম্পাদনে কোনো কোম্পানির প্রয়োজনীয় লোকবল বা দক্ষতা না থাকলে সেক্ষেত্রে কোম্পানির কর্মচারী নয়, এমন কাউকে শুধুমাত্র উক্ত কাজ সম্পাদনে ভাড়া করার ব্যাপারকে বলা হয় আউটসোর্সিং।

[★★] মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে ক্লিক করুন

👉 বিকাশ অ্যাপ ডাউনলোড করুন এখান থেকে! (নতুন সব অফার নিন)

১৯৮৯ সালে সর্বপ্রথম আউটসোর্সিংকে বিজনেস স্ট্রেটেজি হিসেবে বিবেচনা করা শুরু হয়। ১৯৯০ এর দশকে এই ধারণাটি ব্যবসায়িক অর্থনীতির একটি প্রধান উপাদানে পরিণত হয়। তবে অনেক দেশেই আউটসোর্সিংকে ভালো চোখে দেখা হয় না।

যারা আউটসোর্সিং এর বিপক্ষে তর্ক করেন তাদের যুক্তি এই যে আউটসোর্সিং এর ফলে স্থানীয় চাকরিসমুহ, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে, দিনদিন কমে যাচ্ছে। আবার যারা আউটসোর্সিং এর পক্ষে তাদের মতে এর ফলে একটা মুক্ত বাজার অর্থনীতি গড়ে উঠেছে, যার থেকে কোম্পানিসমুহ প্রয়োজনীয় খাতে সহজেই রিসোর্স খাটাতে পারে।

একটি প্রতিষ্ঠান তখনই বাইরের কাউকে আউটসোর্সিং এর জন্য নিয়োগ করে যখন ওই কাজ স্থায়ী নয় ও কাজ শেষে প্রতিষ্ঠানে উক্ত কর্মীকে তালিকাভুক্ত কর্মী করার দরকার পড়েনা। মূলত খরচ কমাতেই প্রতিষ্ঠানগুলো আউটসোর্সিং করে কর্মী ভাড়া করে থাকে।

(What is Freelancing?) ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ ...
24/12/2023

(What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? (How to start Freelancing)
এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিবেন।

এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন, তেমন অনেক দূর যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরটিতে। যেমন ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) সেকশনটা বেছে নিলেন ফ্রিল্যান্সিং করার জন্য। এই কাজটি কিন্তু ক্রিয়েটিভ মানুষদের কাজ। সবার দ্বারা ডিজাইন করা সম্ভব নয়।

তো এটি বেছে নেওয়ার পূর্বেই আপনি দেখবেন যে, এই কাজটি আপনি কেমন পারছেন, কেমন আগ্রহ আপনার এই গ্রাফিক্স ডিজাইন এর উপর। যদি দেখেন সব কিছু ঠিকঠাক, সেক্ষেত্রে এটিকে নির্ধারিত করে এই রিলেটেড যত কাজ আছে সব শিখবেন। যেমন: ব্যানার, কভার পেজ, লিফলেট, পোস্টার, লোগো ইত্যাদি ডিজাইন করা।

এগুলো আপনি নিজে নিজেই গুগলে বা ইউটিউবে রিসোর্স খুঁজে সেখান থেকে দেখে দেখে শিখতে পারেন, আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে সেগুলোও করতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল।

তো কাজ শেখার পরে এবার কাজ করার পালা। কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটি ফ্রিল্যান্সিং প্লাটফর্মে (Freelancing Platform) একাউন্ট খুলতে হবে।

এরকম অনেক প্লাটফর্ম রয়েছে বর্তমানে। যেমন: Fiverr, Freelancer, Upwork ইত্যাদি। একাউন্ট খোলার পর সেটিকে সুন্দর করে সাজাতে হবে। দোকানে যেমন বিভিন্ন পন্য সাজানো থাকে, ঠিক তেমন করেই আপনার করা কাজগুলো পোর্টফোলিও আকারে সাজিয়ে রাখতে হবে বিভিন্ন মার্কেটপ্লেস (Marketplaces) গুলোতে। এর পরে শুধু প্রথম কাজের জন্য অপেক্ষা।

আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রথম ধাপটা একটু কষ্টকর হয়ে থাকে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। এক্ষেত্রেও প্রথম কাজটা পাওয়া একটু কষ্টসাধ্য। তবে কারো রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া অনেক সহজ এখানে। সেক্ষেত্রে আপনি পরিচিত কোনো ফ্রিল্যান্সারের সাহায্য নিতে পারেন।

বাংলাদেশে একটা বড় কমিউনিটি আছে ফ্রিল্যান্সারদের। সেখান থেকেও সাহায্য নিতে পারেন। প্রথম কাজ পাওয়া গেলে এর পর থেকে আর কাজের অভাব হয় না। তবে তার জন্য আপনাকে আপনার কাজের কোয়ালিটি বজায় রাখতে হবে, আপনাকে আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হবে।

ফ্রিল্যান্সিং কেন করবেন?ফ্রিল্যান্সিং করার সব থেকে বড় সুবিধা আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। ঘরে বসে অনলাইন ব্যাবহার এর ম...
24/12/2023

ফ্রিল্যান্সিং কেন করবেন?

ফ্রিল্যান্সিং করার সব থেকে বড় সুবিধা আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। ঘরে বসে অনলাইন ব্যাবহার এর মাধ্যমে আমরা যে কাজ করে থাকি তাকে ফ্রিল্যান্সিং বলে। freelancing ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা।

এটির সব থেকে বড় সুবিধা আপনি আপনার নিজের ইচ্ছা মত কাজ করতে পারবেন। ধরেন আপনি কোন কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন সময় মত অফিসে জেতে হবে,সময় মত কাজ শেষ করতে হবে,এবং কাজ শেষে বাসায় ফিরতে হবে।

অনেকের কাছে এই ভাবে চাকরি করাটা বিরক্তিকর লাগে। এমন কি আমার কাছেই খুব বিরক্তকর লাগে। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি আপনার ইচ্ছামত কাজ করতে পারবেন।

আপনাকে কোন অফিসে জেতে হবে না। আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। এ জন্য আমি মনে করি ফ্রিল্যান্সংকে নিজের ক্যারিয়ার হিসেবে নিলে আপনি আপনার জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।


Address

Begumganj
3820

Alerts

Be the first to know and let us send you an email when British Film posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to British Film:

Share