Nu saifa

Nu saifa Actress

আরিশের আব্বুর জন্মদিন ছিল গতকাল। ❤️★সজীব ★ আধীর ★সাইফা
29/07/2025

আরিশের আব্বুর জন্মদিন ছিল গতকাল। ❤️

★সজীব ★ আধীর ★সাইফা

শুভ জন্মদিন! তোমার জন্মদিনে আমার একটাই প্রার্থনা – তুমি সবসময় সুস্থ, সুখী আর সফল থাকো।তোমার হাসিই আমার সবচেয়ে বড় শান্তি,...
28/07/2025

শুভ জন্মদিন!
তোমার জন্মদিনে আমার একটাই প্রার্থনা – তুমি সবসময় সুস্থ, সুখী আর সফল থাকো।
তোমার হাসিই আমার সবচেয়ে বড় শান্তি,
তোমার ভালোবাসায়ই আমার পৃথিবী রঙিন।
তুমি শুধু আমার স্বামী নও,
তুমি আমার সবচেয়ে আপন বন্ধু,
আমার শক্তি, আমার ভরসা, আমার গর্ব।
আজকের দিনটা হোক তোমার জীবনের অন্যতম সেরা দিন।
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য ❤️‍🩹

20/06/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

লিখাগুলো ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। মাঝে মাঝে পরবেন।
আপনাকেও ধন্যবাদ ✅✅✅

07/04/2025

যে মা বাবা তার সন্তানকে প্রায়োরিটি দেয় সেইসব সন্তানেরা সাধারণত অন্যান্য জায়গায়তেও প্রায়োরিটি পায় অপরদিকে যেসব মা বাবা সন্তানকে অপদস্ত ও লাঞ্চিত করে সেইসব সন্তান মানুষের কাছেও লাঞ্চিত হয়। উত্তম মা বাবা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। মা বাবার মধ্যে উভয়কেই উত্তম হতে হয় নয়ত যেকোনো একজনের জুলুম ই যথেষ্ট জীবন সংকীর্ণ হওয়ার জন্যে।

সত্যিই মা বাবা হওয়া যতটা সহজ সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা ততটাই কঠিন। সন্তানের মনে আদর্শবান মা বাবা হতে হলে নিঃসন্দেহে অনেক বেশি এফোর্ট দিতে হয় (ব্যতিক্রম কোনো কিছুকে উদাহরণ হিসেবে ধরা হয় না)। পিতামাতার জার্নি এমন এক জার্নি যা মৃত্যু অব্ধি চলমান থাকবে অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেয়াকেই শুধু দায়িত্ব ভাবে এবং সন্তান জন্ম দেয়ার পর কিছু মা বাবা মনে করে তারা যা ইচ্ছে করার ক্ষমতা রাখে! তারা জুলুম তো করেই সেটা আবার অহংকারের সাথে বলেও বেড়ায় তার পেট থেকে বের হয়েছে তাই যা ইচ্ছে করবে ! পিতামাতা দায়িত্বশীল আল্লাহ তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন।আখিরাত আসলে এত সোজা বিষয় না যেমনটা আমরা মনে করি আর কি!

মা বাবা যাই করে তাই সঠিক এবং মা বাবার কোনো দোষ নেই এইসব কথা হাজারো জুলুমের রাস্তা খুলে দেয়। মা বাবা জুলুম করলে তাদের উপর জুলুম করা যায় না এটা আল্লাহর দেয়া সীমারেখা। মা বাবা জুলুম করেনা কিংবা জালিম হয় না এই কথা সত্য নয়।

মেক্সিমাম মা বাবার মাথায় শয়তানি ঢুকায় আশেপাশের মানুষজন ও আত্মীয়স্বজন।মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয়ে অপরজনকে কথা শোনায় সেইসব পরিবারেই শান্তি নামক বস্তুটা হারিয়ে যায়। মানুষ যখন নিজের অবস্থা নিয়ে সুখী হয় না এবং সব সময় অন্যের সাথে তুলনা করে বেড়ায় তারাই নিজের আপন মানুষকে নিয়ে সুখী হতে পারেনা। জীবনে সুখী হতে হলে অন্যের সাথে তুলনা করাকে ফুলস্টপ করে দিতে হয়। তাক্বদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল মানুষকে যেকোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। অপরদিকে নিজের ভাগ্য নিয়ে অসন্তুষ্টি এবং তাওয়াক্কুলের অভাবের কারণে মানুষ তার অবস্থা নিয়ে হা হুতাশ করে।

আমার ছেলের প্রথম ঈদ গেলো কিন্তু আমি অসুস্থসবার কাছে আমার ছেলের জন্য দোয়া ছাড়া আর কিছু আশা করি না।
01/04/2025

আমার ছেলের প্রথম ঈদ গেলো কিন্তু আমি অসুস্থ
সবার কাছে আমার ছেলের জন্য দোয়া ছাড়া আর কিছু আশা করি না।

30/03/2025

ঈদ মোবারক! 🌙

26/03/2025

মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

25/03/2025

এর উত্তর কি দেওয়া হবে আসলেই ?

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়। সাবধান---------------১ জুলাই ২০১৭ সাল...
25/03/2025

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়।

সাবধান---------------

১ জুলাই ২০১৭ সালে ইউ এস এর আইওয়াতে জন্ম হয়েছিল মারিয়ানা সিফ্রিট এর। সুন্দর স্বাস্থ্যবান বাচ্চা ছিল সে। ৭ জুলাই, তার মা বাবার বিয়ের অনুষ্ঠানের মাত্র দু ঘন্টা পর তাকে হাসপাতালে ভর্তি করতে হল। ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন সে মেনিঞ্জাইটিসএইচ এস ভি-১ এ আক্রান্ত। যা কি না হারপিস মেনিঞ্জাইটিস ভাইরাসের সংক্রমণের কারণে হয়েছে। এই ভাইরাস সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা ট্রান্সমিটেড হতে পারে। মা থেকে সন্তানের মধ্যেও ছড়াতে পারে। কিন্তু মারিয়ানার বাবা মাকে পরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেল।

সুতরাং ডাক্তাররা অনুমান করলেন তাদের বাড়িতে কোন ব্যক্তি এসেছিল যে ওই রোগের ক্যারিয়ার ছিল এবং মারিয়ানার ঠোঁটে চুম্বন করেছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার দু দিনের মধ্যে মারিয়ানাকে ছয়বার ব্লাড ট্রান্সফিউসন করা হয়েছিল। কিন্তু তার কিডনি এবং লিভার কাজ করা বন্ধ করে দিয়েছিল।

১১ জুলাই নিকোল সিফ্রিট ফেসবুকে পোস্ট করলেন তাঁর বাচ্চার ব্রেন হার্ট লাং 'স্টপড ফাংশনিং'।

পরদিন ১২ জুলাই সকালে মারিয়ানার মৃত্যু হয়।

তাই বলি, কেউ যদি আদিখ্যেতা করে আপনার শিশুকে চুমু খেতে চায়, কান ধরে দরজার বাইরে বার করে দিন। শিশুর জীবনের বিনিময়ে কোন ভদ্রতা নয়।

সংগৃহীত। শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

Right!
22/03/2025

Right!

মাতৃত্ব হলো শক্তি, ত্যাগ এবং সীমাহীন ভালোবাসার এক অনন্য যাত্রা। একজন মা যখন সন্তান জন্ম দেন, তখন থেকেই তিনি নিজের চেয়ে ...
21/03/2025

মাতৃত্ব হলো শক্তি, ত্যাগ এবং সীমাহীন ভালোবাসার এক অনন্য যাত্রা। একজন মা যখন সন্তান জন্ম দেন, তখন থেকেই তিনি নিজের চেয়ে সন্তানের চাহিদাকে অগ্রাধিকার দেন। তিনি একদিকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেন, অন্যদিকে শিশুকে লালন-পালন করেন; নিজে কষ্ট সহ্য করেন, কিন্তু সন্তানের জন্য সান্ত্বনা হয়ে থাকেন। প্রসব পরবর্তী সময়টা শারীরিক, মানসিক ও আবেগগতভাবে বিশাল পরিবর্তনের সময়, তবে একজন মায়ের ভালোবাসাই তাকে এগিয়ে যেতে শক্তি যোগায়, ক্লান্ত থাকলেও। আসুন, আমরা পৃথিবীর সব মায়েদের অসাধারণ শক্তিকে সম্মান জানাই। আপনি যদি এই পথ পেরিয়ে এসে থাকেন, তাহলে জেনে রাখুন—আপনার ত্যাগ দৃশ্যমান, আপনার সংগ্রাম বাস্তব, এবং আপনি অসাধারণ কাজ করছেন। 💕🌿

21/03/2025

আমি তার দৃষ্টি ও মন বান্ধিবার সাধ্য রাখিনা।

Address

Jomidarhat
Dhaka
3628

Alerts

Be the first to know and let us send you an email when Nu saifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category