আড্ডার আসর

আড্ডার আসর Welcome To My Profile

22/05/2025

পাহাড় হলো একটি ভূমিরূপ যা আশেপাশের ভূখণ্ডের উপরে উঠে যায়। এর প্রায়শই একটি স্বতন্ত্র চূড়া থাকে। এবং এটি সাধারণত ৬০০ মিটারের কম শিখর উচ্চতাযুক্তকে পাহাড় বলে। এর থেকে বেশি শিখর উচ্চতাযুক্তকে বলা হয় পর্বত। পর্বতের তুলনায় পাহাড়গুলো নিচু ও কম আয়তন বিশিষ্ট হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বহু পাহাড় রয়েছে। তবে একটি পাহাড় এবং একটি পর্বতের মধ্যে পার্থক্যটি অস্পষ্ট।

26/04/2025

শুভ রাত্রি বন্ধুরা

26/04/2025

আনন্দ মুহুর্ত

26/04/2025

Active আছি ফলো দিলে ফলো ব্যাক পাইবেন ইনশাআল্লাহ

25/04/2025

বৃষ্টি মানেই প্রকৃতির এক মধুর ছোঁয়া, যা মনকে সতেজ করে। বৃষ্টি যেন সুখ-দুঃখের এক মিশ্র অনুভূতির নাম। কখনও এটি প্রেমের গল্পের শুরু, আবার কখনও এটি একাকীত্বের সঙ্গী। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক একটি কবিতার শব্দ।

22/04/2025

নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই!পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায়
_বিল গেটস।।

21/04/2025

এটি বাংলাদেশের অন্যতম নদী বন্দর। এই বন্দরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বিকাশ ঘটেছে।।

21/04/2025

ভাতের জন্য তোফাজ্জল ভাই,,
হাসির জন্য পারভেজ ভাই,,

21/04/2025

সাবধানে হাসবেন এটা বাংলাদেশ,
মনে করেন আপনি হাসলেন হঠাৎ সামনে মিয়ে এলো,

20/04/2025

লাশের খাট টা আমার অপেক্ষায়!
আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায়

19/04/2025

অনন্দ মুহুর্ত,,

প্রবাসী ভাইদের অনেকেই আবদার করেছেন বইটা পিডিএফ করে যেন দেই, এছাড়াও অনেকে টাকা দিয়ে বইটা কিনতে পারছিলেন না এবং তাদেরও একই...
15/11/2023

প্রবাসী ভাইদের অনেকেই আবদার করেছেন বইটা পিডিএফ করে যেন দেই, এছাড়াও অনেকে টাকা দিয়ে বইটা কিনতে পারছিলেন না এবং তাদেরও একই আবদার ছিল।

যেহেতু পিডিএফ ফাইল পাবলিশ করার কোন অধিকার আমার হাতে নেই তাই এটা সম্বব হচ্ছে না কিন্তু একটা কাজ আমি করতে পারি।

ডান পাশে সূ চি ক্র ম এর নীচে প্রতিটা গল্পের নাম দেওয়া আছে। আপনারা কমেন্ট করে জানান কোন গল্পটা প্রথমে পড়তে চান। যে গল্পের ভোট সবচেয়ে বেশি হবে সেই গল্পটাই আমার পেইজের টাইমলাইনে পাবলিশ করবো যা সবাই পড়তে পারবেন।❤️

আমার লেখা প্রথম বই টা যত বেশি মানুষ পড়বে আমি তত বেশি আনন্দিত হবো। ঝটপট কমেন্টে জানিয়ে দিন গল্পের নাম।

এছাড়াও রকমারি থেকে অর্ডার করলে দুইদিন এর মাঝে বইটা আপনাদের কাছে পৌছে যাবে। অর্ডার লিংক -
https://www.rokomari.com/book/274727/baisher-bonna

Address

Belkuchi

Alerts

Be the first to know and let us send you an email when আড্ডার আসর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আড্ডার আসর:

Share