I S L A M I C LifE

I S L A M I C  LifE If you're sad.?.. Don't cry, just look at the sky and say “Alhamdulillah” ♡😇

افلا ينظرون الى الابل كيف خلقتতারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?-উট নোনা পানি পান করতে পারে, এমনক...
29/06/2025

افلا ينظرون الى الابل كيف خلقت
তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?
-
উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও,এতে তার রক্তচাপ বাড়ে না।

কারণ,তার কিডনি পানিকে ফিল্টার করে,যাতে সে তা তাজা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে,এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না, কারণ তার লালা এসিডের মত,যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।

সুবহানাল্লাহ মাত্র একটা সৃষ্টির কি মহিমা :'

ঈদ গাহ্ মাঠের পাশে লিপলেট  #বয়কট
20/06/2025

ঈদ গাহ্ মাঠের পাশে লিপলেট #বয়কট

ইরানের মিলিটারী বার্তা...  "রাতটা অনেক লম্বা হবে "ইরান একমাত্র দেশ যাকে এখনো কন্ট্রোলে নিয়ে আসতে পারেনি পশ্চিমা বিশ্ব।বা...
18/06/2025

ইরানের মিলিটারী বার্তা... "রাতটা অনেক লম্বা হবে "

ইরান একমাত্র দেশ যাকে এখনো কন্ট্রোলে নিয়ে আসতে পারেনি পশ্চিমা বিশ্ব।
বাকি ৫৬ টা দেশ তাদের দাস।

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থা...
18/06/2025

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থাকলে জয় আমাদেরই থাকবে। শক্তি ও লোভের কাছে মাথা নত করো না, অন্যায়ের সামনে মাথা ঝুঁকিও না। মনে রাখবে পরাজয় নয়, প্রতিরোধই আমাদের প্রকৃত শক্তি।”

— আয়াতুল্লাহ খামেনি

😢😢😢😢বিশ্বব্যাপী আবার করোনা: এবার জ্বর নেই, কাশি নেই--সোজা ফুসফুসে আঘাত করছে XBB! নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।...
11/06/2025

😢😢😢😢বিশ্বব্যাপী আবার করোনা: এবার জ্বর নেই, কাশি নেই--সোজা ফুসফুসে আঘাত করছে XBB!

নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।
নতুন রূপ -- XBB -আগের মতো নয়।
এই ভাইরাসে সাধারণভাবে জ্বর বা কাশি হয় না,
তবে শরীরের ভেতরে নীরবে চলতে থাকে ভয়াবহ সংক্রমণ।

রোগীরা মাথাব্যথা, গলা ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, পিঠে অস্বস্তি--এসব উপসর্গ নিয়ে আসেন।
অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে,
কিন্তু এক্স-রেতে ধরা পড়ে নিউমোনিয়া।

XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত ৫ গুণ বেশি সংক্রামক এবং
সরাসরি ফুসফুসে আঘাত করে--তাই উপসর্গ হালকা হলেও ঝুঁকি অনেক বেশি।

🔍 লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে:
• মাথা ব্যথা
• গলা ও জয়েন্টে ব্যথা
• পিঠে চাপ
• ক্ষুধা হ্রাস
• ক্লান্তি
• এক্স-রেতে নিউমোনিয়া

শরীরের বাইরে থেকে ধরা না পড়লেও ভিতরে আক্রান্ত হচ্ছে শ্বাসতন্ত্র।

⚠️ এই রূপ আরও ছলনাময়, আরও নীরব।
তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

✅ করণীয়:
• মাস্ক ব্যবহার করা
• জনসমাগম এড়িয়ে চলা
• ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা
• নিয়মিত হাত ধোয়া
• উপসর্গ থাকলে প্রয়োজনে এক্স-রে বা HRCT করানো

📢 ব্যক্তিগত অনুরোধ:
এই বার্তাটি ছড়িয়ে দিন।
পরিবার, সহকর্মী, বন্ধুবান্ধব -- সবার সঙ্গে শেয়ার করুন।

সতর্ক থাকলে সুরক্ষা সম্ভব।

06/06/2025

পশুর সাথে সাথে নিজের স্বার্থ, অহংকার আর লোভকেও কোরবানি দিন।

সত্যিকারের ত্যাগেই আসল ঈদের আনন্দ।


ডানে গরু, বামে খাসি
ঈদ মোবারক, দেশবাসী ❤️

I S L A M I C LifE

Send a message to learn more

আজ শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব।"আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহ...
06/06/2025

আজ শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব।

"আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ্।"
৯ জিলহজ্ব আরাফার দিন ফজর থেকে ১৩ জিলহজ্ব আসর পর্যন্ত এই তাকবির দেওয়া ওয়াজিব।

Friday, Arafah, Fasting, Du'a, When they come together, it's a spiritual powerhouse. ❤️
06/06/2025

Friday, Arafah, Fasting, Du'a, When they come together, it's a spiritual powerhouse. ❤️

Today is the day of ArafahYa Allah accepts everyone's prayers on the day of ARAFAH 🤍
05/06/2025

Today is the day of Arafah
Ya Allah accepts everyone's prayers on the day of ARAFAH 🤍

Day Of Arafah ❤️.Ma Sha Allah
05/06/2025

Day Of Arafah ❤️.

Ma Sha Allah

Address

Bera
6681

Alerts

Be the first to know and let us send you an email when I S L A M I C LifE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category