দাওয়াহ-Dawah

দাওয়াহ-Dawah Alhamdulillah for everything
(1)

05/06/2025

৫ ও ৬ জুন — আরাফার দিন: দোয়ার শ্রেষ্ঠ সময়

এই দুইদিন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, নিজেকে একটু আলাদা করে ফেলুন। নিজের ঘরে, নিজের মনে—আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দিন। আজ আরাফার দিন, দোয়া কবুলের শ্রেষ্ঠতম মুহূর্ত।

যা কিছু হালাল, যা কিছু আপনার হৃদয়ের চাওয়া—সব চেয়ে নিন আল্লাহর কাছে। এমনকি জুতার ফিতাও যদি প্রয়োজন হয়, তাও চেয়ে নিন। মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কেউ স্থায়ী নয়। আপনি যাকে আজ সবচেয়ে আপন ভাবছেন, সে হয়তো আগামীকাল আর পাশে থাকবে না।

তাই দোয়ার দরজা খুলে দিন। মন খুলে, কান্না ভেজা হৃদয়ে আল্লাহর কাছে হাত তুলুন। আপনার জীবনের সব ইচ্ছা, সব স্বপ্ন আজ বলুন সেই শ্রোতার কাছে, যিনি কখনো ফেরান না।

আর এক দোয়াকে বারবার পড়ুন, যতবার সম্ভব:

“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ও হুয়া ‘আলা কুল্লি শাইইন ক্বদীর”

এই দোয়াটি এমন এক দোয়া, যে দোয়াটি সব নবী-রাসূলেরা পড়েছেন। এটি শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি। তাই আল্লাহর কাছে কিছু চাইবার আগে অন্তত ২০-৩০ বার এ দোয়াটি পড়ে নিন। সম্ভব হলে আরও বেশি পড়ুন। যতটা বেশি পড়বেন, ততই কল্যাণ লাভ করবেন।

বাসে হোন, রিকশায়, অফিসে, কিংবা বাসায়—যেকোনো স্থানে, (শুধু ওয়াশরুম ছাড়া) মনে মনে এই দোয়াটি জপতে থাকুন। আল্লাহর ধ্যানে ডুবে যান।

আরাফার এই কয়েক ঘণ্টা আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো এটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত।

কে জানে, পরের আরাফায় আপনি থাকবেন কিনা। তাই আজ, এখন থেকেই শুরু করুন দোয়া।

হাত তুলুন, মন খুলুন, আর চেয়ে নিন, আজ দোয়ার দিন।।

04/06/2025

আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া:"লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন কাদির"

28/05/2025

Hajj 2025

09/05/2025

ধন-সম্পদ, টাকা-পয়সা, যশ-খ্যাতি এসব আসলে শান্তি নাই। প্রকৃত শান্তি সেখানেই, যেখানে লুটিয়ে পড়ে একজনের সাথে কথা বলা যায়- তিনি হলেন সেই স্রষ্টা, যার 'কুন' শব্দের হুকুমে আমি সৃষ্ট।

05/05/2025
....??
03/05/2025

....??

03/05/2025

“আমি তোমার জন্য এমন স্থান থেকে রিজিক দেব‚ যা তুমি কখনো কল্পনাও করতে পারনি।”

[সূরা আত-তালাক ৬৫:৩]

02/05/2025

ঘুমের মধ্যে হটাৎ শরীর ঝাঁকি দিয়ে ওঠে কেনো? মনে হয় পা পি'ছলে পড়ে গেছি..আপনাদের সাথে ও কি এমন হয়??

এটাকে হিপনিক জার্কস'বলা হয়। হিপনিক জার্ক দ্রুত হৃৎস্পন্দন, দ্রুত শ্বাস, ঘাম এবং কখনও কখনও "শক" বা শূন্যে পড়ে যাওয়ার মতো এক অদ্ভুত সংবেদনশীল অনুভূতির সাথে সম্পর্কিত। এটি কোনো স্বচ্ছ স্বপ্নের অভিজ্ঞতা বা হ্যালুসিনেশনও হতে পারে।

28/04/2025

যিনি কুপ থেকে তুলে ইউসুফ (আঃ) কে মিশরের সিংহাসনে বসাতে পারেন, সেই রব তোমার যাবতীয় দুঃখ-কষ্টকেও মহা আনন্দে পরিনত করতে পারেন।
ইনশাআল্লাহ!

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।
©

🌸
26/04/2025

🌸

Address

Bhairab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়াহ-Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share