05/09/2025
বাইকারের বয়স কুড়ি থেকে বাইশ। বাইকে উঠতেই সে বলছে 'ভাইয়া, আমি কিন্তু রাইড শেয়ার করি না। আমি অমুক ভার্সিটিতে পড়ি। বাসায় সমস্যা, তাই একটু বের হয়েছি, আজকেই প্রথম'। ছেলেটার কথা স্পষ্ট, সুন্দর। আমি বললাম 'আচ্ছা, নেমে কথা বলি?' সে বলতেই থাকলো। তারা দুই ভাই। বড় ভাই করোনার সময় বিজনেসে কয়েক কোটি টাকা লস হয়েছে। নানান কথা, চলছেই।
বাইক থেকে নেমে আমি যখন ভাড়া দিচ্ছি, তার চোখ এলোমেলো। অল্প বয়স। এই যে জীবিকার টানাপড়েন, আমাকে ভীষণ আঁকড়ে ধরলো। আমি তাকে বললাম 'রাইড শেয়ার করা কি অবৈধ কাজ? এটা নিয়ে লজ্জা কেন?' সে বলল 'ভাইয়া, আমার বন্ধুরা কেউ এটা করে না, আমার ফ্যামিলিতে সমস্যা, তাই'। আমি বুঝলাম সে তার কাজটা নিয়ে অস্বস্তিতে আছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায়, এই অবস্থা।
ছেলেটা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। কী একটা সমাজ গড়ে উঠেছে, সমাজকে খুশি করে যাপিত জীবনের গল্প সাজাতে হয়। অথচ উন্নত বিশ্বে পড়ালেখার পাশাপাশি কিংবা চাকুরির পাশাপাশি অন্য কিছু করা রীতিমতো গৌরবের বিষয়।
জানি না, আমাদের সমাজের এই হাল কে করেছে। সমাজে একটা অবস্থান গড়ে উঠলে এখানে আর লোকাল বাসে ওঠা যায় না, উঠলেই পরিচিত কেউ আকাশ থেকে পড়ে প্রশ্ন করে 'আপনি লোকাল বাসে?' এখানে রাইড শেয়ার করা যায় না। অথচ ঘরে বাজার না থাকলে, বাবা মায়ের ঔষধ ফুরিয়ে গেলে, কেউ এসে জানতে চায় না 'তোমার কিছু লাগবে?'
প্রত্যেকটা কাজেরই আলাদা সম্মান আছে। বৈধ সকল কাজ আত্নবিশ্বাস নিয়ে করতে হবে।নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নাই। আমরা অন্য সকল কাজকে সম্মান করলেই আমাদেরকে সম্মান করবে সবাই। কোনো কাজই ছোট নই।
©️