Jnnatul ferdousi

Jnnatul ferdousi সবাইকে সত্যি জানানো হচ্ছে আমার কাজ,,যাতে সবাই তাদের কষ্টের উপার্জন খরচ করে প্রতারণার শিকার না হয়।

05/09/2025

বাইকারের বয়স কুড়ি থেকে বাইশ। বাইকে উঠতেই সে বলছে 'ভাইয়া, আমি কিন্তু রাইড শেয়ার করি না। আমি অমুক ভার্সিটিতে পড়ি। বাসায় সমস্যা, তাই একটু বের হয়েছি, আজকেই প্রথম'। ছেলেটার কথা স্পষ্ট, সুন্দর। আমি বললাম 'আচ্ছা, নেমে কথা বলি?' সে বলতেই থাকলো। তারা দুই ভাই। বড় ভাই করোনার সময় বিজনেসে কয়েক কোটি টাকা লস হয়েছে। নানান কথা, চলছেই।

বাইক থেকে নেমে আমি যখন ভাড়া দিচ্ছি, তার চোখ এলোমেলো। অল্প বয়স। এই যে জীবিকার টানাপড়েন, আমাকে ভীষণ আঁকড়ে ধরলো। আমি তাকে বললাম 'রাইড শেয়ার করা কি অবৈধ কাজ? এটা নিয়ে লজ্জা কেন?' সে বলল 'ভাইয়া, আমার বন্ধুরা কেউ এটা করে না, আমার ফ্যামিলিতে সমস্যা, তাই'। আমি বুঝলাম সে তার কাজটা নিয়ে অস্বস্তিতে আছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায়, এই অবস্থা।

ছেলেটা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। কী একটা সমাজ গড়ে উঠেছে, সমাজকে খুশি করে যাপিত জীবনের গল্প সাজাতে হয়। অথচ উন্নত বিশ্বে পড়ালেখার পাশাপাশি কিংবা চাকুরির পাশাপাশি অন্য কিছু করা রীতিমতো গৌরবের বিষয়।

জানি না, আমাদের সমাজের এই হাল কে করেছে। সমাজে একটা অবস্থান গড়ে উঠলে এখানে আর লোকাল বাসে ওঠা যায় না, উঠলেই পরিচিত কেউ আকাশ থেকে পড়ে প্রশ্ন করে 'আপনি লোকাল বাসে?' এখানে রাইড শেয়ার করা যায় না। অথচ ঘরে বাজার না থাকলে, বাবা মায়ের ঔষধ ফুরিয়ে গেলে, কেউ এসে জানতে চায় না 'তোমার কিছু লাগবে?'

প্রত্যেকটা কাজেরই আলাদা সম্মান আছে। বৈধ সকল কাজ আত্নবিশ্বাস নিয়ে করতে হবে।নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নাই। আমরা অন্য সকল কাজকে সম্মান করলেই আমাদেরকে সম্মান করবে সবাই। কোনো কাজই ছোট নই।
©️

04/09/2025

পরশুদিন একটু রাত করে হাসবেন্ড কে ডিম আর প্যাম্পাস আনতে বলাই সে মনে হয় মিনিটে ১০০ বার তার মাকে ডেকেছে
এই কথা আবার গতকাল সকালে আমি আমার শাশুড়িকে কথায় কথায় বলেছি যে আম্মু জানো কাল রাতে ডিম আর প্যাম্পাস আনতে বলাই তোমার ছেলে এই এই বলেছে,সে শুনে একটু হাসলো 🙂

এরপরে দুপুরবেলায় আম্মু ওকে ডেকে বলতেছে ঈশান সুজি নিয়ে আয় তো দোকান থেকে এক প্যাকেট, সুজির পিঠা বানাবো

উনি ডাইনিং থেকে শুনে সুরে সুরে আবার গান ধরেছে

এ কি বিপদ শুরু হয়ে গেল আমার মা গো
মাঝ রাইতে বউ বলে আমার প্যাম্পাস ফুরিয়ে গেছে আমার মা গো
(বললাম মেয়ের প্যাম্পাসের কথা আর সে বানিয়ে দিল আমার প্যাম্পাস🙂)
সেই রাত করে আমার ডিম আর প্যাম্পাস আনা লাগলো আমার মা গো।
সকালে নাই উঠতে আম্মায় কয় সুজি আন আমার মা গো
রাইত হলে বউ জালাই আমার মা গো
আর সকাল হলে আম্মায় জালাই আমার মা গো
এদের জ্বালায় আমি কখন পাগল হয়ে যাবো আমার মা গো
পাগল হয়ে না জানি কখন আমি একদিকে হাটা দিই আমার মাগো

এভাবে একের পর এক বলতেই আছে রান্নাঘর থেকে শাশুড়ি শুনে অতিষ্ঠ হয়ে সেও এভাবে সুরে সুরে বলতেছে

"খেয়ে না খেয়ে আমি এ কি বজ্জাত মানুষ করলাম আমার মা গো" 🤣🤣🤣

সংগৃহীত

বাচ্চাদের কাজ করতে মারাত্মক ভালো লাগে ❤️❤️অনেকেই বিরক্ত হন,,কিন্তু আমি বাচ্চাদের কাজ করার জন্যে এগিয়ে থাকি সবসময়,,কেমন হ...
04/09/2025

বাচ্চাদের কাজ করতে মারাত্মক ভালো লাগে ❤️❤️
অনেকেই বিরক্ত হন,,কিন্তু আমি বাচ্চাদের কাজ করার জন্যে এগিয়ে থাকি সবসময়,,

কেমন হয়েছে?

একজন ছেলে হয়েও যে এতো সুন্দর পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা যায় তা এই মানুষটা কে দেখলে বুঝতে পারবেন...!! ...
04/09/2025

একজন ছেলে হয়েও যে এতো সুন্দর পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা যায় তা এই মানুষটা কে দেখলে বুঝতে পারবেন...!!
গ্রামের পরিবেশে নিজের পালা হাস মুরগীর ডিম থেকে শুরু করে নিজের চাষ করা সবজি সবকিছুই সে রান্না করে অনেক আকর্ষণীয় ভাবে.. তাও মাটির চুলায়..!!😊

শুধু তাই নয় সে এই সব রান্নাগুলোকে খুব সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট ও করে... যেটা খুবই eye catching...!! ❤️
উনার রান্না গুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর মানুষ টাকে দেখেও অনেক ভদ্রলোক মনেহয়... কিন্তু তবুও কিছু মানুষ উনার প্রতিটি ভিডিওতে কমেন্ট করে যে নাহিদ নাকি নাহিদা.. ছেলে নাকি মেয়ে.. হ্যা'ন ত্যা'ন অনেক কিছু...!!
মানে আমরা বাঙালি জাতি আসলে ভালোকিছু নিতে পারিনা...!!😐
যেসব মানুষ এই কমেন্ট গুলো করে দেখবেন তারা এই নাহিদের মতো রান্না করতে পারা তো দূরের কথা তারা জীবনে কিছুই করতে পারেনা এজন্যই অন্য মানুষ কে ছো'ট করে কথা বলে..!😐

copy

Want to sell 18 inches ring light ২ টা নিয়েছিলাম বিজনেস পারপাজে,,ইউজ করা হচ্ছেনা।একটা পেইজ থেকে ২৩৯৯ করে ২ টা ৪৮০০+ ডেলি...
02/09/2025

Want to sell
18 inches ring light

২ টা নিয়েছিলাম বিজনেস পারপাজে,,ইউজ করা হচ্ছেনা।
একটা পেইজ থেকে ২৩৯৯ করে ২ টা ৪৮০০+ ডেলিভারি চার্জ ছিলো।

সেলিং প্রাইজ ১৫০০ করে রাখা যাবে

এগুলাকে ১০/১২ ইঞ্চি রিং লাইটের সাথে মিলাবেন না।

আমি যখন প্রথম চাকরি তে জয়েন করলাম,আমার আব্বা আমাকে বলছিলেন,"টাকা পয়সা বেশি জমানোর দরকার নাই,শখ পূর্ণ করো..টাকা পয়সা আরও ...
02/09/2025

আমি যখন প্রথম চাকরি তে জয়েন করলাম,আমার আব্বা আমাকে বলছিলেন,"টাকা পয়সা বেশি জমানোর দরকার নাই,শখ পূর্ণ করো..টাকা পয়সা আরও অনেক ইনকাম হবে কিন্তু শখ আজীবন থাকবেনা.."
আমি একসময় অনেক শাড়ি কিনতাম,প্রচুর জামদানী কিনতাম,এমন ও হয়েছে ইন্টার্নীতে ১২৫০০ টাকা বেতন পেয়েও ৬ হাজার টাকার শাড়ি কেনার সাহস করে ফেলতাম..
আমাকে ক্যাম্পাসে সবাই শাড়ির ভ্যারাইটিজ কালেকশন এর জন্যই চিনতো..
অমুক কালার শাড়ি লাগবে?
তারিন এর কাছে গেলে নিশ্চয়ই পাওয়া যাবে,এই কনফিডেন্সে চলে আসতো আমার রুমে..

আর এখন অনেকদিন হয়ে গেছে,লাস্ট কবে শাড়ি কিনেছি মনে করতে পারিনা..
আগে কারনে অকারণে শাড়ি পরতাম..এতই পছন্দ ছিলো শাড়ি পরা আমার,মন ভালো থাকলে পরতাম,মন খারাপ থাকলে শাড়ি পরলে মন ভালো হয়ে যেতো..

শেষ খুব কষ্ট করে আম্মা আর স্বামীর অনুরোধের ঢেঁকি গিলে শাড়ি পরেছিলাম ভাইয়ের বিয়েতে..

ইদানীং ক্রোকারিজ এর শখ হয়েছে,আমার মত মধ্যম আয়ের ডাক্তার মানুষের জন্যে বেশ এক্সপেন্সিভ ই বলা চলে..তাও দুয়েকটা কিনেছি..

আমার সিম্পল হলেও ফার্নিশড ভাবে থাকতে ভালো লাগে..
থাকি ভাড়া বাসায়..
ব্র‍্যান্ডেড ফার্নিচার নিতে গেলাম,সবাই বলে আগে একটা জায়গায় সেটেল্ড হও তারপর নিও,ভাড়া বাসায় নিয়ে কি হবে..
পারমানেন্ট কোথাও হলে কাঠ দিয়ে বানিয়ে নিলে প্রজন্ম থেকে প্রজন্ম চলবে...

আমি বারান্দা ভর্তি করে গাছ লাগিয়েছি,অনেকে বলেছেন,এত ঝামেলা করে গাছ যে লাগালে,বাসা চেঞ্জ করার সময় কি হবে?

আমার কাছে মনে হয়,মানুষ নিজের কবর ছাড়া আর কোথাও কি কখনো আসলেই সেটেল্ড হয়?

সেদিন একটা লেখা পড়লাম,"যে ভবিষ্যত নিয়ে আমি এত ভাবি,সে ভবিষ্যতে কি আমি আদৌ আছি?"

আমার ও তাই মনে হয়..
১০০ বছর ধরে চলা সেগুন কাঠের জিনিস এর চেয়ে আমার কাছে ১০ বছর নিজের পছন্দের জিনিস টা চললেই আমি সন্তুষ্ট..
যখন যেখানে আছি,তখন সেটাই আমার ঠিকানা..
সেখানেই সুন্দর ভাবে সৌখিন ভাবে বাঁচা উচিত।
অদূর ভবিষ্যতের জন্য জমাতে গিয়ে নিজের প্রাইম টাইমের ছোট ছোট সাধ্যের মধ্যে থাকা শখগুলো অপূর্ণ রাখার পক্ষপাতী আমি নই...
৭০ বছর বয়সে ৪০ বছর আগের বানানো সেগুন কাঠে শুয়ে মরণের দিন গুনতে চাইনা..
কারন আগামী কাল সকালে চোখ খুলবো কিনা সেটাই তো অনিশ্চিত..

সবকিছুর একটা নির্দিষ্ট মেয়াদ আছে,মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে সেই জিনিস আর কোন কাজে লাগেনা..
তেমন ই শখের ও একটা নির্দিষ্ট বয়স আছে,যখন যে বয়সে সাধ্য অনুযায়ী শখ পূর্ণ করার সামর্থ্য থাকে,তা ফেলে রাখতে হয়না...

জীবনের প্রাইম টাইমে ভবিষ্যতের জন্য জমানো অনেক মানুষ কে আমি ৬০ বছর বয়সে সুন্দর ফার্নিশড বাসায় অসুস্থ বসে থেকে ৩০ বছর আগের অপূর্ণ শখ মনে করে আফসোস করতে দেখেছি...

ছেলে মেয়েদের কে শোনাতে দেখেছি যে,"তোমাদের পালতে গিয়ে নিজেরা অনেক কষ্ট করছি কিন্তু তোমাদের কোন অভাব রাখিনি.."

আমি কোনভাবেই শেষ বয়সে এমন আফসোস এ পরিপূর্ণ, টক্সিক একজন মানুষ হিসাবে দেখতে চাইনা..

শখ পূর্ণ করার জন্য খরচ করা কে আমি কখনোই টাকা নষ্ট মনে করিনা,টাকা দিয়ে সুখ কেনা, শখ কেনা মনে করি..

একদিন সব হবে, একদিন সব হবে...
সেই একদিন টা যখন আসে তখন আজকের এই মুহূর্তের এই আপনিটা আর থাকবেন না...

© Sheikh Tanzila Rahman

01/09/2025

আমার বাবা বিয়ের পর মা কে খুশি করার জন্য নিজে হাতে আকা ডিজাইন দিয়ে সোনা, রুবি আর পান্নার গহনা বানিয়েছিলেন।

আমার বন্ধুদের দেখেছি তাদের প্রেমিকার জন্য আফ্রিকার সবচেয়ে সুন্দর ওপাল দিয়ে আংটি বানিয়ে আনতে।

দেখেছি, বউ এর জন্মদিনের জন্য পুরো নৌকা পদ্ম ফুল দিয়ে সাজিয়ে রাখতে

কিংবা হ্যাপি বার্থডে বলতে সারারাত জেগে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে আসতে ।

আপনাকে ভালোবাসে বলার পর ও যদি বিশেষ দিনটা মনে রেখে একটা গোলাপ যদি কেউ না আনতে পারে,then he doesn’t deserve you.

Men would go to war for the women they love, he can at least text you back

Copy

এই কাপড়ওয়ালী পেজ থেকে ৪ টা ড্রেস নিয়েছি,হাবাইত্তার মতো৷কিন্তু সেই জামা পরার মতো অবস্থা নাই!এইখানে দুইটা জামার পিক দিল...
01/09/2025

এই কাপড়ওয়ালী পেজ থেকে ৪ টা ড্রেস নিয়েছি,
হাবাইত্তার মতো৷
কিন্তু সেই জামা পরার মতো অবস্থা নাই!
এইখানে দুইটা জামার পিক দিলাম বাকি দুইটা খুব ই কম পরা হয়েছে ১ থেকে ২ বার এ জন্য মোটামোটি ভালো আছে৷
উনারা হয়তো আমার আইডি ঘেটে বলবে উনাদের থেকে নেইনি৷ কারন একটা জামা আমার আইডি থেকে অর্ডার করা৷
একটা আমার হাসবেন্ড অর্ডার করেছে আর বাকি দুইটা আমার বোন অর্ডার করেছিলো, ওর জন্য নিয়েছে আবার আমার জন্য ও সেম জামা অর্ডার করেছিলো৷
আপনারা জামার দাম বেশি রাখুক বাট কাপর উন্নত মানের দিক৷
১৪শ ১৫শ দিয়ে এমন জামা সেল না করে, ১৮শ ২ হাজার দিয়ে ভালো কাপরের জামা সেল করলেই তো হয়৷

fraud alert BD থেকে সংগৃহীত

গরমের আরাম একটা ফেব্রিকস দিয়ে শর্ট কুর্তির ডিজাইন,,, কেমন?
30/08/2025

গরমের আরাম একটা ফেব্রিকস দিয়ে শর্ট কুর্তির ডিজাইন,,,

কেমন?

গরমের আরাম ডিজাইন রেডি করবো এগুলা দিয়ে🥹🥹🥹
29/08/2025

গরমের আরাম ডিজাইন রেডি করবো এগুলা দিয়ে🥹🥹🥹

28/08/2025

যে মামা চাচারা সব সময় অন‍্যের ছেলে মেয়ে নিয়ে চিন্তা করেন, তাদের নিজেদের ছেলে মেয়েরা হয় অতি ভয় ং কর!

ভালোবাসার নামে বিয়ে শুনতে যতটা মিষ্টি লাগে, বাস্তবে ততটাই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসে। শুরুতে মনে হয়—"ওই মানুষটাই আমার সব...
26/08/2025

ভালোবাসার নামে বিয়ে শুনতে যতটা মিষ্টি লাগে, বাস্তবে ততটাই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসে। শুরুতে মনে হয়—"ওই মানুষটাই আমার সবকিছু", "তার সাথে থাকলেই আমি সুখী হবো"। কিন্তু সংসার কেবল ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না, সংসার টিকে থাকে ধৈর্য, ত্যাগ আর বোঝাপড়ার উপর। ভালোবাসা দিয়ে শুরু করা বিয়েতে যখন বাস্তবতার কঠিন পরীক্ষা আসে, তখন সেখানেই দেখা দেয় ভাঙন।

যে ছেলেটা একসময় দিনরাত খোঁজ নিত, ছোট্ট অভিমানে শান্তনা দিত, বিয়ের পর সেই ছেলেটাই হয়ে যায় সবচেয়ে অপরিচিত মানুষ। তখন ভালোবাসার প্রতিশ্রুতি সব মিথ্যে মনে হয়, তখন বোঝা যায়—ভালোবাসা শুধু হৃদয়ের খেলা, সংসার হলো মনের শক্তি আর সহনশীলতার যুদ্ধ।তাই বোনেরা, মনে রাখবেন__ স্বপ্নের রাজপুত্র গল্পে থাকে, কিন্তু বাস্তবে সে রাজপুত্রই হয়তো সবচেয়ে বড় কষ্টের কারণ। 💔

এডিট: পোস্টার ক্যাপশন দেখে যাদের এত চুল কাচ্ছে তাদের উদ্দেশ্যে একটু বলি,,, বাসার নিজের জামাই ভালো হয় সে বাসায় তার জাল বা তার চালের মেয়ে এভাবে নির্মমভাবে মারার কোন সাহসই রাখে না,,, শুধুমাত্র কাপুরুষদের বউদের সাথে এগুলা হয়। একজন পুরুষ মানুষের সামনে তার বউকে নিয়ে একটা কথা বললেও দেখবেন চাপার একটা দাঁতও থাকবে না,, গায়ে হাত তোলা তো অনেক পরের কথা।

copy

Address

Bhairab Bazar
Bhairab Bazar
2350

Telephone

+8801880985764

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jnnatul ferdousi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jnnatul ferdousi:

Share

Category