Eity's Wardrobe

Eity's Wardrobe কতো সুন্দর আল্লহ্'র পরিকল্পনা💌
আলহামদুলিল্লহ্ 🥰🥰

08/04/2025

অতীতকে ভুলে যান। অতীতে কি হয়েছে, কি হতে পারত বা কি হয়নি? এইসব নিয়ে একদমই ভেবে সময় নষ্ট করা যাবে না। অতীত থেকে যদি কিছু নেয়ার থাকে তা হল ভুলগুলি থেকে সংশোধনের পথ খুঁজে নেয়া। একবার তা পেয়ে গেলে অতীতের দরজা বন্ধ করে দিতে হবে। কেননা অতীতের ভাবনা মানুষকে বিষন্ন করে তোলে। আর বিষন্নতা থেকেই পরাজয়ের ভয়ের জন্ম হয়। মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায় ফলে বাস্তবতাকে অনুধাবন করতে অসমর্থ হয়। দিনে দিনে ব্যর্থতা আরো বাড়ে। ধীরে ধীরে জীবন হয়ে উঠে দুর্বিষহ। অতএব, অতীতের চ্যাপ্টার আজকে থেকেই বন্ধ।🌼

05/04/2025

রাস্তা যত কঠিন হবে
গন্তব্য তত বেশি সুন্দর হবে।🖤🥀

04/04/2025

জীবনটা আসলে এক দীর্ঘ পরীক্ষার মতো। যেখানে প্রতিটি ধাপের জন্য আলাদা সমাধান আছে। হারিয়ে গেলে জানতে হবে। শিখে গেলে কাজে নামতে হবে। কাজ শুরু করলে লেগে থাকতে হবে। আর লেগে থাকলে কখনো কখনো পুরাতন নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতে হবে।

তাই আপনার জীবন কোথাও আটকে থাকলে থেমে যাবেন না।

শেখা, কাজ, লেগে থাকা, আর নতুন কিছু করার সাহস—এগুলো আপনাকে যেকোনো সমস্যার সমাধান এনে দেবে।

04/04/2025

আলহামদুলিল্লাহ বলা মানে এই না যে, আমার কোনো দুঃখ নেই। ❤️‍🩹

বরং আমি যেমনই আছি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি।

আলহামদুলিল্লাহ🌼 🌸

11/03/2025

‎‫اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي‬‎

“আল্লহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী।”

হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করতে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন।

(তিরমিযি, ৩৫১৩)

#তওবা

10/03/2025

১.নারী অশ্লীল পোষাক পড়ে?
-মাদ্রাসা পড়ুয়া হাফেজা ধ'র্ষণ।

২.নারী রাতে ঘুরা ফেরা করে?
-ঘরে ঢুকে মা মেয়ে উভয় কে ধ'র্ষণ।

৩.নারী মাহরাম ছাড়া চলাফেরা করে?
- স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ'র্ষণ।

৪.নারী পর্দা করলেও তা সহীহ না?
- সাত বছরের মেয়ে ধ'র্ষণ।

৫.নারী ঘরে হেফাজতে থাকবে...
- বাবার কাছে মেয়ে ধ'র্ষণ।

৬.মরে যাওয়াই কি নারীর এক মাত্র সমাধান?
- ভারতে মৃত নারী ধ'র্ষণ।

তাহলে এর সমাধান কী...❓❓❓
আপনারাই বলেন..

09/03/2025

তুমি তো মনের খবর জানো। তোমার কাছে চাইতে গেলে, আয়োজন করে চাইতে হয় না। চিৎকার করে বলতে হয় না। মনে মনে চাইলেই তুমি বুঝে ফেলো।

দু'আ কবুলের মুহূর্তে, আমার দু'আ কবুল করে নিও। হে অন্তর্যামী, অন্তরের ভাষা বুঝে নিও। পূরণ করে নিও মনের বাসনা।

আমিন🤲

অভিশাপ দেওয়া: একটি জঘন্যতম বদ-অভ্যাস! বই : বোনদের প্রতি নসিহত
29/08/2024

অভিশাপ দেওয়া: একটি জঘন্যতম বদ-অভ্যাস!

বই : বোনদের প্রতি নসিহত

আকাশে মেঘের ঘনঘটা 🌥️🥲
10/07/2024

আকাশে মেঘের ঘনঘটা 🌥️🥲

Address

Bhairab Bazar
Gazipura
2350

Alerts

Be the first to know and let us send you an email when Eity's Wardrobe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share