
07/06/2022
"""""""" একজন বীর মুক্তিযোদ্ধার খোলা চিঠি """""" -------------------------------------------------------------------------- মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দৃষ্টি আকর্ষণ --- মন্ত্রী মহোদয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ------------------------------------------------- প্রসঙ্গঃ "বীর মুক্তিযোদ্ধা গনের চিকিৎসা সেবা দান" """""""""""''''''''"""""""""''''''''''''''''''''''''''''''''""""''""""""""''''''''''''""""""""""""""" গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গনের চিকিৎসা সেবা দানের জন্য একটি স্কিম চালু রয়েছে, দেশের বড় বড় নামি-দামি হাসপাতাল, জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাৎসরিক অর্থ বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে যে সকল বীর মুক্তিযোদ্ধা গন জীবিত রয়েছে তারা সকলেই ৬৫ বছরের উর্ধে। শারীরিক ভাবে সকলেই অক্ষম। বয়সের কারণে নানান রোগ শোকে মুহ্যমান। ফলে প্রতি দিনই বিভিন্ন প্রকারের ঔষধ সেবন করা ছাড়া আর কোন উপায়ন্তর আছে বলে মনে হচ্ছে না। বড় ধরনের কোন জটিল অসুখ হলে অপারেশন সহ মূল্যবান ঔষধাদি সেবনের প্রয়োজনীয়তা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। এসকল বিষয়াদি চিন্তা করে সরকার বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দানে হাসপাতাল গুলোতে বাৎসরিক অর্থ বরাদ্দ প্রদান করে থাকেন। সরেজমিনে বাস্তব প্রেক্ষাপট ভিন্ন ধরনের, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পেতে পক্রিয়াগত জটিলতা ও নানান ভুগান্তি পোহাতে হয় বলে এই বৃদ্ধ বয়সে বীর মুক্তিযোদ্ধা গন হয়রানি মুক্ত পরিবেশে চিকিৎসা সেবা পাওয়ার আগ্রহী থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে অনেকটা অনীহা রয়েছে বলে প্রতিয়মান হচ্ছে। ফলে প্রতি বছর সরকারি বরাদ্দকৃত অর্থ চিকিৎসা কাজে ব্যায় না হওয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ফেরত চলে যাচ্ছে। """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'"""""""""""""""""" বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দানে হাসপাতাল গুলোতে বাৎসরিক অর্থ বরাদ্দ না দিয়ে যার তার চিকিৎসার কাজ নিজ নিজ দায়িত্বে সেরে নিতে মেডিকেল ভাতা / চিকিৎসা ভাতা প্রদান করার ব্যবস্থা নিতে জোর আবেদন রহিলো। নিবেদনকারী ------ বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হক, সাবেক ডেপুটি কমান্ডার, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাবেক চেয়ারম্যান, সাদেকপুর ইউনিয়ন পরিষদ, ভৈরব, কিশোরগঞ্জ। মোবাইল নম্বর - ০১৭১১ ৪৮৯০৬৭