Fahim Sir

Fahim Sir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fahim Sir, Digital creator, Bhairab Town.

22/11/2024
19/07/2023

২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে

02/07/2023

আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে।

16/07/2022

সন্তানের জন্য বৃদ্ধ বাবার লেখা অসাধারন এক চিঠি।

প্রিয় সন্তান,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি ️

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করঃ

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে, বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।

৩। জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।

৪। ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তবে ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।

৫। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা -এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬। আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা।

সংগৃহীত পোস্ট

30/05/2022



আপনি কেন একজন বিজ্ঞানের স্টুডেন্টকে বিয়ে করবেন..?

১.তারা পদার্থ-রসায়নে ১২-১৩ মার্ক পেয়ে পেয়ে ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে! সুতরাং আপনি যা-ই করেন না কেন! সে কিছুতেই আপসেট হবে না।

২. তারা প্রাকটিকাল মার্কের জন্য টিচারদের পেছনে যেভাবে ঘোরে, আপনি নিশ্চিত থাকুন, সে আপনার পেছনে এভাবে সারাজীবন ঘুরবে।

৩. তারা পর্যায় সারণীর ১১৮ টি মৌল এবং পদার্থ বিজ্ঞানের সূত্র গুলো যেভাবে মুখস্থ রাখে, আপনি নিশ্চিত থাকেন আপনার কেন আপনার চৌদ্দ গুষ্টির জন্মদিন -মৃত্যু দিন অনায়াসেই মনে রাখবে!

৪. তারা রাত জেগে রাদারফোর্ড আর বোরের পরমানুর মডেল মুখস্থ করে পরের দিন সকালে যখন দেখে দুইটাই ভুল, তারপরেও তারা রাগ করে না। সুতরাং সে কখনোই আপনার সাথে রাগ করবে না।

৫. সারাদিন কোচিং আর টিউশন দৌড়াদৌড়ি করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে। তাই আপনি তাকে নিয়ে সারা বাংলাদেশ শপিং করলেও সে বিরক্ত হবে না।

৬. সর্বোপরি, তারা সারাদিন পড়াশোনায় ব্যস্ত থাকে, তাই প্রেম ভালোবাসা করার সুযোগ পায় না।
★ সুতরাং দেরি না করে বিজ্ঞানের স্টুডেন্টদের বিয়ে করুন!

Late upload
23/03/2022

Late upload

27/02/2022

এসএসসি ও এইচএসসি এর টেস্ট পরীক্ষা হবে না

12/12/2021

আয়ু কম
প্রত্যাশা পাহাড় সমান।

12/08/2021

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর থেকে ২৪ মাসের বেশি বেতন ও ফরম পূরণের জন্য নির্ধারিত বোর্ড ফি ছাড়া এর বেশি অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বিষয়ে শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১২ আগস্ট) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাড়াও অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে ডাকার বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিজ্ঞপিতে উল্লেখ আছে, এতদ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, ২৪ (চব্বিশ) মাসের বেশি বেতন আদায় করা যাবে না।

19/07/2021

হায়রে চুলকানি

18/07/2021

আর কিছুক্ষণ পর 3 সপ্তাহের অ্যাসাইন মেন্ত ওয়েবসাইট এ দিবে। কভার পেজ দিবে। 5 আগস্ট এর মধ্যে জমা দিতে হবে। জমা 2 ভাবে দেওয়া যাবে
অনলাইনে ও শিক্ষা প্রতিষ্ঠানে

Address

Bhairab Town

Telephone

+8801737001006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahim Sir:

Share