SA news 24 BD

SA news 24 BD Bangladesh News

29/08/2025

“আমি কে?”“আমি দুনিয়ায় কেন এসেছি?”হিদায়াতি সিরিজ | জীবন বদলের কুরআনভিত্তিক গাইডলাইন | Sirat At-Taqwa“আমার জীবন কিসের জন্য...

29/08/2025

সকালে জিরা ও মেথি ভেজানো পানি কতটা উপকারী?

অভিনন্দন
29/08/2025

অভিনন্দন

28/08/2025

ভৈরব সাংবাদিক সমাজের সাথে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফবিসিসিআই এর অনুমোদিত নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাভেদ এর মত বিনিময়সভা ও পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক নেতা তাজুল ইসলাম তাজভৈরবী।

28/08/2025

কিশোরগঞ্জে দুলাল রবিদাস মুচি হত্যা মামলায় শেখ হাসিনার সাথে নিরীহ রিকশা চালককে আসামি করায় মায়ের আহাজারি

রিপোর্ট, বিশেষ প্রতিনিধি, সজীব আহমেদ :
কিশোরগঞ্জে দুলাল রবিদাস মুচি হত্যা মামলায় শেখ হাসিনার সাথে নিরীহ রিকশা চালক সোহাগ মিয়াকে আসামি করায় সাংবাদিকদের কাছে আহাজারি করেন এক অসহায় মা। এসময় তিনি তার ছেলেকে মামলা থেকে মুক্তি দেয়ার দাবি জানান।
জানাযায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ২০২৪ সালের ১৮ জুলাই দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ে বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন ছাত্র আন্দোলন দমাতে সারাসি আক্রমণের শিকার হয়ে দুলাল রবিদাস মুচি নিহত হন। ওই হত্যার ঘটনায় বাদী রাফিউল আলমের দায়েরকৃত মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৬৮জনের নাম উল্লেখ্যসহ ৫০০/৬০০ জনকে আসামি করা হয়।
ওই হত্যা মামলায় ভৈরব পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকার মৃত বাঘা মিয়া ওরফে শমশের আলীর ছেলে সোহাগ মিয়া নামে একজন নিরিহ রিক্সা চালক অভিযুক্ত আসামি করা হয়েছে। সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণের খরচ যোগাতো। কিন্তু কিশোরগঞ্জের মামলায় শেখ হাসিনার সাথে রিকশা চালকে অভিযুক্ত করায় হতাশায় ভুগছেন তাঁর অসহায় পরিবারের লোকজন।
বুধবার বিকেলে অভিযুক্ত সোহাগ মিয়ার অসহায় মা.... সাংবাদিকদের কাছে এসে তাঁর হতাশা ও দুঃখের কথা জানান।
তিনি দুঃখ করে বলেন, তার স্বামী নেই, সন্তান সোহাগ মিয়া ঢাকায় রিকশা চালিয়ে সংসারের জীবিকা নির্বাহ করতেন। সোহাগের তিন বছরের একটি সন্তান রয়েছে। কিশোরগঞ্জের একটি মামলায় মিথ্যা আসামি করেছে রিকশা চালক সোহাগকে। মামলার ভয়ে সে বাড়িতেও আসতে পারছেনা আর ঠিকমতো কামকাজও করতে না পারায় সংসার খরচের চাহিদা মেটাতে পারছেনা। তিনি বলে, তার ছেলে কোন রাজনীতি করেনি কোন দিন। রিকসা চালিয়ে ভাত খায়। আওয়ামী লীগ, বিএনপি বা অন্যকোন দলও যুক্তনা। কিন্তু শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে। উদ্দেশ্যমুলকভাবেই মামলায় কেউ তার ছেলের নাম জড়িয়ে দিয়েছে বলে দাবি করেন। এ মামলা থেকে নিরিহ রিকশা চালক সোহাগ মিয়াকে অব্যহতি দিয়ে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরানোর মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান ভুক্তভোগী এ নারী।

শুটিং টাইমে
27/08/2025

শুটিং টাইমে

27/08/2025
শুটিং টাইমে
27/08/2025

শুটিং টাইমে

Address

Kamalpur Molla Vari
Bhairab Town
2350

Alerts

Be the first to know and let us send you an email when SA news 24 BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share