03/08/2025
কিছু জিনিস হারিয়ে গেলে মানা যায়, কিন্তু ওই জিনিসটা থাকা সত্বেও তা আমার না তা মানা যায় না, আবার এমন না যে ওই জিনিসটাও আমার না ওই জিনিসটাও আমার, শুধু পরিস্থিতির কারণে দূরে চলে গেলো, আল্লাহ তায়ালার চাইলে তা আবারো আমার হবে ইনশাল্লাহ, ❤️
মায়াবতী💕