আমাদের ভৈরব

আমাদের ভৈরব ভৈরবের কথা বলে

18/08/2025
18/08/2025

নির্মাণ কাজে চাঁদা দাবির প্রতিবাদে ইতালি প্রবাসী নারী মোমেনা আক্তার নীলির সংবাদ সম্মেলন

16/08/2025
14/08/2025

ভৈরবে আওয়ামী লীগের নেতা ও স্ত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে ইতালি প্রবাসী আওয়ামী লীগের নেতা ও তার স্ত্রী বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি সংবাদ সন্মেলনে এই অভিযোগ করেন। তিনি ইতালী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ও তার স্ত্রী ভৈরব মহিলা আওয়ামী লীগ নেত্রী মোমেনা আক্তার নিলির বিরুদ্ধে এই অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ সুমন, কাউসার কবির চৌধুরী, জেনিফা কবির চৌধুরী প্রমূখ।

সংবাদ সন্মেলনে শহরের কমলপুর এলাকার মোঃ রফিকুল ইসলাম অভিযোগে বলেন, তার বসত ভিটার পাশে তিনি ও তার দুই ভাই ২০.৫০ শতক পৈতৃক ভূমি ভোগ দখল করছিল। সিএস ও আরওআর দাগের মালিক তার বাপ দাদা এবং বিএস দাগের মালিক তারা পৈতৃক সূত্রে পাওয়া তিন ভাই। উল্লেখিত ভূমিটি জসিম উদ্দিন ও তার স্ত্রী নিলির দাবি করে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে দখল করে দেয়াল নির্মাণ করছে।

এবিষয় তিনি তার ভাইদেরকে নিয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছেন এবং ভৈরব থানায় একটি জিডি করেছেন। থানা পুলিশ তাদেরকে নিষেধাজ্ঞা দিলেও তারা আইন অমান্য করে উক্ত ভূমিতে দেয়ার নির্মাণ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন জসিমের সাথে সন্ত্রাসী শাহাদাৎ, রুস্তম, চুন্নু, বশির গংরা সহযোগীতা করছে। এখানে উল্লেখ্য জসিমের বাড়ী ভৈরবের শম্ভুপুর এলাকায়। তার শুশুর বাড়ী কমলপুরে। জসিম ইতালী প্রবাসী হলেও তিনি দেশে এসে স্ত্রীকে নিয়ে দখলবাজির ঘটনা ঘটিয়েছে। অভিযোগকারী রফিকুল এবিষয়ে প্রতিকার চান।

কমলপুর এলাকার সুমন নামের আরও এক ব্যক্তি অভিযোগে বলেন তিনি জসিমের শ্যালকের কাছ থেকে ৪ শতক ভূমি ক্রয় করেছেন। এই ভূমিও তারা দখল করে দেয়াল নির্মাণ করছেন। পুলিশের বাধাও তারা মানছেনা। তারা দুজনই তাদের অত্যাচার, জুলুম থেকে রেহাই পেতে আইনের সুদৃষ্টি কামনা করেছেন।

12/08/2025
12/08/2025

Address

Bhairab Bazar

Telephone

+8801793100046

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ভৈরব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের ভৈরব:

Share