আধাঁরে আলোর কথা।

আধাঁরে আলোর কথা। "যদি তুমি চুপ থাকো,
তবে তুমি শেষ!
যদি তুমি রুখে দাঁড়াও--
তবে, তুমি-ই বাংলাদেশ।"

15/10/2025
15/10/2025

#চ্যানেল24

ভান্ডারিয়ার আইনশৃঙ্খলা রক্ষা ও পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে জনসাধারণের প্রশংসায় উপজেলা নির্বাহী অফিসার জনাব রেহে...
02/10/2025

ভান্ডারিয়ার আইনশৃঙ্খলা রক্ষা ও পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে জনসাধারণের প্রশংসায় উপজেলা নির্বাহী অফিসার জনাব রেহেনা আক্তার -আঁধারে আলোর কথা

বর্তমান ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রেহেনা আক্তার অত্র উপজেলার সার্বিক উন্নয়ন ও অবঠামোর পরিকল্পিত চিন্তা বা ধারণা নিয়ে বিরামহীন কাজ করে সকল দল ও মতের আস্থা অর্জন করে সাধ্যমত দুর্লভ গতিতে এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত অর্জন করতে সক্ষম হইছে। আঁধারে আলোর কথাকে দেওয়া এক সৌদি প্রবাসী সাক্ষাতে বলেন, "বর্তমানে অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে যখন সারাদেশে ফ্যাসিস্টদের বিভিন্ন গুপ্ত হামলা বা আইন শৃঙ্খলা বিঘ্নিত সহ রাজনৈতিক দলের মাঝে নিজেদের মধ্যে মতপার্থক্যে থাকা সত্বেও সবকিছুকে নিয়ন্ত্রণ রেখে তিনি একজন নারী (উপজেলা নির্বাহী অফিসার) হিসেবে যে দৃষ্টান্ত অর্জন করছে, বিশেষ করে উপজেলার প্রাণকেন্দ্র পৌর শহরের বাজার, বাসস্ট্যান্ডের অবৈধ স্থাপনা দখল মুক্ত, কালিমা চত্বরের সৌন্দর্য বর্ধনে বাউন্ডারি নির্মাণ,এখানকার মানুষের অনেক দিনের চাওয়া পাবলিক টয়লেট নির্মাণ সহ বিশেষ বিশেষ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে তিনি আমাদের জন্য একটা বৃহৎ আশীর্বাদ বলেও আমি মনে করি" অত্র উপজেলার দেশ ও দেশের বাহিরে থাকা সকল নাগরিক হিসেবে তার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

26/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলটির উপজেলা আমির জনাব মাও:আমির হোসেন খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শামীম সাঈদী ভান্ডারিয়া সদর পৌর সভার ভোট কেন্দ্...
22/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শামীম সাঈদী ভান্ডারিয়া সদর পৌর সভার ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলার আহ্বায়ক কমিটিতে নতুন চমক-ত্যাগীদের প্রত্যাশায় আলোর মুখ।
21/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলার আহ্বায়ক কমিটিতে নতুন চমক-ত্যাগীদের প্রত্যাশায় আলোর মুখ।

পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে সাহসী ভুমিকায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর-প্রসাশক।ভাণ্ডারিয়ায় যান চলাচলে দীর্ঘদিনের ভোগা...
09/09/2025

পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে সাহসী ভুমিকায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর-প্রসাশক।

ভাণ্ডারিয়ায় যান চলাচলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর হস্তক্ষেপে যান চলাচলের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল-ভাণ্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে ভাণ্ডারিয়ার সিকদার বাড়ী সংলগ্ন সড়কে একটি অংশে খানা খন্দ ও জলাবদ্ধতার কারণে পথচারী এবং যান বাহন চলাচলে প্রায়ই ঘটত দূর্ঘটনা। সওজ চলতি অর্থবছরে ওই সড়কের একটি অংশ সংস্কার করলেও বাকী কাজ ফেলে রাখে। এতে জনসাধারণের ভোগান্তি আরও চরমে ওঠে । ভোগান্তি এবং জলাবদ্ধতা নিরসনে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেহেনা আক্তার উদ্যোগে সম্প্রতি (গত বুধবার) ওই সড়ক এলাকা অবৈধ স্থাপনা অপসারণ করে সড়কের পার্শ্বে কাঁচা ড্রেন তৈরী করে পানি নিষ্কাষন করা হয়। সড়কের ভাঙা অংশ ইট সলিং সড়কটি চলাচলের উপযোগী করে দেন। সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদ জানান, চলতি অর্থ বছরে ওই সড়কের সংস্কার কাজ এবং স্থায়ী ডেনেজ ব্যবস্থার কাজ করা হবে।
এ দিকে (ইউএনও উদ্যোগে) কুয়েত ফান্ডের অর্থায়নে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড হতে বাজার পর্যন্ত সড়কের পার্শ্বে ১৫০ মিটার আরসিসি ড্রেন নির্মান কাজ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। এ সময় ওই সড়কের পার্শে¦ গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী রেহেনা আক্তার জানান, ভাণ্ডারিয়া পৌর শহরের ৬টি ভাঙা সড়ক সংস্কার কাজ এর উদ্যোগ নেয়া হয়েছে। এ গুলো হচ্ছে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ওভার ব্রীজ হয়ে বাজার পর্যন্ত সড়ক, লঞ্চ ষ্টেশন থেকে শুরু হয়ে বিহারী লাল মৈত্র স্কুল হয়ে পোনা সেতু পর্যন্ত সড়ক, ভাণ্ডারিয়া সরকারি কলেজ থেকে শুরু করে ভিটাবাড়াীয়া পোনা সেতু সংলগ্ন সড়ক, এছাড়াও হাসপাতাল সংলগ্ন সড়ক। ইতিমধ্যে এ সড়কগুলোর তালিকা করে অর্থ বরাদ্দের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও বাসস্ট্যান্ড কলেমা চত্বর সংস্কার এবং পৌরসভা চত্বরের সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে।

Address

Bhandaria
8550

Telephone

+8801715994102

Website

Alerts

Be the first to know and let us send you an email when আধাঁরে আলোর কথা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share