09/09/2025
পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে সাহসী ভুমিকায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর-প্রসাশক।
ভাণ্ডারিয়ায় যান চলাচলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর হস্তক্ষেপে যান চলাচলের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল-ভাণ্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে ভাণ্ডারিয়ার সিকদার বাড়ী সংলগ্ন সড়কে একটি অংশে খানা খন্দ ও জলাবদ্ধতার কারণে পথচারী এবং যান বাহন চলাচলে প্রায়ই ঘটত দূর্ঘটনা। সওজ চলতি অর্থবছরে ওই সড়কের একটি অংশ সংস্কার করলেও বাকী কাজ ফেলে রাখে। এতে জনসাধারণের ভোগান্তি আরও চরমে ওঠে । ভোগান্তি এবং জলাবদ্ধতা নিরসনে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেহেনা আক্তার উদ্যোগে সম্প্রতি (গত বুধবার) ওই সড়ক এলাকা অবৈধ স্থাপনা অপসারণ করে সড়কের পার্শ্বে কাঁচা ড্রেন তৈরী করে পানি নিষ্কাষন করা হয়। সড়কের ভাঙা অংশ ইট সলিং সড়কটি চলাচলের উপযোগী করে দেন। সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদ জানান, চলতি অর্থ বছরে ওই সড়কের সংস্কার কাজ এবং স্থায়ী ডেনেজ ব্যবস্থার কাজ করা হবে।
এ দিকে (ইউএনও উদ্যোগে) কুয়েত ফান্ডের অর্থায়নে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড হতে বাজার পর্যন্ত সড়কের পার্শ্বে ১৫০ মিটার আরসিসি ড্রেন নির্মান কাজ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। এ সময় ওই সড়কের পার্শে¦ গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী রেহেনা আক্তার জানান, ভাণ্ডারিয়া পৌর শহরের ৬টি ভাঙা সড়ক সংস্কার কাজ এর উদ্যোগ নেয়া হয়েছে। এ গুলো হচ্ছে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ওভার ব্রীজ হয়ে বাজার পর্যন্ত সড়ক, লঞ্চ ষ্টেশন থেকে শুরু হয়ে বিহারী লাল মৈত্র স্কুল হয়ে পোনা সেতু পর্যন্ত সড়ক, ভাণ্ডারিয়া সরকারি কলেজ থেকে শুরু করে ভিটাবাড়াীয়া পোনা সেতু সংলগ্ন সড়ক, এছাড়াও হাসপাতাল সংলগ্ন সড়ক। ইতিমধ্যে এ সড়কগুলোর তালিকা করে অর্থ বরাদ্দের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও বাসস্ট্যান্ড কলেমা চত্বর সংস্কার এবং পৌরসভা চত্বরের সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে।