আধাঁরে আলোর কথা।

আধাঁরে আলোর কথা। "যদি তুমি চুপ থাকো,
তবে তুমি শেষ!
যদি তুমি রুখে দাঁড়াও--
তবে, তুমি-ই বাংলাদেশ।"

22/08/2025
22/08/2025

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

ভান্ডারিয়া সরকারি কলেজের শিক্ষা-সংস্কৃতি ও অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা ও পরামর্শ অব্যহত থাকবে- শামীম বিন সাঈদীগত ১...
20/08/2025

ভান্ডারিয়া সরকারি কলেজের শিক্ষা-সংস্কৃতি ও অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা ও পরামর্শ অব্যহত থাকবে- শামীম বিন সাঈদী

গত ১৮ আগষ্ট ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-২ তথা ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদের দাঁড়ি পাল্লার কান্ডারি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পূত্র জনাব আলহাজ্ব শামীম বিন সাঈদী ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক বৃন্দদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেণ। প্রানবন্ত সাক্ষাৎ এর পাশাপাশি অত্র কলেজের অধ্যক্ষ কলেজের ছাত্র হোষ্টেলের সমনের জলাবদ্ধতা নিরসনে যৌথ পরিদর্শনের পরে সার্বিক সহযোগিতা ও পরামর্শ চেয়ে সৌহার্দ্য পূর্ণ মতবিনিময় করে।
এসময় জনাব সামীম সাঈদী বলেন, ভান্ডারিয়া সরকারি কলেজ অত্র উপজেলার শুধু শিক্ষা নয়, শিক্ষার পাশাপাশি উপজেলার ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে। তাই আমাদের পক্ষে এই প্রতিষ্ঠানের শিক্ষা ও ঐতিহ্য আগামীতে আরো বেগবান করতে কলেজ, হোষ্টেল সহ যাবতীয় প্রসাশনিক ও অবকাঠামোগত উন্নয়ন কিংবা সংস্কার যাহা কিছু প্রয়োজন সাধ্য মতো সেই বিষয়ে সহযোগিতা ও পরামর্শ রাখার সার্বিক প্রচেষ্টা অব্যহত থাকতে, ইনশাআল্লাহ।

অন্যায়-অবিচার,জোর-জুলুম,দখল ও চাদাবাজের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়ি পাল্লায় ভোট দিন-জনাব শামীম বিন সাঈদী।ব...
18/08/2025

অন্যায়-অবিচার,জোর-জুলুম,দখল ও চাদাবাজের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়ি পাল্লায় ভোট দিন-জনাব শামীম বিন সাঈদী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া উপজেলার ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২০২৫ এর নির্বাচনী এলাকার সকল কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে দলটির উপজেলা শাখার আমির জনাব মাও: আমির হোসেন সাহেবের সাভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব শামীম বিন সাঈদী।
এসময়ে তিনি সার্বিক বিষয়ে দিক নির্দেশনা বিশেষ করে সামনের দিন গুলোয় মহান আল্লাহ তায়ালার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে উপস্থিত সকল কর্মী, শুভাকাঙ্ক্ষী ও পর্দা সহ কারে উপস্থিত থাকা মা-বোনদেরকে প্রতিটা মুহূর্তের জন্য পূর্বের দিন গুলোর মতো সাহসী ভুমিকায় এগিয়ে যেতে হবে(ইনশাআল্লাহ) এজন্য যদি আমাদের উপর পূর্বের ফ্যাসিবাদ সরকার কতৃক বিভিন্ন ভাই ও বোনদের উপর বিশেষ করে আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীর মতো ১৩ বছর নয় প্রয়োজনে ২৬ বছরের জেল জুলুম ও শহীদী তামান্না নিয়ে প্রস্তুত থেকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ।
এছাড়াও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দলটির কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও অঞ্চল টিম সদস্য জনাব এ কে এম ফখরুদ্দিন খান রাযী সহ প্রমূখ নেতৃবৃন্দ।

Today 18-08-2025 is organized in the Upazila Auditorium"Upazila Level Teachers & Community Leaders Orientation on Typhoi...
18/08/2025

Today 18-08-2025 is organized in the Upazila Auditorium
"Upazila Level Teachers & Community Leaders Orientation on Typhoid Vacination Campaign 2025"
Were present as the chief guest Mr. Rehana Akhter, Upazila Executive Officer, Bhandaria, Pirojpur.

১৫ ই আগস্ট ১৯৭৫ এর পর শেখ মুজিব হত্যার পরের দিন  অর্থাৎ ১৬ ই আগস্ট ইত্তেফাকের সম্পাদকীয় পাতায় "ঐতিহাসিক নবযাত্রা " শির...
15/08/2025

১৫ ই আগস্ট ১৯৭৫ এর পর শেখ মুজিব হত্যার পরের দিন অর্থাৎ ১৬ ই আগস্ট ইত্তেফাকের সম্পাদকীয় পাতায় "ঐতিহাসিক নবযাত্রা " শিরোনামে মুজিবের কু-কীর্তি নিয়ে বিস্তর আলাপ।

09/08/2025

জাতীয় পার্টির ১০ম কাউন্সিল, প্রধান অতিথি,জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু-রাজনৈতিক ইতিহাস ও ভবিষ্যতের শেষ বলতে কিছু নেই।

জুলাই স্মৃতিচারণে কেঁদে ফেললো আল্লামা সাঈদী পূত্র জনাব সামীম বিন  সাঈদী৩৬শে জুলাই গন-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বাংলা...
05/08/2025

জুলাই স্মৃতিচারণে কেঁদে ফেললো আল্লামা সাঈদী পূত্র জনাব সামীম বিন সাঈদী

৩৬শে জুলাই গন-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর-২ এর দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব Shameem Sayedee ভান্ডারিয়া উপজেলায় তার দলের নেতৃবৃন্দ সহ আপাময় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে একটি গণ-মিছিল নিয়ে শহরের বিভিন্ন স্থান প্রদর্শন করে। একটা পর্যায়ে উক্ত মিছিলটি জন-সমাবেশে পরিনত হলে উপস্থিত জনগণের উদ্দেশ্য বিভিন্ন নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের পরে জনাব সামীম সাঈদী জুলাই অভ্যুন্থান ও তার পূর্বে ঘটে যাওয়া সকল ফ্যাসিষ্ট তথা ফ্যাসিজমের নিকৃষ্ট ইতিহাস বর্ণনা দিতে গিয়ে বিশেষ করে গতবছরে সকল জুলাই শহীদ ও তাদের মাঝে অত্র অঞ্চলের শহীদ এমদাদুল হকের কথা স্বরণ করার পাশাপাশি তার পিতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের প্রতি ঘটে যাওয়া অন্যায় জুলুম ও নির্যাতনের মাধ্যমে হত্যার নিরসংসতা তুলে ধরে বক্তব্যের মাঝেই কেঁদে ফেলেন। এমন সময় তিনি বলেন, আগামীতে আর যেন আমাদের মত কোন পরিবারের প্রতি এমন নিষ্ঠুরতা না হয় এজন্য যেকোনো অন্যায়ের প্রতিরোধের পাশাপাশি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শান-মানের ইজ্জত রক্ষায় সকলকে ঐক্য বদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ ভিক্তি রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি, জনাব ...
30/07/2025

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রধান অতিথি, জনাব রেহেনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, ভান্ডারিয়া, পিরোজপুর।

Address

Bhandaria
8550

Telephone

+8801715994102

Website

Alerts

Be the first to know and let us send you an email when আধাঁরে আলোর কথা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share