Bhandariar all time top news

Bhandariar all time top news আমরা শসময় সঠিক তথ্য দিতে প্রতিজ্ঞাবদ?

14/09/2025
দেশটা দিন দিন মোল্লাদী হয়ে যাচ্ছে 🤭
12/09/2025

দেশটা দিন দিন মোল্লাদী হয়ে যাচ্ছে 🤭

ভান্ডারিয়াতে ‘মানব সেবা ব্লাড ফাউন্ডেশন’-এর নতুন কমিটি অনুমোদনভান্ডারিয়া (পিরোজপুর): মানব সেবার মহান ব্রত নিয়ে কাজ করা স...
12/09/2025

ভান্ডারিয়াতে ‘মানব সেবা ব্লাড ফাউন্ডেশন’-এর নতুন কমিটি অনুমোদন
ভান্ডারিয়া (পিরোজপুর): মানব সেবার মহান ব্রত নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ’-এর নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ১২-০৯-২০২৫ তারিখে এই অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তানজিন হাসান কামাল এবং সহ-সভাপতি হয়েছেন মো. রায়হানুল ইসলাম শোভন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মো. শাকুন কাজী, মো. শাকিল মুধা, ডা. আসিফুজ্জামান আসিফ, মো. মাহিমা হাসান, মো. মাহাবুব রানা, মো. হাফিজুর রহমান আশা, মো. রিয়াজ মল্লিক এবং মো. আল রিফাত।
নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, “আমরা সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এই ছোট্ট স্বেচ্ছাসেবী সংগঠনটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।” এই সংগঠনটি পিরোজপুর ও এর আশেপাশের এলাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে এই কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

চড়াইল গুচ্ছগ্রামের বাঁশের সাঁকো: জীবনের যাতায়াতের একমাত্র ভরসাপিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় চরাইল গ্রামের একটি গুচ...
12/09/2025

চড়াইল গুচ্ছগ্রামের বাঁশের সাঁকো: জীবনের যাতায়াতের একমাত্র ভরসা
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় চরাইল গ্রামের একটি গুচ্ছগ্রামের পাশে অবস্থিত সরদার বাড়ি ও তালুকদার বাড়ির সংযোগকারী একটি বাঁশের সাঁকো এখন স্থানীয়দের জীবনের এক অপরিহার্য অংশ। দীর্ঘদিনের এই সাঁকোটি শুধু একটি পারাপারের মাধ্যম নয়, এটি যেন এলাকার মানুষজনের দৈনন্দিন জীবনের গল্প বুনছে।
স্থানীয়রা জানান, এই সাঁকো দিয়ে প্রতিদিন বয়স্করা নামাজ পড়তে বা বাজারে যান। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যাতায়াত করে। বর্ষায় যখন খাল পানিতে ভরে ওঠে, তখন এই বাঁশের সাঁকোটিই তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু সাঁকোটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এটি এখন অনেকটাই নড়বড়ে হয়ে গেছে।
গ্রামবাসীরা আরও জানান গত দুই মাসে আগে গ্রামবাসীর পক্ষ থেকে একটি আবেদন লিখন মেম্বার এর কাছে দিয়েও কোনে সুলভ সাড়া পাওয়া যায়নি তাই,
স্থানীয়রা আশা করছেন, কর্তৃপক্ষ অতি দ্রুত এই সাঁকোটির জায়গায় একটি মজবুত সেতু নির্মাণ করে তাদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করবে।

ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর তার নাম,সুন্দর দৃশ্য যেন মনোহর এক ধাম।দার্শনিকেরা জ্ঞানের আলোয় ভরান চারিদিক,শিক্ষিত মানুষেরা...
12/09/2025

ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর তার নাম,
সুন্দর দৃশ্য যেন মনোহর এক ধাম।
দার্শনিকেরা জ্ঞানের আলোয় ভরান চারিদিক,
শিক্ষিত মানুষেরা খুঁজে ফেরে সত্য সঠিক।
বিজ্ঞানীরা যুক্তি দিয়ে গড়েন নতুন পথ,
প্রকৃতির মাঝে খুঁজে জীবনেরই রথ।
জ্ঞান আর বিজ্ঞানে ভরে এই জনপদ,
এখানেই মিলে সব, নেই কোনো বিপদ।
Photo :

12/09/2025
‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে শুরু করেছে।’
12/09/2025

‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে শুরু করেছে।’

ফজিলাতুন্নেসা হলে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ঢুকতে বাধা ও জাল ভোটের অভিযোগ
11/09/2025

ফজিলাতুন্নেসা হলে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ঢুকতে বাধা ও জাল ভোটের অভিযোগ

Address

Bhandaria
8550

Alerts

Be the first to know and let us send you an email when Bhandariar all time top news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category