28/11/2023
ভান্ডারিয়ায় আ.লীগ অফিস ভাংচুর মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জেপি নেতা গ্রেপ্তার।
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের মামলায় জাতীয় পার্টি (জেপি) ও এর অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার জেপি কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন-
জেপির ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বল, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, পৌর ছাত্র সমাজের আহবায়ক মাহাবুব শরীফ শুভ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর মামলার ওয়ারেন্ট ভুক্ত চার আসামিক গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করার পরেও অভিযুক্তরা অনেকদিন প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে। তাঁরা কীভাবে এমনটি করল, তা আমার বোধগম্য নয়। ডিবি পুলিশ চার জনকে গ্রেপ্তার করার সময় জেপির নেতা-কর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এটি খুবই নিন্দনীয়।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, জেপি ও দলটির অঙ্গসংগঠনের চার নেতার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতাকর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের ওপর হামলা করে। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী আহত নয়। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে অফিস জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। এ ঘটনায় গত ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার ভান্ডারিয়া থানায় মামলা করেন।