
20/05/2025
**গল্পের শিরোনাম: "ক্যান্ডি যুদ্ধ!" 🍬⚔️**
এক বিকেলে পার্কে খেলতে এসেছিল দুই বান্ধবী—ঝুমু আর টিনা। ঝুমুর পকেটে ছিল একটা শেষ ক্যান্ডি। টিনার চোখ সেটা ঠিকই ধরে ফেলল।
"ওটা আমার দিতে হবে!" বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল টিনা।
ঝুমু বলল, "না! এটা আমার! আমি গতকাল থেকেই এর জন্য অপেক্ষা করছি!"
দুই জনে তখন একে অপরের সামনে দাঁড়িয়ে যুদ্ধের ভঙ্গিতে হাত তুলল—একেবারে অ্যাকশন সিনেমার মত! পাশের কাকু তো ভেবেই বসেছিলেন মার্শাল আর্ট চলছে!
শেষে দু'জনেই একসঙ্গে হেসে ফেলল। টিনা বলল, "আচ্ছা, অর্ধেক করে খাই, কেমন?"
ঝুমু মাথা নেড়ে বলল, "ডিল!"
আর এভাবেই শেষ হল সেই মহাকাব্যিক ক্যান্ডি যুদ্ধ—হাসি আর মিষ্টির ভাগাভাগিতে। 😄🍭