MrTutul

MrTutul সদা সর্বদা সত্যের পথে আমি আছি আপনার পাশে।

**গল্পের শিরোনাম: "ক্যান্ডি যুদ্ধ!" 🍬⚔️**এক বিকেলে পার্কে খেলতে এসেছিল দুই বান্ধবী—ঝুমু আর টিনা। ঝুমুর পকেটে ছিল একটা শে...
20/05/2025

**গল্পের শিরোনাম: "ক্যান্ডি যুদ্ধ!" 🍬⚔️**

এক বিকেলে পার্কে খেলতে এসেছিল দুই বান্ধবী—ঝুমু আর টিনা। ঝুমুর পকেটে ছিল একটা শেষ ক্যান্ডি। টিনার চোখ সেটা ঠিকই ধরে ফেলল।

"ওটা আমার দিতে হবে!" বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল টিনা।

ঝুমু বলল, "না! এটা আমার! আমি গতকাল থেকেই এর জন্য অপেক্ষা করছি!"

দুই জনে তখন একে অপরের সামনে দাঁড়িয়ে যুদ্ধের ভঙ্গিতে হাত তুলল—একেবারে অ্যাকশন সিনেমার মত! পাশের কাকু তো ভেবেই বসেছিলেন মার্শাল আর্ট চলছে!

শেষে দু'জনেই একসঙ্গে হেসে ফেলল। টিনা বলল, "আচ্ছা, অর্ধেক করে খাই, কেমন?"

ঝুমু মাথা নেড়ে বলল, "ডিল!"

আর এভাবেই শেষ হল সেই মহাকাব্যিক ক্যান্ডি যুদ্ধ—হাসি আর মিষ্টির ভাগাভাগিতে। 😄🍭

সান্ডা খাওয়া কি হালাল???ইসলামী শরিয়তের দৃষ্টিতে সান্ডা (গুইসাপ বা মনিটর লিজার্ড) খাওয়া নিয়ে বিভিন্ন আলেমদের মধ্যে মতভ...
17/05/2025

সান্ডা খাওয়া কি হালাল???

ইসলামী শরিয়তের দৃষ্টিতে সান্ডা (গুইসাপ বা মনিটর লিজার্ড) খাওয়া নিয়ে বিভিন্ন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তবে মূলত দুটি মত প্রচলিত:

---

১. হালাল বলে মত:

কিছু সাহাবি যেমন – ইবনে উমর (রা), ইবনে আব্বাস (রা), ও আবু সাঈদ খুদরি (রা) – সান্ডাকে হালাল বলেছেন।
রাসূল (সা.) নিজে সান্ডা খাননি, কিন্তু নিষেধও করেননি। সাহাবিদের কেউ খাচ্ছিলেন, তিনি দেখেও কিছু বলেননি। তাই অনেকে এটাকে মুবাহ বা হালাল মনে করেন।

হাদিসের ভিত্তি:

> সাহিহ বুখারি ও মুসলিমে এসেছে, খালিদ ইবনে ওয়ালিদ (রা) রাসূল (সা.)-এর সামনে সান্ডা খান, আর রাসূল (সা.) বলেন:
"এটা আমার কওমের খাবার নয়, তাই আমি খাচ্ছি না।"

---

২. হারাম বা অপছন্দনীয় বলে মত:

কিছু আলেম সান্ডাকে মাকরুহ বা হারাম বলেছেন, কারণ এটি দেখতে ভয়ংকর, এবং হিংস্র প্রকৃতির প্রাণী।

---

সারসংক্ষেপে:

সান্ডা খাওয়া ইসলামically নিষিদ্ধ নয়, কিন্তু কারও কারও কাছে এটি অপছন্দনীয় (মাকরুহ)।
আপনি যদি নিশ্চিত হালাল খাবার খেতে চান, তাহলে এড়িয়ে চলা ভালো। তবে শরিয়ত অনুযায়ী হারাম নয়, যদি প্রাণীটি পবিত্রভাবে জবাই করা হয় (যদি প্রয়োজন হয়)।

---

গল্প: সান্ডা চাচার কেরামতিপিরোজপুরের এক ছোট্ট গ্রামে থাকত রহিম চাচা। বয়স পঁচাত্তর, কিন্তু মাথা ঠাণ্ডা — আর একটাই শখ: ভি...
16/05/2025

গল্প: সান্ডা চাচার কেরামতি

পিরোজপুরের এক ছোট্ট গ্রামে থাকত রহিম চাচা। বয়স পঁচাত্তর, কিন্তু মাথা ঠাণ্ডা — আর একটাই শখ: ভিন্নধর্মী ওষুধ বানানো। গ্রামের লোকজন বলত, "রহিম চাচা যা বানান, তাতে খটাশ শরীর জোড়া!"

একদিন চাচা গম্ভীর মুখে হাট থেকে ফিরে এলেন, একটা বড়সড় সান্ডা (গুইসাপ) হাতে করে!

গ্রামের সবাই হাঁ করে তাকিয়ে, কেউ বলল "চাচা, এইটা তো সাপ না?"
চাচা গম্ভীর গলায় বললেন, "সাপ না, সান্ডা! এইডা খাওয়া যায়! তেল বানালে তো কথাই নেই!"

সেই রাতেই রহিম চাচা সান্ডা রান্না করলেন। সাথে ছিলো কচি ধনে পাতা, রসুন, আর একটুখানি ঘি।
পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল —
"রহিম চাচা নাকি সান্ডা খেয়ে ২০ বছরের তরুণ হইয়া গেছেন!"

গ্রামের বুড়োরা লাইন দিলো তার বাড়িতে, সবাই বলছে:
— "চাচা, আমাদেরও একটু দেন!"
— "চাচা, আমার হাঁটুর ব্যথা যাব কই?"
— "চাচা, আমার বউ এখনো বিশ্বাস করে না আমি আগের মত তরুণ হইছি!"

রহিম চাচার নাম হলো "সান্ডা চাচা"।
তিনি এখন শুধু একজন মানুষ নন, একটা জীবন্ত ব্র্যান্ড!

একদিন এক টিভি চ্যানেল এল ইন্টারভিউ নিতে। সাংবাদিক প্রশ্ন করলো,
— “চাচা, সান্ডা খেলে কী হয়?”
চাচা চোখ টিপে বললেন,
— “যা হয়, তা বলা যায় না, শুধু অনুভব করা যায়!”

---

গল্পের শিক্ষাঃ
সান্ডা খাওয়া আপনার তরুণত্ব ফিরিয়ে আনবে কিনা জানি না,
কিন্তু সান্ডা চাচার কাহিনি শুনে হাসি ঠিকই ফিরে আসবে!

---

পছন্দ হলে বলো, এর দ্বিতীয় পর্বও লিখে দিবো!

11/06/2024

সবাই কেমন আছেন?

27/01/2024

মানুষের স্বপ্ন বেশিদিন টিকে না।

24/01/2024

এসব পাবলিক এর জন্য আজ আমার আইডি লক 🔒

21/01/2024

কথা কি ঠিক নাকি ভেজাল আছে?_

15/01/2024

শখের তোলা ৮০ টাকা। শখের বসত পাখি পালে সোহাগ। পাখিগুলো অত্যন্ত সুন্দর। আপনার মতামত আমাদের অবশ্যই জানাবেন।





13/01/2024

আপনার যদি হারানো কিছু ফিরে পাওয়ার সুযোগ থাকতো, তাহলে আল্লাহর কাছে কী চাইতেন.?🥹

12/01/2024

মানুষ স্মার্টফোন এবং পশুপাখি বাটন ফোন জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন।

09/01/2024

আমার লাইফটা ভাঙ্গা হোন্ডার মত।

08/01/2024

বাংলাদেশ অথেন্টিক বাইক। না দেখলে মিস 🤣
..........Follow my page🙂............

Funn fun

Address

Bhandaria
8550

Telephone

+8801932103564

Website

Alerts

Be the first to know and let us send you an email when MrTutul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MrTutul:

Share