Raju —–
࿐এটা’ভার্চুয়াল জগত࿐🙂
⭕༆এখানে࿐⭕
✅No ইমোশন࿐❓
No রিলেশন࿐”💔
🙂༆যা আছে সব আলগা পিরিত 💯
(1)

লালমনিরহাট শহরের কেন্দ্রে অবস্থিত এটি একটি জনপ্রিয় লেকে পার্ক যেখানে বোটিং, মাছ ধরার সুযোগ ও পিকনিকের পরিবেশ পাওয়া যায়  ...
01/08/2025

লালমনিরহাট শহরের কেন্দ্রে অবস্থিত এটি একটি জনপ্রিয় লেকে পার্ক যেখানে বোটিং, মাছ ধরার সুযোগ ও পিকনিকের পরিবেশ পাওয়া যায় । স্থানীয়ভাবে এটি "গরিবের হাতিরঝিল" নামে পরিচিত — কারণ এটি সাধারণ মানুষের নিজ উদ্যোগে তৈরি এবং ব্যবহৃত ভূমিকা পালন করে ।

সবুজ পরিবেশে ঘেরা, কৃত্রিম হলেও স্বাভাবিকের ছোঁয়া দেওয়া হাতিরঝিল পার্কটি শহরের ব্যস্ততার মাঝে প্রশান্তির এক অনন্য ঠিকানা। হাঁটার পথ, বর্গাকার হ্রদ, ফুলঝুরি ও নৈসর্গিক দৃশ্য মানুষের মন মুগ্ধ করে ।

কিছু জায়গায় এটি মিশ্র প্রতিক্রিয়ারও সম্মুখীন হয়েছে— কেউ প্রশংসায় ভাসায়, আবার কেউ পরিবেশ ও পরিচ্ছন্নতার অভাবে অভিযোগ করেন। তবে সামগ্রিকভাবে এটি জনপ্রিয় পর্যটন স্পট যাত্রা ও ফটোগ্রাফির জন্য৷

জনস্বাস্থ্য ও বিনোদন পার্ক ও লেকে আনন্দ-ঘণ্টার সময় কাটানোর অনন্য সুযোগ
নৈসর্গিক পরিবেশ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির ছোঁয়ে ভরা দৃশ্য
স্থানীয় সমাজের অভিযোজন সাধারণ মানুষের মাধ্যমে তৈরি এবং ব্যবহৃত
ফটোগ্রাফি ও স্মরণীয় মুহূর্ত ছবি তুলতে, স্মৃতি তৈরি করতে অসাধারণ সজীব স্থান

সকাল কিংবা সন্ধ্যায় হলে হ্রদের প্রতিফলন আর আলোচমক আবহাওয়া বেশি সুন্দর।

ব্যক্তিগত প্রস্তুতি: পানি, স্ন্যাকস, মোবাইল চার্জার, হালকা খাবার সঙ্গে রাখতে পারেন।

পরিচ্ছন্নতা: কোনো বাসরের দায়িত্ব নিতে পারেন—কেবল উপভোগের চেয়ে পরিবেশ রক্ষণাবেক্ষণও গুরুত্বপূর্ণ।

নদীর পাড়, নরম হাওয়া আর নীরবতা—নিজের সঙ্গে একটু সময় কাটানোর জন্য এটাই যথেষ্ট।
31/07/2025

নদীর পাড়, নরম হাওয়া আর নীরবতা—
নিজের সঙ্গে একটু সময় কাটানোর জন্য এটাই যথেষ্ট।

মন ভেঙেছিল, স্বপ্ন ভেঙেছিল,কিন্তু আমি থামিনি...শুরু করেছি আবারও, একা… নিজের মতো করে।
31/07/2025

মন ভেঙেছিল, স্বপ্ন ভেঙেছিল,
কিন্তু আমি থামিনি...শুরু করেছি আবারও, একা… নিজের মতো করে।

১ জুন ২০২৫ তারিখে ভারী বৃষ্টিপাতে ভয়ে মিরিঞ্জা ভ্যালির বেশ কিছু পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রায় ৭৫টি রিসোর্...
31/07/2025

১ জুন ২০২৫ তারিখে ভারী বৃষ্টিপাতে ভয়ে মিরিঞ্জা ভ্যালির বেশ কিছু পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রায় ৭৫টি রিসোর্ট অন্তর্ভুক্ত হয়েছিল Landslide‑এর ঝুঁকি এড়াতে ।

৫ জুন Lama উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবহাওয়া ভালো হওয়ায় পর্যটন স্পটগুলো আবার চালু করা হয় ।

২১ এপ্রিল ২০২৫ তারিখে ‘Meghmaya Eco Resort’ মিরিঞ্জা ভ্যালিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি এলাকায় ইকো‑হসপিটালিটি এবং পর্যটনকে আরও বিকশিত করবে ।

মিরিঞ্জা প্রায় ১,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে পাহাড়, বর্ণাঢ্য মেঘ, ও শান্ত প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে ।

দর্শনা স্থানে রয়েছে টাইটানিক শিল্পকলা, স্থানীয় ইন্দিজিনাস সমাজের বসতবাড়ি, জলপ্রপাত, প্রাচীন বৌদ্ধ মন্দির (১৫০ বছর পুরনো বিছছড়ি বৌদ্ধ মঠ), এবং মাটামুহুরীর দৃশ্যময় নদী ।

এখনো এরা প্রায় সৌরশক্তির উপর নির্ভর করে (বিদ্যুৎ নেই), এর ফলে অনেক রিসোর্ট জেনারেটর ব্যবহার করে ফোন চার্জার ব্যবস্থা করে থাকে ।

মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স প্রাথমিকভাবে ২০০৩ সালে স্থাপন করা হয়েছিল, এবং ২০০৫ সালে একটি "Titanic" ভাস্কর্য নির্মাণ করা হয় ।

কিছু প্রতিবেদন বলছে, রাস্তা ও চারা উন্নয়ন চাইতেও সময়ের অভাবে কিছু জায়গায় এখনও অবকাঠামো দুর্বল রয়েছছে৷

পর্যটন কেন্দ্র খুলবে–বন্ধ হবে আবহাওয়া নির্ভর; জুন ২০২৫ থেকে আবার চালু (বর্তমানে খুলে আছে) নতুন রিসোর্ট Meghmaya Eco Resort চালু হয়েছে
জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহ পাহাড়, মেঘাবৃত পরিবেশ, টাইটানিক ভাস্কর্য, নদী, যুক্ত স্বাদোক সংরক্ষণ অবকাঠামোগত উন্নয়ন জায়গাগুলোতে রাস্তা উন্নয়ন প্রয়োজন

আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করছেন: আগে আবহাওয়া (ডিজাস্টার রিস্ক) যাচাই করুন, বিশেষ করে বর্ষাকালীন।

Meghmaya Eco Resort‑এ বিস্তারিতভাবে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করুন।

জাহাজ কখনোই তার চারপাশের পানিতে ডোবে না,ডোবে তখনই—যখন সেই পানি তার ভেতরে ঢুকে যায়।আমাদের জীবনও ঠিক তেমনি।চারপাশে যত নেতি...
31/07/2025

জাহাজ কখনোই তার চারপাশের পানিতে ডোবে না,
ডোবে তখনই—যখন সেই পানি তার ভেতরে ঢুকে যায়।

আমাদের জীবনও ঠিক তেমনি।
চারপাশে যত নেতিবাচকতা, যত কষ্ট, যত কথা—
সব কিছুই সহ্য করা যায় যদি তা হৃদয়ে ঢুকতে না দেই।

তাই মনে রাখবেন,
আপনার চারপাশে কী হচ্ছে সেটা বড় কথা নয়,
আপনার ভেতরে কী ঢুকছে সেটাই আসল।

নিজেকে আগলে রাখুন,
নিজের মনটাকে শক্ত রাখুন,
জাহাজের মতো—ডুববেন না, এগিয়ে চলুন।

30/07/2025

আমি আসলে সিরিয়াস নই, শুধু সিরিয়াস হওয়ার ভান করি। 😎

30/07/2025

আমার পরিকল্পনা গোপন, কারণ আমিও জানি না।
গাবখান সেতু, ঝালকাঠি, বরিশাল৷

📢 ব্রেকিং নিউজ 📰আমি বাংলাদেশে থাকতে…এই বেডা আক্তার মহিলা—এডলফ খানরে "সুদর্শন পুরুষ" নির্বাচিত করে, অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছ...
29/07/2025

📢 ব্রেকিং নিউজ 📰

আমি বাংলাদেশে থাকতে…
এই বেডা আক্তার মহিলা—
এডলফ খানরে "সুদর্শন পুরুষ" নির্বাচিত করে, অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে! 🏆😵

কে কী দেখে এই নির্বাচন করলো?
তা আজো দেশের গোয়েন্দা সংস্থার অজানা... 🕵️‍♂️

শোনা যাচ্ছে, বিচারক প্যানেল ছিল এমনঃ
– এক চোখে চশমা, আরেক চোখে ফিল্টার 😎
– চুলের স্টাইল বুঝে IQ পরিমাপ করা হয় 😬
– আর সবচেয়ে বড় যোগ্যতা ছিল—পোশাকের পকেটের ডিজাইন! 🤡

এডলফ ভাই নিজেই হুমকি দিয়ে বলেছেন,
আর কেউ যদি আমাকে সুন্দর বলে, আমি নিজেই চেহারা পাল্টে ফেলবো! 😤

#সুন্দর_বিষয়টা_আপেক্ষিক
#বেডা_আক্তার_এওয়ার্ড_কমিটি
াই_সদ্য_পলাতক
#সুদর্শন_হইতে_সতর্ক_থাকুন

সূর্য ডুবে যায় প্রতিদিন, কিন্তু আবার উঠে আসে, ঠিক তেমনই আমাদের জীবনের অন্ধকারেও আলো ফিরে আসে একদিন।
26/07/2025

সূর্য ডুবে যায় প্রতিদিন, কিন্তু আবার উঠে আসে, ঠিক তেমনই আমাদের জীবনের অন্ধকারেও আলো ফিরে আসে একদিন।

জীবন একটা নদীর মতো কখনো শান্ত, কখনো উত্তাল। তবুও চলতে হয় এগিয়ে, কারণ থেমে গেলে বাঁচা থেমে যায়।
26/07/2025

জীবন একটা নদীর মতো কখনো শান্ত, কখনো উত্তাল। তবুও চলতে হয় এগিয়ে, কারণ থেমে গেলে বাঁচা থেমে যায়।

Address

Bhandaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share