Islam is the complete code of life

Islam is the complete code of life Islam is the perfect living system.

09/09/2025

আলহামদুলিল্লাহ

31/08/2025

✅ দো‘আ কবুল হওয়ার শর্ত / আদব

১. আল্লাহর প্রতি দৃঢ় ঈমান ও তাওহীদ

শিরক, কুফর থাকলে দো‘আ কবুল হয় না।

২. হালাল উপার্জন ও হালাল খাবার

রাসূল ﷺ বলেছেন:

“এক ব্যক্তি দীর্ঘ সফর করে, ধুলোমলিন, আকাশের দিকে হাত তুলে বলে: হে আমার রব, হে আমার রব! অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারামে লালিত। তার দো‘আ কিভাবে কবুল হবে?”
(সহীহ মুসলিম: ১০১৫)

৩. মনোযোগ ও খুশু সহকারে দো‘আ

রাসূল ﷺ বলেছেন:

“তোমরা জেনে রেখো, আল্লাহ এমন দো‘আ কবুল করেন না, যা অমনোযোগী ও গাফেল হৃদয় থেকে বের হয়।”
(তিরমিযী: ৩৪৭৯)

৪. ধৈর্য ও তাড়াহুড়া না করা

রাসূল ﷺ বলেছেন:

“তোমাদের কারো দো‘আ কবুল হয়, যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে: ‘আমি দো‘আ করলাম, কিন্তু কবুল হলো না।’”
(বুখারী: ৬৩৪০, মুসলিম: ২৭৩৫)

৫. আল্লাহর সুন্দর নামসমূহ দিয়ে দো‘আ করা

কুরআনে:
“আল্লাহর জন্য রয়েছে সুন্দর নামসমূহ, সেগুলো দ্বারা তোমরা তাঁকে ডাকো।”
(সূরা আল-আ’রাফ ৭:১৮০)

৬. সৎকর্ম ও তাওবা সহকারে দো‘আ

নিজের গুনাহ মাফ চাইতে হবে এবং সৎকর্মের মাধ্যমে দো‘আ কবুলের আশা করতে হবে।

🚫 দো‘আ কবুলে বাধার কারণ

১. হারাম উপার্জন, হারাম খাওয়া-পরা।
২. শিরক ও কুফরি।
৩. অন্যায় ও জুলুম করা।
৪. বাবা-মায়ের অবাধ্য হওয়া।
৫. গাফেল হৃদয় ও তাড়াহুড়ার সাথে দো‘আ করা।

🌟 দো‘আ কবুল হওয়ার বিশেষ সময়

১. তাহাজ্জুদের শেষ তৃতীয়াংশে।
২. আযানের সময় ও আযান ও ইকামতের মাঝে।
৩. সিজদার মধ্যে।
4. জুমার দিনে আসরের পর শেষ মুহূর্তে।
5. রোযাদারের ইফতারের সময়।

🔑 সারাংশ:
👉 দো‘আ কবুল হয় যদি বান্দা হালাল উপার্জনকারী হয়, মনোযোগ দিয়ে আন্তরিকভাবে করে, ধৈর্য রাখে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে।
👉 হারাম, গাফেলতা, তাড়াহুড়া, অহংকার ও শিরক দো‘আ কবুলে বড় বাধা।

31/08/2025

আল্লাহর রহমতের ব্যাপকতা

“বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।”
(সূরা আয-যুমার ৩৯:৫৩)

12/04/2025

Form the river to the sea
P@lestine will be free
Save Gaza, Free Palestine

Address

Dhanmondi
Bhatara
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam is the complete code of life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islam is the complete code of life:

Share