দিলারা স্নাক্স-এ স্বাগতম। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড খাদ্যসামগ্রী। যেমন : নাগেট, মিনি সমুচা (চিকেন/ভেজিটেবল), অনথন, মম/ডাম্পলিং, ভেজিটেবল রোল, চিকেন-মিক্সভেজিটেবল রোল, চিকেন ফ্রাই, পেটিস (চিকেন উইথ বাটার), পিৎজা, পুডিং, পুডিং উইথ কেক (ডবল লেয়ার), সুইস রোল কেক (ওভাল), জন্মদিনের কেক (স্পেশাল/থিম), ক্রিম রোল, ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই সহ অনেক স্বাস্থ্যকর খাবার।
আমাদের আইটেমগুলো হালাল পদ্ধতিতে,
অভিজ্ঞ জনবল ও ঘরোয়া পরিবেশে প্রস্তুত করা হয় বলে গুণগতমান অটুট থাকে যা একইসাথে সুস্বাদু ও তৃপ্তিকর। কয়েক বছর ধরে আমার পরিবার, আত্মীয়-পরিজন ও বাইরের গ্রাহকদের কাছে সরবরাহকৃত আইটেমগুলো জনপ্রিয়তা পাওয়ায় এই পেজ খুলতে অনুপ্রাণিত হয়েছি।
আপনার ও আপনার পরিবারের মূল্যবান সময় নষ্ট না করে দিলারা স্নাক্স-এ আপনার প্রিয় আইটেমগুলো কল করে অথবা ইনবক্স করে অর্ডার করতে পারবেন। পেজে লাইক দিয়ে ও অর্ডার করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।