Hasan Here

Hasan Here Freelance Journalist From Bangladesh

23/06/2025

হেলমেটের আড়ালে মুচকি হাসি দিয়ে কি বোঝাতে চাইছেন রিয়া মনি

18/06/2025

Look at the keeper 🤣

30/05/2025

এমিরেটস এয়ারলাইন্সের ঘটনা। ঢাকা এয়ারপোর্টে ল‍্যান্ড করার সময়। বৃষ্টি এবং ঝড়ো বাতাসের কারণে পর পর ৬ বার এটি ল‍্যান্ড করতে ব‍্যর্থ হয়। আকাশে চক্র খেতে থাকে ১ ঘন্টার বেশি সময়। ৭ তম বারে এটি ল‍্যান্ড করতে সমর্থ হয়। খুব সম্ভবত ঘন বৃষ্টি এবং বাতাসের কারণে এমন হচ্ছিলো। আমি কাউকে আহত হতে দেখেনি। তবে প্রত‍্যেক এটেম্প্টে প‍্যানিক এটাক হচ্ছিলো। পাইলটকে ধন‍্যবাদ। বিমানকর্মীদের ধন‍্যবাদ। আমার বুকে ভালো প্রেসার গেছে।

27/05/2025

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। -লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।

আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।

এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন। এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

😆😆😆
27/05/2025

😆😆😆

26/05/2025

অন্যায় অনিয়ম এর বিরুদ্ধে এভাবেই রুখে দারাতে হবে আমাদের! ✊

হরিণ এক লাফে যায় তেইশ হাত, আর বাঘ যায় বাইশ হাত।তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না। কিন্তু বাস্তবে ঘ...
20/05/2025

হরিণ এক লাফে যায় তেইশ হাত, আর বাঘ যায় বাইশ হাত।

তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা — বাঘের হাতে হরিণ হয় ধরাশায়ী।

এর কারণ কি?

কারণ আর কিছুই না, বাঘ লক্ষ্য বস্তুকে ফোকাস করে এগিয়ে যায় আর হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায় — বাঘের চেয়ে সে কতটা এগিয়ে আছে বোঝার জন্য। আর এটাই হরিণের জন্য কাল হয়! পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একবারে তেইশ হাত পিছিয়ে পড়ে। ফলে হরিণ একসময় ধরা পড়ে যায় বাঘের হাতে।

সুতরাং চলার পথে কখনো পিছনে (সমালোচকদের দিকে) তাকাতে নেই। যে যাই বলুক আর ভাবুক, সৎভাবে এবং দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।

18/05/2025

নতুন পদ্ধতিতে নদী থেকে মাছ শিকার করার দৃশ্য🐟🐟🦈🦈

Address

Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Here posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Uplift Bangladesh

Visit Our YouTube Channel ::https://www.youtube.com/UpliftBangladesh