Tale of Tales

Tale of Tales Every Tale has its own tale to tell (•‿•)

শুভ দিনক্ষণ এর বালাই ছাড়াই, কোনো একদিন সেই যে পূজো মণ্ডপে এক জোড়া চোখ আর ভ্রূযুগলে আটকে ছিলাম, সেইখান থেকে নিজেকে উদ্ধার...
01/09/2023

শুভ দিনক্ষণ এর বালাই ছাড়াই, কোনো একদিন সেই যে পূজো মণ্ডপে এক জোড়া চোখ আর ভ্রূযুগলে আটকে ছিলাম, সেইখান থেকে নিজেকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল। বেশ কয়েক বছর কেটে যায় নামপরিচয়বিহীন সেই ভ্রুযুগলের আড়ষ্টতায়। দমকা হাওয়ার মতো হঠাৎ উদয় হয়ে মনের গহীনে যে ঝড় তুলেছিল, তার রেশ কাটতে বেশ কিছু বর্ষ অতিবাহিত হল।

প্রকৃতির গতিপথের সাথে জীবনের মোড় বদলায়, রঙ বদলায়,সময়ের সাথে সাথে সেই ঝড়ের রেশও স্তিমিত হয়ে যায়। কিন্তু কে জানত মনের অতল গভীরে থাকা সেই ভ্রুযুগল, সময়ের পরিক্রমায় বহু বছর পর আবারো তার অস্তিত্ব জানান দেবে!

সময়ের দায় বোঝা বড় ভার!! বহুবর্ষপূর্বের সে দমকা হাওয়া আবারও ফিরে এল। তবে এবার আর শুধু দমকা হাওয়া হয়ে নয়, এলো কালবৈশাখী ঝড়ের রূদ্র রূপ নিয়ে। সেই ঝড়ো হাওয়া পুরো মনটাকে শুধু এলোমেলো করে দিয়েই ক্ষান্ত হল লা, সেই সাথে জানান দিয়ে গেল মনজুড়ে সেই ভ্রূযুগলের দখলদারিত্বের অস্তিত্ব। যেই অস্তিত্বে আষ্টেপৃষ্টে বাঁধা পড়ে গেলাম আজীবনের জন্য।

Address

Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tale of Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies