10/07/2025
হৃদয়ের সত্যকে লঙ্ঘন করে মুখের কথাকেই বড় করতে আমারা সদা প্রস্তুত থাকি। সত্যের স্থান হৃদয়ের মধ্যে, মুখের মধ্যে নয়। কেবল মুখ দিয়ে বের হয়েছে বলেই কোনও জিনিস কখনও সত্য হয়ে ওঠে না। তবুও তাকেই যারা সকলের ঊর্ধ্বে স্থাপন করতে চায়, তারা সত্যকে ভালোবাসে বলেই করে না, তারা সত্য ভাষণের দম্ভকেই ভালোবাসে বলে করে।