Neha Zaman

Neha Zaman Few people seriously love me, because they know that my little goodness is not fake.

“প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে ...
03/08/2025

“প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা”...

__হুমায়ূন আহমেদ

01/08/2025

তোমারে দেখিবো �

প্রাণ কি ছিল প্রাণে মানুষের, মানুষের ভোরে?মুগ্ধতা ছিল চোখে? সব ভুলে চলে যেত  ধরলার কূলে?হৃদয়েতে মায়া ছিল? অশ্রু কি জমা ছ...
01/08/2025

প্রাণ কি ছিল প্রাণে মানুষের, মানুষের ভোরে?
মুগ্ধতা ছিল চোখে? সব ভুলে চলে যেত ধরলার কূলে?
হৃদয়েতে মায়া ছিল? অশ্রু কি জমা ছিল আখির কোটরে?
দুনয়নে প্রেম ছিল? ভালোবাসা পাওয়া যেত হৃদয়ের কপাটিকা খুলে?
বুকের জমিতে তার পলে পলে জমত কি পলি? গাঁদ হয়ে জমত কি ব্যথা?
গোপনে নিজের কাছে বলত সে কভু নিজের না বলা সব হৃদয়ের কথা?

কোথাও পড়েছিলাম, "জীবনে দুই জায়গায় চুপ থাকতে হয়। প্রথম, যে আপনার বলার আগেই আপনার মনের ভাব বুঝে যায়। আর দ্বিতীয়, যাক...
01/08/2025

কোথাও পড়েছিলাম, "জীবনে দুই জায়গায় চুপ থাকতে হয়। প্রথম, যে আপনার বলার আগেই আপনার মনের ভাব বুঝে যায়। আর দ্বিতীয়, যাকে শব্দ দিয়েও মনের ভাব বোঝানো যায় না।"
এই দুই জায়গায় চুপ থাকাই হল সবচেয়ে সহজ আর সবচেয়ে কঠোর উত্তর।প্রথম ক্ষেত্রে চুপ থাকলে আপনি শান্তি পাবেন আর দ্বিতীয় ক্ষেত্রে শান্ত থাকবেন।🌸🌸
Neha ZamanaFacebookok

প্রত্যেক টা শখের একটা মেয়াদ থাকে,সময় থাকতে শখ পূরণ না হলে, সেই শখ পরে আর তেমন আনন্দ দেয় না। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে...
31/07/2025

প্রত্যেক টা শখের একটা মেয়াদ থাকে,সময় থাকতে শখ পূরণ না হলে, সেই শখ পরে আর তেমন আনন্দ দেয় না। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এক সময়ের কাঙ্ক্ষিত জিনিস পায়ের কাছে পড়ে থাকলেও ফিরে তাকাতে ইচ্ছে হয় না। তাই সময় থাকতেই নিজের শখ পূরণ করুন যাতে একটা সময় গিয়ে মনে না হয় যে নিজের জন্য কিছুই করা হয়ে ওঠেনি জীবনে। আর সময় থাকতেই শখের জিনিস ঘরে নিয়ে আসুন হোক সেটা প্রিয় মানুষ,হোক সেটা জিনিসপত্র। শখ কোনো তুচ্ছতাচ্ছিল্য করার বিষয় না।🥀🖤@topfansaFacebookeNeha Zaman

কখনো কখনো একটু সাজো, কাউকে দেখানোর জন্য না। সেজেগুজে আয়নায় নিজেকে নিজে দেখো।  নিজেই নিজের প্রতি মুগ্ধ হও।পৃথিবীতে নিজেকে...
12/03/2025

কখনো কখনো একটু সাজো, কাউকে দেখানোর জন্য না। সেজেগুজে আয়নায় নিজেকে নিজে দেখো। নিজেই নিজের প্রতি মুগ্ধ হও।
পৃথিবীতে নিজেকে ভালোলাগা এবং ভালাবাসার মধ্যে স্বাস্বির অনুভূতি আর কিছুতেই নেই!

---- শুভ্র

FacebookNeha Zaman

পৃথিবীর সবচেয়ে বড় দুরত্ব আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি কিন্তু তোমাকে বলতে যেয়েও বলতে না পারার দুরত্ব ।মানুষ যখন প্রিয় মান...
11/03/2025

পৃথিবীর সবচেয়ে বড় দুরত্ব আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি কিন্তু তোমাকে বলতে যেয়েও বলতে না পারার দুরত্ব ।

মানুষ যখন প্রিয় মানুষটার কাছে নিজেকে ভেঙ্গে প্রকাশ করতে না পারে আমার মনে হয় তার চেয়ে বড় দুরত্ব আর কিছু হতে পারে না ।

~নদী

Facebook Neha Zaman

ভুল ট্রেনে যদি উঠে পড়ো তবে পরবর্তী স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফিরে আসতে ততো কষ্ট হবে🥺FFacebookNNeha...
10/03/2025

ভুল ট্রেনে যদি উঠে পড়ো তবে পরবর্তী স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফিরে আসতে ততো কষ্ট হবে🥺
FFacebookNNeha ZamanZNeha Zaman

কাউকে আঘাত করা,সমুদ্রের জলে পাথর ছোড়ার মত সহজ।-কিন্তু তুমি কখনো জানতে পারবে না সেই পাথর কত গভীরে যাবে।Neha Zaman Facebo...
06/03/2025

কাউকে আঘাত করা,
সমুদ্রের জলে পাথর ছোড়ার মত সহজ।-কিন্তু তুমি কখনো জানতে পারবে না সেই পাথর কত গভীরে যাবে।

Neha Zaman Facebook

অতীতের ছায়া পেরিয়ে সূর্য ওঠে ভোরে,  জীবন চলে হিম আঁধার পায়ে পায়ে।  কখনো ভালোবাসা, কখনো কান্নার গান,  মিশে থাকে গোধূলি, ঢ...
05/03/2025

অতীতের ছায়া পেরিয়ে সূর্য ওঠে ভোরে,
জীবন চলে হিম আঁধার পায়ে পায়ে।
কখনো ভালোবাসা, কখনো কান্নার গান,
মিশে থাকে গোধূলি, ঢাকে মেঘের শিরোনাম।

স্বপ্ন ডাকে সাহসী সন্ধ্যায়,
ভুলে যাই দুঃখের হারানো নাম।
সমালোচনা আসে, তবুও বুকের মাঝে,
জ্বলুক স্বপ্নের মেলা অবিরাম।

জীবনের বাঁকে বাঁকে গল্পের ধারা,
ভালো-মন্দের মাঝে সাহসী তারা।
স্বপ্নকে ছুঁয়ে ছুটে চলি দিগন্তে,
জীবনকে ভালোবেসে বাঁচি নতুন প্রান্তে।

পথ জানে কতো গল্প, শোনে চুপচাপ,
যেখানে হারিয়ে যায়, সময়ের দলিল সব।
সীমানা পেরিয়ে যায়, রাত আর ভোর,
গল্প বলা পথ যেন, অশেষ এক ডোর।

তবু পথ থামে না, বলে যায় কাব্য,
যে শুনতে জানে তার, থেমে যায় অভ্যন্তর দাভ্য।
পথের বুকে লেখা থাকে, অদেখা সব রথ,
নিরন্তর বয়ে চলে ; এই গল্প বলা পথ।

ভালোবেসে সঙ্গে থেকো।❤️❤️
18/01/2025

ভালোবেসে সঙ্গে থেকো।❤️❤️

এখনও আঁধার কাটেনি আমার,এখনও ভুল করি,নতুন কিছু শিখিএখনও মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলে তাই,এখন জোনাকির আলোয় গল্প লিখি।
24/11/2024

এখনও আঁধার কাটেনি আমার,
এখনও ভুল করি,নতুন কিছু শিখি

এখনও মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলে তাই,
এখন জোনাকির আলোয় গল্প লিখি।

Address

Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neha Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share