BASHU Bangladesh Foundation

BASHU Bangladesh Foundation বাংলার রক্ষাকবচ। বানান তথা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষা ও প্রচারের প্রয়াসে সদা জাগ্রত।

বানান শুদ্ধিভিত্তিক সামাজিক সংগঠন ‘বাশু’ এর পূর্ণনাম হচ্ছে >> বানান শুদ্ধকারী।
৫২'র ভাষা আন্দোলনের চেতনা, ৭১ এর মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ধারণ, ঠিক বানান, শুদ্ধ টাইপিং, বাংলার গান, ইতিহাস প্রচারণা, বাংলার প্রতিভা পরিবেশন, জনসচেতনতার অনুধাবন, জাগরণবোধ, মানসিকতার পরিবর্তন, বাংলা একাডেমির সবশেষ সংশোধন প্রচার এবং শিক্ষাকে গণ্ডিমুক্ত করার প্রত্যয়ে ২০১৫ সাল থেকেই কাজ করছে বাশু। হোক বাংরেজি বা বাংলা কিংবা

ইংরেজি; সেই শব্দকে ঠিকভাবে উপস্থাপনে অনুধাবিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বাশু’র শব্দযোদ্ধারা আর যেখানেই যা দরকার যা কিছু ভালো পাশে আছে বাশু বাংলাদেশ।

#বাশু #শব্দযোদ্ধা

16/09/2025

শহিদ মিনার ঘুরে এলাম | ২০২০ | বইমেলা
📹 বাশু বাংলাদেশ BASHU Bangladesh
#বাশু #জেননজিহান #বানান #সিলেট #শহিদ

15/09/2025

রাস্তাপারে সবাই ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে অথচ যাবার কথা উপরে...
#বাশু #সিলেটি #সিলেট #সচেতনতারপথে #সচেতনতাইসমাধান #ট্রাফিকনিয়ম #নিরাপদসড়ক #ওভারব্রিজ #বন্দর

🚦 ট্রাফিক আইন জানি, কিন্তু মানি না – সচেতন হওয়ার সময় এসেছে ।সড়কে চলাচল করার সময় আমরা জানি কীভাবে নিরাপদে চলতে হবে, কিন্ত...
13/09/2025

🚦 ট্রাফিক আইন জানি, কিন্তু মানি না – সচেতন হওয়ার সময় এসেছে ।

সড়কে চলাচল করার সময় আমরা জানি কীভাবে নিরাপদে চলতে হবে, কিন্তু সেই আইনগুলো মানি না। এর ফলে শুধু দুর্ঘটনা বাড়ে না, বরং সড়কে বিশৃঙ্খলাও দেখা দেয়। সচেতন নাগরিক হওয়া আমাদের দায়িত্ব।

❌ সাধারণ ভুল অভ্যাসসমূহ

স্পিডের প্রতি উদাসীনতা
জানি যে বেশি গতি বিপজ্জনক, তবু গাড়ি দ্রুত চালাই।
ফল: নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা।

সিগন্যাল ও ট্রাফিক লাইট মানি না
লাল বাতি মানি না বা জেব্রা ক্রসিং এ গাড়ি চালাই।
ফল: পথচারীর জন্য ঝুঁকি বৃদ্ধি।

ফোন/ইয়ারফোন ব্যবহার করে গাড়ি চালানো
চালক মোবাইল বা ইয়ারফোন ব্যবহার করে গাড়ি চালায়।
ফল: মনোযোগ হারানো, দুর্ঘটনার সম্ভাবনা বাড়ানো।
ফুটপাতে গাড়ি পার্কিং বা বাইক চালানো

ফুটপাত পথচারীর জন্য, কিন্তু আমরা তা দখল করি।
ফল: পথচারীর চলাচলে বাধা ও দুর্ঘটনা।
হেলমেট ব্যবহার না করা

মোটরসাইকেল চালক ও আরোহী হেলমেট পরেন না।
ফল: ছোট দুর্ঘটনায়ও প্রাণহানি হতে পারে।
গণপরিবহনে যত্রতত্র ওঠা-নামা।

স্টপেজ ব্যবহার না করে ওঠা-নামা করা বিপজ্জনক।
ফল: দুর্ঘটনা বা গাড়িতে ধাক্কা।
রাস্তা পারাপারে অবহেলা

ফুট-ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং না ব্যবহার করা।
মোবাইল/ইয়ারফোন ব্যবহার করা।
ফল: দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি।

✅ করণীয় ও সচেতন আচরণ

লাল বাতি মানুন – থেমে যান।
হলুদ বাতি দেখলে সতর্ক থাকুন – ধীরে যান।
সবুজ বাতি মানুন – নিরাপদে যান, তবু সতর্ক থাকুন।
ফুটপাত ব্যবহার করুন – পথচারীর জন্য নিরাপদ রাখুন।
হেলমেট ব্যবহার করুন – জীবন বাঁচান।
স্পিড নিয়ন্ত্রণ করুন – দুর্ঘটনা কমান।
সিগন্যাল ব্যবহার করুন – গাড়ির সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করুন।

গণপরিবহনে স্টপেজ ব্যবহার করুন – ঝুঁকি কমান।

❗ সচেতনতার বার্তা

আইন জানা যথেষ্ট নয়, মানাও জরুরি।
আপনার সচেতনতা শুধু নিজেকে নয়, অন্যের জীবনও বাঁচাতে পারে।
সচেতন হোন, নিরাপদ থাকুন।

#সচেতনতারপথে #ট্রাফিকনিয়ম #নিরাপদসড়ক #সচেতনতাইসমাধান

আলহামদুলিল্লাহ! আব্দুর রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টার এর সাথে Virtual Driving School  এর সমন্বয়ে আমরা পথচলা শুরু করলাম। ...
11/09/2025

আলহামদুলিল্লাহ!
আব্দুর রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টার এর সাথে Virtual Driving School
এর সমন্বয়ে আমরা পথচলা শুরু করলাম।
- 🚘🎮-
গাড়ি চালানো শিখতে গেলে প্রথম ভয় এক্সিডেন্টের, তারপর কতশত নিয়ম তার উপর দেশের রাস্তাঘাটে চালানো শেখা কি এতো সোজা?

🔴 অনলাইন- অফলাইন (ভার্চুয়াল-বাস্তব) এ গাড়ি চালানো শেখার সহজ সমাধান নিয়ে এবার কম্পিউটারে স্টিয়ারিং হুইল, প্যাডাল এবং গিয়ার শিফটার দিয়ে ম্যানুয়াল গাড়ি চালানো শেখার কোর্স চালু করেছি আমরা যেখানে

📣 কোর্সে ভর্তি হলেই পাচ্ছেন-

১) ১০টি ভার্চুয়াল লেসনের মাধ্যমে স্টিয়ারিং হুইল, প্যাডেল ও গিয়ার শিফটার দিয়ে ম্যানুয়াল গাড়ি চালাতে পারার সক্ষমতা।
২) কম্পিউটারে গাড়ি চালনা কর‍তে শেখার পাশাপাশি জানতে পারবেন ট্রাফিক নিয়ম কানুন।
৩) গাড়ির ভেতরে, বাইরে বসে গাড়ি চালানোর এক্সপেরিয়েন্স নেবার পাশাপাশি বিদেশের রাস্তায় কীভাবে চালাতে হবে সেটাও জানা হয়ে যাবে।
৪) ভার্চুয়ালি কোর্স সম্পন্ন করার পর পাচ্ছেন একটি সার্টিফিকেট।
৫) অনলাইনের প্রশিক্ষণ শেষে দেওয়া হবে বাস্তবে গাড়ি চালনার প্রশিক্ষণ।
৬) ড্রাইভিং কোর্সের সাথে থাকছে গাড়ির যন্ত্রাংশসমূহ সম্পর্কে হাতে-কলমে নিজস্ব গাড়ির গ্যারেজ-এ ক্লাস।
৭) ভার্চুয়াল ড্রাইভিং স্কুলে নারী- পুরুষ উভয়ই আমাদের প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারবেন।
৮) ভার্চুয়াল ড্রাইভিং স্কুলে আছে নানা ধরনের রেসিং গেম খেলার সুবিধা।
🏎️ যেখানে আপনি স্টিয়ারিং হুইল- প্যাডেল দিয়ে অটো গেয়ারেও চালাতে শিখবেন। গেমিং এক্সপেরিয়েন্স হবে অন্যরকম।

🛞 বিস্তারিত জানতে চলে
আসুন আমাদের ঠিকানায়
আর পেজগুলো ফলো দিয়ে রাখুন।

Thanks to Shimul Ahmed vai for Collaborating with us ❤️

BASHU Bangladesh Foundation এর পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ। ক্বিন ব্রিজ ইতিহাসের একটি মাইলফলক এটাকে সংরক্ষণ করা জরুরি ছিলো...
09/09/2025

BASHU Bangladesh Foundation এর পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ। ক্বিন ব্রিজ ইতিহাসের একটি মাইলফলক এটাকে সংরক্ষণ করা জরুরি ছিলো। এমন সিদ্ধান্তগ্রহণ সিলেটকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে।

হকারের মেলা বসেছিলো ব্রিজজুড়ে!

09/09/2025

ট্রাকের ভাগাড়ে ব্রিটিশ নিদর্শন! বেহাল দশায় ক্বিন ব্রিজ! # #কিনব্রিজ #সিলেট

21/08/2025
বাশু হিতাকাঙ্ক্ষী সাকির মাটি ভাই আর আমাদের মাঝে নাই 😭 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে তিনি স্ট্রোক কর...
06/05/2025

বাশু হিতাকাঙ্ক্ষী সাকির মাটি ভাই আর আমাদের মাঝে নাই 😭 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে তিনি স্ট্রোক করেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন 🤲 সবাই দোয়া করবেন।

আমরা গভীরভাবে শোকাহত ⬛️

বাশু এর জন্মদিন একই সাথে সিলেটে এবং ঢাকাতে পালিত হলো। আজকে আমাদের বানান শুদ্ধকারী (বাশু) এর বয়স ১০ বছর পূর্ণ হলো। সবাইকে...
21/02/2025

বাশু এর জন্মদিন একই সাথে সিলেটে এবং ঢাকাতে পালিত হলো। আজকে আমাদের বানান শুদ্ধকারী (বাশু) এর বয়স ১০ বছর পূর্ণ হলো।
সবাইকে ভালোবাসা যারা আজকে উপস্থিত ছিলেন। তারপর আমরা টিম মূল্যহীন, একটু গান বাজনা করলাম।

বাশু বাংলাদেশ BASHU Bangladesh
বাশু- Bangla Language Club
🎓 বানানের কারখানা (BASHU KARKHANA) ☑

21/02/2025

আজকে আমরা ১০ বছরে পা দিলাম

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when BASHU Bangladesh Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BASHU Bangladesh Foundation:

Share

এক নজরে বাশু

৫২'র ভাষা আন্দোলনের চেতনা, ৭১ এর মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ধারণ, ঠিক বানান, শুদ্ধ টাইপিং, বাংলার গান, ইতিহাস প্রচারণা, বাংলার প্রতিভা পরিবেশন, জনসচেতনতার অনুধাবন, জাগরণবোধ, মানসিকতার পরিবর্তন, বাংলা একাডেমির সবশেষ সংশোধন প্রচার এবং শিক্ষাকে গণ্ডিমুক্ত করার প্রত্যয়ে ২০১৫ সাল থেকেই কাজ করছে বাশু।বাশু বাংলাদেশ এর অঙ্গসংগঠন হিসেবে বানানের নজরদারিতা এবং শুদ্ধিতে কাজ করে থাকে বাশু বানান শুদ্ধকারী। হোক বাংরেজি বা বাংলা কিংবা ইংরেজি; সেই শব্দকে ঠিকভাবে উপস্থাপনে অনুধাবিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বাশুর শব্দযোদ্ধারা।