
09/08/2024
দেখছিলাম, অনেকেই "মুগ্ধ" নামে মিনারেল ওয়াটার ব্রান্ড চালু করার প্রস্তাব দিচ্ছে।
আমার বিশ্বাস, এই পানি কেউ খেতে পারবে না। আবেগটা ব্যবসাতে রূপান্তর না করাই বোধহয় শ্রেয়। "মুগ্ধ" এখন বাংলাদেশীদের একটা আবেগের নাম, একটা মিছিলের নাম, একটা আকুন্ঠভরা শ্লোগানের বোল, অজান্তের গড়ানো চোখের জলে ভালোবাসার সিক্ততার ও প্রানের সাথে প্রানের ভালোলাগার স্নিগ্ধ অনুভূতি।
এই পানি হাতে নিলে তাঁর কণ্ঠস্বর কানে ভেসে আসবে, "পানি লাগবে কারো, পানি?" আর চোখে ভাসবে তার সেই রক্তাক্ত নিথর দেহ।
দিনশেষে অনেক প্রয়োজনীয় পানি পান শেষে খালি বোতলের স্থানটা ডাস্টবিনেই হবে। কিন্তু, "মুগ্ধ" আজীবন এদেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে বাস করে মুগ্ধতাই ছড়াবে।