
21/07/2025
পোস্ট করার একদমই ইচ্ছা ছিল না | কিন্তু মানুষ ভুল তথ্য এমন ভাবে ছড়াচ্ছে তা দেখে অবাক হচ্ছি | আমাদের বিমানবাহিনী এফ-৭ সিরিজ এর ৩টা ভার্সন ব্যবহার করে | MB , BG , BGI | ১৯৮৯ সালে প্রথম কেনা হয় এই বিমান যেইগুলা MB ভার্সন ছিল | এর পর ২০০৬ সালে বিএনপি সরকার ১৬টি এফ ৭ বিজি যুদ্ধবিমান ক্রয় করে এবং সবশেষে ২০১১ থেকে ১৩ সালের মধ্যে আওয়ামী সরকারের সময় আরো ১৬টি এফ ৭ বিজিআই যুদ্ধবিমান ক্রয় করা হয় | যেই বিমানটি আজকে ক্র্যাশ করেছে তা হচ্ছে বিজিআই সিরিজের | তা বিমানটির বয়স ছিল ১২-১৩ বছর |
চীন এর এফ-৭ লাস্ট প্রোডাকশন এর বিমান ছিল এই বিজিআই সিরিজ | এইগুলা এফ-৭ এর সবচেয়ে আধুনিক ভার্সন | কোনোমতেই ৯০ দশকের পুরাতন বিমান না | আর সবচেয়ে বড় কথা ২০০৬ থেকে ২০২৫ এই সময়টাতে বিজি এবং বিজিআই সিরিজের ২টি বিমান বিদ্ধস্ত হয় | অর্থাৎ বর্তমানে ৩০টি বিমান (বিজি এবং বিজিআই) সার্ভিস এ আছে | যেগুলো বিমানবাহিনীর পরিচালন দক্ষতাকেই নির্দেশ করে | দুর্ঘটনা ঘটতেই পারে |
বর্তমানে ২-৩টি এমবি সিরিজের ট্রেনার সার্ভিস এ আছে | বাকি সব এমবি সিরিজের বিমানগুলোকে অবসরে পাঠানো হয়েছে |
আমি আপনাদের সবার সাথে একমত এইগুলো এইযুগের বিমান না | আমাদের আর কি বা করার আছে ? সামরিক বাজেটের মাত্র ১৭ ভাগ বিমানবাহিনী পেয়ে থাকে | এই ছোট বাজেট দিয়ে দুর্নীতির এই মহা উৎসবে আমাদের বিমানবাহিনী আর কি করতে পারবে ? আর দেশের যেই অর্থনীতি তা দিয়ে আমাদের নেক্সট জেনারেশন যুদ্ধবিমান কেনা আপাতত আশায় রয়ে যাবে |
পরিশেষে মহান আল্লাহ তায়ালা এই অবুজ শিশুদের এই কঠিন মৃত্যকে শহীদি মর্যাদা দান করুন এবং বিমানবাহিনীতে দায়িত্ব পালনকালে মৃত্যবরণ করা এইসব সাহসী বৈমানিকদের জান্নাত নসীব করুন আমিন |