Go with Rumi

Go with Rumi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Go with Rumi, Digital creator, Bhatara.

আমি নিরেট সহজ সরল একজন মানুষ। তবে ঘুরতে আমার খুব ভালো লাগে। নতুন কিছু খোঁজ করতেও খুব ভালো লাগে।
আমি যেখানে যাই ইনশা'আল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে।

07/11/2024

মুনতাহা নামের ছোট্ট এই মেয়েটা সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গেছে।

#মুনতাহা কে ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমিকা রাখতে পারে, আপনার একটি শেয়ার হয়তো পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে।

শিশুটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন। উল্লেখ্য, মুনতাহাকে খুঁজে দিতে পারলে ১ লক্ষ টাকা সম্মানি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

যোগাযোগ:
মাহবুব মোরশেদ- ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদ- ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদ- ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদ- ০১৭৫১১২৪৪৮

পোস্টটি ছড়িয়ে দেয়ার জন্য আপনাকে অগ্রীম ধন্যবাদ।

01/11/2024
20/09/2024

Revenge instead of revenge. Will this process continue for eternity?
If so, wait for another one.














বিবেক টাকে জাগ্রত করুন নইলে বিবেকের দংশন সামলাতে পারবেন না।
19/09/2024

বিবেক টাকে জাগ্রত করুন নইলে বিবেকের দংশন সামলাতে পারবেন না।

18/09/2024

এই তোমরা শুনছো? আমাকে কেউ একটা কেটলি আর কিছু কাপ দিবা আমি চা বিক্রি করতে চাই। 😡😡
আমি চা বিক্রি করে করে একটা গাড়ি আর দুটা মোবাইল কিনতে চাই।🖕

09/09/2024
আমি ৫২ দেখিনি, আমি ৬৯ দেখিনি, আমি ৭১ দেখিনি, আমি শুনেছি, পড়েছি সেই কথা।শুনেছি কত ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে অত্যাচারিত ...
06/09/2024

আমি ৫২ দেখিনি, আমি ৬৯ দেখিনি, আমি ৭১ দেখিনি, আমি শুনেছি, পড়েছি সেই কথা।
শুনেছি কত ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে অত্যাচারিত নিপীড়িত সোনার বাংলার মানুষের ঘুরে দাঁড়ানোর ইতিহাস। আমি জেনেছি ভাষার জন্য জীবন দেয়া বাঙ্গালির পরিচয়। আমি বুঝতে শিখেছি, জাতীয়তা, আমি বুঝতে শিখেছি পতাকার 🇧🇩 প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, আমি উপলব্ধি করেছি স্বাধীনতা। আমি বিজয়ের শিহরণ অনুভব করেছি।
স্বাধীন সোনার বাংলার 🇧🇩 পতাকা যেমন আমার অস্তিত্ব, এই স্বাধীন সোনার বাংলায় "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" জাতীয় সংগীত ঠিক তেমনি আমার অস্তিত্ব।
মুরুব্বি মুরুব্বী উহু উহু উহু, বুঝে নাই
জাতীয় সংগীত নিয়ে কোন ধরনের নাটকীয়তা করার চেষ্টা করলে বাঙালি বরদাস্ত করবে না। "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" এই কথাটা শুনলে আমাদের মধ্যে শিহরণ জাগে, প্রতিটি রক্তকণা শিহরিত হয়ে যায়।
জাতীয় সংগীত শুধু সংগীত না এটা আমাদের স্বাধীন অস্তিত্ব, জাতীয় সংগীত আমাদের দেশের প্রতি ভালোবাসার শিহরণ।
মনে রাখবা, অস্তিত্ব নিয়ে বাড়াবাড়ি করলে পাছায় লাথি মেরে পাকিস্তান, আমেরিকা, ভারত যে যেখানকার মতাদর্শী তাকে সেখানে পাঠিয়ে দিব।
এটা আমার বাংলাদেশ। আমি বাংলাদেশী, আমি গর্বিত আমি বাঙালি।















#৭১ #একাত্তর
#জাতীয়_সংগীত
#আমার #সোনার #বাংলা #আমি #তোমায় #ভালোবাসি
#আমার_সোনার_বাংলা_আমি_তোমায়_ভালোবাসি

29/08/2024

পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার,
লাঞ্ছিত মানবতা।
মজলুমানেরই আহাজারিতে বয়,
বাতাসে বিষন্নতা।
পুনরায় পাঠাও ওগো ওমর আবার
কাটুক আঁধার এই ঘোর ॥
বলোনি দেবে না হামজা তারিক
খালিদ বিজয়ী সমর ॥













23/06/2024

কৃষ্ণ করলে লীলা আর আমি করলেই বিলা।

পুলিশের চোখের সামনে নিয়ম বহির্ভূত ভাবে নির্দ্বিধাই চলে যাচ্ছে গাড়ি চালিয়ে। উভয়েরই এমন ভাব যেন কোথাও কিছুই হয়নি।
এটাই কি তাহলে সোনার বাংলাদেশ?
মুজিব আদর্শ কি এভাবে জলাঞ্জলি যাবে?

এখানে আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। আসলে আমি বলতে চাচ্ছি যে নিয়মটা যেন সবার জন্য সমান হয়। তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করতে পারব।

আসুন আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।।













Address

Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go with Rumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share