World Military Power বিশ্বের সামরিক শক্তি

World Military Power বিশ্বের সামরিক শক্তি যুদ্ধাস্ত্র এবং বিজ্ঞান বিষয়ক খবর জানতে পেইজ টা ফলো দিয়ে রাখুন🥰

ইউএস এখন পর্যন্ত বি-২ স্পিরিট অন্য কোন দেশের কাছে বিক্রয় করেনি। অনেকটা এফ-২২ র‍্যাপ্টরের মত৷ তবে বি-২ স্পিরিট এর স্ট্রাট...
06/07/2025

ইউএস এখন পর্যন্ত বি-২ স্পিরিট অন্য কোন দেশের কাছে বিক্রয় করেনি। অনেকটা এফ-২২ র‍্যাপ্টরের মত৷ তবে বি-২ স্পিরিট এর স্ট্রাটেজিক ইমপরটেন্স ও ডিটারেন্স অন্য কিছুর সাথে মেলানো যায়না। ইরানে হামলার ক্ষেত্রে ৩৭ ঘন্টার মিশন সম্পন্ন করেছে এই বিমান। বলতে গেলে ১১ হাজার কিলোমিটারের অপারেশনাল রেঞ্জের এই বিমান এয়ার রিফুয়েলিং করলে পৃথিবীর যে কোন প্রান্তে অপারেশন চালিয়ে ফেরত আসতে পারে।
সেই আমেরিকা এবার বি-২ স্পিরিট ইজ-রায়েলের কাছে দিতে পারে। আমেরিকার ল মেকারের এমন একটি প্রস্তাব ইউএস প্রেসিডেন্টকে এই বিমান হস্তান্তরের অথোরাইজেশন দেয়ার বিল উত্থাপন করেছে৷ ইরান যদি নিউক এনরিচমেন্ট বন্ধ না করে তবে ইজ-রায়েলকে এই বিমান দিতে পারে আমেরিকা সাথে ৩০,০০০ পাউন্ডের জিবিইউ-৫৭ বাঙ্কার ব্লাস্টার বোমা।
বাস্তবতা হল ইউএস ও ইজ-রায়েল আলাদা এন্টিটি নয়। অনেক আগের একটি লেখায় বলেছিলাম, ইজ-রায়েল পরাজিত হতে গেলে আদতে আমেরিকার পতন হতে হবে। আমেরিকা যতদিন টিকে আছে ইজ-রায়েল ততদিন টিকে থাকবে। বি-২ স্পিরিট ইজ-রায়েলের কাছে বিক্রয়ের কথা বলছিনা। যদিও আমেরিকা এটাকে বিক্রয় বলে, তথাপি এটা বিক্রয় নয়। একটি বিমান বানাতে খরচ লাগে $২ বিলিয়নের বেশি। নরমাল লজিকে ইজ-রায়েলের পক্ষে সেটা সাসটেইনেবল না অর্থনৈতিক ভাবে। ইজ-রায়েলের সাথে আমেরিকার যত সামরিক চুক্তি এগুলার কোনটাই আমার কাছে বিক্রয় মনে হয়না। বরং ভর্তুকি।
আগেও বলেছি, ইজ-রায়েলের অর্থনৈতিক ক্ষতি করলেও ওদের টেনশন কম। কারন আমেরিকা তার বাজেটের বিশাল অংশ ব্যয় করে হলেও পুনরুদ্ধার করে দিবে। এই এক্সক্লুসিভ সম্পর্ক আর দ্বিতীয়টি নেই।
তবে এই বিক্রয়ের সিদ্ধান্তের একটা পজিটিভ সাইড আছে। সম্ভবত ইজ-রায়েল এই ডিটারেন্স পেয়ে গেলে আমেরিকা সরাসরি নিজের গায়ে কাঁদা না মাখিয়ে বলতে পারে তোমাদের ক্যাপাসিটি আছে, সাপোর্ট আছে চালিয়ে নাও। আর বি-২ এর মত এসেট ইজ-রায়েলে থাকলে যদি ইন্টেলিজেন্স লিক হয় তাহলে ইজি টার্গেট হবার ঝুকি থাকবে। ক্ষয়িষ্ণু মার্কিন ক্ষমতার প্রেক্ষাপটে বললাম আর কি।

জুলাই ৬, ২০২৫

Newsweek জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের যুদ্ধে ইরানের হামলা ঠেকাতে গিয়ে বিশ্বের মোট THAAD মিসাইল ইন্টারসেপ...
06/07/2025

Newsweek জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের যুদ্ধে ইরানের হামলা ঠেকাতে গিয়ে বিশ্বের মোট THAAD মিসাইল ইন্টারসেপ্টরের ১৫% থেকে ২০% খরচ হয়ে গেছে। এতে খরচ হয়েছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি।

পেন্টাগনের প্রেস অফিস এ বিষয়ে প্রশ্ন করা হলে শুধু জানায়:

"আমাদের বলার মতো কিছু নেই।"

২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ১০০ সেনা সদস্য এবং ২টি THAAD সিস্টেম ইসরায়েলে মোতায়েন রয়েছে, ইরান ও ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে।

ইরানের “অপারেশন ট্রু প্রমিজ ৩” এর ২২টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে শুধুমাত্র একটি হামলা প্রতিরোধ করতেই যুক্তরাষ্ট্র ৩৯টি THAAD মিসাইল ছুঁড়ে, আর ইসরায়েল ছুঁড়েছে ৪০টির বেশি ‘Arrow’ মিসাইল।

২০২১ সালে পেন্টাগনের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছিল, ওই বছর মাত্র ৪১টি THAAD ইন্টারসেপ্টর অর্ডার দেওয়া হয় এবং তখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৬২৫টি THAAD মিসাইল ছিল।
বর্তমানে ঠিক কত আছে, তা জানা যায়নি।

👉 দ্রষ্টব্য: এই ৮০০ মিলিয়ন ডলারের হিসাবের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা SM-3, SM-6 এবং অন্যান্য মিসাইলের খরচ ধরা হয়নি।

06/07/2025

১২ দিনের যুদ্ধে ইরানী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত ইসরায়েলী Orbiter 4 রিকন ড্রোন।

বাইডও এর একুরেসির ভয়ে GPS III SV08 আমেরিকার উদ্বেগের নতুন নমুনার প্রমাণ হয়ে থাকবে। মাত্র ৩ মাস আগে জিপিএস সিস্টেমের ব্লক...
06/07/2025

বাইডও এর একুরেসির ভয়ে GPS III SV08 আমেরিকার উদ্বেগের নতুন নমুনার প্রমাণ হয়ে থাকবে।

মাত্র ৩ মাস আগে জিপিএস সিস্টেমের ব্লক ৩ টেকনোলজির স্যাটেলাইট পাঠানোর জন্য অর্ডার হয় মার্চের ৭ তারিখ ইউএস স্পেস ফোর্সের জন্য। মাত্র তিন মাসের ভেতর স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটে করে লকহিট মার্টিনের তৈরি সর্বাধুনিক জিপিএস ব্লক ৩ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। সাধারণত অর্ডার পাবার পর পুরো প্রসেসে ১৮-২৪ মাস সময় লাগে। সেটি আমেরিকা মাত্র ৩ মাসে করে দেখিয়েছে।

উন্নত এই জিপিএস সিস্টেম বৈশ্বিক জিপিএস ভিত্তিক নতুন কন্সটেলেশন এর অংশ। এর ফলে আরো উন্নত পজিশনিং সম্ভব হবে। যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সিভিলিয়ান ব্যবহার ও করা যাবে। প্রতিটি স্যাটেলাইট একটি অন্যটির সাথে ইন্ট্রিগেট্রেট থাকবে। ক্রস লিঙ্কড কমান্ড আর্কিটেকচারের ফলে কমান্ড সেন্টার থেকে এক যোগে সবগুলি স্যাটেলাইটকে আপগ্রেড করে ফেলা যাবে। এটাতে সামরিক ব্যবহারের জন্য স্পট বিম থাকবে। এবং এন্টি জ্যামিং ক্যাপাবিলিটি আরো উন্নত করা হয়েছে।

মহাকাশ নিয়ে যুদ্ধের আশঙ্কা মনে হয় আমিই বলে আসছিলাম। চীনের বাইডও এর ক্যাপাবিলিটি আমেরিকাকে নাড়া দিয়েছে। এশিয়া প্যাসিফিকে বাইডও ০.১ সেন্টিমিটারে মিলিটারি পজিশনিং করতে পারে যেটা জিপিএস এর জন্য ০.৩ সেন্টিমিটারে। চীনের নতুন প্রজন্মের জিপিএস অল্টারনেটিভ স্যাটেলাইট সক্ষমতা আমেরিকাকে দুশ্চিন্তায় ফেলেছে। গ্লোবালি জিপিএস এর বিকল্প হিসাবে চীন সফলতা পেলে এটি মার্কিন প্রভাবের জন্য ক্ষতিকর।

আর এজন্যই ১৮ মাসের কাজ ৩ মাসে করে কার্যত একটি বার্তা দেয়া হল। সম্প্রতি স্যাটেলাইট ভিত্তিক চীনের সফলতাগুলি একের পর এক সামনে আসছে বাণিজ্য যুদ্ধের পর। আগে চীন নিয়ে পশ্চিমারা একটু তাচ্ছিল্যের ভেতর ছিলেন। কিন্তু লিও স্যাটে স্টারলিংক কে চ্যালেঞ্জ জানানো, জিপিএস সিস্টেমের থেকেও আধুনিক ও একুরেট বাইডও আমেরিকা হয় ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে দাড়িয়েছে।

আবারো বলছি বেসামরিক যুদ্ধের কথা। এই যুদ্ধে আমেরিকার পাশে থাকবে যেসব কোম্পানি যেমন ইলন মাস্কের স্পেস এক্স, টেসলা, স্টার লিংক, লকহিড মার্টিন, ইন্টেল, এনভিডিয়া, গুগল, আপেল, ওপেন এ আই। এইসব গুলির বিরুদ্ধেও চীন নিজেদের কোম্পানিকে এমনভাবে নিয়ে যাচ্ছে যে তাদের গ্লোবাল একক ব্যবসা করার সুযোগ সামনে বন্ধ হতে পারে৷ শুরু হতে পারে মার্কেট কম্পিটিশন। এই প্রতিযোগিতায় ইন্ট্রিনজিক ভাবেই আমেরিকার টিকে থাকা একটু কঠিন হবে বলে আমার এনালাইসিস বলে।



মে ৩১, ২০২৫

সম্প্রতি যুক্তরাজ্যের একটি অত্যাধুনিক F-35B যুদ্ধবিমান প্রায় তিন সপ্তাহ ধরে ভারতের কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে আট...
06/07/2025

সম্প্রতি যুক্তরাজ্যের একটি অত্যাধুনিক F-35B যুদ্ধবিমান প্রায় তিন সপ্তাহ ধরে ভারতের কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে আটকা পড়ে আছে, যা নিয়ে ভারত ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল ও মিমের বন্যা বয়ে যাচ্ছে।
ঘটনাটি ঘটেছিল ১৪ই জুন, যখন ব্রিটিশ রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস থেকে একটি যৌথ সামুদ্রিক মহড়া শেষ করে F-35B বিমানটি ঘাঁটিতে ফিরছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি রণতরীতে ফিরতে পারেনি এবং পাইলট তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। নিরাপদে অবতরণ করলেও, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে এটি আর উড়তে পারছে না।
ব্রিটিশ ইঞ্জিনিয়াররা একাধিকবার চেষ্টা করেও বিমানটি মেরামত করতে পারেননি। এমনকি যুক্তরাজ্য থেকে বিশেষ প্রকৌশলীদের একটি দল অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে এলেও সমস্যার সমাধান হয়নি। এখন ব্রিটিশ কর্তৃপক্ষ বিমানটিকে একটি সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমানে করে সরিয়ে নেওয়ার কথা ভাবছে, যা এই ধরনের একটি যুদ্ধবিমানের জন্য অত্যন্ত বিরল ঘটনা।
এই ঘটনাটি সামরিক দিক থেকে বেশ বিব্রতকর হিসেবে দেখা হচ্ছে, কারণ F-35B বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান। এত দীর্ঘ সময় ধরে একটি উচ্চ প্রযুক্তির বিমান বিদেশি মাটিতে আটকা পড়ে থাকাটা ব্রিটিশ রয়্যাল নেভির প্রস্তুতি ও ব্যবস্থাপনায় প্রশ্ন তুলেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক ঠাট্টা-মশকরা শুরু হয়েছে। কেরালা ট্যুরিজম এই ঘটনাকে তাদের প্রচারণার সুযোগ হিসেবে ব্যবহার করে একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করেছে, যেখানে নারকেল গাছে ঘেরা রানওয়েতে বিমানটি দাঁড়িয়ে আছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, "কেরালাতে একবার এলে কেউ আর ফিরে যেতে চায় না - এমনকি F-35-ও!" এছাড়া, অনেকে রসিকতা করে বলছেন যে বিমানটি ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেছে, বা কোহিনূর হীরার বিনিময়ে এটিকে ফিরিয়ে দেওয়া হোক। কেউ ৪ মিলিয়ন ডলারে বিমানটি "বিক্রি" করারও পোস্ট দিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি শুধু প্রযুক্তিগত নয়, এটি অপারেশনাল দুর্বলতা এবং খারাপ পাবলিক রিলেশনেরও একটি উদাহরণ। এটি ব্রিটিশ রয়্যাল নেভির ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতাকে প্রভাবিত করছে বলে মনে করা হচ্ছে।

লেবাননের বিনত জাবেল এলাকায় একটি গাড়িতে ইসরায়েলী ড্রোন হামলায় একজন নিহত। সম্ভবত হিজবুল্লাহ সদস্য ছিল মৃত ব্যক্তিটি।
06/07/2025

লেবাননের বিনত জাবেল এলাকায় একটি গাড়িতে ইসরায়েলী ড্রোন হামলায় একজন নিহত। সম্ভবত হিজবুল্লাহ সদস্য ছিল মৃত ব্যক্তিটি।

06/07/2025

রাশিয়ার সারাতভ অঞ্চলে এক বহুতল ভবনে ইউক্রেনী আত্মঘাতী ড্রোনের আঘাত।

F-47 ফাইটার জেট-এর গোপন বৈঠকে মার্ক জাকারবার্গের উপস্থিতি! চাঞ্চল্যের সৃষ্টি।মেটা(ফেসবুক)  নির্বাহী পরিচালক মার্ক জাকারব...
06/07/2025

F-47 ফাইটার জেট-এর গোপন বৈঠকে মার্ক জাকারবার্গের উপস্থিতি! চাঞ্চল্যের সৃষ্টি।

মেটা(ফেসবুক) নির্বাহী পরিচালক মার্ক জাকারবার্গ হঠাৎ করেই হোয়াইট হাউজের ওভাল অফিসে একটি অত্যন্ত গোপনীয় বৈঠকে প্রবেশ করে ফেলেন, যেখানে আলোচনা হচ্ছিল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পরবর্তী প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, F-47 নিয়ে।

জাকারবার্গের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র না থাকা সত্ত্বেও বৈঠকে তার উপস্থিতিতে সামরিক কর্মকর্তারা হতবাক ও উদ্বিগ্ন হয়ে পড়েন।

কিছু সূত্র জানায়, হোয়াইট হাউজের কর্মীরা তাকে বৈঠক কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। তবে হোয়াইট হাউজ পরে স্পষ্ট করে যে, ট্রাম্প স্বল্প সময়ের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন একটি বৈঠকের জন্য, এরপর তিনি তার নির্ধারিত বৈঠকের অপেক্ষায় বাইরে চলে যান।

চীনের বিমানবাহী রণতরী শানদং-এর একটি ছবি, যা বিমানবাহী রণতরীগুলোর প্রকৃত আকার সম্পর্কে ধারণা দেয়। এ ধরনের জাহাজগুলো বিশাল...
04/07/2025

চীনের বিমানবাহী রণতরী শানদং-এর একটি ছবি, যা বিমানবাহী রণতরীগুলোর প্রকৃত আকার সম্পর্কে ধারণা দেয়। এ ধরনের জাহাজগুলো বিশালাকৃতির—আক্ষরিক অর্থেই দানবাকার! 😯

কোঠা আন্দোলনের একটি বাচ্চার ভিডিও দিয়েছিলাম। এই ভিডিও টা দেওয়ায় ফেসবুক রেস্ট্রিকশন দিয়েছে।সবার কাছে অনুরোধ করছি পেইজ টা ...
04/07/2025

কোঠা আন্দোলনের একটি বাচ্চার ভিডিও দিয়েছিলাম।
এই ভিডিও টা দেওয়ায় ফেসবুক রেস্ট্রিকশন দিয়েছে।
সবার কাছে অনুরোধ করছি পেইজ টা কে বাঁচিয়ে রাখতে বেশি করে কমেন্ট করুন।
শেয়ার করুন প্লিজ।

01/07/2025

বোনের কাধে ভাইয়ের লাশ।

01/07/2025

Enjoy

Address

Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Military Power বিশ্বের সামরিক শক্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share