World Military Power বিশ্বের সামরিক শক্তি

World Military Power বিশ্বের সামরিক শক্তি যুদ্ধাস্ত্র এবং বিজ্ঞান বিষয়ক খবর জানতে পেইজ টা ফলো দিয়ে রাখুন🥰

এটা গত কয়েক দশকে ঘটে যাওয়া সবচাইতে বড় ঘটনা গুলোর একটা হিসেবে পরিগণিত হবে এশিয়া এবং দক্ষিণ এশিয়ার জন্যে।পাকিস্তান এব...
18/09/2025

এটা গত কয়েক দশকে ঘটে যাওয়া সবচাইতে বড় ঘটনা গুলোর একটা হিসেবে পরিগণিত হবে এশিয়া এবং দক্ষিণ এশিয়ার জন্যে।

পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা অলিখিত সিকিউরিটি এরেঞ্জমেন্ট ছিল কয়েক দশক ধরে।

যার আলোকে এটা ধরেই নেওয়া হতো যে সৌদিকে কেউ বড় ধরনের কোন আক্রমণ করলে পাকিস্তান ইনভলব হবে নিউক্লিয়ার জিনিস নিয়ে।

কিন্তু উল্টোটা কখনও কেউ গোনায় ধরত না।

মানে সেটা হলো পাকিস্তান আক্রান্ত হলে সৌদি যুদ্ধে জড়াবে কিনা। পাকিস্তান কয়েকবার আক্রান্ত হয়েছে, কিন্তু সৌদি কোন কনফ্লিক্ট এ জড়ায় নাই।

এখন থেকে সেটা আর হবে না।

পাকিস্তানে যুদ্ধ আক্রমণ হলে এখন থেকে সেই আক্রমণ সৌদিতেও আক্রমণের সমান হিসেবে ধরা হবে, এবং সৌদি আরব যুদ্ধে জড়াবে।

এটা ন্যাটোর মতো একটা আইডিয়া, যেটা এই প্রথম কোন দুই মুসলিম দেশ করে ফেললো। এই এলাইয়েন্স ভবিষ্যতে কাতার, তার্কি, ইউ আর ই সহ কয়েকটি ধনী আরব দেশের মধ্যে হয়ে যেতে পারে, পাকিস্তানকে তার নিউক্লিয়ার সক্ষমতার জন্যে মধ্যে রেখে।

পাকিস্তানের মূল শত্রু ইন্ডিয়া।

ইন্ডিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানকে নিয়ে হোম্বি তোম্বি করা একটা পপুলার স্পোর্টস।

সেই খেলা এখন থেকে শেষ।

হোমাসা এবং গোমাসা।

ভারতের পক্ষে আর গায়ের জোড়ে পাকিস্তান আক্রমণ করার টেলিভাইজড সাহস দেখানো সম্ভব হবে না।

সৌদিদের জন্যে মজা হলো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে তাদের জড়াতেও হবে না।

সৌদি জাস্ট ইন্ডিয়ার চাকরিজীবীদের বেড় করে দেবে দেশ থেকে, যদি ইন্ডিয়া পাকিস্তান আক্রমণ করার মাধ্যমে "কমন ওয়ার" বা "কালেকটিভ ডিফেন্স" ডকট্রিন ট্রিগার করে।

পাকিস্তান এখন চীন থেকে অস্ত্র আর সৌদি থেকে টাকা আনতে পারবে নিজের দেশের সিকিউরিটির জন্যে।

এই ট্রিটির পর, দক্ষিণ এশিয়ার সবচাইতে শক্তিশালী দেশ হয়ে গেল পাকিস্তান -- এফেকটিভলি।

নিজের সামরিক শক্তি ও সৈন্য, সৌদি টাকা এবং এই চুক্তি আর চায়নিজ অস্ত্র এবং জাতি সংঘের ভেটো। দক্ষিণ এশিয়ার আর কোন দেশের এতো এফেকটিভ এবং ডাইভার্স এলায়েন্স নাই।

ঘটনাটা আবার এমন একটা সময়ে ঘটলো যখন ইন্ডিয়া আমেরিকার সম্পর্কে মারাত্নক টানাপোড়ন চলছে।

তবে এই ঘটনার নেতিবাচক একটা দিক বাংলাদেশকে সামলাতে হবে।

ইন্ডিয়ার উগ্র জাতীয়তাবাদীরা এখন পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ নিয়ে উগ্রবাদিতায় মনোযোগ দিতে পারে।

কারণ বাংলাদশের সাথে উগ্র আচরণ করা এখন থেকে পাকিস্তানের বিরুদ্ধে কিছু করার চাইতে তাদের জন্যে ইজি এবং সেইফ হবে।

Shafquat rabbe Anik

26/08/2025

❝বাংলাদেশে স্মার্টফোনের আবিষ্কারক - শেখাছিনা।
আর ভারতে - মোদিজি
Debate & discussion endsল here 🤚❞
🗣️~ "মাথাভাঙ্গা ব্যাক্তিপূজারি "

24/08/2025

Random American guy cooked 🅱️ndian😂

চীন থেকে একের পর এক চমক আসছেই। এই ধারাবাহিকতায় প্রথমবারের মতো একটি কো-অ্যাক্সিয়াল রোটর হেলিকপ্টার প্রকাশ্যে উড়তে দেখা গে...
21/08/2025

চীন থেকে একের পর এক চমক আসছেই। এই ধারাবাহিকতায় প্রথমবারের মতো একটি কো-অ্যাক্সিয়াল রোটর হেলিকপ্টার প্রকাশ্যে উড়তে দেখা গেছে। ধরে নেওয়া যাচ্ছে এটি একটি পরীক্ষামূলক ইউনিট। যদিও এই কপ্টারটির ফুটেজ চীনের টিকটকে গত এপ্রিলে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। তবে বিশ্বজুড়ে ভাইরাল হলো এই আগস্টে এসে।
কপ্টারটি দেখতে অবিকল আমেরিকান Sikorsky S-97 Raider হেলিকপ্টারের মতো(২য় ছবি দ্রষ্টব্য)।

চন্দ্রাভিযান রকেটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে চীন।আগস্ট ১৬, সিএমজি বাংলা ডেস্ক: মনুষ্যবাহী চন্দ্রাভিযা...
16/08/2025

চন্দ্রাভিযান রকেটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে চীন।

আগস্ট ১৬, সিএমজি বাংলা ডেস্ক: মনুষ্যবাহী চন্দ্রাভিযান কর্মসূচিতে আরেকধাপ এগিয়েছে চীন। ১৫ আগস্ট লং মার্চ-১০ ক্যারিয়ার রকেটের প্রথম স্ট্যাটিক ফায়ার টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চায়না ম্যান্ড স্পেস এজেন্সি—সিএমএসএ।

চীনের নতুন প্রজন্মের এ রকেটটি মহাকাশচারীদের চাঁদে পাঠানোর জন্য নকশা করা হয়েছে।

শুক্রবার বিকালে হাইনানের ওয়েনছাং স্পেসক্রাফট লঞ্চ সাইটে, রকেটের প্রথম ধাপের সাতটি ইঞ্জিন একসাথে চালু হয়। পরীক্ষায় বিভিন্ন নির্ধারিত ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রায় ১,০০০ টন থ্রাস্ট অর্জন করা হয়েছে—যা এখন পর্যন্ত চীনের সবচেয়ে বড় ফায়ার টেস্ট।

সিএমএসএ জানিয়েছে, এ পরীক্ষায় একসাথে সাতটি ইঞ্জিনের দক্ষতা মূল্যায়ন হয়েছে এবং সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।

লং মার্চ-১০ ক্যারিয়ার রকেট সিরিজটি চীনের মনুষ্যবাহী চন্দ্র অনুসন্ধান মিশনের জন্য বিশেষভাবে তৈরি, যার মধ্যে দুটি কনফিগারেশন রয়েছে—লং মার্চ-১০ রকেট এবং লং মার্চ-১০এ রকেট।

মার্চ-১০এ’তে আছে দুই ধাপের পুনঃব্যবহারযোগ্য রকেট, যার ব্যাস ৫ মিটার, উচ্চতা সর্বোচ্চ ৬৭ মিটার। এর প্রথম ধাপ পুনঃব্যবহারযোগ্য। এটি মেংচৌ মানববাহী মহাকাশযান ও থিয়ানচৌ কার্গো মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত হবে।

সিএমএসএ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী অবতরণের জন্য পরবর্তী ধাপে আরও প্রযুক্তিগত পরীক্ষা চালানো হবে।

ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন

ল্যান্ডিং ও টেকঅফের পরীক্ষায় উতরে গেল চীনের নতুন চন্দ্রযানআগস্ট ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নতুন প্রজন্মের চন্দ্রযান লা...
08/08/2025

ল্যান্ডিং ও টেকঅফের পরীক্ষায় উতরে গেল চীনের নতুন চন্দ্রযান

আগস্ট ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নতুন প্রজন্মের চন্দ্রযান লানইউয়ে সফলভাবে অবতরণ ও উৎক্ষেপণের পূর্ণাঙ্গ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন করেছে। হুবেই প্রদেশের হুয়াইলাই কাউন্টির এক্সট্রাটেরেস্ট্রিয়াল সেলেস্টিয়াল পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা হয়। এটি চীনের মানবচালিত চন্দ্রাভিযান কর্মসূচিতে এক বিশাল অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

চীনের প্রথম মানবচালিত চন্দ্রাভিযানের জন্য বিশেষভাবে নির্মিত যানটি চন্দ্রপৃষ্ঠে নেমে আবার কক্ষপথে ফিরে আসতে পারবে। এতে দুইজন মহাকাশচারীকে চাঁদে আনা-নেওয়া সম্ভব এবং এটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও একটি রোভার বহন করতে সক্ষম।

পরীক্ষায় যানের ইঞ্জিন চালু করে চাঁদে অবতরণ এবং সেখান থেকে পুনরায় উৎক্ষেপণের পরিস্থিতির সিমুলেশন ঘটানো হয়। অবতরণ-উৎক্ষেপণ ব্যবস্থা, নিয়ন্ত্রণ পরিকল্পনা, চাঁদের সংস্পর্শে আসার সময় ইঞ্জিন বন্ধের কৌশল এবং গাইডেন্স, ন্যাভিগেশন, কন্ট্রোল ও প্রপালসনসহ বিভিন্ন উপ-ব্যবস্থার পারস্পরিক সামঞ্জস্য যাচাই করা হয়।

চীনের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের আগেই তারা প্রথম মানবচালিত চন্দ্রাভিযান পরিচালনা করবে।

ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি

তুরস্কের কাছ থেকে ৪৮টি ৫ম প্রজন্মের খান স্টেলথ ফাইটার ক্রয়ের আনুষ্ঠানিক চুক্তি করলো ইন্দোনেশিয়া।
26/07/2025

তুরস্কের কাছ থেকে ৪৮টি ৫ম প্রজন্মের খান স্টেলথ ফাইটার ক্রয়ের আনুষ্ঠানিক চুক্তি করলো ইন্দোনেশিয়া।

তুরস্কের IDEF-25 সমরাস্ত্র মেলায় CANIK M2 হেভি মেশিন গান এবং Venom LR রিমোট কনট্রোল্ড ওয়েপন সিস্টেম অর্ডার দিয়েছে বাংলাদ...
26/07/2025

তুরস্কের IDEF-25 সমরাস্ত্র মেলায় CANIK M2 হেভি মেশিন গান এবং Venom LR রিমোট কনট্রোল্ড ওয়েপন সিস্টেম অর্ডার দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

নাহিদ-২ স্যাটেলাইট: ইরানের মহাকাশ প্রযুক্তিতে এক নতুন মাইলফলক!— 🇮🇷/🇷🇺 নতুন: ইরানের 'নাহিদ-২' যোগাযোগ উপগ্রহটি ভস্টোচনি স...
26/07/2025

নাহিদ-২ স্যাটেলাইট: ইরানের মহাকাশ প্রযুক্তিতে এক নতুন মাইলফলক!

— 🇮🇷/🇷🇺 নতুন: ইরানের 'নাহিদ-২' যোগাযোগ উপগ্রহটি ভস্টোচনি স্পেস সেন্টার থেকে রাশিয়ান 'সয়ুজ' রকেটের সাহায্যে সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।

ইরানের নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ ক্ষমতা রয়েছে এবং গত কয়েক বছরে তারা এক ডজনেরও বেশি উপগ্রহ উৎক্ষেপণ করেছে, কিন্তু এই উপগ্রহের ভারী ওজন এবং উচ্চ ব্যয়ের কারণে, এটিকে সয়ুজ রকেট বেছে নেওয়া হয়েছিল, যা ৯৮% নির্ভরযোগ্য।

নাহিদ-২ হলো একটি ১২০ কেজি ওজনের টেলিযোগাযোগ মাইক্রোস্যাটেলাইট, যা ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র (Iran Space Research Center) দ্বারা নির্মিত। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) পরিচালিত হবে এবং ইরানের মহাকাশ প্রযুক্তিতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতীক।

নাহিদ-২ ইরানের প্রথম স্যাটেলাইট যাতে রাসায়নিক প্রপালশন (chemical propulsion) ব্যবস্থার ব্যবহার রয়েছে, যা কক্ষপথ পরিবর্তন এবং কৌশলগত চলাচলের (orbital transfer maneuvers) সক্ষমতা প্রদান করে। এছাড়া এতে রয়েছে থ্রি-অ্যাক্সিস অ্যাটিটিউড কন্ট্রোল সিস্টেম (3-axis attitude control) যা স্যাটেলাইটকে অত্যন্ত নিখুঁতভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করে।

স্যাটেলাইটটির পে-লোডে রয়েছে S-band, Ku-band, UHF এবং VHF কমিউনিকেশন সাপোর্ট। এর মাধ্যমে ২৫৪ জন ব্যবহারকারীর জন্য স্টোর অ্যান্ড ফরোয়ার্ড ম্যাসেজিং এবং বিভিন্ন গ্রাউন্ড স্টেশনের মধ্যে রিয়েল-টাইম টেলিফোন রিলে সেবা প্রদান সম্ভব হবে।

নাহিদ-২-তে একটি রেডিয়েশন ডোসিমিটার, এনক্রিপটেড কমিউনিকেশন লিংক এবং GPS-নির্ভরতা ছাড়াই কক্ষপথ নির্ধারণের জন্য অনবোর্ড রেডিও পরিমাপ প্রযুক্তি সংযোজিত হয়েছে। এই মিশনটি ইরানের ভবিষ্যৎ ভূস্থির কক্ষপথ (geostationary orbit) স্যাটেলাইটগুলোর জন্য প্রয়োজনীয় মূল প্রযুক্তি যেমন: প্রপালশন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষামূলক ভিত্তি স্থাপন করছে।

এই প্রকল্পটি ইরানের সরকারি খাত, বেসরকারি কোম্পানি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি যৌথ উদ্যোগের ফল।

IDEX-2025 এ Tayfun Block-4 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করলো তুরস্ক।চলমান আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে ৮০০...
24/07/2025

IDEX-2025 এ Tayfun Block-4 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করলো তুরস্ক।

চলমান আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে ৮০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল জনসম্মুখে এনেছে তুরস্ক। রকেটসান কোম্পানির টাইফুন ব্যালিস্টিক মিসাইলের ব্লক-৪ ভার্সনটি তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইল হলো এমন ক্ষেপণাস্ত্র যেটি শব্দের চেয়ে ৫গুণ দ্রুত বেগে চলতে সক্ষম। টাইফুন-৪ ব্যালিস্টিক মিসাইলটিতে MIRV প্রযুক্তি ব্যবহার করা যায় বলে নিশ্চিত করেছে রকেটসান। এই প্রযুক্তির সাহায্যে একটি মিসাইল থেকে বিষ্ফোরকবাহী ওয়ারহেড টার্গেটে আঘাত করার পূর্বে কয়েকটি আলাদা আলাদা খন্ডে বিভক্ত হয়ে যায়। ফলে টার্গেটে আঘাত করার সম্ভাবনা বৃদ্ধি পায়, অনেক বেশি জায়গা জুড়ে ক্ষয়ক্ষতি করা যায়। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এ ধরনের মিসাইল প্রতিহত করতে অনেক বেশি বেগ পেতে হয়।

24/07/2025

থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফুল স্কেলে যুদ্ধ শুরু হইসে। থাই বিমান বাহিনী ৪৮ টা যুদ্ধ বিমান নিয়ে কম্বোডিয়ার রাজধানীতে গিয়ে ব্যাপক বোমা হামলা করসে। একটু আগে দেখলাম, কম্বোডিয়ার ভেতরে থাই সৈন্যরা ঢুকতেসে।

থাইলান্ড আর কম্বোডিয়া প্রতিবেশী রাষ্ট্র। আয়তন এবং সামরিক শক্তিমত্তার দিক থেকে অনেকটা বাংলাদেশ ভারতের মতো।

সামরিক দিক দিয়ে থাইল্যান্ড অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে কম্বোডিয়া বাংলাদেশের মতো দুর্বল রাষ্ট্র। অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে এরা চীন এবং ভিয়েতনামের উপড় নির্ভরশীল।

ঐতিহাসিক ভাবে থাইল্যান্ড এবং কম্বোডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। প্রাচীনকাল থেকে থাইরা ছিল সিয়াম সম্রাজ্যের জাতি আর কম্বোডিয়ানরা খেমার সম্রাজ্যের। খেমার সম্রাজ্য এক সময় আধুনিক থাইল্যান্ডের অংশ ছিল।

এবারের যুদ্ধটা মূলত একটা মন্দির নিয়ে। এই মন্দিরের নাম 'প্রাহ ভিহেয়ার মন্দির'

এই মন্দির নিয়ে এই দুই দেশের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হইসে। ফরাসি ঔপনিবেশিক আমলে প্রাহ্‌ ভিহেয়ার মন্দির থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের মাঝে ছিল।

১৯৫৪ সালে ফ্রান্সের ঔপনিবেশিক শাসন শেষ হইলে থাইল্যান্ড মন্দিরটি দখলে নিয়ে নেয়। কম্বোডিয়া আন্তর্জাতিক আদালত (ICJ)-এ মামলা করে। ১৯৬২ সালে ICJ রায় দেয় প্রাহ্‌ ভিহেয়ার মন্দির কম্বোডিয়ার অংশ।

থাইল্যান্ড তখন বাধ্য হয়ে মন্দির ছেড়ে দেয়, কিন্তু আশপাশের জমি নিয়ে দ্বন্দ্ব রয়ে যায়।

২০০৮ সালে UNESCO প্রাহ্‌ ভিহেয়ার মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিলে থাইল্যান্ড এতে আপত্তি জানায়, কারণ এর আশপাশের জমি নিয়ে বিরোধ ছিল।

তবে এবারের যুদ্ধটা পূর্বের সব বিরোধের চেয়ে অনেক বেশি আগ্রাসী এবং ভয়াবহ কারন থাইল্যান্ডকে লাড়াইতেসে আম্রিকা আর কম্বোডিয়াকে চীন।

ভিডিও তে থাইল্যান্ডের F-16 দ্বারা কম্বোডিয়ার সেনা অবস্থানে বোমা হামলার দৃশ্য।

[ তথ্যসূত্র- গুগল এবং উইকিপিডিয়া ]

24/07/2025

এই ভিডিওতে মিশ‌রের একজন মুসলমান ভাই গাজ্জাবাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছেন। সেই সাথে তিনি বলেন,
❝ক্ষমা করো আমার ভাইয়েরা। ক্ষমা কর। আমরা তোমাদের জন্য কিছুই করতে পারিনা। এরপর বোতল হাতে নিয়ে বলেন, এই বোতল কেয়ামতের দিন নাজাতের কারণ হবে।
অত:পর তিনি আবার বলেন, হে আল্লাহ,আপনি যেমনভাবে নূহ (আ:) কে বহন করেছিলেন সমুদ্রে,বিশাল পাহাড়সম ঢেউয়ের মধ্যে; ঠিক তেমনিভাবে এটা গাজ্জা তে নিয়ে যান।
হে আল্লাহ,সমুদ্র আপনার সৈন্যদের একজন।
হে আল্লাহ,আপনি মুসা (আ:) এর জন্য সমুদ্রকে দ্বিখন্ডিত করেছিলেন ঠিক তেমনিভাবে এটা গাজ্জা তে নিয়ে যান।❞

Address

Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Military Power বিশ্বের সামরিক শক্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share