Hridoy Tanvir

Hridoy Tanvir Hridoy Tanvir – A window to my world
📷 Frames | 🌍 Travels | 🏏 Sports | 🎥 Movies

ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে মাইন্ডসেট। দুই ধরনের মাইন্ডসেট থাকে , একটি অ্যাটাকিং মাইন্ড সেট , আরেকটি ডিফে...
14/09/2025

ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে মাইন্ডসেট। দুই ধরনের মাইন্ডসেট থাকে , একটি অ্যাটাকিং মাইন্ড সেট , আরেকটি ডিফেন্সিভ মাইন্ডসেট।
গতকালকের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে মূল তফাৎটি ছিল এখানেই। শুরুতেই বাংলাদেশ ছিল পুরোপুরি ডিফেন্সিভ মুডে। সেখান থেকে আর বের হয়ে আসতে পারে নি শেষ পর্যন্ত।
তামিম - ইমন আউট হওয়ার পরেও বাংলাদেশের জন্য ভালো সুযোগ ছিল। যদিও তামিম - ইমন অ্যাটাকিং শুরু করে আউট হলেও সমস্যা ছিল না, কিন্তু তারা ডিফেন্সিভ মুডে খেলতে যেয়েই দুইজনেই ডাক মেরেছে।
তাওহীদ হৃদয়ের রান আউটটা অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল। কারন, এই একাদশে এঙ্করিং রোল প্লে করার মতো ধরে খেলা ব্যাটসম্যান একমাত্র সে ছিল বাকিরা হার্ড হিটার। বিশেষ করে শামিম-জাকের এরা যদি ১৫ বলে ৩০ বা ২০ বলে ৪০ করার মতো পরিস্থিতি পেত সেটা তাদের জন্য ইজি হতো। এতো আগে নেমে এঙ্করিং রোল প্লে করা তাদের জন্য স্বভাব বিরোধী ছিল।
হৃদয়ের রান আউট নতুন কিছু না, এই ভুল সে সব সময় করে । হয় নিজে আউট হয় নাহয় অন্যকে আউট করায়।
শেখ মাহেদিকে খুবই ভুল সময়ে নামানো হয়েছে। এই সময়ে হাসারাঙ্গার সামনে আমি মাহেদি থেকে রিশাদকে বেশি প্রায়োরিটি দিব। রিশাদ তখন যদি সফল নাও হতো তাও এই আফসোসটা থাকতো না। হাসারাঙ্গার বলে রিশাদ অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করে। সে হিসেবে সে হাসারাঙ্গার ১/২ ওভার খেলে দিয়ে ২০/২৫ রান এনে দিলে দলের জন্যই ভালো হতো, পাশাপাশি লিটনের উপর প্রেসার একটু কমে যেত।
প্ল্যান করে ব্যাটিং করলে ইজিলি ১৮০+ রান করা যেত।
বোলিং এ নিজেদের প্ল্যানে না থাকাটাই সব থেকে ভুল। শেখ মাহেদিকে শুরুর দিকে বল না দিলে তাকে একাদশে রাখা কোন কাজে দিবে না। সে পাওয়ার প্লেতে ভালো বল করে।
শেখ মাহেদি ক্যাচ মিস না করলে ম্যাচ আরও ক্লোজ হতো কিন্তু এই রানে জয় আশা করা বোকামি। ব্যাটিং এর কারনে বোলিং আর ফিল্ডিং এর ভুল খুব একটা আলোচনা হবে না স্বাভাবিক।
তবে বাংলাদেশের পরের ম্যাচটা ডু অর ডাই ম্যাচ হিসেবে আরও অনেক কঠিন হতে যাচ্ছে। তাই প্ল্যানিং ঠিক ভাবে করা আর এক্সিকিউট করা খুবই জরুরী।

13/09/2025

জাকসুর ঐতিহাসিক ভোট গণনা 🤣🤣🤣

25/04/2025

হৃদয়-সৈকত ইস্যু মূলত শুরু হয়েছে এই আউটটি না দেওয়া থেকে। কিন্তু কোন এক অজানা কারণে দেশের ক্রিকেট রিলেটেড পেইজ থেকে শুরু করে ৯০% সাংবাদিক এই ঘটনা এড়িয়ে যায়। এখানে কয়েকটা ফ্যাক্ট মাথায় রাখতে হবে।
প্রথমত,
এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আবাহনী এবং মোহামেডানের জন্য। এই ম্যাচে হারাতেই পয়েন্ট টেবিলের পয়েন্ট সমান হয়ে যায় আবাহনীর মোহামেডানের সাথে।
এই ভিডিওটি দেখলে বুঝা যায় এটা ৯০-৯৫% সিউর আউট। এটা দেশের ক্রিকেটের বেশ কয়েকজন এনালিস্টও একই কথাই বলেছেন। এই আউটটি সৈকত না দেওয়াতে ক্ষোভ জন্মায়। পরবর্তীতে যেটা মিডিয়া ফোকাস করেছে সেটা আম্পায়ার তানভীর আউট দেয় নাই , যদিও সেক্ষেত্রে আম্পায়ার সঠিক ছিল বলে মনে করা হচ্ছে।
এখন আসি ভিন্ন কথায় , আবাহনীর সাথে ম্যাচেই দেখবেন আম্পায়াররা আবাহনীর ফেভারে বা উল্টাপাল্টা ডিসিশন দেয়।
গত ম্যাচেও গাজী গ্রুপের সাথে আবাহনীর খেলায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বিজয় সেঞ্চুরি করার পরেও ২ টি ভুল আউটে গাজী গ্রুপ হেরেছিল।
যারা ডিপিএল রেগুলার দেখে বা খবর রাখে তারা জানে এখানে আম্পায়ারিং কতটা বাজে।
হৃদয় ইস্যুটা তিলকে তাল বানানো ছাড়া কিছুই না। তাকে আবার নতুন করে এক ম্যাচ নিষিদ্ধ করা মানে আম্পায়ারদের যা খুশি সেটা করবে , ম্যাচ গড়াপেটা করবে কিন্তু প্লেয়াররা কিছু বলতে পারবে না।

18/02/2025

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ , খেলবে কোন ১১ জন তা নিয়েই আজকে কথা বলবো।

ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রন রইলো ।

07/02/2025

DBBL BPL 2025 এর প্লে - অফের ম্যাচ দেখতে আজকে আমরা চলে এসেছি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
মাঠে বসে প্লে-অফের ম্যাচ দেখার ক্রেজি এক্সপেরিয়েন্স, দুই দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা, ঘরে বসে টিকেট কাঁটা থেকে মাঠের উত্তাপ সব কিছুই পাবেন আজকের এই ভিডিওতে।

ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রন রইলো ।

| | | | | | | |

03/02/2025

বিপিএলে কোয়ালিফাইয়ারে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। এই ম্যাচ নিয়েই আজকে আলোচনা করবো ।

ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রন রইলো ।

| | | | | | | |

03/02/2025

বিপিএলের এলিমিটরে আজ মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডারস। এই ম্যাচ নিয়েই আজকে বিস্তারিত কথা বলবো।

ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রন রইলো ।

| | | | | | | |

অসাধারণ Mohammad Naim Sheikh , অভিনন্দন ❤ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি করে দলকে বিশাল সংগ্রহ এনে দিলেন ।
30/01/2025

অসাধারণ Mohammad Naim Sheikh , অভিনন্দন ❤
দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি করে দলকে বিশাল সংগ্রহ এনে দিলেন ।

30/01/2025

এইবারের বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছি মাঠে যেয়ে , আপনাদের সাথে শেয়ার করছি আমার এক্সপেরিয়েন্স। এই ভিডিওতে থাকছে বরিশাল বনাম সিলেট এবং রাজশাহী বনাম রংপুরের ম্যাচের এক্সপেরিয়েন্স।

ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রন রইলো ।

| | | | | | | |

29/01/2025

চিটাগাং কিংসের জন্য সুবর্ণ সুযোগ রংপুরকে হারানোর

29/01/2025

কারা যাচ্ছে প্লে -অফে ???

| | | | | | | |

🚨 বিপিএল ২০২৫: প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিদের জন্য লভ্যাংশের চমক!বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথম ফ্র্যাঞ্চ...
28/01/2025

🚨 বিপিএল ২০২৫: প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিদের জন্য লভ্যাংশের চমক!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবি থেকে টিকিট বিক্রির লভ্যাংশ পেতে যাচ্ছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ন্যূনতম ১ কোটি টাকা করে পাবে এই লভ্যাংশ থেকে!

এখানেই চমকের শেষ নয়। সুপার ফোরে খেলার জন্য আলাদা আর্থিক পুরস্কার দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন বলে জানিয়েছেন বিপিএল মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইফতেখার মিঠু।

বিপিএল ২০২৫-এ এই উদ্যোগগুলো নিঃসন্দেহে ফ্র্যাঞ্চাইজিদের আরো উজ্জীবিত করবে এবং প্রতিযোগিতাকে করবে আরও আকর্ষণীয়।

Address

Bhatara

Telephone

+8801871943142

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hridoy Tanvir:

Share

Category