X-tra Sports

X-tra Sports Your ultimate hub for all kind of sport's news, analysis, and epic moments! Welcome To The Heart Of Sports! Stay Connected!

পিএসজি আত্মবিশ্বাসী যে তারা খুব শিগগিরই জাবারনিই এবং চেভালিয়ের, দুজনকেই দলে ভেড়াতে পারবে। ক্লাব আশাবাদী, কারণ উভয় চুক্তি...
03/08/2025

পিএসজি আত্মবিশ্বাসী যে তারা খুব শিগগিরই জাবারনিই এবং চেভালিয়ের, দুজনকেই দলে ভেড়াতে পারবে। ক্লাব আশাবাদী, কারণ উভয় চুক্তির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ইউক্রেনিয়ান ডিফেন্ডার ইলিয়া জাবারনিই এর ক্ষেত্রে বোর্নমাউথের সঙ্গে চুক্তির শেষ ধাপের আলোচনা চলছে, এবং তিনি আগামী সপ্তাহে পাঁচ বছরের জন্য চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত।

অন্যদিকে ফরাসি গোলকিপার লুকা চেভালিয়ের পিএসজিতে যোগ দিতে চান। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি প্রায় ৪০ মিলিয়ন ইউরো মূল্যের চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বার্সেলোনার ১০ নম্বর জার্সিতে গোল করে নিজের শৈশবের স্বপ্ন পূরণ করলেন লামিন ইয়ামাল। এক সময় যেই জার্সি লিওনেল মেসির গায়...
31/07/2025

বার্সেলোনার ১০ নম্বর জার্সিতে গোল করে নিজের শৈশবের স্বপ্ন পূরণ করলেন লামিন ইয়ামাল। এক সময় যেই জার্সি লিওনেল মেসির গায়ে ছিল, আজ সেটি গায়ে জড়িয়ে গোল করে আবেগাপ্লুত ইয়ামাল বলেন, "বার্সার ১০ নম্বর জার্সি গায়ে গোল করা আমার স্বপ্ন ছিল, আজ সেটি পূরণ হয়েছে।" মাত্র ১৭ বছর বয়সে এমন অসাধারণ অর্জন তাকে বার্সার ভবিষ্যৎ তারকা হিসেবে আরও এক ধাপ এগিয়ে নিল। ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বিশ্লেষকরাও ইয়ামালের মধ্যে দেখছেন নতুন যুগের সূচনা।

রদ্রিগো ডি পল টু ইন্টার মায়ামি! ১৫ মিলিয়ন ইউরোতে চুক্তি সম্পন্ন।আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এখন অফিসিয়ালভাবে ...
23/07/2025

রদ্রিগো ডি পল টু ইন্টার মায়ামি! ১৫ মিলিয়ন ইউরোতে চুক্তি সম্পন্ন।
আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এখন অফিসিয়ালভাবে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার (MLS) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন।

চুক্তির চূড়ান্ত মূল্য ১৫ মিলিয়ন ইউরো, এবং উভয় ক্লাবের মধ্যে সকল শর্তে একমত হওয়ার পর আজ চুক্তিটি সম্পন্ন হয়েছে।

রদ্রিগো ডি পল বর্তমানে আতলেতিকো মাদ্রিদ থেকে বিদায় নিচ্ছেন এবং মেসির দল ইন্টার মায়ামিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। মেসি, সুয়ারেজ, বুসকেটস ও আলবার সাথে আর্জেন্টাইন এই তারকার মিলন এবার মাঠেও জমে উঠবে বলে আশা করা হচ্ছে।

নতুন রোমাঞ্চে ভরপুর ইন্টার মায়ামি স্কোয়াড আরও শক্তিশালী হলো ডি পলের যোগদানে।

বার্সার নতুন নাম্বার টেন।
16/07/2025

বার্সার নতুন নাম্বার টেন।

ক্লাব বিশ্বকাপ ফাইনালের শেষে চেলসি ও পিএসজি শিবিরে উত্তেজনা!গতকাল রাতে ক্লাব বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শেষ...
14/07/2025

ক্লাব বিশ্বকাপ ফাইনালের শেষে চেলসি ও পিএসজি শিবিরে উত্তেজনা!
গতকাল রাতে ক্লাব বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শেষে ঘটে যায় এক অপ্রত্যাশিত ও উত্তেজনাপূর্ণ ঘটনা। ম্যাচ শেষে করমর্দনের সময় চেলসির ফরওয়ার্ড পেদ্রো ও পিএসজির প্রধান কোচ লুইস এনরিকের মধ্যে বাকবিতণ্ডা থেকে সরাসরি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি।

ভিডিও ফুটেজে দেখা যায়, দু’জনের মধ্যে তর্ক বেঁধে গেলে পেদ্রো হঠাৎ এনরিকের দিকে এগিয়ে যান এবং একপর্যায়ে হাত দিয়ে ধাক্কা দেন। এরপর এনরিকও তার মুখে আঘাত করেন, সঙ্গে সঙ্গে দুই দলের প্লেয়ার ও স্টাফরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এখনো ঘটনার সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ম্যাচ চলাকালীন পেদ্রো পিএসজির খেলোয়াড়দের প্রতি খারাপ মন্তব্য করার কারনে এই উত্তেজনার সূত্রপাত হয়!

খেলাধুলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু খেলার পরে খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। এমন ঘটনায় ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, যা কোনোভাবেই কাম্য নয়।

ঘটনার তদন্ত চলছে, দুই ক্লাবের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে।

আমরা ইন্টার মিলান কিংবা রিয়াল মাদ্রিদ নই।-লেভি কোলউইল
12/07/2025

আমরা ইন্টার মিলান কিংবা রিয়াল মাদ্রিদ নই।

-লেভি কোলউইল

আজ ১২ জুলাই ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়াস জুনিয়রের জন্মদিন। মাত্র ২৫ বছর বয়সেই তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান ফু...
12/07/2025

আজ ১২ জুলাই ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়াস জুনিয়রের জন্মদিন। মাত্র ২৫ বছর বয়সেই তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান ফুটবলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। দুর্দান্ত গতি, নিখুঁত ড্রিবলিং ও গোল করার দারুণ ক্ষমতার কারণে তিনি বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম ও প্রতিভায় ভর করে উঠে আসা এই তরুণ ইতোমধ্যে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ সহ বহু শিরোপা জিতেছেন। জন্মদিনে ভিনিকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভবিষ্যতে তার আরও সাফল্য, সুস্থতা ও বিশ্বমঞ্চে নেতৃত্বের জন্য শুভকামনা।

ইন্টার মায়ামি পিএসজির বিপক্ষে ৩৩.৪% বল দখলে রেখেছিল, যা রিয়াল মাদ্রিদের ৩১.৯% তুলনায় বেশি।এছাড়াও, লিও মেসি পিএসজির ব...
11/07/2025

ইন্টার মায়ামি পিএসজির বিপক্ষে ৩৩.৪% বল দখলে রেখেছিল, যা রিয়াল মাদ্রিদের ৩১.৯% তুলনায় বেশি।

এছাড়াও, লিও মেসি পিএসজির বিপক্ষে একাই ১টি বড় সুযোগ তৈরি করেছিলেন, যেখানে রিয়াল মাদ্রিদের পুরো দল মিলে একটি বড় সুযোগও তৈরি করতে পারেনি। 🥵

জাবির প্রমাণ করার কিছুই নেই, তার দরকার একটা সিজন। তার রিয়াল প্রজেক্ট তো কেবল শুরু হলো, এই সময় তে কী-ই বা বিচার করবে? আমি...
10/07/2025

জাবির প্রমাণ করার কিছুই নেই, তার দরকার একটা সিজন। তার রিয়াল প্রজেক্ট তো কেবল শুরু হলো, এই সময় তে কী-ই বা বিচার করবে? আমি পিএসজিকে নিয়ে কাজ করছি দুই মৌসুম ধরে, তাই আমাদের তুলনা করা চলে না।

-লুইস এনরিকে

রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি।
09/07/2025

রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি।

প্রথমবারের মত নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবেন কিলিয়ান এমবাপ্পে।
09/07/2025

প্রথমবারের মত নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবেন কিলিয়ান এমবাপ্পে।

পিএসজির গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়ান পাচো ও লুকাস হার্নানদেজ বায়ার্ন মিউনিখের বিপক্ষে লাল কার্ডের ঘটনায় দুই ম্যাচের ...
08/07/2025

পিএসজির গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়ান পাচো ও লুকাস হার্নানদেজ বায়ার্ন মিউনিখের বিপক্ষে লাল কার্ডের ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

এর ফলে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন না। এবং পিএসজি যদি ফাইনালে পৌঁছে, সেই ম্যাচেও পাচো ও হার্নানদেজকে ছাড়াই খেলতে হবে পিএসজিকে।

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when X-tra Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share