
03/08/2025
পিএসজি আত্মবিশ্বাসী যে তারা খুব শিগগিরই জাবারনিই এবং চেভালিয়ের, দুজনকেই দলে ভেড়াতে পারবে। ক্লাব আশাবাদী, কারণ উভয় চুক্তির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ইউক্রেনিয়ান ডিফেন্ডার ইলিয়া জাবারনিই এর ক্ষেত্রে বোর্নমাউথের সঙ্গে চুক্তির শেষ ধাপের আলোচনা চলছে, এবং তিনি আগামী সপ্তাহে পাঁচ বছরের জন্য চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত।
অন্যদিকে ফরাসি গোলকিপার লুকা চেভালিয়ের পিএসজিতে যোগ দিতে চান। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি প্রায় ৪০ মিলিয়ন ইউরো মূল্যের চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।