Durbeen TV

Durbeen TV Welcome to the official home of the Durbeen TV on Facebook.

15/07/2025

৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি

পিরোজপুরের ভান্ডারিয়ার দুটি বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় কেউই পাস করেনি। জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের...
15/07/2025

পিরোজপুরের ভান্ডারিয়ার দুটি বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় কেউই পাস করেনি। জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পরীক্ষার্থীদের সবাই বাল্যবিবাহের শিকার হওয়ায় তারা নিয়মিত ক্লাসে আসেনি। এই ঘটনা বাংলাদেশের নারীশিক্ষায় বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায় ৫১.৪% মেয়ের—যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বাল্যবিবাহ, দারিদ্র্য, যৌতুক ও নিরাপত্তাহীনতা মিলিয়ে মেয়েরা শিক্ষা থেকে ঝরে পড়ছে, আর আমরা পিছিয়ে পড়ছি একটি অন্ধকার ভবিষ্যতের দিকে।

#বাল্যবিবাহ #মেয়েদের_শিক্ষা #পিরোজপুর #নারী_অধিকার

বাংলাদেশে বহুল বিক্রীত সোনালি মুরগির মাংসে পাওয়া গেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ইশেরেশিয়া কোলাই (E. coli)। গ...
15/07/2025

বাংলাদেশে বহুল বিক্রীত সোনালি মুরগির মাংসে পাওয়া গেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ইশেরেশিয়া কোলাই (E. coli)। গবেষণায় উঠে এসেছে, এই ব্যাকটেরিয়া এমন এনজাইম তৈরি করে যা গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন ও সেফালোসপোরিনকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে চিকিৎসায় কার্যকারিতা হারায় এসব ওষুধ।

গবেষণা করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুটি দল ও বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি গবেষকেরা। এটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী Nature-এ। গবেষণার শিরোনাম:
Molecular characterization of multidrug-resistant and extended-spectrum beta-lactamase (ESBL)-producing Escherichia coli isolated from Sonali chicken meat in Bangladesh.

গবেষণার প্রধান ফলাফল:

নরসিংদীর ৬টি উপজেলা থেকে সংগৃহীত ৩৯০টি মাংসের নমুনার ৬৮.২১%-এ ই. কোলাই পাওয়া গেছে।

এই ই. কোলাইয়ের ৪১.৭৩% ESBL উৎপাদন করে, যা একাধিক অ্যান্টিবায়োটিককে নিষ্ক্রিয় করে দেয়।

শতভাগ নমুনায় অ্যাম্পিসিলিনের বিরুদ্ধে প্রতিরোধ, এবং

৮৭.৫৯% ই. কোলাই এরিথ্রোমাইসিন প্রতিরোধী।

সর্বনিম্ন প্রতিরোধ (৩.০১%) পাওয়া গেছে অ্যামোক্সিসিলিন-ক্ল্যাভুলানেটের ক্ষেত্রে।

গবেষকদের মতে, সোনালি মুরগির খামারে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারই এই বিপজ্জনক ব্যাকটেরিয়ার জন্ম দিয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণও প্রতিরোধে ব্যর্থ হতে পারে প্রচলিত অ্যান্টিবায়োটিক।

বিশেষজ্ঞদের পরামর্শ: এখনই নীতিমালা করে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিয়ন্ত্রণ, সচেতনতা, এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে, না হলে এটি বাংলাদেশের জন্য একটি "নীরব স্বাস্থ্যবিপর্যয়" তৈরি করতে পারে।

োলাই #সোনালি_মুরগি #খাদ্যনিরাপত্তা #নেচারজার্নাল #বাংলাদেশগবেষণা

রাজধানীর বনানী থানার ক্যান্সার হাসপাতালের পেছনে ৯ বছর বয়সী এক পথশিশুকে ধ'র্ষ'ণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৫ জুলাই) তার ফ...
15/07/2025

রাজধানীর বনানী থানার ক্যান্সার হাসপাতালের পেছনে ৯ বছর বয়সী এক পথশিশুকে ধ'র্ষ'ণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) তার ফরেনসিক টেস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে ধ'র্ষ'ণে'র আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেলের ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, সোমবার দিবাগত রাতে শিশুটিকে ওসিসিতে ভর্তি করে বনানী থানা পুলিশ। আজ শিশুটির ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধ''র্ষ'ণে'র আলামত পাওয়া গেছে।

এদিকে, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তার মাকে খবর দেয়া হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

এর আগে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে সোমবার (১৪ জুলাই) রাতেই বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলারের জালে ধরা পড়েছে ৬১ মণ ইলিশ। সোমবার (১৪ জুলাই) বি...
15/07/2025

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলারের জালে ধরা পড়েছে ৬১ মণ ইলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে মাছভর্তি ট্রলারটি আলীপুর মৎস্য বন্দরে ফিরলে তা নিলামে বিক্রি হয় প্রায় ৩৩ লাখ ৪৮ হাজার টাকায়।

‘এফ বি আল্লাহর দান’ নামের ট্রলারটি ২২ জন জেলেকে নিয়ে গত বৃহস্পতিবার গভীর সমুদ্রে যায়। কুয়াকাটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে জাল ফেলেই তারা ফিরে পান এই বিশাল ইলিশ ধরা। সবচেয়ে বড় ইলিশের দাম হয় মণপ্রতি ৭৩ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজি ১ হাজার ৮৩০ টাকা।

মেসার্স খান ফিসের আড়তে মাছগুলো নিলামে ওঠে। আড়তদাররা জানান, একদিন আগের তুলনায় বাজারদর কিছুটা কম হলেও মাছের আকার ও পরিমাণে জেলেরা大প্রসন্ন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “তাপমাত্রা কমায় গভীর সমুদ্রে এখন বেশি এবং বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে রূপালি ইলিশের এই ধারা আরও বাড়বে।”

#ইলিশধরা #কুয়াকাটা_সাগর #জেলে_জীবন #বাংলাদেশ_মৎস্য #আলীপুর_মাছবন্দর #বঙ্গোপসাগর #ইলিশবাজার #রূপালি_সম্পদ

রাশিয়া থেকে কেউ তেল কিনলে তাদের ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমব...
15/07/2025

রাশিয়া থেকে কেউ তেল কিনলে তাদের ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৪ জুলাই) ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। একইসঙ্গে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ আধুনিক অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্রাম্প বলেন, “আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করছি এবং সেগুলো ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে পাঠানো হবে। খরচ বহন করবে আমাদের মিত্র দেশগুলো।”

এই ঘোষণার পর রুশ রুবলের দাম স্থিতিশীল হয়েছে এবং দেশটির শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়। কারণ, ট্রাম্প ৫০ দিনের গ্রেস পিরিয়ড রেখে দিয়েছেন।

রাশিয়ার বিরুদ্ধে পরোক্ষ নিষেধাজ্ঞা কার্যকর হলে তা পশ্চিমা নীতিতে এক বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর ফলে চীন, ভারতসহ যেসব দেশ এখনো রাশিয়া থেকে তেল কিনছে, তারাও হুমকির মুখে পড়বে।

এদিকে মার্কিন কংগ্রেসে একটি বিল আনার তোড়জোড় চলছে, যেখানে যেকোনো দেশের ওপর ট্রাম্পের ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা রাখার প্রস্তাব রাখা হয়েছে।

ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “৫০ দিনের মধ্যে কেউ যদি রাশিয়ার সঙ্গে চুক্তি বন্ধ না করে, তাহলে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে।”

#রাশিয়া_তেল #যুক্তরাষ্ট্র_নিষেধাজ্ঞা #বিশ্বরাজনীতি #ট্রাম্প_বক্তব্য #আন্তর্জাতিক_সংবাদ

ঢাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণ ও সংস্কারের জন্য দুইটি প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় স...
15/07/2025

ঢাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণ ও সংস্কারের জন্য দুইটি প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই দুটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে মোট ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ২০২৪ সালের ডিসেম্বরের এক বৈঠকে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের স্মৃতিচিহ্ন, শহিদদের স্মারক ও ১৬ বছরের নিপীড়নের দলিল-চিত্র সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে উন্মুক্ত দরপত্রের পরিবর্তে ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন’ দেখিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকল্প দুটি হলো:

ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল অংশ: বাস্তবায়নে নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স শুভ্রা ট্রেডার্স, ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা।

সিভিল অংশ: বাস্তবায়নে নিয়োজিত প্রতিষ্ঠান দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ব্যয় ৭০ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা।

সরকার চায়, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ২০২৫ সালের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হোক প্রধান উপদেষ্টার মাধ্যমে।

#জুলাই_গণঅভ্যুত্থান #স্মৃতি_জাদুঘর #ঢাকা_সংস্কার #সরকারি_প্রকল্প #রাজনৈতিক_ইতিহাস #বাংলাদেশ_উন্নয়ন #উপদেষ্টা_পরিষদ #জাদুঘর_নির্মাণ #গণআন্দোলন2024

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ২৭ জন সংখ্যালঘুর মৃত্যু ও সহিংসতার ২ হাজার ৪৪২টি ঘটনার অভিযোগ ...
15/07/2025

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ২৭ জন সংখ্যালঘুর মৃত্যু ও সহিংসতার ২ হাজার ৪৪২টি ঘটনার অভিযোগ তদন্ত করে ‘সাম্প্রদায়িকতার কোনো প্রমাণ পায়নি’ বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুলাই) পুলিশের সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭টি মৃত্যুর ঘটনায় ২২টিতে হত্যা মামলা এবং ৫টি অপমৃত্যুর মামলা হয়েছে। অধিকাংশ ঘটনা পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক লেনদেন, ডাকাতি, আত্মহত্যা ও দুর্ঘটনা সংক্রান্ত। অনেক ক্ষেত্রে মৃতদেহ উদ্ধার হয়েছে ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন কিংবা প্রাকৃতিক কারণে।

ধর্ষণ-যৌন সহিংসতার ২০টি ঘটনার মধ্যে ১৬টিতে মামলা হয়েছে এবং ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি ঘটনায় এখনো মামলা হয়নি এবং একটি ঘটনায় অভিযোগের সত্যতা মেলেনি।

পূজামণ্ডপ ও উপাসনালয় ঘিরে ১২৭টি সহিংসতার ঘটনার মধ্যে ৬৬টিতে মামলা ও ৬১টিতে জিডি হয়েছে। এসব মামলায় মোট ৬৪ জন গ্রেপ্তার এবং ১৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মন্দিরে চুরি, প্রতিমা ভাঙচুর, জমি দখল, অগ্নিসংযোগ ইত্যাদি সংক্রান্ত ৬০টি অভিযোগের মধ্যে ২০টি চুরি, ২৪টি প্রতিমা ভাঙচুর এবং কয়েকটি জায়গা দখলের ঘটনা তদন্তে এসেছে। অনেক ঘটনার পেছনে স্থানীয় বিরোধ ও প্রশাসনিক তদারকির অভাব ছিল, সাম্প্রদায়িক ইন্ধন বা হিংসার প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ঘটনাকে তারা পুনরায় খতিয়ে দেখবেন এবং প্রয়োজনে নতুন তথ্য জানাবেন।

পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সংখ্যালঘুদের ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

#বাংলাদেশ #সংখ্যালঘু_সহিংসতা #সাম্প্রদায়িক_হত্যা #পুলিশ_তদন্ত #সাম্প্রদায়িকতার_অভিযোগ #ঐক্য_পরিষদ #ধর্মীয়_সংখ্যালঘু #জাতীয়_নিরাপত্তা #সংবাদ_বাংলা #ঘটনার_তদন্ত

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা নাটক ‘নিয়তির খেলা’ এবং ‘মাটির মেয়ে’র আলোচিত অভিনেত্রী শায়লা সাথী প্রথম আলোর সঙ্গে আলাপকা...
15/07/2025

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা নাটক ‘নিয়তির খেলা’ এবং ‘মাটির মেয়ে’র আলোচিত অভিনেত্রী শায়লা সাথী প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানালেন তার সংগ্রাম, ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা। নাটকের মাধ্যমে নারীদের বাস্তব সংগ্রামের গল্প তুলে ধরাই তার অভিনয়ের মূল প্রেরণা।

শায়লা সাথী বলেন, “আমার অভিনয়ের বেশির ভাগ কাজই দর্শকের ভালোবাসায় ভরা। ‘মাটির মেয়ে’ নাটকটি আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। এটি সাধারণ নারীদের সংগ্রামের গল্প বলে। নিজের পায়ে দাঁড়াতে নারীদের যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। আমি নারীকেন্দ্রিক গল্পে কাজ করতে বেশি ভালোবাসি।”

তবে তার পথ সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা পড়ার সময় থেকেই পরিবার ও সমাজের নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। “আমার পরিবারের কেউ শুরুতেই চাইনি আমি অভিনয় করি। একসময় প্রায় দেড় মাস আমার মা-বাবা আমার সঙ্গে কথা বলতেন না,” জানালেন শায়লা। পরে ক্রমে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, অভিনয়ের মধ্য দিয়ে তিনি কোনো ভুল পথে হাঁটছেন না।

নিজের কাজ নিয়ে সমালোচনা সম্পর্কে শায়লা বলেন, “আমার পরিবার এখন আমার সবচেয়ে বড় সমালোচক। তারা চায় আমি এমন গল্পে কাজ করি যা সমাজের কাজে লাগে, যেখানে অশ্লীলতা থাকে না। আমি সেই মান বজায় রেখে কাজ করার চেষ্টা করি।”

শায়লা নিজেকে মেইনস্ট্রিম নাটকের বাইরে অন্য এক ঘরানার শিল্পী হিসেবে দেখে থাকলেও সেখান থেকে দূরে সরে যাওয়ার পক্ষে নন। তিনি বলেন, “যারা আমাকে ইউটিউবার বলে ছোট করে, তাদের কথা শোনার সময় ছিল। এখন মনে হয়, আমার যোগ্যতা থাকলে সবাই একদিন আমাকে গ্রহণ করবে। আমি নিজের মতো করে কাজ করছি।”

ব্যক্তিগত সংগ্রামের কথা বলতেই তিনি জানান, “আমি শৈশব থেকে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে অনেক বাধা পেরোতে হয়েছে। তবু আমি হাল ছাড়িনি। আমার জীবন যুদ্ধক্ষেত্রের মতো, বেঁচে থাকার জন্য প্রতিদিন লড়াই করতে হয়।”

সাক্ষাৎকারে শায়লা ভবিষ্যতে আরও বড় পর্দায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি বলেন, “ভালো একজন অভিনয়শিল্পী হতে চাই। সিনিয়রদের সঙ্গে কাজ করতে চাই, শিখতে চাই এবং নারীদের হয়ে কথা বলতে চাই।”

ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে শায়লা জানান, “আমি এখনও বিয়ে করিনি। বিয়ে অবশ্যই করব, কিন্তু কাদের সঙ্গে করব, তা ভাবতে অনেক সময় ভয় পাই। আপাতত কাজের দিকে মনোযোগ দিতে চাই।”

শায়লা সাথীর সংগ্রাম ও সফলতার গল্প অনেক নারীর জন্য অনুপ্রেরণার উৎস। তার বিশ্বাস, “মেয়েকে এই লাইনে ছেড়ে দিলে মেয়ে নষ্ট হয়ে যাবে। সবাইকে নিজের ইচ্ছা ও স্বপ্ন পূরণের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।”

#শায়লাসাথী #নিয়তিরখেলা #মাটিরমেয়ে #নারীশক্তি #বাংলাদেশিনাটক #প্রথমআলো #বাংলাদেশিনির্মাণ #মহিলা_অভিনেত্রী #বাংলাদেশ

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের এনআইডি অনুবি...
15/07/2025

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

বিস্তারিত পড়ুনঃ https://bangla.thedailystar.net/news/bangladesh/election/news-686241

কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব বরাবরই বড় প্ল্যাটফর্ম। লাখো ভিডিও নির্মাতা এখান থেকে আয় করেন। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধ...
15/07/2025

কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব বরাবরই বড় প্ল্যাটফর্ম। লাখো ভিডিও নির্মাতা এখান থেকে আয় করেন। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভিডিও তৈরি ব্যাপক হারে বাড়তে থাকায় ইউটিউব তাদের মনিটাইজেশন নীতিতে কিছু পরিবর্তন এনেছে।

বিস্তারিত পড়ুনঃ https://bangla.thedailystar.net/tech-startup/science-tech-gadgets/app-hack-review/news-686281

সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫, আর এই প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে বাং...
15/07/2025

সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫, আর এই প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুলাই) ফ্রি ফায়ার ক্যাটাগরির এই টুর্নামেন্টে অংশ নিতে রিয়াদে পৌঁছেছে বাংলাদেশি দল রেড হকস (RHK)।

বিশ্বের বিভিন্ন দেশের ১৭টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে রেড হকস। ১৬ জুলাই শুরু হবে বাংলাদেশের ম্যাচ। খেলাগুলো অনুষ্ঠিত হবে তিনটি রাউন্ডে—নকআউট, পয়েন্ট রাশ এবং গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে ২০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে।

রিয়াদে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি জানিয়ে রেড হকস লিখেছে,
"বিসমিল্লাহ... শুরু হলো টিম বাংলাদেশ হিসেবে আমাদের ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর যাত্রা। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দেশের জন্য ভালো কিছু করে নিরাপদে ফিরতে পারি।"

এই প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি অংশগ্রহণ করায় দেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে বইছে উত্তেজনার জোয়ার। সবার নজর এখন রেড হকসের দিকে।

#ইস্পোর্টসবাংলাদেশ #গেমিংনিউজ #বাংলাদেশরিপ্রেজেন্ট

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when Durbeen TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durbeen TV:

Share