On The Way Of Life

On The Way Of Life I rebuke any evil tongue speaking, thinking, and wishing negativity against me

your feelings are always valid. never be afraid to show it, you don't need to be sorry for having emotions. you are not ...
11/06/2025

your feelings are always valid. never be afraid to show it, you don't need to be sorry for having emotions. you are not being dramatic nor sensitive for showing it, sweetie. you have the right to feel whatever you feel.

05/06/2025

মৃত মানুষদের মনে পড়ার আশ্চর্য এক অনুভূতির নাম ঈদ..!!❤️‍🩹

~"শুন্যতা" এক শব্দের গল্প--

জীবনে কখনো কি এমন অনুভব করেছেন যে, You are not enough?�আপনার ভেতরের কোনো কমতি হয়তো আপনাকে আটকে রেখেছে?�তাহলে এই ছোট্ট গ...
05/06/2025

জীবনে কখনো কি এমন অনুভব করেছেন যে, You are not enough?�আপনার ভেতরের কোনো কমতি হয়তো আপনাকে আটকে রেখেছে?�তাহলে এই ছোট্ট গল্পটা আপনার জন্য।
এক লোক রোজ নদী থেকে পানি আনত। তার কাঁধে ঝুলানো থাকত দুটি কলস —�একটি একদম perfect, আর আরেকটি ছিল cracked।
ফাটা কলসটি প্রতিদিন অর্ধেক পানি ফেলে দিত।�সে মনে মনে খুব লজ্জা পেত…মনে করতো তার দ্বারা কিছুই হচ্ছে না। একদিন সে দুঃখ করে লোকটাকে বলল,�আমি খুব দুঃখিত যে, আমি তোমার কাজে আসতে পারছি না। আমি ভাঙা…
পানি বহনকারী হেসে বলল,�তুমি কি খেয়াল করেছো? তোমার পাশের পথটায় রোজ ফুল ফোটে? I planted seeds there because of your crack. তুমি প্রতিদিন ওদের পানি দাও।তোমার ফাটলই ফুল ফোটায়। That’s your purpose.
আমাদের সবার মধ্যেই এমন কিছু না কিছু cracks বা imperfections আছে — যা হয়তো আমরা লুকাতে চাই।�কিন্তু জানেন কি? ওগুলোর মধ্যেই আছে আমাদের আসল সৌন্দর্য, আসল purpose।
Just like that cracked pot, you too are making something beautiful, even if you don’t realize it yet. Embrace your flaws. Own your journey. Always remember, you are not broken — you are blooming.
চিন্তা করে দেখেন তো, আপনাদের কারো কোন "flaw" কি কখনো আপনার strength হয়ে উঠেছে?
Collected :Sajia Tonny

03/06/2025

Be proud of yourself for surviving all the silent struggles you don’t speak about.

কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার ফলে  আমরা খুব চমৎকার একটা জিনিস মিস করতেছি। কি সেটা?...
29/04/2025

কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার ফলে আমরা খুব চমৎকার একটা জিনিস মিস করতেছি। কি সেটা? একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিও-ইকোনমিক সংঘর্ষ । চীন বনাম আমেরিকা।

আপনারা জানেন রিসেন্টলি আমেরিকা চীনা পণ্যের উপর ১৩৫% পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে। চীনও চুপ করে বসে থাকেনি। পাল্টা জবাবে তারা ১৪৫% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছে আমেরিকান পণ্যে।

কিন্তু আসল খেলা শুরু হয়েছে লাক্সারি মার্কেটকে কেন্দ্র করে। কি রকম খেলা?

বিশ্বের সবচেয়ে বেশি লাক্সারি ব্র্যান্ড প্রোডাকশন হয়ে থাকে চীনে। যেমন: Luis Vuitton, Dior, Chanel, Hermes, Gucci, Armani, Prada, Balenciaga, Burberry, Yves Saint Laurent, এমনকি Apple, Samsung, Sony-এর যন্ত্রাংশ পর্যন্ত ম্যানুফ্যাকচার হয় চীনেই।

তাহলে চীন কী করছে?

শুধু ট্যারিফেই নয়, তারা একটা সাইকোলজিক্যাল ও মার্কেটিং বোমা ফাটিয়েছে। লাক্সারি ব্র্যান্ডগুলোর রিয়েল প্রোডাকশন কস্ট এক্সপোজ করে দিয়েছে। টিকটক খুললেই দেখতে পারবেন কি পরিমাণ মার্কেটিং তারা চালাচ্ছে।

ধরেন:

যে Hermes Birkin Bag বিক্রি হয় $25,000 ডলারে, চীনে সেটার প্রোডাকশন কস্ট মাত্র $180।

Dior-এর একজোড়া হিল বিক্রি হয় $1200-এ, অথচ ফ্যাক্টরি কস্ট $40।

Gucci Belt যা বাজারে $700, চীনে প্রোডাকশন কস্ট $25 । Gucci -র একটা টি শার্ট বাজারে $400 কিন্তু চীনে প্রডাকশন কস্ট - $20

এমনকি আইফোনের মডিউলার পার্টস—প্রতি সেটের কস্ট মাত্র $100 । ক্যান ইউ ইম্যাজিন? শুধু সফটওয়্যার ইনস্টল দিয়ে ওরা আইফোনের প্রাইস বানাই দিচ্ছে $1000- $1500.

মজার বিষয় হচ্ছে চীন শুধু এটা এক্সপোজ করেই থেমে থাকেনি। তারা সরাসরি রিয়েল প্রাইস-এ ওই প্রোডাক্টগুলোর OEM (Original Equipment Manufacturer) ভার্সন বিক্রির জন্য অনলাইন মার্কেটপ্লেস পর্যন্ত খুলতেছে।

এই সাইটগুলোতে এখন আপনি ১০,০০০ ডলারের স্যুট পাবেন ১০০ ডলারে। একই মেটেরিয়াল, একই ফিনিশিং, পার্থক্য শুধু লোগোতে। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি উৎকৃষ্ট মানের প্রোডাক্ট কেনেন না আপনি কেনেন ব্রান্ডের লোগো।

চীনের এই কৌশল শুধু মার্কেট ডিসরাপ্ট করছে না, বরং আমেরিকার ব্র্যান্ড ইকুইটির উপর বড় ধরনের থ্রেট তৈরি করছে। এটা নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় Economic Warfare - যেখানে চীন সরাসরি আমেরিকান কনজ্যুমার মার্কেটের পারসেপশন অফ ভ্যালু ভেঙে দিচ্ছে।

চীন বুঝিয়ে দিচ্ছে—Luxury is not quality. It’s branding manipulation. আমেরিকা ভুল জাতির সঙ্গে টেক্কা লাগিয়েছে। হ্যা আমেরিকাকে বিট করার মতো রাষ্ট্র পৃথিবীতে এখনো নাই। তবে নিয়ারেস্ট কনটেন্ডার কেউ থাকলে সেটা চীন ই। আর এই লড়াইয়ে আপাতত চীন এগিয়ে।

Collected from- Nazmus S. Sakib

Address

Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when On The Way Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category