18/09/2025
একজন আপু ইনবক্সে বলেছিলে আফীক কি ইউজ করে সেটা জেনো বলি আরো অনেকেই কমেন্ট করেছেন।
আমি প্রথম থেকে Aveeno শেম্পু+ওয়াশ লোশন এবং ক্রীম ইউজ করায় আফীক কে।
সেনসেটিভ স্কিন বেবিদের জন্য একটা খুব ভাল। বাকি মাদারকেয়ার এর পারপেল ওয়াশ টা আমার বাচ্চার স্কিন বাজে করে দিয়েছিলো জানি না কেন এমন হয়েছিল। আর বেবি প্রোডাক্টে fragrance কম থাকা উচিত। Aveeno তে একদমই নেই। মাঝে আরেকটা ওয়াশ দিয়েছিলাম কিন্তু fragrance অনেক হওয়াতে সেটা বন্ধ করে আবার Aveeno দিচ্ছি।
আফীক এর ১ মাস বয়স থেকে cradle cap হওয়া শুরু করে। সেটার জন্য এভারকেয়ার এর ডক্টর নুসরাত আমাকে একটা শেম্পু সাজেস্ট করেছিলেন সেটা শুধু মাএ cradle cap হলেই ইউজ করতে হতো। আল্লাহর রহমতে সেটা ঠিক হয়ে যায় ১৫/১৬ দিন পর।cradle cap খুবই নরমাল জিনিস নবজাতকের জন্য। এটা নিয়ে ঘাবড়ে যাবেন না কেউ। মাথায় তেল দেয়া বা ঘষে পরিষ্কার করা থেকে বিরত থাকুন।