Maureen

Maureen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maureen, Digital creator, BashundharaR/A, Road 5 block A, Bhatara.

একজন আপু ইনবক্সে বলেছিলে আফীক কি ইউজ করে সেটা জেনো বলি আরো অনেকেই কমেন্ট করেছেন। আমি প্রথম থেকে Aveeno শেম্পু+ওয়াশ লোশন ...
18/09/2025

একজন আপু ইনবক্সে বলেছিলে আফীক কি ইউজ করে সেটা জেনো বলি আরো অনেকেই কমেন্ট করেছেন।
আমি প্রথম থেকে Aveeno শেম্পু+ওয়াশ লোশন এবং ক্রীম ইউজ করায় আফীক কে।

সেনসেটিভ স্কিন বেবিদের জন্য একটা খুব ভাল। বাকি মাদারকেয়ার এর পারপেল ওয়াশ টা আমার বাচ্চার স্কিন বাজে করে দিয়েছিলো জানি না কেন এমন হয়েছিল। আর বেবি প্রোডাক্টে fragrance কম থাকা উচিত। Aveeno তে একদমই নেই। মাঝে আরেকটা ওয়াশ দিয়েছিলাম কিন্তু fragrance অনেক হওয়াতে সেটা বন্ধ করে আবার Aveeno দিচ্ছি।

আফীক এর ১ মাস বয়স থেকে cradle cap হওয়া শুরু করে। সেটার জন্য এভারকেয়ার এর ডক্টর নুসরাত আমাকে একটা শেম্পু সাজেস্ট করেছিলেন সেটা শুধু মাএ cradle cap হলেই ইউজ করতে হতো। আল্লাহর রহমতে সেটা ঠিক হয়ে যায় ১৫/১৬ দিন পর।cradle cap খুবই নরমাল জিনিস নবজাতকের জন্য। এটা নিয়ে ঘাবড়ে যাবেন না কেউ। মাথায় তেল দেয়া বা ঘষে পরিষ্কার করা থেকে বিরত থাকুন।

18/09/2025

পোস্ট টি শেয়ার করার কারন হচ্ছে আমি যখন মা হবার পর পর এসব নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম অনেক জ্ঞানী আফারা কমেন্ট করেছিলেন বয়ষ্ক মানুষ আত্মীয়স্বজন এর নাকি দোয়া লাগে তারা দোয়া দিতেই নাকি এমন ভির করেন। দোয়া দিক সমস্যা কোথায় আমার দিকের আত্মীয়স্বজন এসেছিলো বাচ্চা যখন ২ মাস তখন।
❤️আমার ভাবি এবং ফুপিরা এসব জিনিস মাশাআল্লাহ খুব মেইনটেইন করেন।❤️ ২ মাস পর বাসায় এসে দেখে গেছেন।

হাসপাতালে এসে আমার ন্যাকমি জিনিসটাই পছন্দ না। বাচ্চা কোলে নিতেই হবে এসে আরেকজন এর বাচ্চার সাথে তুলনা করতেই হবে। চুমু দিয়ে ইনফেকশন দিয়ে যেতে হবে।দল বেধে যেয়ে হৈচৈ করতে হবে হাসপাতালে। আমি বাচ্চার দাদা দাদী ছাড়া কারো লুতুপুতুই টলারেট করতে চাইনি। বাচ্চার দাদা দাদীর রাইট আছে কিন্তু বাকিদের অবশ্যই এসব পোস্ট দেখে কিছু শেখা উচিত।

এত সুন্দর ড্রেসটা ছোট হয়ে গেল আফীক এর। কি আর করা ও যখন পেটে তখন কিনেছিলাম।কপালে খামচি দিয়ে কি একটা অবস্থা তার🤣তার নখ আজক...
17/09/2025

এত সুন্দর ড্রেসটা ছোট হয়ে গেল আফীক এর।
কি আর করা ও যখন পেটে তখন কিনেছিলাম।
কপালে খামচি দিয়ে কি একটা অবস্থা তার🤣তার নখ আজকে কাটি কালকে আবার বড় হয়ে যায় 🙆‍♀️

16/09/2025

Aafiq er mama niye ashche ei toy ta ❤️too cute 🥰

15/09/2025

বৃষ্টির দিনে ভিজতে ভিজতে কি চলে আসলো? ☺️ MonowaMart - The Premium Babyshop থেকে? 🤔🤔

In Islam, the name Aafiq is a masculine name of Arabic origin that means "one who has reached the pinnacle (highest poin...
14/09/2025

In Islam, the name Aafiq is a masculine name of Arabic origin that means "one who has reached the pinnacle (highest point) of grace, generosity, or knowledge,"

So he is Aafiq
Not Afiq 😬 guys …

কি কষ্ট!  দাড়াতে গিয়ে মনে হচ্ছিল আত্মা বের হয়ে যাচ্ছে। আল্লাহ কে ডেকে কোন মতে প্রথমদিন নার্সদের সহায়তায় হাটলাম। তারপর যত...
13/09/2025

কি কষ্ট! দাড়াতে গিয়ে মনে হচ্ছিল আত্মা বের হয়ে যাচ্ছে। আল্লাহ কে ডেকে কোন মতে প্রথমদিন নার্সদের সহায়তায় হাটলাম। তারপর যতবার দাড়িয়েছি আশিক পাশে থেকে সাহায্য করেছে। আমাকে খাওয়ানো দাড় করানো ওয়াশরুমে নিয়ে যাওয়া সব সে করেছে। আর প্রতিবার বলতো তুমি পারবা আরে কিছু হবে না। হেটে বাসায় যাবা।❤️

কিভাবে ৫ মাস হয়ে গেল!  পুরো সপ্নের মতন। মনে হচ্ছে এই তহ সেদিন আমি প্রেগন্যান্ট ছিলাম। কত দ্রুত সময় চলে যায় আর বাচ্চারা ও...
12/09/2025

কিভাবে ৫ মাস হয়ে গেল! পুরো সপ্নের মতন। মনে হচ্ছে এই তহ সেদিন আমি প্রেগন্যান্ট ছিলাম। কত দ্রুত সময় চলে যায় আর বাচ্চারা ও কত দ্রুত বড় হয়ে যায়। ছবি গুলো স্মৃতি হয়ে থাকে মাএ।তার বাবা আর আমি এসবই গল্প করি যে কত বড় হয়ে যাচ্ছে ছেলেটা মাশাআল্লাহ। আমাদের জন্য আজকের দিনটা অনেক special ছিল। আমরা ঘুরতে গেলাম তারপর এসে আমি আর আশিক মিলে বাবুর রুমটা সাজালাম।
আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহহুম্মা বারিক।মাশাআল্লাহ।
🎂5️⃣❤️

বাচ্চাদের কোন খেলনা কিনে দেয়া উচিৎ না ⛔️?  অবশ্যই উচিত। তবে সঠিক খেলনাটা বাছাই করুন। রিমোট মোবাইল সরিয়ে খেলনা টা দিয়ে রা...
11/09/2025

বাচ্চাদের কোন খেলনা কিনে দেয়া উচিৎ না ⛔️?
অবশ্যই উচিত। তবে সঠিক খেলনাটা বাছাই করুন। রিমোট মোবাইল সরিয়ে খেলনা টা দিয়ে রাখুন।মোবাইল আসক্তি থেকে দুরে রাখতে তাকে খেলনা কিনে দিন। বই কিনে দিন। গল্প করেন তার সাথে। সময় কাটান। বা বই পড়ে ঘুম পারান।কষ্ট হলে ও আমি এসব এখন করি। কারন আমি তাকে মোবাইল থেকে দুরে রাখতে চাই।
এই প্লে ম্যাট টা আমার বাচ্চার সবচেয়ে পছন্দের খেলনা। এই খেলনা টা আপনারা কিনে দিতে পারেন বাচ্চা অনেক খুশি থাকে একটিভ ও থাকে।
আমি যদি ও এটা আমার ভাবির থেকে গিফ্ট পাই আপনারা অবশ্যই কোন খেলনার পেইজে পেয়ে যাবেন।

Apnara kintu pre order korte paren ❤️❤️
11/09/2025

Apnara kintu pre order korte paren ❤️❤️

Aveeno বেবি ময়েশ্চারাইজার কি বাচ্চার ত্বক ফর্সা করে? 😊না.....!  কোনদিন ও না। এখানে এমন কোন উপাদান ও নেই যা বাচ্চার কালা...
11/09/2025

Aveeno বেবি ময়েশ্চারাইজার কি বাচ্চার ত্বক ফর্সা করে? 😊
না.....! কোনদিন ও না। এখানে এমন কোন উপাদান ও নেই যা বাচ্চার কালার পরিবর্তন করে দিতে পারে। তবে
এটা মূলতঃ
• বাচ্চার ত্বককে নরম ও আর্দ্র রাখে
• শুষ্কতা কমায়
• ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর মজবুত করে

কোনো ময়েশ্চারাইজার, Aveeno সহ, প্রাকৃতিকভাবে বাচ্চার ত্বকের রং পরিবর্তন করতে পারে না। শিশুর গায়ের রং মূলত জেনেটিক্স উপর নির্ভর করে। নিয়মিত কোমল যত্ন, রোদ থেকে সুরক্ষা, আর ভালো পুষ্টি দিলে ত্বক স্বাস্থ্যকর থাকবে। যদি ব্রেস্ট ফিড মা হয়ে থাকেন বেশি করে ভিটামিন এ ও সি খাবেন।
আর বাচ্চা যদি ৬ মাসের উপরে হয় তাকে ও এসব খাবার দেন। ভিটামিন এর অভাবে ও গায়ের রং কালো দেখাতে পারে সাময়িক।

Aveeno খুবি প্রিমিয়াম ব্রেন্ড। Dermatologist-tested এবং বেবি স্কিনের জন্য হাইপোঅ্যালার্জেনিক। ↔️

এটাকে সস্তা ফর্সা হবার ক্রীম বানায় দিসে কিছু সেলার। ভাই বাচ্চাদের জিনিস নিয়ে ভন্ডা কথা বলে হারাম ব্যবসা কইরেন না।
😡🧠😑🙂🙂🙂

Address

BashundharaR/A, Road 5 Block A
Bhatara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maureen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share