hajjnews24.com

hajjnews24.com Latest Hajj news...

ভাগ্যমান স্ত্রী নামাজরত স্বামীর খেদমত করছেন সেই ঐতিহাসিক আরাফাতের ময়দানে, ৪৮ ডিগ্রী গরমে প্রচেষ্টা স্বামী যদি একটু ছায়া ...
16/06/2024

ভাগ্যমান স্ত্রী নামাজরত স্বামীর খেদমত করছেন সেই ঐতিহাসিক আরাফাতের ময়দানে, ৪৮ ডিগ্রী গরমে প্রচেষ্টা স্বামী যদি একটু ছায়া বা ঠান্ডা বা আরাম পায়, এটাই মহবত ❤️
স্বামীর দো'আ এই স্ত্রী'র জন্য আল্লাহ কবুল করুক, আমিন

আরাফাত ময়দান,তাবুতে হাজিরা। মহান রবের শ্রেষ্ঠত ঘোষণা,গুনাহ মাফ ও লাব্বাইক ধ্বনিতে মুখরিত। হে আসমান জমিনের মালিক ক্ষমা কর...
15/06/2024

আরাফাত ময়দান,তাবুতে হাজিরা। মহান রবের শ্রেষ্ঠত ঘোষণা,গুনাহ মাফ ও লাব্বাইক ধ্বনিতে মুখরিত। হে আসমান জমিনের মালিক ক্ষমা কর সকলকে।

হজের আনুষ্ঠানিকতা শুরু, 'লাব্বাইক' ধ্বনিতে মুখরিত হবে মিনা===========সৌদি আরবের মক্কায় চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু...
14/06/2024

হজের আনুষ্ঠানিকতা শুরু, 'লাব্বাইক' ধ্বনিতে মুখরিত হবে মিনা
===========
সৌদি আরবের মক্কায় চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যে সৌদি আরবের মিনায় পৌঁছে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর কেউ হেঁটে, কেউ বাহনে চড়ে সেখানে জড়ো হয়েছেন। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখরিত হবে তাঁবুর শহরখ্যাত মিনার প্রান্তর।

আজ শুক্রবার (১৪ জুন) মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

সারা বিশ্বের প্রায় ২০ লাখ মানুষ এবার হজে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২ হাজার ৭৭২ জন। ৯ জিলহজ (১৫ জুন) আরাফাতের ময়দানে হজের মূলপর্ব অনুষ্ঠিত হবে।

মিনায় অবস্থান করা সুন্নত। তাই হাজিরা সেখানে অবস্থান করবেন। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন, সাফা-মারওয়া সায়ী, তাওয়াফ, দমে শোকর আদায়ের মাধ্যমে আগামী মঙ্গলবার (১৮ জুন) শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম।

হজের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে শুরু হলেও অনেক হজযাত্রীকে বৃহস্পতিবার রাতেই তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করছেন মুয়াল্লিমরা। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশে রওনা হয়েছেন হাজিরা। মিনায় গিয়ে হাজিরা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে।

এরপর ৯ জিলহজ সকাল থেকে আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করবেন হাজিরা। এদিন দুপুর থেকে সুর্যাস্তের আগ পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। মূলত এদিনকেই হজের দিন বলা হয়। দিনটি ইয়াওমুল আরাফা হিসাবেও পরিচিত। এরপর হাজিরা আরাফার ময়দান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মুজদালিফায় রাত যাপন এবং পাথর সংগ্রহ করবেন।

হাজিরা ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে যাবেন। সেখানে তারা বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে মক্কায় পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও সায়ী করবেন। এরপর হাজিরা আবার মিনায় ফিরে ১১ এবং ১২ জিলহজ অবস্থান করবেন। এ সময় প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা।

এবার আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। একইসঙ্গে তিনি মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন।

হজ পালনে মক্কায় ১৩০ বছরের বৃদ্ধা, ফুল দিয়ে বরণ করে নিল সৌদি===========শুরু হয়েছে ইসলামের অন্যতম স্তম্ভ হজের আনুষ্ঠানিকতা...
14/06/2024

হজ পালনে মক্কায় ১৩০ বছরের বৃদ্ধা, ফুল দিয়ে বরণ করে নিল সৌদি
===========
শুরু হয়েছে ইসলামের অন্যতম স্তম্ভ হজের আনুষ্ঠানিকতা। হজ উপলক্ষে ইতোমধ্যে বিশ্বের সব মুসলিম দেশ থেকে বহু নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সৌদি আরবের মক্কা নগরে পৌঁছেছেন।


এসব হাজির মধ্যে অন্যতম সারহৌদা সেটিত। ১৩০ বছর বয়সী আলজেরিয়ান বৃদ্ধা তিনি।

আর তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সৌদি কর্মকর্তারা।

মঙ্গলবার (১১ জুন) সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইহরামের সঙ্গে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান বৃদ্ধা সারহৌদা। সেসময় তাকে ফুল দিয়ে বরণ করে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সেই ঘটনার একটি ভিডিও মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশ হয়েছে।

এতে দেখা গেছে, বিমানবন্দরে ওই বৃদ্ধাকে হুইলচেয়ারে করে নেওয়া হচ্ছে। পরে তাকে ফুলের মালা পরিয়ে দেন বিমানবন্দরের কর্মকর্তারা। তখন সংশ্লিষ্টদের প্রতি দোয়া করতে দেখা যায় ওই বৃদ্ধাকে। তিনি বলতে থাকেন, মহান আল্লাহ সৌদি আরব ও এই দেশের জনগণের মঙ্গল করুন।

ভিডিওটি শেয়ার করে হাজি সারহৌদাকে ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন অনেকে।

এত বয়সেও হজের প্রতি তার আগ্রহ, দৃঢ়চিত্ত ও ধার্মিকতা মুসলিমবিশ্বকে ইসলামের মহিমা ও ধর্ম পালনের এক বার্তা পৌঁছে দিয়েছে।

শুধু মুসলমানরাই নয়, অন্য সম্প্রদায়ের লোকজনও নিজ ধর্ম পালনে সারহৌদার দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার (১৪ জুন) পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। হজ করতে গত ১০ জুন পর্যন্ত ১৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এ বছর ১৫ লাখেরও বেশি হাজি জমায়েত হবে মক্কা-মদিনায়।

আগামী ১৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। পাঁচ দিনের হজে ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে মিনা, আরাফাতের ময়দান ও মুজদালিফা।

তথ্যসূত্র: সিয়াসাত, আল আরাবিয়া

হজের নিয়মকানুন ============= বান্দার সঙ্গে আল্লাহর সেতুবন্ধনের উপায় হলো হজ পালন। যার সামর্থ্য আছে তার জন্য হজব্রত পালন ফ...
14/06/2024

হজের নিয়মকানুন
============= বান্দার সঙ্গে আল্লাহর সেতুবন্ধনের উপায় হলো হজ পালন। যার সামর্থ্য আছে তার জন্য হজব্রত পালন ফরজ।
রাসুলে করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি সঠিকভাবে হজ পালন করেন তিনি আগের সব গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবেন। হজের বিভিন্ন বিষয় নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

হজের ফরজ ৩টি
১। ইহরাম বাঁধা ২।
উ’কুফে আ’রাফা (আরাফাতের ময়দানে অবস্থান) এবং তাওয়াফুয যিয়ারাত
হজের ওয়াজিব ৬টি
১. ‘সাফা ও মারওয়া’ পাহাড়গুলো মধ্যে ৭ বার সায়ি করা।
২. অকুফে মুযদালিফায় (৯ই জিলহজ) অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত একমুহূর্তের জন্য হলেও অবস্থান করা।
৩. মিনায় তিন শয়তান (জামারাত) সমূহকে পাথর নিক্ষেপ করা।
৪. ‘হজে তামাত্তু’ ও ‘কিবরান’ কারিরা ‘হজ’ সমাপনের জন্য দমে শোকর করা।
৫. এহরাম খোলার পূর্বে মাথার চুল কাটা।
৬. মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালে তাওয়াফ করা।
এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নাত অথবা মুস্তাহাব।

তালবিয়া
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক, লা-শারীকা-লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারীকালাক। ’
অর্থ: আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত! আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোনো অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার। আপনার কোনো অংশীদার নেই।
ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ
১. সেলাইযুক্ত যে কোনো কাপড় বা জুতা ব্যবহার, এক্ষেত্রে স্পঞ্জ স্যান্ডেলের ব্যবহার করা
২. মস্তক ও মুখমণ্ডল (ইহরামের কাপড়সহ যে কোন কাপড় দ্বারা) ঢাকা
৩. পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা
৪. চুলকাটা বা ছিড়ে ফেলা
৫. নখ কাটা
৬. ঘ্রাণযুক্ত তৈল বা আতর লাগানো
৭. স্ত্রীর সঙ্গে সংগম করা
৮. যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা
৯. শিকার করা
১০. ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা
১১. চুল দাড়িতে চিরুনি বা আঙ্গুলি চালনা করা, যাতে ছেঁড়ার আশঙ্কা থাকে
১২. শরীরে সাবান লাগানো
১৩. উকুন, ছারপোকা, মশা ও মাছিসহ কোনো জীবজন্তু হত্যা করা বা মারা
১৪. কোনো গুনাহের কাজ করা

হজের প্রকার ও নিয়তসমূহ

প্রথম প্রকার হজে ইফরাদ
বর্ণনা: ওমরাহ ব্যতীত শুধু হজের জন্য ইহরাম বাঁধা এবং হজের সঙ্গে ওমরাহকে না মিলানো। (বদলি হজের জন্যও এই হজ)।
নিয়ত: আল্লাহুমা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াসছির হুলিওয়াতা কাব্বালহুমিনি্ন। (বাংলা নিয়ত- আল্লাহ আমি ইফরাদ হজের উদ্দেশে আপনার সন্তুষ্টির জন্য ইহরাম বাঁধলাম। তা সহজ করে দিন ও কবুল করে নিন)।

দ্বিতীয় প্রকার হজে কিবরান
বর্ণনা: একত্রে একই স্থান থেকে হজ ও ওমরার নিয়ত করে হজের সঙ্গে ওমরাহকে মিলানো এবং একই ইহরামে উভয়টি আদায় করা।
নিয়ত: আল্লাহুমা ইন্নী উরীদুল উ’মরাতা ফায়াচ্ছির লি-ওয়াতাকাব্বাল মিন্নী। (হে আল্লাহ আমি আপনার উদ্দেশে হজে কিবরানের জন্য ইহরাম বাঁধলাম তা সহজ করে দিন ও কবুল করে নিন। )

তৃতীয় প্রকার হজে তামাত্তু
বর্ণনা: একই সফরে পৃথক ভাবে ‘ইহরাম’ পরিধান করে ‘হজ ও ওমরাহ’ আদায় করা। প্রথম ইহরামে ওমরাহর নিয়ত করে তা পালন শেষে চুল কেটে ‘ইহরাম’ খুলে হালাল হয়ে দ্বিতীয়বার নতুন করে হজের নিয়তে ৮ই জিলহজ ‘মক্কা শরীফ’ থেকে হজের জন্য ইহরাম বাঁধা। তামাত্তু করার ইচ্ছা থাকলে প্রথমে ওমরার নিয়ত করে এহরাম বাঁধুন।

হজের নিয়ত
আল্লাহুম্মা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াচ্ছিরহু-লী অ-তাকাব্বালহু মিন্নী। বাংলা নিয়ত- হে আল্লাহ আমি পবিত্র হজ পালনের জন্য ইহরাম বেঁধে নিয়ত করলাম তা সহজ করে দিন এবং কবুল করে নিন।

তাওয়াফের বিবরণ
হাজীদের সর্বপ্রথম কাজই হলো (তামাত্তু ও ক্বেরান কারিরা) নিজের মালছামান গুছিয়ে রেখে পাক পবিত্র হয়ে মোটেই দেরি না করে ‘হারাম শরিফে’ হাজিরা দেওয়া এবং ‘তাওয়াফ’ করা। ওমরাহ এবং হজের তাওয়াফ ব্যতীত নফল তাওয়াফ ও করা যায়। যেমন- রাসূল (সা.), সাহাবা-আওলিয়া, আহলে বাইত, মা-বাবা, পীর-উস্তাদ ও অন্যান্য মুরুব্বি বা সন্তানদের স্মরণে বা তাদের নামে তাওয়াফ করা।

তাওয়াফের ওয়াজিবসমূহ
১. শরীর পাক-সাফ রাখা, অজু করা। নারীদের হায়েজ নেফাছ অবস্থায় তাওয়াফ করা জায়েজ নাই।
২. ছতর ঢাকা। অর্থাৎ যেটুকু ঢাকা প্রত্যেক পুরুষ-নারীর জন্য ফরজ।
৩. ‘হাতীমে কা’বার’ বাইরে থেকে ‘তাওয়াফ’ করা।
৪. পায়ে হেঁটে ‘তাওয়াফ’ করা। অক্ষম ব্যক্তি হুইল চেয়ারে বসে ‘তাওয়াফ’ করতে পারেন।
৫. ‘হাজের আসওয়াদ’ থেকে শুরু করে ডানদিক দিয়ে ‘তাওয়াফ’ শুরু করা।
৬. এক নাগাড়ে বিরতিহীনভাবে ‘সাতবার চক্কর’ দিয়ে ‘তাওয়াফ’ পূর্ণ করা।
৭. ‘সাত চক্করে’ এক ‘তাওয়াফ’, এটা পূর্ণ হলেই ‘তাওয়াফের’ নামাজ পড়া।

তাওয়াফের সুন্নত কার্যাবলী
১. ‘তাওয়াফে’র শুরুতে ‘হাজারে আসওয়াদ’ এর দিকে মুখ করা।
২. সম্ভব হলে ‘হাজের আসওয়াদ’ চুম্বন করা। নতুবা হাত দ্বারা দূর থেকে ইশারা করা, এবং মুখে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ’ বলা।
৩. ‘হাজের অসওয়াদ’ বরাবর দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা’র ন্যায় উভয় হাত সিনা পর্যন্ত উঠান।
৪. যে ‘তাওয়াফে’র পরে ‘সাঈ’ আছে তাতে ‘এযতেবা’ করা। অর্থাৎ ইহরামের চাদরের (উপরের অংশের) দুই মাথা ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর ফেলে দেওয়া।
৫. ‘সাঈ’ যুক্ত ‘তাওয়াফে’র প্রথম তিন চক্করে ‘রমল’ করা। অর্থাৎ বীরের মতো হেলে দুলে জোর কদমে (একের পর এক পা ফেলে) চলা।
৬. বাকি চার চক্কর সাধারণ গতিতে (ধীরে ধীরে) সম্পন্ন করা।
৭. প্রত্যেক চক্কর তাওয়াফ শেষ করে এবং শেষ চক্করেরও পরে ‘হাজের অসওয়াদ’কে চুম্বন করা। সম্ভব না হলে দূর থেকে ইশারা করে

বিসমিল্লাহে আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ’দোয়াটি পাঠ করা এবং ৩ নম্বর নিয়মের ন্যায় দাঁড়িয়ে ইশারা করে ‘তাওয়াফ’ শেষ করা।

তাওয়াফের নিয়ত
আল্লাহুম্মা ইন্নী উরীদু তাওয়াফা বাইতিকাল হারাম ফায়াচ্ছিরহু-লী, ওয়া তাক্বাব্বাল-হু-মিন্নী, সাবাআ’তা আশ্ওয়াতি্বন লিল্লাহি তায়া’লা। বাংলায় নিয়ত- হে আল্লাহ আমি তাওয়াফ পালনের জন্য নিয়ত করলাম।

সায়ির নিয়ম
‘হজ ও ওমরাহ’ ছাড়া নফল ‘তাওয়াফে’র কোনো সায়ি নাই। কারো নামে ওমরাহ করতে হলেও সায়ি করতে হবে। সায়ি অর্থ দৌড়ানো। এটা ‘ছাফা’ পাহাড় থেকে প্রথমে শুরু করতে হবে। ছাফা থেকে মারওয়া। মারওয়া থেকে ছাফায়।
এভাবে সাতবার সায়ির সময় প্রথম তিন চক্কর সবুজ বাতির মাঝের অংশটুকু দৌড়ে দৌড়ে হেলে দুলে যাওয়া সুন্নাত (পুরুষদের জন্য)। পরের চার চক্কর সাধারণ গতিতে সম্পন্ন করতে হবে।

সায়ির সহজ দোয়া
সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা-হাওলা, ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আ’লিয়্যিল আ’যীম, রাবিবগফির ওয়ারহাম ওয়াআনতাল আ-আজ্জুল আকরাম।

সায়ির কুরআনি দোয়া

‘ইন্নাছ ছাফা ওয়াল মারওয়াতা মিন শাআ’ইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও-ই’ তামারা ফালা জুনাহা আ’লাইহি আইয়াত্ত্বাওয়াফা বিহিমা ওমান তাত্বাওয়াআ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুন আ’লীম। ’

এ দুই দোয়া সাতবার চক্করের সময় হাঁটতে চলতে পড়তে হবে। পরেরটি না পারলে উপরেরটিই যথেষ্ট হবে।
সূত্র: ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইট

আজ থেকে শুরু হাজিরা মিনার উদ্দেশ রওনা দিলেন!! বিশ্বের বিভিন্ন  প্রান্ত থেকে আসা ৩০ লক্ষাধিক ধর্ম প্রাণ মুসালমান মিনার উদ...
14/06/2024

আজ থেকে শুরু হাজিরা মিনার উদ্দেশ রওনা দিলেন!!
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০ লক্ষাধিক ধর্ম প্রাণ মুসালমান মিনার উদ্দেশ রওনা হবেন! লাখ লাখ মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক প্রকমিপ্ত হবে পবিত্র মিনা।।
আল্লাহ্‌ যেনো সকল হাজীগনের এবং আমার হজ্জ কবুল করেন ,
আমিন!!



মক্কার আরাফাতে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাবালে রহমতের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ...
09/06/2024

মক্কার আরাফাতে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাবালে রহমতের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। হজের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়াদানের পাশে কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করেন.

07/06/2024

আলহামদুলিল্লাহ।
সৌদি আরবে জিলহজ্ব মাসের চাদঁ দেখা গিয়েছে।আগামী ১৫ জুন শনিবার পবিত্র আরাফাত দিবস বা (হজ্জের দিন)।
আল্লাহ্ সকলের হজ্ব কবুল করুক।
আমিন

07/06/2024

পবিত্র হজ ২০২৪ প্রতিদিনের বুলেটিন

(সৌদি): ০৬ জুন, ২০২৪ (১৪৪৫ হিজরী); রাত ২৩:৫৯ (বাংলাদেশ): ০৭ জুন, ২০২৪ রাত ০২:৫৯

সর্বশেষ অবস্থা ০৬ জুন, ২০২৪(সৌদি সময়)খ্রি. পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):

আগত সর্বমোট হজযাত্রী ৬৭,১৩৮ জন
আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪,৫৫০ জন
আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬২,৫৮৮ জন
মোট আগত ফ্লাইট সংখ্যা ১৭২ টি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯০ টি
সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫৬ টি
ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৬ টি
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ২৮,৬৯০ টি
সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১৩,৮৫০ টি
সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ১০০% ; বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা – ১০০% ;
সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১২ জন হজযাত্রী/হাজী; পুরুষ: ১১; মহিলা: ১; মক্কা: ৯; মদিনা: ৩; জেদ্দা: ০; মিনা: ০; আরাফা: ০; মুজদালিফা: ০

একনজরে হজ ২০২৪ এর কার্যক্রম:

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৫ জুন, ২০২৪ খ্রি.
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯ টি
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে, ২০২৪ খ্রি.
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ১২জুন, ২০২৪ খ্রি.
সরকারী হজযাত্রীর কোটা ৪,৫৬২
বেসরকারী হজযাত্রীর কোটা ৮০,৬৯৫
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, ২০২৪ খ্রি.
হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই, ২০২৪ খ্রি.


সর্বশেষ মৃত্যু:

We regret to inform that SK. ARIFUL ISLAM (57), Passport No. is E00111905 , expired (Inna Lillahi wa inna ilaihi rajiun) on 2024-06-06.

আইটি হেল্পডেস্ক।
,

পুরো দমে চলছে মিনা ময়দানের প্রস্তুতি। আল্লাহর মেহমানদের গ্রহণে প্রস্তুত হচ্ছে তাবুগুলো।    , ,
06/06/2024

পুরো দমে চলছে মিনা ময়দানের প্রস্তুতি। আল্লাহর মেহমানদের গ্রহণে প্রস্তুত হচ্ছে তাবুগুলো।
, ,

হে আল্লাহ আমাদের এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমীন।
06/06/2024

হে আল্লাহ আমাদের এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমীন।

মাতাফের আজকের অবস্থা 6 জুন 2024
06/06/2024

মাতাফের আজকের অবস্থা
6 জুন 2024

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when hajjnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to hajjnews24.com:

Share