Srabon Patwary

Srabon Patwary এই পেজের ৯৯% পোস্টই সংগৃহিত!আপনার কোনো লেখা কিংবা ছবির ক্রেডিট মিস হলে পেজের ইনবক্সে নক করবেন. শ্রাবণ
(1)

13/07/2025

কুয়েত 🥰 #কুয়েত #ফেনী #প্রবাসি #সৌদি Srabon Patwary

12/07/2025

চাঁদা দে না হয় তোর জীবন দে🫰🏻

09/07/2025

শব্দ ছাড়া কান্না আর টাকা ছাড়া জীবন 🥺
কতটা কষ্টের একমাত্র পুরুষ মানুষ'ই জানে...🧠🤦

দুর্ভাগা ফেনী! ২৪ ঘন্টায় রেকর্ড ৪৪১ মি.মি বৃষ্টিপাত, পটুয়াখালীতে ২৪৮।১.১৮৮৪ সালের পর নবীনচন্দ্র সেন জলাবদ্ধতা নিরসন ও নৌ...
08/07/2025

দুর্ভাগা ফেনী!
২৪ ঘন্টায় রেকর্ড ৪৪১ মি.মি বৃষ্টিপাত, পটুয়াখালীতে ২৪৮।

১.
১৮৮৪ সালের পর নবীনচন্দ্র সেন জলাবদ্ধতা নিরসন ও নৌকা চলাচলে দাউদপুর খাল হতে ট্রাঙ্ক রোডের পূর্বপাশে আরেকটি খাল বের করে শহিদ মিনার পর্যন্ত টেনে আনেন।
২০০৭ সালে সিডরের পর সুগম হল 'জলবায়ু ফান্ড' এর পথ। এই খালের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে ৮ ফুট বক্স ড্রেনের মধ্য দিয়ে। একইভাবে আরও একটি খাল একই আকারে বাক্সবন্দি হয়েছে দাউদপুর হতে রাস্তার পশ্চিমপাশে।

২.
ফেনীতে একবার সংবাদ শিরোনাম হয়েছিল- 'পাগলীটি মা হয়েছে, বাবা হয়নি কেউ'। পাগলীছরা খালটি একই ভাগ্যবরণ করেছে। অন্ততঃ ১০ জায়গায় খালটি লুটপাট হয়েছে, মুরগিবাজারের শেষপ্রান্তে খালের ওপরেই দোকান তুলল খোদ পৌরসভা! দুঃখিত, পৌরসভার প্রাণ নেই, পড়ুন পৌর পরিষদ।

৩. ফেনী শিশু নিকেতনের সামনে যে খালটিতে পানির তোড়ে আমার কৈশোরে একবার সেন্ডেল ভেসে গিয়েছিল। সেই খালটি এখন আর দেখি না। আরাল সাগরের মতো! হারিয়ে গেছে।

বাজারের ভেতর পুকুর, পশ্চিম উকিলপাড়া ও পোদ্দার বাড়ির পুকুরে শৈশবের স্মৃতিগুলো জাল বসিয়েও ধরা যাচ্ছে না, পুকুরসহ সব নাই হয়ে গেছে। আলিয়া মাদ্রাসার নাম করে লুটেপুটে খাওয়া হয়েছে পুকুর, গড়ে তোলা হয়েছে নকশা, ফাউন্ডেশন ছাড়া তিনতলা মার্কেট। মিজান রোডের দক্ষিণে দীর্ঘকায় জলাধারটি স্বয়ং সড়ক ও জনপথ নিজেরাই সাবাড় করে দিয়েছে। মুক্তবাজারের পেছনের পুকুরটিও নেই। পথ নেই, তা না হলে পিটিআই'র পেছনে জেলা পরিষদের পুকুরটিও হাওয়া করে দিত।

এরকম বহু বহু বহু বহু

এবার কথা হল, পানি যাবে কোথায়?

copy post by আরিফ রিজভী ভাই

Srabon Patwary #ফেনী #বন্যা

03/07/2025

এই হচ্ছে আপনাদের বাবা কিংবা ভাই নামক টাকা মেশিন টা🥺 #কুয়েত #হাসাবিয়া মধু ওয়ালা

সৌদি আরবে গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পরে,অবশেষে আজ তাকে তার গাড়ির ভিতরে মৃ/ত অবস্থায় পাওয়া যাই *** গত কয়েদিন ধরে তিনি ম...
03/07/2025

সৌদি আরবে গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পরে,অবশেষে আজ তাকে তার গাড়ির ভিতরে
মৃ/ত অবস্থায় পাওয়া যাই
*** গত কয়েদিন ধরে তিনি মানুষিক দূরচিন্তা ভুগছিলেন, ধরনা করা হচ্ছে তিনি কোন এক সময় গাড়িতে স্টক করে মা/রা গেছেন।
তথ্যমতে তার নাম: ফয়সাল হোসেন গ্রামের বাড়ি: মুগুজী, থানা বড়ুরা, কুমিল্লা।

উনি থাকতেন সৌদি আরব রিয়াদ আবু বকর রোড এলাকায়।

তার সহকর্মী এবং বন্ধুদের ভাষ্যমতে বিয়ের পর থেকে সে খুব দুশ্চিন্তায় দিন পার করতেন।

আর এই দুশ্চিন্তা ধীরে ধীরে তাকে মানসিক রোগী করে তোলে।

একপর্যায়ে আজ সে না ফেরার দেশে চলে গেলেন নিজ গাড়িতে স্ট্রোক করে।
( রিপোর্ট টি পাঠিয়েছেন ইকবাল খান সৌদি থেকে)

Note. যদি এই তথ্য টি মিথ্যা হয় তাহলে তাৎক্ষণিক পোস্ট রিমুভ করে দেওয়া হবে ধন্যবাদ সংগৃহীত

#প্রবাসি #সৌদি

আজ রাত ১২টার পর বা ১লা জুলাই ২০২৫ থেকে কুয়েতে ১৮ নাম্বার কর্মরত সকল প্রবাসী কর্মীর জন্য এক্সিট পারমিট (Exit Permit) নেওয়...
30/06/2025

আজ রাত ১২টার পর বা ১লা জুলাই ২০২৫ থেকে কুয়েতে ১৮ নাম্বার কর্মরত সকল প্রবাসী কর্মীর জন্য এক্সিট পারমিট (Exit Permit) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য এটি প্রয়োজন ছিল।

** আবেদন প্রক্রিয়া:

* এক্সিট পারমিটের জন্য আবেদন Sahel অ্যাপ্লিকেশন বা Ashal পোর্টালে একটি অফিসিয়াল অনলাইন ফর্ম ব্যবহার করে জমা দিতে হবে।

* আবেদনে আপনার সিভিল আইডি নম্বর এবং ব্যক্তিগত তথ্য উল্লেখ করতে হবে।

* আবেদনের পর আপনার নিয়োগকর্তা বা তার অনুমোদিত প্রতিনিধিকে Sahel Business অ্যাপ বা Ashal পোর্টালের মাধ্যমে এটি অনুমোদন করতে হবে।

* অনুমোদিত হয়ে গেলে এক্সিট পারমিটটি আপনার সিভিল আইডির সাথে লিঙ্ক করা হবে বা আপনার কাছে Sahel app এ নোটিফিকেশন আসবে, তারপর আপনি খুব সহজে স্ক্রিনশট বা PDF ফাইল ডাউনলোড করতে পারবে। Exit permit বিমানবন্দরে যাচাই করার সময় দেখাতে হবে।

*** আবেদনের সময়সীমা: ভ্রমণের ২৪ ঘণ্টা থেকে ৭ দিন আগে আবেদন করতে হবে।

▪️ ছুটি থেকে আসার জন্য কোন পেপার দরকার নাই।

▪️খাদেম (২০) নাম্বার আকামাদারীদের জন্য এই নিয়ম করা হয়নি।

▪️ ১৭ নাম্বার (Government Employee) জন্য আগে থেকে এই নিয়ম আছে।

▪️ ২২ নাম্বার ফ্যামিলি আকামাদারীদের জন্য এই নিয়ম করা হয়নি।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন। New Exit Permit Rule Kuwait

© Srabon Patwary #কুয়েতSrabon Patwary

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছেলে সাজ্জাদ হোসেন শাওন। ফেনী শহরে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নি-খোঁজ। এখনো সন্ধান ...
29/06/2025

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছেলে সাজ্জাদ হোসেন শাওন। ফেনী শহরে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নি-খোঁজ। এখনো সন্ধান মিলেনি। তার বাবা শাখাওয়াত হোসেন সন্তানের শোকে পাগলপ্রায়। কেউ যদি সন্ধান পান পরিবারের মোবাইল নাম্বারে ০১৯৬৯৭৪৬০০৫ যোগাযোগ করেন।

20/06/2025

নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানী ,
আমার জীবন এবং আমার মৃত্যু -
সবই আল্লাহর জন্য 🤲

20/06/2025

আসসালামু আলাইকুম 🫡

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Srabon Patwary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Srabon Patwary:

Share