Siam Lifestyle

Siam Lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siam Lifestyle, Digital creator, Bhola Nagar.

আলহামদুলিল্লাহ 🙏আজ আমি নিজের তৈরি করা অ্যাপস ব্যবহার করে লাইট ও মোটর কন্ট্রোল করতে সক্ষম হয়েছি।এটা আমার জন্য একটা বড় আনন...
26/09/2025

আলহামদুলিল্লাহ 🙏
আজ আমি নিজের তৈরি করা অ্যাপস ব্যবহার করে লাইট ও মোটর কন্ট্রোল করতে সক্ষম হয়েছি।
এটা আমার জন্য একটা বড় আনন্দের মুহূর্ত, কারণ শুরু থেকে নিজেই পরিশ্রম করে এই অ্যাপ তৈরি করেছি।

🔹 নিজের অ্যাপ → নিজের নিয়ন্ত্রণ
🔹 লাইট অন/অফ → সফল
🔹 মোটর কন্ট্রোল → সফল

ইনশাআল্লাহ ভবিষ্যতে এই অ্যাপকে আরও উন্নত করে আরও অনেক ফিচার যোগ করবো, যাতে সবার উপকারে আসে। 🌸

25/09/2025
💻 কিবোর্ডের লুকানো FN Key এর রহস্য! লুকিয়ে আছে ২০+ শর্টকাট ট্রিক! 😲🎹 কিবোর্ডের FN Key কী?👉 FN (Function) Key হলো একটি বি...
24/09/2025

💻 কিবোর্ডের লুকানো FN Key এর রহস্য! লুকিয়ে আছে ২০+ শর্টকাট ট্রিক! 😲
🎹 কিবোর্ডের FN Key কী?
👉 FN (Function) Key হলো একটি বিশেষ কী যা মূলত ল্যাপটপ কিবোর্ডে বেশি ব্যবহার হয়।
👉 এটি অন্য কী-এর সাথে কম্বিনেশন করে কাজ করে।

🖥️ FN কী-এর সাধারণ ব্যবহার (Laptop & Some Keyboard Models):
🔊 সাউন্ড কন্ট্রোল

1️⃣ FN + F1 → 🔇 Sound Mute/Unmute
👉 এই কমান্ড চাপলে ল্যাপটপের সাউন্ড একদম বন্ধ হয়ে যাবে (Mute)। আবার একইভাবে চাপলে পুনরায় চালু হবে।

2️⃣ FN + F2 → 🔉 Volume Down
👉 এই শর্টকাট ব্যবহার করে দ্রুত ভলিউম কমানো যায়, মাউস বা মিক্সারে না গিয়েই।

3️⃣ FN + F3 → 🔊 Volume Up
👉 ভলিউম বাড়ানোর জন্য ব্যবহার হয়। গান/ভিডিও দেখার সময় খুব কাজে লাগে।

💡 স্ক্রিন ব্রাইটনেস (Brightness Control)

4️⃣ FN + F4 → 🌑 Brightness Down
👉 স্ক্রিনের আলো কমানোর জন্য ব্যবহৃত হয়। রাতে বা অন্ধকার রুমে কাজ করার সময় চোখের আরাম দেয়।

5️⃣ FN + F5 → ☀️ Brightness Up
👉 আলো বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। দিনের আলো বা উজ্জ্বল পরিবেশে কাজ করার সময় কাজে লাগে।

🖥️ ডিসপ্লে/স্ক্রিন কন্ট্রোল

6️⃣ FN + F6 → 📴 Screen Off/On
👉 এই কমান্ড চাপলে স্ক্রিন অফ হয়ে যায়। তবে ল্যাপটপ চালু থাকে। আবার চাপলে স্ক্রিন চালু হয়।

7️⃣ FN + F7 → 🖥️➡️📺 Display Switch
👉 ল্যাপটপের ডিসপ্লে থেকে প্রজেক্টর বা অন্য মনিটরে স্ক্রিন পাঠানোর জন্য ব্যবহৃত হয়। প্রেজেন্টেশন দেওয়ার সময় খুব দরকারি।

8️⃣ FN + F8 → 📶 Wi-Fi On/Off
👉 Wi-Fi মডিউল চালু বা বন্ধ করার জন্য ব্যবহার হয়। ইন্টারনেট দ্রুত অফ করতে চাইলে এটি কাজে লাগে।

🎵 মাল্টিমিডিয়া কন্ট্রোল

9️⃣ FN + F9 → ⏯️ Play/Pause
👉 গান বা ভিডিও প্লে/পজ করার শর্টকাট।

🔟 FN + F10 → ⏮️ Previous Track
👉 আগের গান বা ভিডিওতে যেতে ব্যবহার হয়।

1️⃣1️⃣ FN + F11 → ⏭️ Next Track
👉 পরের গান বা ভিডিও চালানোর জন্য।

1️⃣2️⃣ FN + F12 → ⏏️ DVD Drive Open (যদি থাকে)
👉 কিছু ল্যাপটপে DVD/CD Drive থাকলে এটি খুলতে ব্যবহার হয়।

⌨️ কিবোর্ড ও মিডিয়া বিশেষ ফাংশন

1️⃣3️⃣ FN + ↑ (Arrow Up) → 🔊 Volume Up
👉 কিছু ল্যাপটপে Volume বাড়ানোর কাজ করে।

1️⃣4️⃣ FN + ↓ (Arrow Down) → 🔉 Volume Down
👉 কিছু ল্যাপটপে Volume কমানোর কাজ করে।

1️⃣5️⃣ FN + ← (Arrow Left) → ⏮️ Media Back
👉 আগের মিডিয়া/গান চালাতে কাজে লাগে।

1️⃣6️⃣ FN + → (Arrow Right) → ⏭️ Media Forward
👉 পরের গান/ভিডিও চালাতে ব্যবহার হয়।

1️⃣7️⃣ FN + Space → 💡 Keyboard Backlight On/Off
👉 ল্যাপটপের কিবোর্ড ব্যাকলাইট অন বা অফ করার জন্য। রাতে টাইপ করার সময় বিশেষ উপকারী।

1️⃣8️⃣ FN + Esc → 🔁 FN Lock / Unlock
👉 বারবার FN চাপার ঝামেলা এড়াতে FN Lock দেওয়া যায়। তখন সরাসরি F1–F12 চাপলেই কাজ করবে।

🖥️ সিস্টেম কন্ট্রোল

1️⃣9️⃣ FN + Delete → ☠️ Sleep Mode
👉 ল্যাপটপকে স্লিপ মোডে নেওয়ার জন্য ব্যবহার হয়। এতে ব্যাটারি বাঁচে এবং আবার দ্রুত চালু করা যায়।

2️⃣0️⃣ FN + NumLock → 🔢 Numpad Enable/Disable
👉 কিছু ল্যাপটপে আলাদা Numpad না থাকায় FN + NumLock চাপলে লেটার কী (J, K, L ইত্যাদি) Numpad-এর মতো কাজ করে। আবার একইভাবে চাপলে সাধারণ অক্ষর ফিরে আসে।

🔐 FN Lock কী?

👉 অনেক সময় বারবার FN চাপা ঝামেলার হয়।
👉 এজন্য FN + Esc / FN + Caps Lock দিয়ে FN Lock করা যায়।
👉 তখন সরাসরি F1–F12 চাপলেই শর্টকাট চালু হবে।

📝 সংক্ষেপে

🎧 Sound Control → FN + (F1–F3)

💡 Brightness Control → FN + (F4–F5)

🖥️ Display Control → FN + (F6–F7)

🌐 Wi-Fi & Media → FN + (F8–F12)

⌨️ Keyboard Light & Extra Functions → FN + (Space/Arrow/Other Keys)

👉 পোস্টটি Share করে রাখুন 🔖 কাজে লাগবে ১০০%!
👉 বন্ধুদের সাথে শেয়ার করুন 📤 যেন তারাও জানে!
👉 আপনি কোন FN Key Shortcut সবচেয়ে বেশি ব্যবহার করেন? কমেন্টে জানাও 💬
👉 কমেন্টে লিখুন ⌨️ “FN Master” – যদি সবগুলো ট্রাই করতে চান!

রাসূল (সাঃ) বলেনঃ যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে তাঁর প্রতিটি আমলের সমান নেকি পাবে।(সহীহ মুসলিম- (১৮৯৩) তিরমিযী-(২৬৭...
22/09/2025

রাসূল (সাঃ) বলেনঃ যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে তাঁর প্রতিটি আমলের সমান নেকি পাবে।

(সহীহ মুসলিম- (১৮৯৩) তিরমিযী-(২৬৭১)

হাতে সময় থাকলে গল্পটা পড়ুন, ভালো লাগবে।♦ স্যার, আমার যে এতো বই পড়েছি, কিন্তু বেশীরভাগ তথ্যই আমার এখন মনে নেই। ♦ তাহলে এত...
21/09/2025

হাতে সময় থাকলে গল্পটা পড়ুন, ভালো লাগবে।
♦ স্যার, আমার যে এতো বই পড়েছি, কিন্তু বেশীরভাগ তথ্যই
আমার এখন মনে নেই।
♦ তাহলে এত বই পড়ে কি লাভ?"
♦ একজন স্টুডেন্ট তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটি একদিন জিজ্ঞেস করেছিল।
♦ শিক্ষক এই ব্যাপারে মৌন ছিলেন, তিনি প্রথম দিন কোন উত্তর দিলেন না।
♦ কিছুদিন পর নদীর ধারে সেই স্টুডেন্ট এবং শিক্ষকের মধ্যে একদিন দেখা হয়, শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বললো - "যাও, নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্যে এক পাত্র পানি নিয়ে আসো", পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল।
♦ ছাত্রটি কিছুটা বি'ভ্রান্তিবোধ করলো, এটা অযৌক্তিক আদেশ, একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে পানি নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু শিক্ষকের আদেশ অমান্য করা যাবে না, তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেল পানি নিয়ে আসার জন্যে।
♦ পাত্র ভর্তি করে সে পানি নিয়ে উপরে উঠে এলো, কিন্তু বেশি দূর যেতে পারলো না, কয়েকটা কদম দেওয়ার সাথে সাথেই পানিগুলো সব ছিদ্র দিয়ে নিছে পড়ে গেল।
♦ সে আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু সে ব্যার্থ হলো এবং হ'তাশাবোধ করলো।
♦ এভাবে আরও কয়েকবার চেষ্টা করার পরেও সে পানি নিয়ে পৌঁছাতে পারলো না, সে খুব ক্লান্ত হয়ে পড়ল।
♦ তারপর সে শিক্ষকের নিকট ফিরে গিয়ে বললো - "আমি ব্যর্থ হয়েছি, আমি এই পাত্রটিতে পানি নিয়ে আসতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন।"
♦ ছাত্রের কথা শুনে শিক্ষক কোমল একটি হাসি দিলেন এবং ছাত্রকে উদ্দ্যেশ্য করে তিনি বললেন - "না, তুমি ব্যর্থ হওনি।
♦ পাত্রটির দিকে তাকিয়ে দেখ, এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে, একদম নতুন একটি পাত্রের মত দেখাচ্ছে।
♦ ছিদ্রগুলো দিয়ে যতবারই পানি পড়েছে ততবারই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে।
♦ যখন তুমি কোন বই পড় তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে, তোমার ব্রেইন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মত, আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে পানির মত।
♦ তাই যখন তুমি কোন বই পড় এর সব কিছু মনে রাখতে পারো না।
♦ কিন্তু তুমি একটা বই পড়ে এর সবগুলো তথ্য মনে রাখতে পারলে কিনা সেটা তেমন গুরুত্বপূর্ন কোন বিষয় না।
♦ কারণ বই পড়ে তুমি যেসব ধারণা, জ্ঞান, আবেগ, অনুভূতি, উপলব্দি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে, যতবার তুমি একটি বই পড়ে শেষ কর ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে, প্রতিবার তোমার পু'নর্জন্ম হয়,
♦ ফলে তুমি আরও বিশুদ্ধ একজন মানুষে পরিণত হও।
♦ এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য।"

21/09/2025

লিথিয়াম-আয়ন ব্যাটারির ধরন ও ব্যবহার

🔋 আজকাল ইলেকট্রনিক্স ও রিচার্জেবল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যাটারি। কিন্তু অনেকেই জানেন না, লিথিয়াম-আয়ন ব্যাটারিরও বিভিন্ন ধরন আছে। আসুন দেখে নেই –

✅ NCR (Nickel Cobalt Rechargeable)
👉 ক্যাপাসিটি বেশি, দীর্ঘ সময় চলে
👉 ব্যবহার: টর্চলাইট, পাওয়ার ব্যাংক

✅ INR (Lithium Nickel Manganese Cobalt Oxide)
👉 নিরাপদ ও ব্যালান্সড
👉 ব্যবহার: ইলেকট্রিক কার, পাওয়ার টুলস, ই-বাইক

✅ ICR (Lithium Cobalt Oxide)
👉 এনার্জি ডেনসিটি বেশি, তবে নিরাপত্তা কম
👉 ব্যবহার: ল্যাপটপ, মোবাইল

✅ IMR (Lithium Manganese Oxide)
👉 অল্প সময়ে বেশি কারেন্ট দিতে সক্ষম
👉 ব্যবহার: ভেপিং ডিভাইস, হাই-পারফরম্যান্স বাইক, ড্রিল মেশিন

---

✨ সহজ কথায়:

বেশি সময় চলবে → NCR

নিরাপদ + ব্যালান্সড → INR

মোবাইল/ল্যাপটপ → ICR

হাই পাওয়ার দরকার → IMR

---

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।3. MidJourney.com – সে...
03/09/2025

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।
2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।
3. MidJourney.com – সেকেন্ডে আর্ট বা ছবি তৈরি করে।
4. Hellowarrant.com – মার্কেটিং কমপ্লায়েন্সের জন্য এআই সহায়তা।
5. Heygen.com – এআই অবতার তৈরি করে।
6. Soundraw.io – কয়েক সেকেন্ডে গান বানায়।
7. Ranked.ai – গুগলে র‌্যাঙ্ক বাড়াতে সাহায্য করে।
8. Submagic.co – লম্বা ভিডিওকে ছোট ক্লিপে পরিণত করে।
9. SlidesAI.io – স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করে।10. PicWish.com – দ্রুত ছবি এডিট করে।
11. Fastread.io – ইবুক তৈরি করো সহজেই।
12. Bibley.io – বাইবেল স্টাডির জন্য এআই টুল।
13. Manus.im – যেকোনো অ্যাপ কোড করে দেয়।
14. Capsho.com – পডকাস্টকে কনটেন্টে রূপান্তর করে।
15. Webinarkit.com – ওয়েবিনারের জন্য এআই টুল।
16. Creatorunlock.com – ইউটিউব ক্রিয়েটরদের সহায়তা করে।
17. Grok.com – সব সমাধান দেয়, তবে একটু রসিক ভঙ্গিতে।
18. Adcreative.ai – বিজ্ঞাপনের জন্য দুর্দান্ত এআই টুল।
19. Canva.com – ডিজাইন করো যেকোনো কিছু।
20. Fastphoto.io – এআই হেডশট ছবি তৈরি করে।
21. askcoachken.com – এআই সম্পর্ক বিষয়ক কোচ।
22. threadmaster.ai – ভাইরাল ফেসবুক থ্রেড তৈরি করে।
23. V0.dev – ফ্রন্টএন্ড মকআপ তৈরি করো সহজে।
24. suno.com – এআই দিয়ে গান তৈরি করো।
25. keywordsearch.com – বিজ্ঞাপনের কনভার্সন বাড়ায়।
26. labs.google – গুগলের এআই ভিডিও মেকার।
27. Beautiful.ai – ঝকঝকে এআই প্রেজেন্টেশন বানায়।
28. Remove.bg – সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দেয়।
29. Uizard.io – স্কেচকে UI মকআপে রূপান্তর করে।
30. Aiva.ai – এআই দিয়ে সুর তৈরি করে।
31. AnimaApp.com – ডিজাইনকে কোডে রূপান্তর করে।
32. Replika.ai – এআই সম্পর্ক সঙ্গী।
33. notebooklm.google.com – যেকোনো লেখা থেকে পডকাস্ট বানায়।
34. Photes.io – ছবিকে টেক্সট নোটে পরিণত করে।
35. Magai.ai – সব এআই মডেল এক জায়গায়।
36. Jasper.AI - কন্টেন্ট রাইটিং এর জন্য
37. fastpedia.io – এআই টুলের ডিরেক্টরি।
38. kuse.ai – ChatGPT কে হোয়াইটবোর্ডে নিয়ে আসে।
39. createanything.com – অ্যাপ আর ওয়েবসাইট তৈরি করো।
40. snowglobe.so – ইউজার টেস্টিং সিমুলেট করে।
41. sintra.ai – এআই এজেন্টদের টিম তৈরি করে।
42. livex.ai – কাস্টমার ধরে রাখতে এআই এজেন্ট।
43. Revatto.com – গ্রাহক হারানো কমাতে সাহায্য করে।
Collected

A conversational AI system that listens, learns, and challenges

01/09/2025

একটানা কত ঘণ্টা coding করেছ?

24/08/2025

এটা আর সাধারণ কোনো সিস্টেম নয়। এটি একটি সম্পূর্ণ অটোমেশন সিস্টেম, যা একবার ইনস্টল হলেই তোমার জীবনকে বদলে দেবে। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে ঘটবে—কোন কাজ কখন শুরু হবে, কখন থামবে, কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে হবে—সবকিছু ঠিক করে নেবে সিস্টেম নিজেই।

মানুষকে ম্যানুয়ালি কিছু করার দরকার নেই। তুমি শুধু নিশ্চিন্তে ঘুমাবে, আর পুরো সিস্টেম নিজের কাজ করবে। সময়, শ্রম, ঝামেলা—সবই বাঁচবে।

এর সবচেয়ে বড় গুরুত্ব হলো, এটি জীবনকে করে তোলে সহজ, নিরাপদ এবং কার্যকর। একবার সেটআপ করলেই সিস্টেম নিজে থেকেই তোমার জন্য কাজ শুরু করবে, আর তুমি শুধু ফলাফল ভোগ করবে।

HC-SR04 হলো একটা সেন্সর, যেটা দিয়ে কোনো জিনিস আমাদের থেকে কতটা দূরে আছে সেটা মাপা যায়। এটা কাজ করে চোখে দেখা যায় না এমন ...
20/08/2025

HC-SR04 হলো একটা সেন্সর, যেটা দিয়ে কোনো জিনিস আমাদের থেকে কতটা দূরে আছে সেটা মাপা যায়। এটা কাজ করে চোখে দেখা যায় না এমন শব্দ তরঙ্গ (Ultrasonic sound wave) ছুঁড়ে দিয়ে। এখন বিস্তারিতভাবে বলি—

যখন আমরা সেন্সরটাকে বিদ্যুৎ দিই, তখন মাইক্রোকন্ট্রোলার (যেমন Arduino) থেকে একটা সিগন্যাল দিলে সেন্সরটি সামনে দিয়ে এক ধরণের শব্দ তরঙ্গ ছুঁড়ে দেয়। এই তরঙ্গটা বাতাসের মধ্যে দিয়ে সামনে যায়, আর যদি কোনো জিনিসের সাথে ধাক্কা খায়, তাহলে আবার সেটা ফিরে আসে। সেন্সরের ভেতরে একটা আলাদা অংশ আছে যেটা এই ফিরে আসা তরঙ্গকে ধরে ফেলে।

এখন সেন্সরটি হিসাব করে দেখে, তরঙ্গটা সামনে গিয়ে ফিরে আসতে কত সময় নিল। যেহেতু আমরা জানি শব্দ বাতাসে নির্দিষ্ট গতিতে চলে (প্রায় 343 মিটার প্রতি সেকেন্ড), তাই সেই সময়কে ব্যবহার করে দূরত্ব বের করা হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে— তরঙ্গটা কিন্তু সামনে গিয়ে আবার ফিরে এসেছে, তাই আসল দূরত্ব বের করতে সময়কে দুই দিয়ে ভাগ করা হয়।

ধরো, তুমি কোনো দেয়ালের দিকে চিৎকার করলে একটা “ইকো” ফিরে আসে। যত দূরে দেয়াল থাকবে, তত দেরি করে ইকো শোনা যাবে। HC-SR04 সেন্সরও ঠিক এইভাবেই কাজ করে, তবে সেটা মানুষের কানে শোনার মতো শব্দ নয়, বরং আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে, যেটা আমরা শুনতে পাই না।

এই সেন্সর দিয়ে ২ সেন্টিমিটার থেকে ৪ মিটার পর্যন্ত দূরত্ব খুব সহজে মাপা যায়। রোবট বানানো, গাড়ি ব্যাক করলে বাধা আছে কিনা তা দেখানো, পানির লেভেল মাপা—এসব জায়গায় এটা ব্যবহার করা হয়।

Address

Bhola Nagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siam Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share