RCT Story

RCT Story Welcome to "RCT Story" – where every post tells a tale! Stay tuned, stay entertained, and be part of our story!

RCT Story হলো RCT-এর একটি সহযোগী প্ল্যাটফর্ম, যা দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে কাজ করে। এটি একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম, যেখানে বিভিন্ন গল্প, ম্যাসেজ পোস্ট করা হয় এবং মনোমুগ্ধকর কনটেন্ট দর্শকদের সামনে তুলে ধরা হয়।

www.rctseba.com Dive into a world of stories, from heartfelt moments to thrilling twists, crafted to entertain and inspire. Here, we believe in the magic of storytelling, weaving

words to bring joy, spark emotions, and create unforgettable moments for our readers. Join us for regular doses of captivating stories, entertainment, and a sprinkle of creativity that makes every day a bit more vibrant.

শিক্ষিত দারোয়ান নিয়ে অসাধারণ সুন্দর একটি নতুন নাটক আপলোড হয়েছে। শুধুমাত্র "RCT Drama" Official page এ  ✔ লিংক ক...
04/11/2025

শিক্ষিত দারোয়ান নিয়ে অসাধারণ সুন্দর একটি নতুন নাটক আপলোড হয়েছে। শুধুমাত্র "RCT Drama" Official page এ ✔ লিংক কমেন্টে

01/11/2025

সবার সাথে কথা বলা যায় কিন্তু বিশ্বাস করা যায় না সবার উপর

01/11/2025

চেহারায় অহংকার করলে আয়না ভেঙে যায় চরিত্রে শক্তি থাকলে মানুষ মাথা নত করে

01/11/2025

সম্মান দিলে তবেই সম্মান ফিরে আসে

01/11/2025

মানুষ ভালোটা ভুলে যায় কিন্তু সামান্য ভুল আজীবন মনে রাখে

19/10/2025

এক্টিভ ইউজাররা ফেসবুকে Successfully হয়
এক্টিভ থাকলে সাড়া দেন ✌️

13/10/2025
রিদ্মা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল না। ক্লাসে অনেক সময় চুপচাপ বসে থাকত, আর শিক্ষক যা বলতেন তার অর্ধেকই বুঝতে পার...
05/10/2025

রিদ্মা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল না। ক্লাসে অনেক সময় চুপচাপ বসে থাকত, আর শিক্ষক যা বলতেন তার অর্ধেকই বুঝতে পারত না। অনেক শিক্ষকই তাকে “অমনোযোগী” বলে এড়িয়ে যেতেন, কিন্তু একজন মানুষ ছিলেন সম্পূর্ণ ভিন্ন — তার বাংলা শিক্ষক মাহবুব স্যার।

মাহবুব স্যার শুধু বইয়ের পাঠ শেখাতেন না, তিনি বোঝাতেন কীভাবে শিখতে হয়, কীভাবে মানুষ হতে হয়, আর নিজেকে কীভাবে মূল্য দিতে হয়।
একদিন তিনি রিদ্মাকে ডেকে বললেন—
— “তুমি খারাপ না, তুমি ধীর। ধীর মানুষও একদিন সফল হয়, যদি হাল না ছাড়ে।”

সেদিনের সেই কথা রিদ্মার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ধীরে ধীরে সে আত্মবিশ্বাস ফিরে পেল, পড়াশোনায় মন দিল, এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল।

বছর কয়েক পর সে একদিন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে ফিরে এলো নিজের পুরনো বিদ্যালয়ে। মাহবুব স্যার তখন অবসরে। রিদ্মা তার হাতে ফুল তুলে দিয়ে বলল—
— “আপনি শুধু পাঠ দেননি, মানুষ তৈরি করেছেন। আর সে সম্মানের কথা শুধু শিক্ষকের দিবসেই নয়, প্রতিদিন মনে রাখা উচিত।”

মাহবুব স্যার মুচকি হেসে বললেন—
— “যে ছাত্র মানুষ হয়, তার সাফল্যই শিক্ষকের সবচেয়ে বড় পুরস্কার।”

মূল ভাবনা:
শিক্ষক শুধু পাঠ দেন না, মানুষ গড়েন।
সম্মান শুধু আজ নয়, প্রতিদিনের জন্য।

বিঃদ্রঃ: এটি একটি কাল্পনিক গল্প। বাস্তবের কারও সঙ্গে মিল পেলে তা সম্পূর্ণ কাকতালীয়।

#শিক্ষকদিবস

সুরাইয়া আর আরমান পাঁচ বছর ধরে প্রেম করছে। তাদের ভালোবাসা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় জীবনে। সবাই তাদের দেখে বলত— “ওরা স্বপ...
05/10/2025

সুরাইয়া আর আরমান পাঁচ বছর ধরে প্রেম করছে। তাদের ভালোবাসা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় জীবনে। সবাই তাদের দেখে বলত— “ওরা স্বপ্নের জুটি!” একসাথে ঘুরতে যাওয়া, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা, মাঝরাতে লম্বা কথোপকথন—সবকিছুতেই ছিল মিষ্টি স্বপ্নের রঙ।

কিন্তু সময় বদলালো। সুরাইয়ার বাবার হঠাৎ অসুস্থতা, পরিবারের আর্থিক চাপ, আর আরমানের চাকরি না পাওয়া—সব মিলিয়ে জীবনে একের পর এক দুঃসময় নেমে এলো।

প্রথমে দু’জনই সব কিছু আগের মতো সামলাতে চাইছিল। কিন্তু বাস্তবতা ধীরে ধীরে স্বপ্নের দেওয়ালে আঘাত করতে শুরু করল। সুরাইয়া পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ শুরু করল। আরমান হতাশ হয়ে পড়লেও চেষ্টা চালিয়ে যেতে লাগল।

অনেকেই বলল, “এই কষ্টে প্রেম টেকে না।” কেউ কেউ আবার পরামর্শ দিল সম্পর্ক ছেড়ে দিতে। কিন্তু সুরাইয়া একদিন আরমানকে বলল—
— “শুধু স্বপ্ন দেখলে প্রেম টেকে না। বাস্তব কষ্টও যদি ভাগ করে নিতে পারি, তাহলে-ই সত্যিকারের সম্পর্ক হয়।”

আরমান চুপচাপ তার হাত চেপে ধরে বলল—
— “আমি স্বপ্নের সঙ্গী হতে চাই, কিন্তু কষ্টের সঙ্গী না হলে সে প্রেমের মূল্যই থাকে না।”

তারপর থেকে দু’জনেই বুঝে গেল— ভালবাসা মানে শুধু সুন্দর ছবি, ফুলের বার্তা আর রোমান্টিক প্রতিশ্রুতি নয়। কখনো কখনো চোখের পানি মুছে দেওয়া, হতাশার দিনে হাত ধরে রাখা, আর কষ্টকে একসাথে পেরোনোর সাহসই আসল ভালোবাসার শক্তি।

কয়েক মাসের সংগ্রামের পর আরমান চাকরি পেল, সুরাইয়ার বাবার চিকিৎসা সফল হলো। তারা দু’জন উপলব্ধি করল—
প্রেমে শুধু স্বপ্ন নয়, বাস্তব কষ্টও ভাগ করে নিতে হয়।

বিঃদ্রঃ: এটি একটি কাল্পনিক গল্প। বাস্তবের কারও সঙ্গে মিল পেলে তা সম্পূর্ণ কাকতালীয়।

?
05/10/2025

?

05/10/2025

চেতনার তারুণ্য কবিতা

Address

Raju Computer & Technology-RCT, Samabay Market, Natun Bazar
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when RCT Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RCT Story:

Share

Category