S tv

S tv ভোলার সর্বশেষ আপডেট পেতে লাইক দিয়ে পাশে থাকুন
(1)

24/11/2025

ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নে দেশজুড়ে ভোলাবাসীর প্রতিবাদের ডাক !

যুবশক্তি ছাত্র কল্যান সংঘ এর উদ্যোগে - নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিতDate: 2025-11-24যুবশক্তি ছাত্র কল্...
24/11/2025

যুবশক্তি ছাত্র কল্যান সংঘ এর উদ্যোগে - নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

Date: 2025-11-24

যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ভোলায় নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার বেলা ৩টায় বাঘারহাট কেন্দ্রীয় অফিস সংলগ্ন অনুষ্ঠিত হলো একটি বিশেষ কর্মসূচি। কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান।

নারীর প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, শিশুর পুষ্টি, মাসিক স্বাস্থ্যবিধি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির আলোচকবৃন্দ।

কেন্দ্রীয় সদস্য রুমা আক্তার

তিনি বলেন,

“নারী ও শিশুর স্বাস্থ্যসুরক্ষায় সচেতনতা হলো সবচেয়ে বড় শক্তি। গর্ভবতী মায়েদের নিয়মিত পরীক্ষা ও পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করতে পরিবারকে এগিয়ে আসতে হবে। জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধই শিশুর সর্বোত্তম খাবার—এ বিষয়ে আরো প্রচার বাড়াতে হবে।

শারমিন আক্তার বলেন

তিনি স্কুল-কলেজ পর্যায়ে স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন,

“মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে এখনও লজ্জা ও কুসংস্কার রয়েছে। কিশোরীদের সঠিক তথ্য দিলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

শিশু সুরক্ষা প্রসঙ্গে তিনি যোগ করেন,

“শিশুর নিরাপত্তা, ভালোবাসা ও পুষ্টি—এই তিনটি তার সুস্থ বিকাশের প্রধান ভিত্তি। পরিবার ও সমাজকে যৌথভাবে এগিয়ে আসতে হবে।

ভোলা পৌর কমিটির সভাপতি শামিম আহমেদ সমাজের ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন,

“নারী ও শিশুর স্বাস্থ্যসুরক্ষা শুধু কোনো সংগঠনের কাজ নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। পরিবার, সমাজ ও স্বেচ্ছাসেবীরা একসঙ্গে কাজ করলে স্বাস্থ্যসেবার বাস্তব পরিবর্তন আনা সম্ভব।”

তিনি বলেন,

“একটি সুস্থ সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক। সামাজিক সচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক রিমন ও সংগঠনের সক্রিয় সদস্য সিফাত সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, নারী ও শিশু স্বাস্থ্যসচেতনতা বিস্তারে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।

এবার প্রে/মের টানে ভোলায় চীনা যুবক ‘চিং'পং'কং’
17/11/2025

এবার প্রে/মের টানে ভোলায় চীনা যুবক ‘চিং'পং'কং’

17/11/2025

ফাঁসির দণ্ড শেখ হাসিনার; কমে গেলো দেশের ফেরার সুযোগ

ভোলাসহ ১৫ জেলা ডিসি বদলি, ভোলার ডিসি  বদলি হয়েছেন গাজীপুরে ।
09/11/2025

ভোলাসহ ১৫ জেলা ডিসি বদলি, ভোলার ডিসি বদলি হয়েছেন গাজীপুরে ।

কেন্দ্রীয় বিএনপির নির্দেশে ভোলা সদর উপজেলা বিএনপি’র কমিটির সকল কার্যক্রম স্থগিত ।
01/11/2025

কেন্দ্রীয় বিএনপির নির্দেশে ভোলা সদর উপজেলা বিএনপি’র কমিটির সকল কার্যক্রম স্থগিত ।

23/09/2025

৪ অক্টোবর থেকে ২৫শে অক্টোবর ২০২৫ মোট ২২ দিন মা ইলিশ অভিযান।

22/09/2025

"মনিটাইজেশনের লোভে অন্ধভাবে TIN খুলে বিপদে পড়ছেন না তো"⁉️

আজকাল মনিটাইজেশনের আশায় অনেকেই, বিশেষ করে নারীরা, হুড়মুড় করে TIN খুলে ফেলছেন। এখন অনলাইনে TIN খোলা অনেক সহজ হয়ে গেছে—ছেলের হাতের মোয়ার মতো। কিন্তু সেই "মোয়া" খাওয়া যাবে কিনা, সেটাই আগে কেউ ভেবে দেখে না।
মনিটাইজেশনের আগে নিজের প্রোফাইল, কন্টেন্ট, এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

➡️কন্টেন্ট ক্রিয়েশন কোনো সহজ কাজ নয়—এখানে দরকার ইউনিক আইডিয়া, সৃজনশীলতা এবং ধারাবাহিক পরিশ্রম। যারা নিয়মিত ভিন্নধর্মী কন্টেন্ট তৈরি করছেন, সক্রিয়ভাবে কাজ করছেন, তারাই ফেসবুক থেকে ভালো আয়ের সুযোগ পাচ্ছেন।
কিন্তু অনেকের ধারণা, শুধু পোস্ট করলেই ডলার চলে আসবে। বাস্তবে এমনটা হয় না। যারা পরিশ্রম করতে চান না, তারা পরে সমস্যায় পড়েন।

❌প্রথম ভুল: TIN খুলে ফেলা
সবচেয়ে বড় ভুল হয় এখানেই। কেউ আগে-পিছে না ভেবে সোজা গিয়ে TIN খুলে ফেলেন। কারণ অনলাইনে খোলা সহজ। অথচ এটা খোলার আগে অবশ্যই একজন কর-আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।

কারণ,
📌 TIN কী?
📌 কেন খুলতে হয়?
📌 কিভাবে খোলা উচিত?
📌 খোলার পর কি দায়িত্ব পালন করতে হয়?
📌 না করলে কী ধরনের জরিমানা বা ঝুঁকি আছে?

এই সবকিছুর ব্যাখ্যা রয়েছে আয়কর আইন, ২০২৩-এ।
আপনি যখন কম্পিউটার দোকানে যাবেন, দোকানদার কেবল TIN খুলে দিতে পারবেন, কিন্তু আইনগত ব্যাখ্যা বা পরবর্তী কর-সংক্রান্ত দায়িত্ব বোঝাতে পারবেন না।

মনিটাইজেশনের লোভে গণহারে TIN খোলা আসলে অনেককে বিপদে ফেলছে। তাই আগে বুঝে-শুনে, সঠিক পরামর্শ নিয়ে, তারপর সিদ্ধান্ত নিন।

শামীমা হোসাইন ছন্দা
কর আইনজীবী

19/09/2025

ভোলায় রিজার্ভ পুকুর থেকে ৮ বছরের শি'শু'র লা'শ উ'দ্ধার।

11/09/2025

ব্রেকিং নিউজ >>
জাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষের এক ঘণ্টা আগে বর্জন ছাত্রদলের

Address

Bhola
8300

Telephone

+8801710771605

Website

Alerts

Be the first to know and let us send you an email when S tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S tv:

Share