Views of thinking

Views of thinking মানুষ তার শখের মানুষটাকে হা!রিয়ে ফেলে..!🖤

28/04/2024

শাকিব খানের মতোই একটা জীবন আমাদের সবার দরকার। প্রথমে একটা বিয়ে নিজের ইচ্ছায় করে দেখবো। ওয়ার্ক আউট না করলে আরেকবার বিয়ে করবো। তাতেও কাজ না হলে পরিবারের পছন্দে তৃতীয়টা করবো। এরপরও যদি পরিস্থিতি আশানুরূপ না হয় তাইলে বন্ধুবান্ধবের পছন্দে লাস্টবারের মতো আরেকটা বিয়ে করে দেখবো।

29/03/2024

I love iftar system in bangladesh😁

29/03/2024
28/03/2024

Illiyeen থেকে পাঞ্জাবি গিফ্ট পাওয়ার যুগে একটা গুলিস্তানের পাঞ্জাবি ও গিফ্ট না পাওয়া আমি....🙂

Boyfriend  এর থেকে এমন ড্রেস Gift  নিচ্ছেন না কেন?  💗
28/03/2024

Boyfriend এর থেকে এমন ড্রেস Gift নিচ্ছেন না কেন? 💗

28/03/2024

আজ কাল সুন্দরী নারীরা মদখোর আর গাঞ্জাখোর বফেই আটকায়। 🐸
এটাই হলো রুচির দুর্ভিক্ষে

27/03/2024
25/03/2024

.আগুন লেগে সব পড়ে গেছে তাতেও আমি খুশি কারন আমার মা বেঁচে আছে😭😭

25/03/2024

আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে, তখনই আপনাকে সে স্থান থেকে বিয়োগ করা হবে। হয়তো কৌ'শলে নয়তো অ'জুহাতে।🖤

ভালোবাসা কি তাকেই জিজ্ঞেস করো,যার হৃদ'য়টা ভে'ঙ্গে যাওয়ার পরওদিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্যই অপেক্ষা করে গেছে।ল...
25/03/2024

ভালোবাসা কি তাকেই জিজ্ঞেস করো,
যার হৃদ'য়টা ভে'ঙ্গে যাওয়ার পরও
দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার
জন্যই অপেক্ষা করে গেছে।

লেখা: ইব্রাহীম হোসেন (ইবু)

সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে! আপনার সাথে সম্পর্ক র...
22/03/2024

সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে! আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, তা নিয়ে সে দ্বিধাদ্বন্দে ভুগছে।

প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায়। আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে, তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে, এড়িয়ে চলা।

যে মানুষটা সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে, সেই মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে, তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। মানুষ যখন প্রয়োজনে সম্পর্কে জড়ায়, তখন সে অনুভূতির মূল্য দেয় না। স্রেফ প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে, মানুষ আর সম্পর্ক দেখে না, অপর পাশের মানুষটার অসহায়ত্ব দেখে না। অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন, যেকোনো মূল্যেই হোক সে নিজেকে সরিয়ে নিবেই।

এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে, তারপর এরা সাবধানে পা ফেলে। সম্পর্কে বিচ্ছেদ, প্রতারণা, রাগ- অভিমান; যা কিছুই হয়ে যাক না কেন, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এরা প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরালে হাওয়ায় মিশে যায়!

এরা মানুষের মনোযোগ, ভালোবাসা, আবেগ-অনুভূতি, বিশ্বাস অর্জন করে, গা ঢাকা দেয়! এরা আসেই ক্ষণিকের ভালো লাগা, মোহ, সাময়িক আনন্দ কিংবা অবসরের বিনোদন নিতে। সম্পর্কের শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখিয়ে যায়! এরা ভালো রাখতে আসে না, ভালো থাকতে আসে। আর যখনই ভালো থাকতে পারে না, তখনই নিজেকে সরিয়ে নিতে আর দু'বার ভাবে না। আর যেটা সারাজীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

20/03/2024

মার্কেটে যে পদ্মজা জামা বের হইলো 🙂
ওরা জানলো কেমনে পদ্মজা কেমন জামা পরত 😒🤏

Address

Bhola
8300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Views of thinking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share