25/05/2023
ইয়া আল্লাহ!
- আমাকে এতো বেশি ধৈর্য্য দিন যেনো পৃথিবীর কোনো মানুষের কোনো কথায় অন্তর ব্যথিত না হয়।
- যেনো আমার মন শুধুমাত্র আপনার কারণে ব্যথিত থাকে। নিজের পাপের জন্য অনুশোচনা হয়, কর্মের জন্য চিন্তিত থাকতে পারি, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি।
- হে আমার রব, যে মানুষগুলো তাদের কথা ও কাজের দ্বারা আমাকে আঘাত করেছে তাদের সবাইকে ক্ষমা করার শক্তি আমায় দিন। 🤲🙂
- আমাকে এতো বেশি ধৈর্য্য দিন যাতে লোকের কথায় অন্তর পুড়ে গেলেও আমি আপনার পুরস্কারের আশায় হাসতে পারি। আমার খারাপ সময়টা যেনো আমার জীবনে রহমত হয়ে আসে, নতুন করে বাঁচতে শেখায়। 😊
- আর যদি আমার কষ্টগুলো আপনার দেয়া পরীক্ষা হয়ে থাকে তবে সেটা সহ্য করার ক্ষমতা আমায় দিন।
- হে আমার রব, আমার অন্তরকে এমনভাবে পরিবর্তন করে দিন যেনো আপনার সকল সিদ্ধান্তে আমি সর্বদা সন্তুষ্ট থাকতে পারি। সর্বদা আপনার শুকরিয়া আদায় করতে পারি।🌺❤️
আমিন..🤲🕋