05/10/2022
আমার বন্ধুদের কম বেশ সবারই বাইক আছে,,, শুধু নেই আমার কারণ আমার বাবা একজন খেটে খাওয়া মানুষ,,, আমার অনেক ইচ্ছে ছিল আমিও একটা বাইক কিনবো ,,, বন্ধুদের সবাইর বাইক আছে শুধু আমার নেই,, আমি একদিন আব্বুকে বলছি আব্বু আমাকে একটা বাইক কিনে দাও সবার বাইক আছে আমার নেই,,,, আমার কলেজে যেতে লজ্জা করে কারণ সব বন্ধু বাইক নিয়ে যায়,,, আব্বু বাইকের কথা শুনে চুপ হয়ে গেলো,, একটু পর আমাকে বলিতেছে বাবা বাইক তো অনেক টাকা, কিছুদিন অপেক্ষা করো আমি তোমাকে বাইক কিনে দিবো মন খারাপ করো না এটা বলে বাবা চলে গেলেন,,,,৷ আমার বাবা আমাকে খুব ভালোবাসতো এক কথায় আমি বাবার কলিজা ছিলাম আমার একটা বড় বোন আর আমি আমার সব ইচ্ছে বাবা পূরণ করে,,,,, বাইক বলছে বাবা কিনে দিবে আমি অনেক খুশি,,, বাবা বাইক কিনে দিবে এই কথা বলার পর থেকে বাবা কেমন জানি পাল্টে গেছে,,, আগে সকাল বেলা কাজে গেলে বিকেলে বাসায় এসে পড়েছে,,, কিন্তু এখন বেশকিছু দিন যাবত আব্বু বাসায় ফিরতে খুব লেট হয়,,, একদিন আব্বু খুব অসুস্থ ছিল বাসার সবাই বারণ করছি কাজে যেনো না যায়,, আব্বু বলছে আরে কিছু হবে না চিন্তা করো না এটা ভেবে আমি ঠিক আছি,, এটা বলে আব্বু বের হয়ে গেলো,,,,, সারাদিন কেটে গেলো রাত ৮ টা বেজে চলেছে আব্বু বাসায় ফিরছে না,,, হটাৎ আম্মু আমায় ফোন দিলো আম্মু আমায় বলছে,, তোমার আব্বু বাসায় ফিরে নাই দেখো তো বাজারের দিকে কোথায়,,, আমি আড্ডা দিচ্ছিলাম দৌড়ে বাজারে গেলাম গিয়ে দেখি আব্বু কোথাও নেই,, ওইখানে একটা চায়ের দোকান আছে ওইখানে সব সময় আব্বু চা খায়,,,, চা ওয়ালা কাকু কে জিজ্ঞেস করলাম কাকু আব্বু কে দেখছেন?? কাকু উত্তর দিলো গাড়ি থেকে একটা লোক নামছে মালামাল নিয়ে ,৷ ওনার মাল মাথায় নিয়ে তোমার আব্বু ও-ই দিকে গেছে,,, সামনে গেলেই পাবে৷ আমি দৌড়ে গেলাম সামনে গিয়ে দেখি আব্বুর মাথায় একটা লাগিস,,,, হাটতে পারছে না খুব ওজন ছিল মনে হয়,,,, হটাৎ করে আব্বু রাস্তায় লাগিস নিয়ে পড়ে গেলো,, আমি চিতকার করে আব্বুকে দৌড়ে গিয়ে ধরলাম,,, সরিলে খুব জ্বর,,, পাসের একটা হসপিটাল নিলাম প্রায় ২ ঘন্টা হসপিটাল রেখে ,, বাসায় নিয়ে আসলাম আব্বুকে রুমে রেখে আমার রুমে চলে গেলাম,,,,, একটু পর ওয়াস রুমে যাবার জন্য বের হলাম আব্বুর রুমের পাস দিয়ে যাচ্ছিলাম,, হটাৎ আম্মু আব্বুকে বলছে আপনাকে আজ না করছিলাম কাজে যাওয়ার দরকার নেই আপনি তার পরেও কেন সরিল খারাপ নিয়ে গেলেন? ,,
আব্বু আম্মুকে বলছে ছেলেটা আমার কাছে একটা বাইক চাইলো ওর সব বন্ধু দের বাইক আছে ওর নেই,,এ জন্য প্রতিদিন একটু লেট করে বাসায় আসি কাজ একটু বেশি করি,, ছেলেমেয়ে খুশি হলেই আমি খুশি,,,
এই গুলো শুনার পড় চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়ে গেলো 😢 দৌড়ে আব্বুর রুমে গেলাম আব্বুকে জরিয়ে ধরে কান্না করছি,,
আব্বুকে বলছি আব্বু আমার বাইক লাগবে না তুমি কাল থেকে তাড়াতাড়ি বাসায় আসবে এতো কাজ করা লাগবে না আমার বাইকের জন্য তোমাকে হারাতে চাই না 😭😭 Asikur Rahaman Shanto 🥀😓🖤