Bong Bonding - বং বন্ডিং

Bong Bonding - বং বন্ডিং ভগবান সমস্ত মানুষকে ভালো রাখুন।🌿🌺 আমরা গর্বিত আমরা বাংলাদেশী।🇧🇩 এই👇বাটনে ক্লিক করুন।

বৃহস্পতিবারের প্রথম দর্শন হোক "মা লক্ষ্মী শ্রীমুখের"।🌾সবাই দর্শন মাত্রই প্রণাম নিবেদন করুন।🌿🙇‍♂️
16/10/2025

বৃহস্পতিবারের প্রথম দর্শন হোক
"মা লক্ষ্মী শ্রীমুখের"।🌾
সবাই দর্শন মাত্রই প্রণাম নিবেদন করুন।🌿🙇‍♂️

15/10/2025

প্রথম কাজ আমার, খুব শীঘ্রই দেখবেন আমাদের পেইজে।🌿🌺

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানিনে "মা" 🌺🌿
15/10/2025

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানিনে "মা" 🌺🌿

অন্নকূট মহোৎসবে ছাপ্পান্ন ভোগে কি কি উপাদান থাকে:- মাতা যশোদা বালক কৃষ্ণকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন। গোবর্ধন পর্বতকে...
15/10/2025

অন্নকূট মহোৎসবে ছাপ্পান্ন ভোগে কি কি উপাদান থাকে:-

মাতা যশোদা বালক কৃষ্ণকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন। গোবর্ধন পর্বতকে টানা ৭ দিন কৃষ্ণ ধারণ করার কারনে তিনি অন্ন-জল গ্রহণ করেননি। তিনি কর্তব্যে অবিচল থেকে গ্রামবাসীদের প্রাণরক্ষায় অভুক্ত থাকেন।

দিনে আট বার করে খাদ্য গ্রহণ ধরে সাত দিনের হিসেবে তাঁর জন্য (৮x৭ =৫৬) ছাপ্পান্ন রকম পদ তৈরি করেন গোকূলবাসী। এই ৫৬ রকমের পদই ছাপ্পান্ন ভোগ (৫৬ ভোগ; Chappan Bhog) নামে পরিচিত হয়।

৫৬ ভোগে থাকে ২০ ধরনের মিষ্টি, ১৬ রকমের নোনতা খাবার এবং ২০ রকমের শুকনো ফল। মাখন মিছরি, ঘোল, মোহনভোগ, জিরে লাড্ডু, জিলিপি, রসগোল্লা, রাবড়ি, মালপোয়া, মুগডাল হালুয়া, মাতির, চাটনি, মোরব্বা, দই, শাক, ভাত, খিচুড়ি, বেগুন সবজি, লাউ সবজি, পুরি, ভাজা, পাপড়, পকোড়া, টিকিয়া এবং পান নিবেদন করা হয়।
হরে কৃষ্ণ |🌿🌺

15/10/2025

দীপাবলীর মাহাত্ম্য সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। নিজে শ্রবণ করুন অন্যকেও জানাতে উৎসাহিত করুন।🌿🙏

🌿꧁❀ কার্তিকে শ্রীরাধা-দামোদরের পূজাবিধি ❀꧂🌿✺ পদ্মপুরাণে কার্তিকব্রতে বর্ণিত আছে ──✺১। শ্রীকৃষ্ণের প্রিয়তমা, গোপিকাগণ মধ...
15/10/2025

🌿꧁❀ কার্তিকে শ্রীরাধা-দামোদরের পূজাবিধি ❀꧂🌿
✺ পদ্মপুরাণে কার্তিকব্রতে বর্ণিত আছে ──✺

১। শ্রীকৃষ্ণের প্রিয়তমা, গোপিকাগণ মধ্যে শ্রেষ্ঠা, কার্তিকে শ্রীদামোদর সহিত শ্রীরাধিকার পূজা করা উচিত।

২। ব্রজবাসী ব্রাহ্মণ এবং তৎপত্নীকে বস্ত্র, অলঙ্কার ও ভোজনাদি দান দ্বারা পূজা করা কর্তব্য।

৩। হে বিপ্রগণ! কার্তিকে শ্রীরাধিকার সন্তুষ্টির জন্য যিনি শ্রীরাধিকা প্রতিমাকে পূজা করে তার প্রতি শ্রীমান্ দামোদর হরি তুষ্ট হন।

৪। কার্তিকে প্রতিদিন “দামোদরাষ্টকম্‘ স্তোত্র (সত্যব্রত মুনি কথিত) পাঠ করবে, তা দামোদরের অর্চন স্বরূপ ও শ্রীদামোদরের আকর্ষণকারী ।🌺🌿

◼️ দামোদর ব্রতের (নিয়ম সেবা) সংকল্প ◼️
============================
❝হৃষীকেনং হৃষীকেশ সেবনং ভক্তিরুচ্যতে❞ সর্বান্তকরণে ইন্দ্রিয়সমূহ দ্বারা ইন্দ্রিয়াধিপতি ভগবান শ্রীকৃষ্ণের তথা সেবাই ভক্তি। কিভাবে সময়ের সর্বোচ্চ উপযোগ করে ভগবানের সেবা করা যায় সেটাই দামোদর ব্রতের সংকল্প হওয়া উচিত। তবে সর্বাগ্রে এটা খেয়াল রাখা উচিত যে, নিয়মগুলো (সংকল্প) যেন লোকদেখানো বা শুধুই নিয়মমাত্র থেকে না যায়। ব্রতের সময়সীমা পর্যন্ত যেন সেগুলো পালনযোগ্য হয় সেটাও বিবেচনা করতে হবে। শ্রীশ্রীরাধাকৃষ্ণের প্রীতিবিধানার্থ নানাবিধ ব্রতনিয়ম বা সংকল্প করা যেতে পারে। যেমন-

১। নিত্য মঙ্গলারতি দর্শন ও গুরুপূজায় অংশগ্রহণ ।

২। নিত্য ভাগবত ক্লাসে যোগদান।

৩ । হবিষ্যান্ন গ্রহণ ।🌺

৪। সন্ধ্যায় আরতিতে অংশগ্রহণ ও দামোদরের জন্য দীপদান।

৫ । বেশি সংখ্যক হরিনাম জপ – (২৪, ৩২, ৪৮, ৬৪ বা তদুর্ধ্ব)

৬ । সকাল-সন্ধ্যা প্রতিদিন তুলসী পূজা ও পরিক্রমা

৭ । তিনবেলা মন্দির পরিক্রমা ।

৮ । বেশি সংখ্যক গ্রন্থ প্রচার ।

৯ । প্রতিদিন ‘দামোদরাষ্টকং‘ পাঠ ।

১০ । ‘লীলাপুরুষোত্তম শ্রীকৃষ্ণ’, ‘শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ’ এবং ‘শ্ৰীমদ্ভাগবত’ প্রভৃতি গ্রন্থাদি পাঠ।

◼️ প্রনিপাত ◼️
============
✸ সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনও অসুবিধা অনুভব করতে হবে না।

✸ জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে।

✸ শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ….

✸ঐকান্তিক ভালবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিণ্ময় আনন্দ অনুভব করবেন:

হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে ।।🌺🌿
━━┉┈┈ (১০৮ বার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন)

🔱হর হর মহাদেব🔱
15/10/2025

🔱হর হর মহাদেব🔱

আজকের দিন শুরু হোক ভগবানের অপূর্ব সুন্দর দর্শন করে। প্রেমসে বলুন "রাধে রাধে"। 🌿🌺
15/10/2025

আজকের দিন শুরু হোক ভগবানের অপূর্ব সুন্দর দর্শন করে।
প্রেমসে বলুন "রাধে রাধে"। 🌿🌺

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন।🌺🌿মা আসছে.....👣👣
14/10/2025

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন।🌺🌿
মা আসছে.....👣👣

14/10/2025

২০২১ সালের ১৩ অক্টোবর ,১৪ অক্টোবর সহ দিনগুলো সনাতনীরা কিভাবে কাটিয়েছে শুধু আমরাই জানি।
দুর্গাপূজায় ভাঙ্গা প্রতিমায় পুজা করেছিলাম আমরা।
আজীবন মনে থাকবে আমাদের।

কাকে দেখা যায়!!😳😳😳
14/10/2025

কাকে দেখা যায়!!😳😳😳

জাগ্রত মা শীতলা দেবী।🌿🙇‍♂️
14/10/2025

জাগ্রত মা শীতলা দেবী।🌿🙇‍♂️

Address

Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Bong Bonding - বং বন্ডিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bong Bonding - বং বন্ডিং:

Share

Category