Bong Bonding - বং বন্ডিং

  • Home
  • Bong Bonding - বং বন্ডিং

Bong Bonding - বং বন্ডিং ভগবান সমস্ত মানুষকে ভালো রাখুন।🌿🌺 আমরা গর্বিত আমরা বাংলাদেশী।🇧🇩 এই👇বাটনে ক্লিক করুন।

26/07/2025

শনিদেবের বিগ্রহের দুর্লভ দর্শন চেক করুন।
আমাদের স্টোরি।🔺🔺
জয় শনিমহারাজের জয়।🙇🙏

সন্ধ্যায় তুলসী দেবীর কৃপাময় দর্শন।🌿🌺
24/07/2025

সন্ধ্যায় তুলসী দেবীর কৃপাময় দর্শন।🌿🌺

অপেক্ষার বাকী ৬৫ দিন মাত্র।🌿🌺
24/07/2025

অপেক্ষার বাকী ৬৫ দিন মাত্র।🌿🌺

মা।🌿🌺
23/07/2025

মা।🌿🌺

মহাপ্রসাদে গোবিন্দ। 🌿🌺
23/07/2025

মহাপ্রসাদে গোবিন্দ। 🌿🌺

বিষ্ণুপুরাণে বর্ণনা থেকে জানা যায় ৮৪ লক্ষ রকমের জীবযোনির মধ্যে ৮০ লক্ষ জীবযোনি অতিক্রম করার পর মানুষ রূপে জন্মগ্রহণ করে....
23/07/2025

বিষ্ণুপুরাণে বর্ণনা থেকে জানা যায় ৮৪ লক্ষ রকমের জীবযোনির মধ্যে ৮০ লক্ষ জীবযোনি অতিক্রম করার পর মানুষ রূপে জন্মগ্রহণ করে..🌿

জলজা নবলক্ষাণি স্থাবরা লক্ষবিংশতিঃ🌿
কৃময়ো রুদ্রসংখ্যকাঃ পক্ষিণাং দশলক্ষণম্🌿
ত্রিংশল্লক্ষাণি পশবঃ চতুর্লক্ষাণি মানুষা।।

🩸২০ লক্ষ প্রকার প্রজাতির বৃক্ষ যোনিতে জন্ম হয়। এই যোনিতে সবচেয়ে বেশি কষ্ট হয়। রৌদ্রের তাপ লাগে, ঝড় বৃষ্টির ফলে ডালপালা ভাঙ্গে। শীতকালে সব পাতা ঝরে যায়, কুঠার বা tree cutter দিয়ে ডালপালা বা গাছটাই কাটা হয়। প্রকৃতি বা মনুষ্য জাতি থেকে আরো অনেক প্রকার কষ্ট পায়।

(তুলসী বৃক্ষ হয়ে জন্মানোর পর বৃক্ষ যোনি থেকে মুক্তি ঘটে)।

🩸তারপর ৯ লক্ষ প্রকার প্রজাতির জলচর যোনিতে জন্ম হয়। হাত নেই, পা নেই শুধু দেহ আর মাথা। তবে মাছেরা সামান্য পাখনা দিয়ে বহু গুন ভারী শরীরটাকে বয়ে বেড়ায়। খায় জলজ কীটপতঙ্গ, আগাছা, শ্যাওলা, নোংরা, পচা মাংস আর যা পায়। একজন অন্যজনের মাংস খেয়ে জীবন রক্ষা করে।

(শঙ্খ রূপে জন্ম এবং ভগবানের পূজা অর্চনায় ব্যবহারের পর জলজ জীব যোনি থেকে মুক্তি ঘটে)।

🩸তারপর ১১ লক্ষ প্রকার প্রজাতির কীটপতঙ্গ যোনিতে জন্ম হয়।

(মৌমাছি রূপে জন্ম এবং তার তৈরি মৌচাকের মধু ভগবানের পূজা অর্চনায় ব্যবহৃত হলে কীটপতঙ্গ যোনি থেকে মুক্তি ঘটে)।

🩸তারপর ১০ লক্ষ প্রকার প্রজাতির সরীসৃপ ও পক্ষী যোনিতে জন্ম হয়। তাদের ঘর বাড়ি নেই। গাছে, ফাঁকফোঁকর, গর্তে, কুঠুরিতে বসবাস করেন। কীটপতঙ্গ, পোকামাকড়, পচা গলা খাবার বা দেহাংশ যা পায় তা খায়। এক প্রজাতি অন্য প্রজাতিকে খায়, কখনও স্বপ্রজাতি স্বপ্রজাতিকে ভক্ষন করে। সাধারনত নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। যখন সন্তান স্বাবলম্বী হয়ে চলাফেরা করতে পারে বা উড়তে পারে, তখন আর ফিরেও তাকায় না। যদি কাক, শকুন বা ঈগল হয়ে জন্মায় তবে অনেক দিন বেঁচে থাকে্ন।

(ডিমের মধ্যে জন্ম হতে হতে ময়ূর রূপে জন্ম এবং তার পালক ভগবানের মাথার চূড়ায় বা তাঁর পূজা অর্চনা বা আরতিতে ব্যবহৃত হলে এই যোনি থেকে উদ্ধার হয়)।

🩸তারপর ৩০ লক্ষ প্রকার প্রজাতির পশু যোনিতে জন্ম হয়। নানা পশু নানা কষ্ট পায়। কোনো পশু হিংস্র পশু দ্বারা আক্রান্ত। কেউ বা লোকালয়ে লুকিয়ে থাকেন। কেউ একে অন্যকে মেরে খায়। কেউবা ঘাস-তৃণ খায়, হাল চষে, গাড়ি টানে। যতো রোগ-শোকই হোক, দিন-রাত মল মূত্রের সাথেই বাস করতে হয়।

(বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, হায়না, শিয়াল প্রভৃতি জন্ম পার হয়ে গাভী রূপে জন্ম এবং তার থেকে প্রাপ্ত দুধ, মাখন, ঘি ভগবানের সেবায়, ভোগে বা তাঁর পূজা অর্চনায় ব্যবহৃত হলে তার পশু যোনী বা গর্ভ থেকে মুক্তি ঘটে। সুতরাং গো-যোনিতে জন্ম লাভ পশুর মধ্যে শ্রেষ্ঠ। গো-র শেষ আর পশু জন্ম নেই।)

🩸অবশেষে ৪ লক্ষ প্রকারের প্রজাতির মনুষ্য যোনিতে জন্ম লাভ হয়।

যিনি বহুদিন অসহ্য নির্যাতনের মধ্যেও সম্পূর্ণরূপে প্রতিবাদশুন্য হয়ে দিনরাত হরিনামই করে গেছেন, সেই নামাচার্য হরিদাস ঠাকুর...
23/07/2025

যিনি বহুদিন অসহ্য নির্যাতনের মধ্যেও সম্পূর্ণরূপে প্রতিবাদশুন্য হয়ে দিনরাত হরিনামই করে গেছেন, সেই নামাচার্য হরিদাস ঠাকুর কাকুতি করে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর কাছে বলছেন__

তোমারস্মরণ হীন, পাপ জন্ম মোর।

সফল করহদাসোচ্ছিষ্ট দিয়া তোর।

শচীর নন্দন, বাপ, কৃপা করো মোরে।

কুকুর করিয়া মোরে রাখো ভক্তঘরে || (চৈ.চ-ম ১০|৮৮)

“হে শচীনন্দন! তোমাকে স্মরণ না করার কারণে পাপের মধ্যেই আমার জন্ম। তবুও কৃপাময় তোমার কাছে আমার মিনতি এই যে, তোমার ভক্তদের উচ্ছিষ্ট আমাকে দিয়ে আমার জীবন সাফল্যমণ্ডিত করো। গৃহস্বামী যেমন কুকুরকে উচ্ছিষ্ট ভোজন দিয়ে গৃহরক্ষা কাজে নিযুক্ত করে, তেমনই আমাকে তোমার ভক্তগৃহে প্রতিষ্ঠিত করো ।”

তার এই মিনতি শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, “তুমি জগতের শীর্ষস্থানীয় মহাপুরুষ। আমার কাছে কিংবা কোনও বৈষ্ণবচরণে তোমার কোনও অপরাধ হবে না। তোমার ভূত্য রূপে যদি কেউ একদিনও বাস করে, অথবা তুমি কৃপা করে অতি অল্প সময়ের জন্য কারও সাথে বাক্যালাপ করো, তাহলে তারও শ্রীভগবানের চরণপ্রাপ্তি অনিবার্য।

❝ সন্তঃ অনপেক্ষাঃ মৎ-চিত্তাঃ প্রশান্তাঃ সমদর্শিনঃ।নির্মমাঃ নিরহঙ্কারা নির্দ্বন্দ্বাঃ নিষ্পরিগ্রহাঃ॥❞                    ...
23/07/2025

❝ সন্তঃ অনপেক্ষাঃ মৎ-চিত্তাঃ প্রশান্তাঃ সমদর্শিনঃ।
নির্মমাঃ নিরহঙ্কারা নির্দ্বন্দ্বাঃ নিষ্পরিগ্রহাঃ॥❞
━┉┈┈(ভাগবতম্‌ ১১।২৬।২৭)
অনুবাদ: “আমার ভক্তগণ আমার প্রতি মনোনিবেশ করে জাগতিক কোন কিছুর উপর নির্ভর করে না৷ তারা সর্বদা শান্ত, সমদর্শী, আর তারা মমত্ববুদ্ধি, মিথ্যা অহংকার, দ্বন্দ্ব এবং লোভ থেকে মুক্ত৷”
সুতরাং,
১. শুদ্ধ ভগবদ্ভক্ত জাগতিক কোনোকিছুর ওপর নির্ভরশীল নন (অনপেক্ষাঃ);
২. তাঁরা সর্বদা ভগবৎ-চিন্তায় মগ্ন থাকেন (মৎ-চিত্তাঃ);
৩. তাঁরা সর্বদা প্রশান্তচিত্ত (প্রশান্তাঃ);
৪. তাঁরা সমদর্শী অর্থাৎ সবকিছু সমানভাবে দর্শন করেন (সমদর্শিনঃ);
৫. নিজের অধিকার ভাব তথা মমত্ববুদ্ধি থেকে মুক্ত (নির্মমাঃ);
৬. মিথ্যা অহংকার থেকে মুক্ত (নিরহঙ্কারা);
৭. সুখ-দুঃখ, জয়-পরাজয় ইত্যাদি দ্বন্দ্বভাব থেকে মুক্ত (নির্দ্বন্দ্বাঃ) এবং
৮. জাগতিক লোভ থেকে মুক্ত (নিষ্পরিগ্রহাঃ)।

দিনের শুরু হোক মা ও বাবার শ্রীমুখ দর্শন করে।🌺🌿জয় মা কালি।🌺জয় শিব শম্ভু। 🔱
23/07/2025

দিনের শুরু হোক মা ও বাবার শ্রীমুখ দর্শন করে।🌺🌿
জয় মা কালি।🌺
জয় শিব শম্ভু। 🔱

আলু বাদাম মহাপ্রসাদ।🥰🌿এটা আমার অনেক প্রিয়।😊
22/07/2025

আলু বাদাম মহাপ্রসাদ।🥰🌿
এটা আমার অনেক প্রিয়।😊

সন্ধ্যায় জগন্নাথের দুর্লভ দর্শন। 🌺🌿
22/07/2025

সন্ধ্যায় জগন্নাথের দুর্লভ দর্শন। 🌺🌿

সমস্ত বিপদ থেকে উদ্ধার করো প্রভু।🌿🌺তুমি ছাড়া কেউ এমন বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে না।
22/07/2025

সমস্ত বিপদ থেকে উদ্ধার করো প্রভু।🌿🌺
তুমি ছাড়া কেউ এমন বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে না।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bong Bonding - বং বন্ডিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bong Bonding - বং বন্ডিং:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share