Bong Bonding - বং বন্ডিং

Bong Bonding - বং বন্ডিং ভগবান সমস্ত মানুষকে ভালো রাখুন।🌿🌺 আমরা গর্বিত আমরা বাংলাদেশী।🇧🇩 এই👇বাটনে ক্লিক করুন।

22/08/2025

কৌশিকী আমাবস্যার মাহাত্ম্য।🙇‍♂️🌿

কৌশিকী আমাবস্যা রাতে তিন মায়ের দর্শন করুন।🙏🙇‍♂️
22/08/2025

কৌশিকী আমাবস্যা রাতে তিন মায়ের দর্শন করুন।🙏🙇‍♂️

আপনি তখনই ভগবানের প্রিয় হবেন যখন আপনার মন সরল হবে।আপনার মনে থাকবে হিং*সা, লোভ, ক্রো*ধ, তাহলে ভগবান লাভতো দূরের কথা, নামম...
22/08/2025

আপনি তখনই ভগবানের প্রিয় হবেন যখন আপনার মন সরল হবে।
আপনার মনে থাকবে হিং*সা, লোভ, ক্রো*ধ, তাহলে ভগবান লাভতো দূরের কথা, নামমাত্র সেবার সুযোগও হারিয়ে ফেলবেন।
অর্থলোভী ব্যক্তি, যার ভিতরে আমিত্ব ভাব রয়েছে সে ব্যক্তি কখনোই ভগবানের কৃপা লাভ করে না।
কল্কিপুরাণে বলা আছে, কলি কিন্তু সর্বপ্রথম নামরুপী ব্রাহ্মণ যারা সেজেছেন তাদের উপর ভর করেন। তারা নিজেদের বৈষ্ণব বলে পরিচয় দেন, কিন্তু প্রকৃত বৈষ্ণবরা কখনো নিজেদের বৈষ্ণব বলবে না।
তাই এই রূপধারী ভণ্ডদের রু*খে দিতে আপনিও প্রস্তুত থাকুন। কারন ধর্ম রক্ষা করতে সর্বদা ভগবান মর্তে আসবে না। একটা কথা মনে রাখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের সাথেও কিন্তু অনেকেই জানতেন পাণ্ডবদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। কিন্তু তবুও তারা অধর্মের পক্ষে যুদ্ধ করেছেন।
তাই সাবধান হোন, প্রতি*বাদ করুন।
হরে কৃষ্ণ |🌿🌺

গোরাচাঁদ। ❤️
22/08/2025

গোরাচাঁদ। ❤️

আজ কৌশিকী আমাবস্যা।🌿এই তিথিতে নির্দিষ্ট আহারবিধি এবং আচরণবিধি আছে৷ সেগুলি পালন করলে জীবনে সুখশান্তির জোয়ার আসে৷ দূর হয়...
22/08/2025

আজ কৌশিকী আমাবস্যা।🌿
এই তিথিতে নির্দিষ্ট আহারবিধি এবং আচরণবিধি আছে৷ সেগুলি পালন করলে জীবনে সুখশান্তির জোয়ার আসে৷ দূর হয় দুঃ*খ ক*ষ্ট এবং অভাব৷ ভক্তরা নিষ্ঠা ভরে পালন করেন এই তিথি৷

কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার গ্রহণ করবেন না৷ সাত্ত্বিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন৷ এছাড়াও এই তিথিতে কোনও মতেই বিউলির ডাল খাবেন না৷ কোনও রকম কচুজাতীয় সবজি মুখে তুলবেন না এই দিনে৷

বিট এবং গাজর-এই দুই সবজিই এই অমাবস্যায় বর্জনীয়৷ তাছাড়া এই দুই সবজি এই মরশুমেরও নয়৷ তাই এগুলি খাবেন না এই তিথিতে৷

ফুলকপি এবং বাঁধাকপির মতো শীতকালীন সবজিও খাওয়া যাবে না কৌশিকী অমাবস্যায়৷ কারণ এগুলি এ সময়ে দুষ্পাচ্য৷

মরশুমের বৈশিষ্ট্য অনুযায়ী এই আহারবিধি তৈরি করা হয়েছে৷ এটি লঙ্ঘন করলে অ*সুস্থ হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ তার থেকেই আসে আর্থিক মন্দা৷
এই সময় বেশি বেশি ঠাকুরের নাম স্মরণ করুন। গ্রন্থ অধ্যায়ন করুন।
প্রণাম নিবেন।
বং বন্ডিং 🙏🌿

যাহারো কৃপা বিনে মুক্তি নাই এই ভবে,সেই কৃষ্ণ নাম লও, একনিষ্ঠ হয়েই তবে।।🌿🌺🙇‍♂️
22/08/2025

যাহারো কৃপা বিনে মুক্তি নাই এই ভবে,
সেই কৃষ্ণ নাম লও, একনিষ্ঠ হয়েই তবে।।🌿🌺🙇‍♂️

সকালের প্রথম দর্শন। 🌺🌿জয় মা কালি।🙇‍♂️
22/08/2025

সকালের প্রথম দর্শন। 🌺🌿
জয় মা কালি।🙇‍♂️

সন্ধ্যাকালীন দিব্য দর্শন। 🌿🌺
21/08/2025

সন্ধ্যাকালীন দিব্য দর্শন। 🌿🌺

সর্বপ্রথম মহাদেবের কৃপা লাগবে, এরপর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবার অধিকার পাবেন।🔱হর হর মহাদেব🔱
21/08/2025

সর্বপ্রথম মহাদেবের কৃপা লাগবে, এরপর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবার অধিকার পাবেন।
🔱হর হর মহাদেব🔱

অভিষেকের সময় ভগবানকে আনন্দ চিত্তে দর্শন করুন। এতে করেও অভিষেক করানোর পূর্ণফল অর্জন করবেন।শাস্ত্রে বর্নিত আছে , যদি কোন ভ...
21/08/2025

অভিষেকের সময় ভগবানকে আনন্দ চিত্তে দর্শন করুন। এতে করেও অভিষেক করানোর পূর্ণফল অর্জন করবেন।
শাস্ত্রে বর্নিত আছে , যদি কোন ভক্ত আনন্দ চিত্তে ভগবানের অভিষেক দর্শন করেন তার আর কখনোই পুনঃজন্ম হয় না।
অভিষেক করানোর ও দর্শনের সময় সর্বদা "হরে কৃষ্ণ" মহামন্ত্র জপ করবেন।
রাধে রাধে🌸

শাখারি বাজারের জাগ্রত মা কালি। |🌿🌺
21/08/2025

শাখারি বাজারের জাগ্রত মা কালি। |🌿🌺

20/08/2025

বাংলাদেশের কোনো ভক্ত, বর্তমানে বৃন্দাবনে অবস্থান করছেন!
অথবা কেউ যদি এই মাসে বা এর মধ্যে বৃন্দাবন যান, তাহলে কৃপা করে কমেন্ট করুন।🙇‍♂️🙏

Address

Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Bong Bonding - বং বন্ডিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bong Bonding - বং বন্ডিং:

Share

Category