Explore By Imran

Explore By Imran "মনের অজানা অনুভূতিগুলো শব্দে গেঁথে এখানে লিখে রাখি। কিছু স্মৃতি, কিছু স্বপ্ন, কিছু অভিজ্ঞতা – সব মিলে এক ভিন্ন গল্পের খোঁজে"😊

01/11/2024

প্রিয় খাবার ছিল বিরানি অথচ সব সময় ধোকাই খাইয়া গেলাম😅

04/11/2023

🌸"হঠাৎ করে কখনো কারো কথা মনে পড়লে তার জন্য দো'আ করুন।" হয়তো বা সেই মূহুর্তে আপনার দোয়া তার খুব প্রয়োজন"!

❝যে ব্যাক্তি অন্যের জন্য দোয়া করে
ফেরশতারা তার জন্য দোয়া করেন।❞
🍀 আবু দাউদ-১৫৩৪ 🍀

04/11/2023
04/11/2023

- বিচ্ছেদ হোক পাপের সাথে!

- সম্পর্ক হোক রবের সাথে!!🌸

03/11/2023

"নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাঁর উপর ভরসাকারীকে"🥀🌺

[সূরা ইমরানঃ১৫৯]

11/10/2023

শয়তানের চক্রান্ত দূর্বল -সূরা নিসা ৭৬

কিন্তু নারীর চক্রান্ত ভয়ংকর- সূরা ইউনুস ২৮

11/10/2023

~অনেক বেশি মন খারাপ হলে কেঁদে নিও...

~তবুও যারা বুঝতে চায়না তাদের কাছে নিজের কষ্টের বর্ণনা দিতে যেওনা🥀🌺🦋

10/10/2023

⭕ গুরুত্বপূর্ণ পাচ টি হাদিস:

১.প্রিয় রাসুল (স.) বলেছেন,
"তুমি জানো, তুমি সঠিক, তবুও তর্কে যেও না।"
[সহিহ বুখারীঃ ৪০৭৯]

২.প্রিয় রাসূল (স.) বলেছেন, “তোমরা আঙ্গুলে তাসবীহ গণনা কর কেননা কি'য়া'মতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে।”
(আবু দাউদ-১৫০১)

৩.দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়! (তিরমীযি-৩৫০৫) দোয়া ইউনুস:____
لا -اله الا أنت سبحانك انى كنت من الظالمين....
"লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ য-লিমিন।

৪."তোমার দ্বারা যদি একটি মানুষও হিদায়াত লাভ করে, তা হবে তোমার জন্য লাল রং এর উট পাওয়ার চেয়েও উত্তম।"
[সহীহ বুখারী : ৩৭০১]

৫." মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মি'থ্যা বলে তার জন্য ধ্বংস।"
(আবু দাউদ,হাদিস নং ৪৯৯০)।

⭕ আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ইয়া রব্বুল আলামীন।

Address

Bhola, Barishal
Bhola
8320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore By Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category