26/08/2024
শাহবাগ দখল নিয়েছে প্যাডেল চালিত রিকশাওয়ালারা, তাদের দাবি ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে হবে। ইতোমধ্যে এই খবর পেয়ে ব্যাটারিচালিত রিকশাওয়ালারা আবার সংঘবদ্ধভাবে রওয়ানা দিচ্ছে প্যাডেলওয়ালাদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিতে!
মানে কী আর বলবো! মনে হচ্ছে একটা টান টান উত্তেজনাময় 'এল-ক্ল্যাসিকো' ফাইট আসন্ন হতে যাচ্ছে!😎