31/07/2025
আপনি কি ফ্রিল্যান্সার, কিন্তু ক্লায়েন্টের কনভার্সন বাড়াতে হিমশিম খান?
ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বা প্রোডাক্ট কপির কাজ করেন, কিন্তু কনভার্সন অপটিমাইজ করার প্রপার রিসোর্স খুঁজে পান না?
তাহলে বলি -
আসছে এক বিশাল ধামাকা!
গত কয়েক মাস ধরে আমি কাজ করছি এমন এক ডিজিটাল প্রোডাক্টের উপর, যা ফ্রিল্যান্সারদের জন্য বানানো — বিশেষ করে যারা চায় ক্লায়েন্টের ROI বাড়াতে, ডেটা-বেইসড ডিসিশন নিতে, আর নিজের সার্ভিসের রেজাল্ট প্রুভ করতে।
এই ধামাকা শুধু একটা প্রোডাক্ট না, এটা এমন একটা ধামাকা, যেটা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।
ক্লায়েন্ট আর জিজ্ঞেস করবে না এটা কনভার্ট করবে তো?, বরং বলবে:
তুমি আবার কবে সময় পাবে?
রিলিজ ডেট আসছে খুব শিগগিরই।
আপনি যদি এই সুযোগ মিস না করতে চান, তাহলে এখনই পেজে চোখ রাখুন।
ফলো দিয়ে নোটিফিকেশন অন করুন।
কারণ যারা প্রথমে জানবে, তারাই সবচেয়ে বেশি লাভবান হবে -Guaranteed.