Hemu official

Hemu official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hemu official, Digital creator, Dhaka, Bhola.

30/12/2024
30/12/2024

দূরে থেকেও তোমাদের কথা মনে পড়ে,
বিশ্বাস ছিল, এই আগুন একদিন নিভবে।
যতই কষ্ট পাই, আমি হার মানবো না,
একদিন ফিরবো, শুধু আপনাদের কাছে।

কিছুই ভাবছি না!!
21/11/2024

কিছুই ভাবছি না!!

23/08/2024

সবারই একটা ব্যক্তিগত জীবন থাকে।
কেউ সেটা সবার কাছে প্রকাশ করে ক্ষনিকের সুখ অনুভব করে।
অন্যদিকে কেউ প্রাকাশ করতে চায় না।
তখনই বাধে ঝামেলা!

23/08/2024

যেখানে তুমি ছিলে, সেখানে এখন শুধু খাঁ খাঁ দুঃখ,
মনে রেখো, তোমার সঙ্গেই চলে গেছে আমার হাসি।
অলস দিনগুলো এখন, শূন্যতায় ডুবে,
ভালোবাসার শেষ চিঠি পড়া হয়ে গেছে শেষ।

22/08/2024

Mission DDOS.....
আমাদের আরও এক্টিভ Cyber warrior দরকার,।

31/07/2024

চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে যে যুবক,
তাকে আমি কী করে দেখাই—
আজ রাতে খুব করে জোছনা হবে।
কন্যাসম পদ্মপ্রিয় পারমিতা,
তোমার বাবা যে আর কোনোদিন ফিরবে না,
আইসক্রিম খেতে খেতে
আর কোনোদিন কোনো পার্কে
বাবার হাত যে স্পর্শ করবে না তোমার আঙুল—
তুমি ঠিক কতো বড় হলে
এই কথা তোমাকে বলা যাবে নিঃসঙ্কোচে?
প্রিয় মুগ্ধ,
ঢাকার আকাশে উড়তে দেখা গেছে হেলিকপ্টার
রাস্তায় দেখা গেছে সাজোয়া যান—দফায় দফায়।
তুমি জেনে খুশি হবে,
তোমার পানির বোতল আর বিস্কুটও
দেখা গেছে পড়ে থাকতে,
রক্তে ভীষণভাবে মাখামাখি হয়ে।
খুব জানি কীরকম আছে।
তবু বেশ জিগ্যেশ করতে ইচ্ছে করে—
কেমন আছে আবু সাঈদের মা?
~আরিফ আজাদ
#বইপ্রী‌তি

15/07/2024

এটা তো সেই একই ব্যাপার হয়ে গেল। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি যেভাবে ছাত্ররা নিজেদের জীবন দিয়েছিল নিজের ভাষার জন্য। আজ সেই স্বাধীন দেশে থেকে বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য ছাত্রদেরকে কি আবারও সেই রকম রক্তদান করতে হবে?

দীর্ঘস্থায়ী হোক  #ভাইয়ের  #বন্ধননির্ঘুম ভোরের আলোয়, দুই ভাই দাঁড়িয়ে আছে, হৃদয়ে জড়িয়ে আছে। এক হাতে, তারা দিনের মু...
22/06/2024

দীর্ঘস্থায়ী হোক #ভাইয়ের #বন্ধন

নির্ঘুম ভোরের আলোয়,
দুই ভাই দাঁড়িয়ে আছে, হৃদয়ে জড়িয়ে আছে।
এক হাতে, তারা দিনের মুখোমুখি,
একসাথে শক্তিশালী, যা হতে পারে আসা.

সবুজের মাঠ এবং নীল আকাশের মধ্য দিয়ে,
তারা একটি বন্ধন ভাগ, পুরানো এবং নতুন উভয়.
হাসির প্রতিধ্বনিতে, ফিসফিসিত ভয়ে,
তাদের ভালোবাসা বছরের পর বছর ধরে চলে।

যখন ছায়া পড়ে এবং ঝড় দেখা দেয়,
তারা ভয় দূর করে এক হয়ে দাঁড়ায়।
মৃদু শব্দ এবং অবিচলিত হাত দিয়ে,
তারা বালি নাড়াচাড়ায় তাদের স্বপ্ন তৈরি করে।

কোনো দূরত্ব বড় নয়, সময় বেশি নয়,
এত শক্তিশালী বন্ধন যে বন্ধন দুর্বল করতে পারেনা
কারণ তাদের হৃদয়ে, এত বিশুদ্ধ ভালবাসা,
ভাইয়ের বন্ধন দীর্ঘস্থায়ী হবে।

07/01/2024

agent hunting



Address

Dhaka
Bhola
8300

Telephone

+8801833203302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hemu official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hemu official:

Share