M A H Jibon

M A H Jibon এই পেজটির তৈরি করা হয়েছে শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য।

এখন বুঝলাম কেক এতো চাহিতা হবার কারন কি
14/10/2025

এখন বুঝলাম কেক এতো চাহিতা হবার কারন কি

এগুলো কি ভাবে করে মানুষে,,এক যুবকের সঙ্গে দুই জায়ের পরকীয়া,,আর,,, আমরা একটা মেয়েকেই পটাতে পারি না,,😢😢😢😭😭
12/09/2025

এগুলো কি ভাবে করে মানুষে,,
এক যুবকের সঙ্গে দুই জায়ের পরকীয়া,,
আর,,, আমরা একটা মেয়েকেই পটাতে পারি না,,😢😢😢😭😭

আমরা কোন দেশে আছি,,  সব সময় চিন্তা থাকতে হয়,, কখন যানি আমি খুন হবো,,বিশ্বাস করেন একটা ঘুমন্ত মানুষকেও মেরে ফেলা যায়, আমর...
09/09/2025

আমরা কোন দেশে আছি,, সব সময় চিন্তা থাকতে হয়,, কখন যানি আমি খুন হবো,,

বিশ্বাস করেন একটা ঘুমন্ত মানুষকেও মেরে ফেলা যায়, আমরা এমন একটা দেশেই বাস করি,বর্তমানে যেমন প্রকাশ্যে খুন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে তা স্বৈরাচার হাসিনার আমলেও ছিলো না,আসলেই গদিতে বসার মতো সঠিক মানুষ আজও হয়নি হয়তো ভবিষ্যতেও হবেনা🙂🙂🙂

---রাত তখন ১২ টা বোন তার ভাইকে ফোন দিলো,,, ভাই জিঙ্গেস করলো বোন কেমন আছিস..!,,, বোন কান্না কণ্ঠে বলে ভাইয়া আমি ভাল...
07/09/2025

---রাত তখন ১২ টা বোন তার ভাইকে ফোন দিলো,,, ভাই জিঙ্গেস করলো বোন কেমন আছিস..!,,, বোন কান্না কণ্ঠে বলে ভাইয়া আমি ভালো নেই... ভাই জিঙ্গেস করে কেনরে কি হইসে.,,! বোন বলে ভাইয়া আমার শশুর বাড়ির লোকজন ও আমার স্বামী বলে কাল সকালে যদি আমি আমার বাপের বাড়ি না চলে যাই আমাকে মেরে ফেলবে,,,ভাই স্বাভাবিক ঝগরা মনে করে তার বোনকে সান্তনা দিয়ে বলে আমি তোর স্বামীর সাথে সকালে কথা বলবো তুই টেনশন করিস না.,,,বোকা ভাইটা বুজতেই পারেনি তার বোনকে সকালের আলো দেখতে দিবেনা নরপশুরা। রাতে ভাইয়ের চোখে ঘুম নাই শুধু বুক ভরা যন্ত্রনা তবুও তার বােকা ভাইটি বুজতে পারলো না তার বোন নির্যাতিত হয়ে স্বামীর হাতে মৃত্যুবরণ করতেছে..,,,রাত পোহানোর সাথে সাথে ভাইটি শুনতে পারে তার বোনকে জালিমরা মেরে ফেলেছে.,,,,.. কতটা যন্ত্রনা কতটা হা হা কার তার ভাইয়ের.,,,,বোন ভাইকে রাতে বলছে তাকে মেরে ফেলবে সকালে বোনের মৃত্যুর সংবাদ,,,৷ 😭😭😭
👇👇

বিদ্রঃ মেয়ে কে বিয়ে দেওয়ার আগে ভালো ভাবে যাচাই করেন, ছেলে টা কেমন, ছেলের ব্যবহার কেমন,
ছেলের টাকা/চাকরি /বড়লোক / এইসব দেখে বিয়ে না দেওয়া টাই ভালো
আগে দেখতে হবে ছেলেটা কেমন
আপনি যদি পোস্ট টা পরে থাকেন আপানার
কাছে রিকুয়েষ্ট পোস্ট৷ টা শিয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দেন🙏

কোনো অমানুষের কাছে দিয়েন,,, প্লিজ

প্রথম চিরকুটে লেখা আছে- ‘আমি মিনারুল… আমরা চারজন আজ রাতে মা'রা যাব। এই ম*রা*র জন্য কারও কোনো দোষ নেই… প্রথমে আমার বউকে ম...
16/08/2025

প্রথম চিরকুটে লেখা আছে- ‘আমি মিনারুল… আমরা চারজন আজ রাতে মা'রা যাব। এই ম*রা*র জন্য কারও কোনো দোষ নেই… প্রথমে আমার বউকে মে*রে*ছি, তারপর আমার মাহিনকে, তারপর মিথিলাকে। এরপর আমি গলায় ফাঁ*স দিয়ে ম*রে*ছি।’

চিরকুট লেখার কারণ লিখেছেন, ‘পুলিশ কাকে না কাকে ফাঁ*সি*য়ে টাকা খাবে।’

দ্বিতীয় চিরকুটে উল্লেখ - ‘আমি নিজ হাতে সবাইকে মা*র*লাম… কারণ আমি একা ম*রে গেলে তারা ক*ষ্ট ছাড়া কিছু পাবে না। আমরা ম*রে গেলাম ঋ*ণে*র দায়ে আর খাওয়ার অভাবে।’

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামে একই পরিবারের চার সদস্যের ম*র*দে*হ উদ্ধার করেছে পুলিশ। নি*হ*ত*রা হলেন- মিনারুল ইসলাম (৩০), তাঁর স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৩)। শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে ম*র*দে*হগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠায়।


কপি পোস্ট

কথায় আছে,, সঙ্গদোষে লোহা ভাসে,,
11/08/2025

কথায় আছে,, সঙ্গদোষে লোহা ভাসে,,

দম থাকতে ভাই কেউ নিস না বিয়ের নাম😁😁😅😅
27/07/2025

দম থাকতে ভাই কেউ নিস না বিয়ের নাম😁😁😅😅

22/06/2025

কতো বড়ো মাপের বাটপার,,,, ゚viralシ

এটা আমার চাচাতো বোন দেখতে কেমন বলেন আপনারা,,
12/06/2025

এটা আমার চাচাতো বোন দেখতে কেমন বলেন আপনারা,,

11/06/2025

অনেক অনেক ভালোবাসা রইলো ভাই আমি নতুন ইউজার ভাই সবাই আমাকে একটু সাপোর্ট করেন ❤️❤️,, আমি ও আপনারদের সাপোর্ট ভালোবাসা দিবো ইনশাআল্লাহ,,,,,, 💗📣

আহা ভালো না ভালো তো, আর  টিকটকার বিয়ে করবা নাকি বুঝো এবার,,,... 😁😁🖕🖕
06/06/2025

আহা ভালো না ভালো তো, আর টিকটকার বিয়ে করবা নাকি বুঝো এবার,,,... 😁😁🖕🖕

28/05/2025

আপনারা সবাই কেমন আছেন,,,?
📢আসেন সবাই এক জনের পাশে আর একজনে
থাকি💗 সামনে ইনশাআল্লাহ তাই কিছু করতে পারবো,,

Address

Khayerhat, Borhanuddin
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when M A H Jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M A H Jibon:

Share

Category