15/11/2025
ভোলায় জামায়াতের শক্তি প্রদর্শন: হাজারো মোটরসাইকেলের শোডাউন
মোহাম্মদ আলী, ভোলা ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৫ নভেম্বর রোজ শনিবার বৃহৎ মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৯টায় জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা মোটরসাইকেলে একত্রিত হয়ে জংশন বাজার থেকে মোটরসাইকেল মিছিলটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
হাজারো মোটরসাইকেলের অংশগ্রহণে শোডাউনটি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল শহরের দিকে এগোতে থাকে। পরে সেগুলো একত্রিত হয়ে বিশাল শোডাউনে রূপ নেয়।
দলীয় নেতাদের মতে, এ কর্মসূচির উদ্দেশ্য ছিল সংগঠনের সাংগঠনিক সক্ষমতা প্রদর্শন করা, নির্বাচনী মাঠে কর্মীদের উৎসাহিত করা এবং ভোটারদের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়া।
সমাবেশে ভোলা–১ আসনে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন,
“ভোলার মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক সমাজ চায়। আজকের এই শোডাউন প্রমাণ করেছে—ভোলার জনগণ জাগ্রত, তারা নিজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষেই আছি। জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা রেখে একটি স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“ভোলা–১ আসনের মানুষ যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছেন, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ এবং সুশাসন প্রতিষ্ঠা—এগুলোই হবে আমাদের মূল অঙ্গীকার।”
শোডাউন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা শান্তিপূর্ণ নির্বাচন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।