Manabatar Kantho-MK TV

Manabatar Kantho-MK TV Manabatar Kantho is the most read newspaper in Bangladesh. The online portal of Manabatar Kantho is t

Kantho does not only have the widest reader base, but it also reaches the most sophisticated, affluent and highly erudite readers of Bangladesh. In all important demographic segments of readers, Manabatar Kantho is miles ahead of any other newspaper. with Voice of Humanity to get all news quickly. # True and objective music is the sole objective of the voice of humanity

চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাটভোলা প্রতিনিধি।ভোলায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও ব্য...
27/03/2025

চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট

ভোলা প্রতিনিধি।
ভোলায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও ব্যবসায়ীকে মারধর কারার অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে ।
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রাড়ীরহাট বাজারে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকজন লোক এসে রাড়ীরহাট বাজারের ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাস এর কাছে টাকা চায়। মহিউদ্দিন টাকা দিতে রাজি না হলে এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে মহিউদ্দিনকে মারধর করে এবং তার দোকান ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে মহিউদ্দিন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, স্থানীয় প্রভাবশালী বাবু ও মুন্না তাদের দলবল নিয়ে এসে মহিউদ্দিনের কাছ থেকে দেড় লাখ টাকা দিতে বলে। মহিউদ্দিন টাকা দিতে রাজি না হওয়ায় মহিউদ্দিনকে তারা বেধড়কভাবে মারধর করে। মেরে তাকে আহত করার পরে দোকানের চাবি ছিনিয়ে নিয়ে দোকানে থাকা নগদ টাকা, বিকাশের মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়। দোকানের সমস্ত আসবাবপত্র ভেঙ্গে দেয়। দোকানে তালা লাগিয়ে দেয়। টাকা না দিলে বাড়িতে হামলা করার হুমকিও দেয়।
আহত মহিউদ্দিনের বাবা হারুন বিশ্বাস বলেন, স্থানীয় প্রভাবশালী বাবু ও মুন্না তাদের দলবল নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় হামলা লুট চাঁদাবাজি এগুলা করে আসছে। তাদের ভয়ে কেউ কোন কথা বলতে পারছে না। ভোলার বিএনপির নেতৃবৃন্দ তার আত্মীয় এমন পরিচয়ে সবাইকে হুমকিও দেন মুন্না। এমনকি এ হারুন বিশ্বাসসহ তাদের পরিবার খুবই আতঙ্কে রয়েছে। এজন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
অভিযুক্ত মুন্নার সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন। ঘটনার সত্যতা স্বীকার তিনি বলেন, এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে তিনি সাংবাদিকদেরকে কোন কিছুই জানাতে আগ্রহী নয়।

ভোলা প্রতিনিধি
২৭.০৩.২০২৫

ভোলা পূর্ব ইলিশা আওয়ামী লীগের জোর জবরদস্তি থেকে মুক্তি পায়নি জনগণভোলা প্রতিনিধি ভোলা সদর পূর্ব ইলিশা আওয়ামী লীগের মনো...
30/12/2024

ভোলা পূর্ব ইলিশা আওয়ামী লীগের জোর জবরদস্তি থেকে মুক্তি পায়নি জনগণ

ভোলা প্রতিনিধি
ভোলা সদর পূর্ব ইলিশা আওয়ামী লীগের মনোনিত ৬ নং ওয়ার্ডের বারেক মেম্বার ৫ নং ওযার্ডের লোকমান মেম্বার ও ৪, ৫,৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বশির এর জোর জবরদস্তি ও দখল বাজিতে অতিষ্ঠ মকবুল আহাম্মেদ ও জালাল আহমেদ গংদের জীবন।

ঘটনা স্থান থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মূল মালিক আনোয়ার বেপারী, আলী মিয়া দালাল এর উত্তর সুরী মকবুল আহম্মেদ ও জালাল আহমেদ গংদের দীর্ঘ দিনের ঘরবাড়ি সহ দখলে থাকা চার একর আশি শতাংশ জমি আওয়ামী লীগের দাপট দেখিয়ে ১৯ টি মামলা দিয়ে এককোটি টাকার বেশি ক্ষয় ক্ষতি করে জোর জবরদস্তি ও দখল করে নেয় স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যু ৬ নং ওয়ার্ডের বারেক মেম্বার ৫ নং ওযার্ডের লোকমান মেম্বার ও ৪, ৫,৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বশির । জমি থেকে উৎখাতের পরে মামলায় মুকবুল আহাম্মেদ ও জালাল আহমেদের পক্ষে তিন বার রায় পাওয়ার পরও জমির দখল যেতে দেয়নি এই তিন সন্ত্রাসী বাহিনীর লোকজন।

মুকবুল আহাম্মেদ এর ছেলে মোঃ মনির জানান, দীর্ঘ আঠারো টি বছর এই আওয়ামী লীগের রোশানলে নিভৃত নির্যাতিত হয়ে আমাদের জীবন অসহায় হয়ে পড়েছে। এখন ২০২৪ এর স্বাধীনতার পর আমরা আমাদের জমিতে গিয়ে ঘর উত্তোলন করে বাকি জমিতে গম,কলোই ,ও ধান চাষের ব্যবস্থা করি। এখন তিন জন আমাদের প্রান নাশের হুমকি দিয়ে আসছে এতে আমরা আতঙ্কিত আছি।

শফিজল দালাল জানান, আমরা তিন আওয়ামী লীগের মেম্বার দাপটের কারণে আমাদের জমিতে কাছাইতে পারিনি। এখন আমরা আমাদের জমিতে ঘর উড়িয়ে দখলে যাই। কিন্তু এই তিন সন্ত্রাসীর হুমকিতে আমরা চলাফেরা করতে খুব ভয়ের মধ্যে থাকি। যেকোনো সময় আমাদের মেরে ফেলতে পারে এই আতঙ্ক করে।
স্থানীয় মোঃ সোহেল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ এই জমি মকবুল আহমদ ও জালাল আহমেদের উত্তরসুরিরা দখলে ছিল আওয়ামীলীগ ক্ষমতার আমলে এই তিন মেম্বার জোর-জবরদস্তি করে খেয়েছিল। এখন আবার তারাই তাদের জমিতে দখলে আসছে।
ইউনুস জানান, এই তিন সন্ত্রাসী আওয়ামী লীগের সরকার পতনের পরে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলায় ফাঁসানোর চেষ্টা করে। আমি এই জমিতে যেন না যেতে পারি। আমি এই তিন সন্ত্রাসীর উপযুক্ত বিচার দাবি করছি।

বারের মেম্বার এর সাথে যোগাযোগ করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে জানান , মোস্তফা ও ইউনুছ মাওলানার কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে আমরা জামি নিয়ে এই জমির মধ্য থেকে জঙ্গল পরিষ্কার করি। এই জমি আমাদের দখলে থাকে। মোস্তফা ও ইউনুস মাওলানা আমাদেরকে জমি দলিল না দেওয়ার কারণে তাদের দুইজনের সাথে আমাদের সালিশ বৈঠক হয়। তারা বলছে আমাদেরকে জমি দলিল দিয়ে দিবে। এখন যারা জমিতে ঘর উঠিয়েছে আমরা তাদেরকে কিছুই বলি না। আমাদের সাথে তো মোস্তফা এবং ইউনুস মাওলানার এখনো দলিল হয়নি।
লোকমান মেম্বার ও বশির মেম্বার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

30/12/2024
25/12/2024

ভোলায় ভেদূরিয়ায় গাছ থেকে পড়ে হাত ভেঙে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

ভোলা প্রতিনিধি।
ভোলায় ভেদূরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি বাওলি কান্দি দুলাল বাওলি গত ১৯-১২-২০২৪ তারিখ রোজ (বৃহস্পতিবার) সকাল ১০ ঘঠিকার সময় গাছের সাথে চঙা দিয়ে কাজ করার সময় চঙা থেকে পরে হাত ভেঙে গেলে ভোলা সদর হাসপাতালে পুলিশ খাতায় ভর্তি হয়ে মোঃ সাকিব, ইউসুফ বাওলি, আবুল বশার , ফারুক বাওলি কে ফাঁসানোর জন্য মারামারি হয়েছে বলে একটি মিথ্যা মামলা দায়ের করে।

ঘটনা স্থানে জানা যায়, দীর্ঘ দিন ধরে দুলাল বাওলির সাথে ইউসুফ বাওলি গং দের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। দুলাল বাওলির নামে ভোলা কোর্টে দুটি মামলা রয়েছে, মামলা দুটি হলো সি, আর ৭৮১/২৪ ও এমপি ২৪৪/২৪ । এই মামলায় জের ধরে ইউসুফ বাওলি গংদের ফাঁসানোর জন্য চঙা থেকে পড়ে কোর্টে গিয়ে মারামারি হয়েছে বলে একটি মামলা করে । মামলাটি FIR অবস্থায় বর্তমানে ভোলা সদর থানার রয়েছে।
দুলাল বাওলির পিতা মোঃ কাজল বাদশা জুমার নামাজের সময় তার ছেলে ও ছেলের বৌ জন্য গাছের সাথে চঙা দিয়ে কাজ করার সময় পড়ে গিয়ে অসুস্থ থেকে মু্ক্তির জন্য দোয়া চেয়েছেন।

মসজিদের ইমাম আব্দুল শহীদ জানান, আমার কাছে দুলাল বাওলি চঙা থেকে পড়ে গেছে বলে তার পিতা মোঃ কাজল বাদশা তার ছেলের জন্য দোয়া কামনা করে, আমি তার জন্য মুসুল্লিদের নিয়ে দোয়া করি।

ইউনুস বাওলি বলেন, দুলাল বাওলি চঙা থেকে পড়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আমরা এই মামলায় সুস্থ তদন্তের মাধ্যমে ফয়সালার জোর দাবি জানাই।
ফারুক বাওলি জানান, দুলাল বাওলি একজন চাঁদাবাজ ও অন্যের জমি জোর জবরদস্তি করে দখল করার মতো দুষ্টু প্রকৃতির লোক। তার নামে ভোলা কোর্টে দুটি মামলা রয়েছে।
দুলাল বাওলি জানান, আমি আমার জায়গা জমি দখল নিতে গেলে ইউসুফ বাওলি গংরা আমাকে বিভিন্ন সময়ে মামলা দায়ের করে।গত বৃহস্পতিবার সকালে আমার জমিতে গেলে তারা আমাকে মেরে হাত ভেঙে দেয়। আমি ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে ভোলা কোর্টে মামলা দায়ের করি।

https://www.facebook.com/share/v/19b88D9nyS/

ভোলার রাজাপুরে ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ভোলা প্রতিনিধি।ভোলার রাজাপুরে ভূমিদস্যু নুরুদ্দিন কয়েলের অত্যাচারে...
15/12/2024

ভোলার রাজাপুরে ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ভোলা প্রতিনিধি।
ভোলার রাজাপুরে ভূমিদস্যু নুরুদ্দিন কয়েলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। ১২/১২/২০২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার নুরুউদ্দিন বাহিনীর একজন আনিছ মালের সাথে জায়গা জমি জোর দখল করবে না বলে একটি বসাবসির তারিখ করে, সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা নুরুদ্দিন বাহিনী আনিস মালের উপর অতর্কিত হামলা করে। পড়ে স্থানীয়রা আনিছ মালকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

আনিস মালের সূত্রে জানা যায়, নুরুদ্দিন কয়েল একজন ভূমিদস্যু, ডাকাত , সন্ত্রাসী ও চাঁদাবাজি প্রকৃতির লোক। সে দীর্ঘদিন যাবত চরের জায়গা জমির মালিকানা লোকদের থেকে জমি জোর জবরদস্তি করে দখল করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে তাদের প্রতি হামলা চালায়, তাদের কাছ থেকে চাঁদা দাবি করে।জমি দখল ও চাঁদা দিতে রাজি না হলে তাদেরকে মেরে ফেলতে হুমকি দেয় এবং অতর্কিত হামলা চালায়। তার এই হুমকি ধামকি ও দখল বাজিতে চরের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে আছে। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে যে মামলার নম্বর হলো এমপি ৫৯২/২৪। পরিকল্পিতভাবে দখলদারি, চাঁদাবাজি করবে না বলে আমার সাথে বসার কথা বলে আমাকে নিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার প্রতি অতর্কিত হামলা করে‌।

স্থানীয় লোকজন বলেন, সন্ত্রাস চাঁদাবাজ এই নুরুদ্দিন কয়েলের জন্য আমাদের এই চরে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে এই নুরুদ্দিন কয়েলের চাঁদাবাজি এবং সন্ত্রাসী থেকে মুক্তি চাই।

নুরুদ্দিন কয়েলের সাথে যোগাযোগ করলে সে বলে আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আপনাদের সাথে পরে কথা বলব।

ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাইট ন্যাশন স্কুলের আয়োজনে প্যারেনটিং কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ভোলা...
23/11/2024

ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাইট ন্যাশন স্কুলের আয়োজনে প্যারেনটিং কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

ভোলা প্রতিনিধি
আজ ২২ নভেম্বর ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাইট ন্যাশন স্কুভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাইট ন্যাশন স্কুলের আয়োজনেলের আয়োজনে " আকাশ ছোঁয়া মন্ত্র শিখো" শ্লোগান নিয়ে প্যারেনটিং কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব আ.জ.ম ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ উল্লাহ স্বপন, সাংবাদিক, কলামিস্ট, লেখক, বিশিষ্ট শিক্ষাবিদ ড.আহসান হাবিব ইমরোজ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব এড. পারভেজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মা-বাবা ও তাদের সন্তানদের উপস্থিতিতে মনোঙ্গ ইসলামী সংগীত পরিবেশনের পাশাপাশি শিশুদের সঠিক ভাবে সম্পদে পরিণত করে দুনিয়া আখেরে সফল হওয়ার জন্য করণীয় সম্পর্কে চমৎকার আলোচনা উপস্থাপন করেন সম্মানিত আলোচকবৃন্দ।

ভোলায় ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ।মোহাম্মদ আলী।আজ শুক্রবার সকাল ৭টায় মাওলানা আবদুল গাফফ...
01/11/2024

ভোলায় ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ।

মোহাম্মদ আলী।
আজ শুক্রবার সকাল ৭টায় মাওলানা আবদুল গাফফারের সঞ্চালনায় ভোলা সদর উপজেলা" বাপ্তা ইউনিয়ন ইসলামি ছাত্র কল্যাণ পরিষদ" কর্তৃক বাপ্তা বুড়ির মসজিদে ৪৬ জন শিক্ষার্থীদের মাঝে এ পুরষ্কার তুলে দেন।
গত ১৮ই আগস্ট থেকে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করার প্রতিযোগিতা ঘোষণা করা করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ৬৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি মাওলানা আহমেদ হাচনাইন।
তিনি বলেন, আগামী দিনে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে এখন যারা তরুণ প্রজন্ম তাদেরকে সৎ চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে । আর একমাত্র নামাজই মানুষকে সকল অন্যায় ও খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। আগামী দিনের সকল কর্মসূচিতে ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার সহকারী সেক্রেটারি জনাব আবু জাহান কবির। তিনি বলেন, সন্তানকে মাদক, জুয়া সহ সকল অন্যায় থেকে দূরে রাখতে হলে সকল অভিভাবক যেন তার সন্তানকে সাথে নিয়ে মসজিদে নামাজ পড়তে আসেন এবং সন্তানকে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে সে আলোকে জীবন যাপন শিক্ষা দেন, তাহলে তারা খারাপ পথে চলবে না। আরো বক্তব্য রাখেন, বাপ্তা ইউনিয়ন আমির মাস্টার আঃ সালাম,ইসলামি ছাত্রশিবিরের ভোলা শহর শাখার মানবসম্পদ বিভাগের সহকারী মাওলানা মোঃ ইউনুছ, মসজিদের সভাপতি নুর মোহাম্মদ হাওলাদার,অত্র মসজিদের ইমাম মাওলানা মোঃ ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমির হোসেন, মাওঃ মোঃ ফোরকান, আবুল কালাম দফাদার সহ স্থানীয় মুসল্লীগন।
দোয়া মুনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মুফতি আঃ রহমান সাহেব।

ভোলায় জামায়াতে ইসলামী ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ভোলা প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার ইউনিয়ন প্রতিন...
19/10/2024

ভোলায় জামায়াতে ইসলামী ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে ভোলা শিল্প কলা অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ভোলা জেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন,এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সেইসাথে রাষ্ট্রকে সংস্কার করে সকল অনিয়ম-দুর্নীতি মুক্ত করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে দ্রুত সময়ের মধ্যে অন্তভর্তিকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।
বলেন,যারা দেশে ক্ষমতায় ছিল তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে, তারা জনগণের কল্যাণ করে নাই।
আজকে শহীদরা রক্ত দিয়ে আমাদের ঋণী করেছে। আজকে ছাত্রদের আত্মত্যাগের কারণে আমরা বাক স্বাধীনতা ভোগ করছি।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসকের প্রেতাত্মারা যেভাবে বাড়িতে বাড়িতে হানা দিয়ে হামলা ও মামলা করছিল, আজকে সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। সেই ঋণ আমাদের শোধ করতে হবে।
শহীদরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজপথে ঝাপিয়ে পড়েছিল, সেই শোষণমুক্ত সমাজ গঠন করতে হবে। যেখানে মানুষ সহজে তাদের অধিকার ভোগ করবে।
বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারনণ এই ভোলাতে জামায়াতে ইসলাম প্রকাশ্য কোন সভা-সমাবেশ করতে পারেনি। সে সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে।
সম্মেলনে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি হুকুমাত কায়েম করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ভোলা জেলার সম্মানিত সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামি ভোলা জেলার সংগ্রামী নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা আখতারুল্লাহ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা আমির হোসাইন, জেলা অর্থ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন,
আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন,ভোলা পৌর আমির মাওলানা মোঃ জামাল উদ্দিন, সেক্রেটারি মোঃ রুহুল আমিন, পৌর অর্থ সম্পাদক মাওলানা আতাউর রহমান কামাল।
এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলার ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশাল কর্মী সম্মেলন, ভোলামো: মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধি: ১৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ...
17/10/2024

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশাল কর্মী সম্মেলন, ভোলা

মো: মিজানুর রহমান,
ভোলা জেলা প্রতিনিধি: ১৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে ভোলা শহর ও জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা দীর্ঘ একযুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হলো।

সকাল ৯:৩০ টায় বোরহান উদ্দিন মডেল মসজিদে এ কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আহমেদ হাসনাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কলেজ সম্পাদক শফিউল্লাহ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গালিব আব্দুল্লাহ (অঞ্চল তত্ত্বাবধায়ক)।

সমাবেশে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ফজলে রাব্বি। সাংস্কৃতিক পরিবেশন করেন দীপ অঞ্চল ও আল হেরা শিল্পীগোষ্ঠী।

বক্তারা বলেন, "ছাত্রশিবির প্রতিশোধের রাজনীতি করেনা। অস্ত্র নয়, কলম ধরো; চেঁটে নয়, খেটে খাও। ইসলামী ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। মেধাবীরা শতাব্দীর যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম। দেশের গণবিল্পবে ছাত্রসমাজের যে ভূমিকা রয়েছে, সেটিকে কাজে লাগাতে হবে। দেশের ক্রান্তিকালে ত্রাণকর্তার ভূমিকা রাখতে ছাত্রশিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।"

সমাপ্ত

ভোলায় বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত মোঃ আলী ভোলা।আজ বেলা তিন ঘটিকায় নগরীর চাইনিজ রেস্তোরাঁর বাংলাদেশ ...
09/10/2024

ভোলায় বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত
মোঃ আলী ভোলা।
আজ বেলা তিন ঘটিকায় নগরীর চাইনিজ রেস্তোরাঁর বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিলের ভোলা জেলা শাখার ( ২০২৫-২০২৬) সেশনের কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এডভোকেট ইলিয়াস সুমনের সভাপতিত্বে সম্মেলনের সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিলের বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক এডভোকেট সালাউদ্দিন মাসুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এডভোকেট তারেকুল ইসলাম,
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমির জনাব মাস্টার জাকির স্যার এবং ভোলা জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ ভোলা সদর উপজেলা আমি মাওলানা কামাল উদ্দিন ও ভোলা পৌরসভা আমির জনাব জামাল উদ্দিন, আরো উপস্থিত ছিলেন ভোলা জেলার স্বনামধন্য আইনজীবীগণ।
বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল ভোলা জেলা কমিটির সভাপতি এডভোকেট আ ফ ম আব্দুল হামিদ ,সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম ,অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস সুমন ,এডভোকেট মোঃ রমিজ উদ্দিন,এডভোকেট মোঃ মাহবুবুল ইসলাম ,এডভোকেট মোঃ জিয়াউর রহমান ,
সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন ,এডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ,
সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এনামুল হক রায়হান ,অর্থ সম্পাদক
এডভোকেট আব্দুর রহমান (হাসনাইন),
সদস্য এডভোকেট শফিউল্লাহ ,এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন,এডভোকেট মুহাম্মদ উল্লাহ ,এডভোকেট আব্দুল হাই মামুন,এডভোকেট রফিকুল ইসলাম মিয়া,এডভোকেট মোঃ আবু সাঈদ খুদরী ,এডভোকেট মোঃ সেলিম শরীফ ,এডভোকেট মোহাম্মদ এনায়েত হোসেন,এডভোকেট মোঃ হাবিবুর রহমান মঞ্জু ,এডভোকেট মোঃ আওলাদ হোসেন আসাদ ,এডভোকেট আল আমিন ( বাবুল)।

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manabatar Kantho-MK TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manabatar Kantho-MK TV:

Share