Manabatar Kantho-MK TV

Manabatar Kantho-MK TV Manabatar Kantho is the most read newspaper in Bangladesh. The online portal of Manabatar Kantho is t

Kantho does not only have the widest reader base, but it also reaches the most sophisticated, affluent and highly erudite readers of Bangladesh. In all important demographic segments of readers, Manabatar Kantho is miles ahead of any other newspaper. with Voice of Humanity to get all news quickly. # True and objective music is the sole objective of the voice of humanity

23/12/2025

সাংবাদিক নয় এমন ব্যাক্তিদের কে ভোলা প্রেসক্লাবের সদস্য করায় বর্তমান আহ্বায়ক কমিটি কে অবাঞ্চিত ঘোষণা করেছে প্রকৃত সাংবাদিকরা।

19/11/2025

ভোলার নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

মোহাম্মদ আলী, ভোলা।।

দায়িত্ব গ্রহণের পরে ভোলার নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় বসেছেন। বৃহস্পতিবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন—তিন মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, “ভোলা একটি সম্ভাবনাময় জেলা। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করছি।”

তিনি ভোলার সার্বিক উন্নয়ন, জনসেবা, সমস্যাগুলোর সমাধান ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের পরামর্শকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।

সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক ইস্যু ও জনদুর্ভোগসহ নানা বিষয় তুলে ধরেন। তারা নতুন জেলা প্রশাসকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময়ের শেষ পর্যায়ে জেলা প্রশাসক ডা. শামীম রহমান সাংবাদিকদের মতামতকে স্বাগত জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সবাইকে সঙ্গে নিয়ে ভোলাকে এগিয়ে নিতে চাই।”

সভায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোলায় জামায়াতের শক্তি প্রদর্শন: হাজারো মোটরসাইকেলের শোডাউনমোহাম্মদ আলী, ভোলা ॥আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ...
15/11/2025

ভোলায় জামায়াতের শক্তি প্রদর্শন: হাজারো মোটরসাইকেলের শোডাউন

মোহাম্মদ আলী, ভোলা ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৫ নভেম্বর রোজ শনিবার বৃহৎ মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৯টায় জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা মোটরসাইকেলে একত্রিত হয়ে জংশন বাজার থেকে মোটরসাইকেল মিছিলটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

হাজারো মোটরসাইকেলের অংশগ্রহণে শোডাউনটি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল শহরের দিকে এগোতে থাকে। পরে সেগুলো একত্রিত হয়ে বিশাল শোডাউনে রূপ নেয়।

দলীয় নেতাদের মতে, এ কর্মসূচির উদ্দেশ্য ছিল সংগঠনের সাংগঠনিক সক্ষমতা প্রদর্শন করা, নির্বাচনী মাঠে কর্মীদের উৎসাহিত করা এবং ভোটারদের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়া।
সমাবেশে ভোলা–১ আসনে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন,
“ভোলার মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক সমাজ চায়। আজকের এই শোডাউন প্রমাণ করেছে—ভোলার জনগণ জাগ্রত, তারা নিজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষেই আছি। জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা রেখে একটি স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“ভোলা–১ আসনের মানুষ যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছেন, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ এবং সুশাসন প্রতিষ্ঠা—এগুলোই হবে আমাদের মূল অঙ্গীকার।”
শোডাউন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা শান্তিপূর্ণ নির্বাচন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

12/11/2025

ভোলা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের গরুর গাড়ি মার্কায় নির্বাচনের প্রচারণা।

06/11/2025

#ভোলায় আসলেন বিএনপির নেতা আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

#হাজার হাজার নেতা কর্মীদের আনন্দ উল্লাসে মেতে উঠেছে ভালো শহর ।

 #ভোলায় ৬শ’ ৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ♻️পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্...
04/11/2025

#ভোলায় ৬শ’ ৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ♻️

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানে একাধিক দোকানে তল্লাশি চালিয়ে এসব পলিথিন উদ্ধার করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

👉 নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করুন — পরিচ্ছন্ন ভোলা গড়ুন। 🌿

#ভোলা #পলিথিনবিরোধীঅভিযান #পরিবেশবাঁচাও

04/11/2025
📍 ভোলা-০১ আসন🕊️ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ইনশাআল্লাহ জাতীয় সংসদের সদস্য হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন।৫৪ বছরের পুরনো বস্ত...
04/11/2025

📍 ভোলা-০১ আসন
🕊️ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ইনশাআল্লাহ জাতীয় সংসদের সদস্য হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন।

৫৪ বছরের পুরনো বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে,
ভোলায় সূচনা হবে সুশাসন ও ন্যায়ভিত্তিক নতুন রাজনীতির ধারার।

💪 খেটে খাওয়া মানুষের মুক্তি মিলবে তথাকথিত
“তিন জমিদার বংশধরদের” রাজনীতির কবল থেকে।

🌿 আসছে পরিবর্তনের হাওয়া — নতুন ভোলা, নতুন স্বপ্ন।
✍️ অধ্যক্ষ নজরুল ইসলাম মিডিয়া সেল
📸 Ariful Islam

01/11/2025

#ভোলায় বিজেপি ও বিএনপির মধ্যে সংঘর্ষে নিয়ে বিএনপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন।

#ভোলা #বিএনপি #বিজেপি #সংঘর্ষ #জরুরি_সংবাদ_সম্মেলন #রাজনীতি #বাংলাদেশ_রাজনীতি #ভোলা_সংবাদ #দলীয়_কর্মসূচি #বিএনপি_কার্যালয়

01/11/2025

ভোলায় বিজেপির ও বিএনপির মধ্যে সংঘর্ষে , বিজেপির একাধিক নেতা কর্মী সহ সংবাদ কর্মী আহত।

#ভোলা #সংঘর্ষ #বিজেপি #বিএনপি #রাজনীতি #সহিংসতা #আহত #সংবাদকর্মী #দলীয়সংঘাত #ভোলাসংবাদ #বাংলাদেশরাজনীতি

Address

Bhola
8300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manabatar Kantho-MK TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manabatar Kantho-MK TV:

Share